![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমাকে ঘিরে যত স্বপ্ন
তুমাকে দেখে আমি মগ্ন
মাতাল হাওয়া বইছে
আমাতে নেই আমার মন।
....
তুমি আমার সেই জন
যাকে একবার দেখার আয়োজন
কত প্রান্তর ঘোরে ঘোরে
খুজে পেয়েছি তুমাকে
শুধু এখন হারাবার ভয়,সংশয়।
....
তুমাকে নিয়ে যত কবিতা
কত কাব্য গ্রন্থ,লেখা হল না
তুমি যে প্রেয়সি মনের ঘরের আলপনা
শুধু আমার জিবনের ভাবনা।
....
দেখেছি তুমাকে,ঘাসে পায়ে হেঁটে
হেঁটে চলা বহুদুরের পথ
চলনা দুজন হাতে হাত রেখে
হেঁটে আসি অনেকটা পথ।
©somewhere in net ltd.