![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা একটাই ..
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই
Rape is for coward !!!!!
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
ত্রাশিয়ান বলেছেন: ভাই দোয়া করেন, পাশ করতে পারলে এই আইন যেমনেই হউক কার্যকরী করুম !
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
নিয়েল ( হিমু ) বলেছেন: কাবাব @ কিরে কাবাব রাইতে তুই এক পশু কাবাব আর দিনে তুই আরেক কাবাব । কাহিনী কিরে ?
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
অপূর্ণ রায়হান বলেছেন: @শিক কাবাব , ধর্ষণ মানে নারী পুরুষের মিলন। এই ধরণের অবৈধ মিলন পশ্চিমা বিশ্বে এটা কোনো অপরাধই নয়।
হাহাপগে !!!!
ধর্ষণ আর অবৈধ মিলন এক !!! ঘিলু যে হাঁটুতে তা বুঝাই যায় । বিদেশে জীবনে গেছেন ? থাকছেন কোন দিন ? জানেন কিছু ? এদেশে স্বামী স্ত্রীকে অনুমতির বিরুদ্ধে বাধ্য করতে গেলে স্ত্রী স্বামীর নামে রেইপ এর মামলা করে দেয় । সেক্স , মিচুয়াল সেক্স আর ফ্রি সেক্স যাই বলেন না কেন , এগুলা কোনটাই ধর্ষণের সাথে এক নয় ।
খালি শরীর সাস্থ্যে বড় হইলেই হবে না , মানসিক পরিপক্বতাও দরকার আছে । প্রতিবন্ধীদের মত কথা বইলেন না ।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
শিক কাবাব বলেছেন: নিয়েল ( হিমু ) @ রাইতে চোর, দিনে পাহারাদার।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
শিক কাবাব বলেছেন: অপূর্ন @
ইচ্ছায় সেক্স হোক, আর জোর পুর্বক হোক, বা স্বামী স্ত্রী হোক, তাতে কি? মেইন ঘটনাতো একটাই। এজন্য শাস্তি কি দরকার? মাইয়ারে অন্যত্র বিয়া দিয়া দাও। আমাদের দেশেতো (আম্রিকাতে) ১২ বছর থেকেই কিশোর কিশোরীরা ধর্ষন ধর্ষণ খেলা শুরু করে। তাদের কি আর বিয়ে হচ্ছে না, তারা কি বিয়ের সময় জিজ্ঞেস করে অতীতে কার কার সাথে ঘুমিয়েছিল?
অপূর্ন @ তুমি কোন মুখ দিয়া কথা কও? উপরের মুখ দিয়া, নাকি নিচের মুখ দিয়া?
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
শিক কাবাব বলেছেন: পাইবেন না। যে ধর্ষীতা হয়েছে তার শাস্তি হবে। তার অপরাধ কেন তুই ধর্ষীতা হলি। আর যে ধর্ষণ করছে সে বাহাদুর। বাহবা। তাকে ফুলের মালা পড়িয়ে বরণ করা হবে।
কারণ বাংলাদেশে ধর্ষনের শাস্তি ফাসি বা কল্লাকাটা দিলে, ইউরোপ আম্রিকা এসে ধরবে। কারণ ধর্ষণ মানে নারী পুরুষের মিলন। এই ধরণের অবৈধ মিলন পশ্চিমা বিশ্বে এটা কোনো অপরাধই নয়।