![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিসের মানববন্ধন ???? কিসের কি ???
আশরাফুল জিনিয়াস ক্রিকেটার কোন সন্দেহ নেই ,আমার মতে একটু ধৈর্য হারা সে, নাহলে তার মত ট্যালেন্টেড ক্রিকেটার আমাদের দেশে নেই বললেই চলে । আমাদের অনেক আনন্দের উপলক্ষ সে , দেশ ও জনগণকে সে যা দিয়েছে তার জন্য শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত সে ... কিন্তু সে একজন সিনিয়র ক্রিকেটার, ম্যাচ ফিক্সিং যে অপরাধ আর তার শাস্তি কি হতে পারে তা তার ভালো করেই জানা , আজ এসব অঘটন ঘটিয়ে কান্না ভেজা চোখে মাফ চাইলো ব্যাস আপনারা তাকে বাচাতে , তার শাস্তি কমাতে মানববন্ধন , হেন বন্ধন , তেন বন্ধন এ গেছেন ...
সাবধান হউন , যদি বেশী ইমোশনাল হয়ে পরেন আশরাফুল এর কান্না দেখে , মাফ করে দেন , শাস্তি কমান তাহলে বাংলাদেশের ক্রিকেট নিশ্চিতভাবে অন্ধকারের দিকেই নিমজ্জিত হবে , বাকিরা বুঝে যাবে যত ফিক্সিং যত অপরাধ করুক , একটু কেঁদে নিলেই সব মাফ ...
অবুঝ এর অপরাধ মাফ করা যায় , জেনে শুনে ইচ্ছা করে যে অপরাধ করে তাকে নয় । তাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আশরাফুল এর সর্বোচ্চ শাস্তি হতে হবে , এটা নিয়ে মানববন্ধন করেন ।
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১
ত্রাশিয়ান বলেছেন: সেটাই ভাই , এসব বলদগুলা ইমোশনের জোয়ারে এদেশের ক্রিকেট ধ্বংস করতে চাইছে .।
২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: বাঙ্গালী ইমোশনাল জাতি। সমস্যা !
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১
ত্রাশিয়ান বলেছেন: বড়ই সমস্যা
৩| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯
লিঙ্কনহুসাইন বলেছেন: পুলিশ নাকি মারমুখী ব্যাটিং করছে শুনলাম
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:০২
ত্রাশিয়ান বলেছেন: খালি ব্যাটিং ক্যান ? ডিম থেরাপি বোলিং স্কিল ব্যাবহার করা দরকার
৪| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: পুলিশ নাকি মারমুখী ব্যাটিং করছে শুনলাম
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৫
নিয়ামুল ইসলাম বলেছেন: তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। নাহলে এর পর আরেকজন সাহস করবে