![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না প্রেমিক না বিপ্লবী [email protected]
শচীণ দেব বর্মণের এই অসাধারণ গানটির লিরিক্স ক'বছর আগে অন্তর্জালে আমি খুঁজে পাইনি। তখন আংশিক গানের কথা এই ব্লগে আপলোড করি। এখনো সেই আংশিক লিরিক্সটি ছাড়া আর কোন লিরিকস নেই এখানে। নীচে পুরোটা দিলামঃ
কালো সাপে দংশে আমায়
ওঝা হয়ে
সে যেন এই বিষ নামায়।
ছোবল খেয়ে কালো হইলাম
গৌর বর্ণ হারাইলাম,
এখন আমার কি হবে উপায়
যার রূপেতে মজেছিলাম হায়
সে কালা চাঁদ আমারে গো
কলংকে ডোবায়।
মরন বাঁচন কালার হাতে
মারিয়া পারে বাঁচাতে
এমন বৈদ্য পাবে কে কোথায়
কৃষ্ণ প্রেমে মরি যদি হায়
অবশেষে
কালা যেন আমারে বাঁচায়।
কথাঃ মীরা দেব বর্মণ
সুরঃ শিচীন দেব বর্মণ
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা ভালো কাজ করলেন।
কালে ভদ্রে তব দেখা পাই, সব সময় কেন পাই না?
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
ত্রিশোনকু বলেছেন: অনেক ধন্যবাদ ধুলোবীজ।
চেষ্টা করবো আরো নিয়মিত হতে।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
সাাজ্জাাদ বলেছেন: অনেকদিন পর অনেক সুন্দর গান নিয়ে।