![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না প্রেমিক না বিপ্লবী [email protected]
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।
আপনি যদি চল্লিশোর্ধ হয়ে থাকেন তাইলে মনে রাখবেন আপনার এই ক্ষমতা আগের মত নেই। বয়সের সাথে সাথে এই ক্ষমতা ক্রমাগত কমতে থাকেঃ
১। হাঁটুন কমপক্ষে
২০ মিনিট, সপ্তাহে ৫ দিন।
২। ব্যায়াম করুন, কমপক্ষে
২০ মিনিট, সপ্তাহে ৫ দিন।
৩। সাদা চিনি, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার, টেবিল সল্ট, ডোবা তেলে ভাজা, কৃত্রিম মিষ্টি বর্ধক, কেনা ফলের রস, চাষের মাছ-মাংস-ডিম, পরিস্রুত স্বেতসার, উদ্ভিজ্জ তেল (নারিকেল, অলিভ ও এভোকাডো তেল ছাড়া) খাবেন না।
৪। রোজ দুটো করে ছেড়ে পালা দেশী মুরগীর ডিম, সপ্তাহে কমপক্ষে তিন বেলা সামুদ্রিক মাছ, এক বেলা নিহারি, ৪ বেলা প্রাকৃতিক উৎস থেকে আহোরিত মাছ, ৫ বেলা ছেড়ে পালা মুরগীর মাংস, ২ বেলা শুধু ঘাস খাওয়া গরু/ ছাগল/ মহিষ/ ভেড়ার মাংস, ১৪ বেলা শাক-সবজী ও ৭ বেলা দেশী ফল খান।
৫। রোজ ধ্যান করুন।
৬। এই খাদ্য পরিপূরক গুলো খাবারের সাথে খানঃ
ক। ভিটামিন সি, ১ গ্রাম ০+১+১!
খ। ভিটামিন ডি, ২০০০ আই ইউ, ০+১+১!
আনন্দে থাকুন।
২| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই ঠিক আছে, হাঁটি এক থেকে দেড় ঘন্টা সাতদিন
খাইও অল্প কিন্তু পালা মুরগী কই পামু
পালা গরু কই পামু
নিয়ম মাফিক খাওয়া দাওয়া হয় না হবে না । যে ব্যস্ত আমরা থাকি।
৩| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৪৯
ডেইলিবাংলাদেশ বলেছেন: ভাল লাগল । শুভ কামনা রইল।
৪| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: চেষ্টা করবো।
৫| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৬
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য
৬| ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৬
একাল-সেকাল বলেছেন:
ইবনে সিনা হাসপাতালের একজন ডাক্তার আংকেল ১ ও ২ নং প্রেস্ক্রাইব করেছেন। সাথে ১২ টি ছোলা বাদাম প্রতিদিন। ৩ ও ৪ চেষ্টা করতে বলেছেন।
সবাই ভাল থাকুন বলে ধন্যবাদ পায়, আপনি ভাল থাকার পদ্ধতি বলে ধন্যবাদ পেয়েছেন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই বাস্তবকথা বলেছেন জীবনধারা এভাবেই চলতে হবে