নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The only person u should try to be better than, is the person u were yesterday.

ত্রিভকাল

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com

ত্রিভকাল › বিস্তারিত পোস্টঃ

শিবিরের কর্মীদের মস্তকে যে বুদ্ধি রইয়াছে, তাহা আমি আগেই জানিতাম... তবে আজ স্বচক্ষে দেখিলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

শিবিরের কর্মীদের মস্তকে যে বুদ্ধি রইয়াছে, তাহা আমি আগেই জানিতাম... তবে আজ স্বচক্ষে দেখিলাম।



আমি খোশ মেজাজে আফিসে বসিয়া লাড্ডূ খাইতেছিলাম। আমার আফিস আবার কাওরানবাজার। বসুন্ধারা সিটির পাশেই, BDBL ভবনে। শাহবাগও এইখান হইতে খুব বেশী দূরে নয়। ২০ তলা ভবন বলিয়াই হয়তো জানালা দিয়া উকি মারা মাত্রই শাহবাগ দেখা যায়। শাহবাগ দেখিলেও শাহবাগের সাম্প্রতিক উত্তাপ এখন পর্যন্ত দেখিবার সুযোগ হইয়া উঠে নাই। বিডিজবসের হালকা কাজের চাপে আমার বর্তমান অবস্থা নাস্তানুবাদই বলা চলে। তবে আজ সকাল হইতেই আফিসে আজ আমার কাজের চাপ নাই বলিলেই মনে হয় উত্তম বলা হইবে। বেলা ১০ টা নাগাদ হইতেই লেপটপ খুলিয়া আজাইড়া কাজ করিয়া বেড়াইতেছি। বেলা ১১ টার দিকে আফিস হইতে ২ পিস লাড্ডু পেলুম। লাড্ডূ বলিতে আমি লাড্ডূ-ই বুঝাইতেছি, শূন্য নহে। বিডিজবস আবার আমাদের সারাদিনে ব্যাপক কিছুই খাওয়াইয়া থাকে, চা, নাস্তা, লাঞ্চ...চা...বিস্কিট... আরো কত কি...



আজ একটু আগে (১১টা নাগাদ) খাওয়াইয়া ছিল ২ পিস 'লাড্ডূ'। আমি লাড্ডূতে কামড় দেওয়া মাত্রই আবিস্কার করিলাম হই হই রই রই আওয়াজ। খাইবার কালে এই রকম আওয়াজ আমি এর আগে কখনোই শুনি নাই। জানালা গলিয়া উকি দেওয়া মাত্রই দেখিলাম 'শিবিরের' একটি শান্ত মিছিল ব্যানার হস্তে লইয়া কাওরানবাজার মোড় অতিক্রম করিতেছে। কাওরানবাজার মোড়ে টহ্লরত পুলিশ ও একটি সম্যক কাজ দেখিয়া মিছিলটার পিছু একটা দৌড়ানি দিল। মিছিলের সহিত পুলিশও দৌড়ে আমার চক্ষুর অন্তরালে মিলিয়া গেল।



এর পরপরই দেখিলাম 'শিবিরের' কেরামতি। আরেকদল আসিয়া পড়িল কাওরানবাজার মোড়ে, হস্তে তাহাদের দেশীয় অস্ত্র। বুঝিলাম আগের ব্যানার মিছিল ছিল নিছক পুলিশ কে ফুলিশ ফানানোর ফন্দি। ততক্ষণে মোড়ে আর কোনো পুলিশের টহ্ল দেওয়ার বাহিনী ছিল না সেইখানে। অতঃপর ভাংচুর কাহাকে বলে, কত প্রকার ও কি কি তাহা স্বচক্ষে দেখিবার সুযোগ হইলো।।



আমি আজি ধন্য।।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: সবাইর এ কথা বলার আধিকার আছে...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

ত্রিভকাল বলেছেন: কথা বলার অধিকার সবারই আছে... তবে ভাংচুর করার নয়।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

এই আমি রবীন বলেছেন: "বুঝিলাম আগের ব্যানার মিছিল ছিল নিছক পুলিশ
কে ফুলিশ ফানানোর ফন্দি।"
শিবির বড়ই চালাক, কিন্তু সে মুরগী চুরীর জন্যই। ভাল কোন কাজে আসলনা!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

ত্রিভকাল বলেছেন: ঐটা কি ভাই বলার অপেক্ষা রাখে !!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

আতিকুল০৭৮৪ বলেছেন: apnareo godam

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

ত্রিভকাল বলেছেন: কিসের ভিতরে কি কন !!

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

মোল্লাসাহেব বলেছেন: শান্তিপূর্ণ মিছিলে বাধা দিলে যা হয় সেটাই হয়ছে। গণতান্ত্রিক মিছিলে বাধা দেয়ার অধিকার পুলিশের নেই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

ত্রিভকাল বলেছেন: শান্তিপূর্ণ মিছিলের পিছনে আরেকদল কে দেশীয় অস্ত্র নিয়ে লুকিয়ে থাকার মানে কি !

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

খুব সাধারন একজন বলেছেন: জয় বাংলা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

ত্রিভকাল বলেছেন: সাবাস ভাই। প্রোফাইল পিকচার টা সেরকম হয়েছে।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

অনির্বান বলেছেন: হু, বহুত বুদ্ধিওয়ালা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

ত্রিভকাল বলেছেন: বুদ্ধিওয়ালাদের ধরা খাওয়ার মনে হয় সময় এসে পড়েছে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

শরিফ নজমুল বলেছেন: জামাত-শিবিরের সাফল্যের মাপকাঠি কি?

আওয়ামী লীগের সাথে আন্দোলন করে তত্বাবধায়কের দাবী প্রতিষ্ঠিত করে সংসদের তিনটি আসন লাভ করা? নাকি বিএনপির সাথে জোট বেধে প্রায় এক কুড়ি আসন ও আধা হালি মন্ত্রী নিয়ে খুশীতে মুখে কলুপ এটে হাওয়া ভবনের সব দুর্ণীতিকে নীরবে সমর্থন দেয়া? আজকে রাস্তায় মানুষের গাড়ি ভাংচুর করে মানুষের অধিকার নষ্টের মত বেসিক ইসলামী মুল্যবোধের বিপরীত কাজ করে জামাত-শিবির কি অর্জন করতে চায়---বেহেশতের টিকেট নাকি ক্ষমতার স্বাদ? আওয়ামী লীগ যেমন লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৈরাজ্য সৃষ্টিকারী আন্দোলন করে ক্ষমতায় যেতে পেরেছে সেটিই কি এখন জামাত-শিবিরের আদর্শ?

Click This Link

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

ত্রিভকাল বলেছেন: ভাই আমি জামাত ও করি না, আবার বিএনপির আর্দশেও চলি না। আওয়ামীলীগ পছন্দ করি না, তা কখনোই বলতে চাই না। করি, কারণ আমি মন্দের ভালোও বিশ্বাসী।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

আখিলিস বলেছেন: শিবিরের 'শান্তিপুর্ণ' মিছিল !!! হা হা হা, শিবির আর শান্তি ??? মোল্লাসাহেব গদামের জন্য রেডী থাকেন । ছাগুর বাচ্চা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

ত্রিভকাল বলেছেন: গদাম দেওয়ার আগে আমারে জানাইয়েন। আমি আবার ক্যাচাল দেখলে দৌড় মারি।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

আমি শুধুই পাঠক বলেছেন: আরেক ভোদাই বলে কি??? অস্ত্র হাতে শান্তিপূর্ন মিছিল। খেক খেক খেক। =p~ =p~ =p~ ভাগ ছাগু।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

ত্রিভকাল বলেছেন: গদামের বড়সড় গন্ধ পাচ্ছি।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

হাবিব০৪২০০২ বলেছেন: শরিফ নজমুল ভ্রাতার সাথে সহমত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

ত্রিভকাল বলেছেন: আমিও।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

আতিকুল০৭৮৪ বলেছেন: কিসের ভিতরে কি কন !! ami buizai koici apnare godam,,apni vangcur deikha kivabe bolen je apnin aj dhonno

আমি আজি ধন্য।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

ত্রিভকাল বলেছেন: চ্যরি প্রিন্টিং মিসটেক। :p

আমি আসলে ওই অর্থে "ধন্য বলি নাই", আমি তা বলেছি "ব্যঙ্গার্থে"। আশা করি এবার বুঝতে পেরেছেন

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

আহলান বলেছেন: স্থায়ী কোন শান্তির পথ কি খুজে পাচ্ছেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

ত্রিভকাল বলেছেন: আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন কিনা জানি না। তবে কিছু জিনিস আপনাকে বলতে চাই, "শান্তি কোনো স্থায়ী জিনিস না"। আমি যা দেখতে পাচ্ছি, তা হচ্ছে "বিপ্লবী পরির্বতন"। আগাছা পরিষ্কার না করলে কোনো গাছই বড় হতে পারে না। আমার মনে হয় আমাদের আগাছা পরিষ্কার করার সময় এসে গিয়েছে। আর আমি সে পথই স্পষ্ট দেখতে পাচ্ছি।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

সবুজ ছেলে বলেছেন: আিম একটা কথা বুিঝ ণাহ যে গাড়ী গূলো কারো বাপের টাকায় িকনা নাকী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.