নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The only person u should try to be better than, is the person u were yesterday.

ত্রিভকাল

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com

ত্রিভকাল › বিস্তারিত পোস্টঃ

একটি গান, আজকের সকাল… আর কিছু অভিব্যক্তিহীন অনুভূতি…

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫





‘Donnie Darko’ মুভিটা দেখেছিলাম গত পরশুদিন। আমি আবার IMDB এর রেটিং না দেখে কোন ছবি দেখি না। ‘Donnie Darko’ এর রেটিং দেখলাম 8.1, তাই দেখতে বসেছিলাম। পুরো ছবিটা এতোটা আহামরি না, তবুও একটা টান রয়েছে। যাই হোক ছবির রিভউ লিখতে আমি বসিনি। আমি বসেছি ছবির Ending সংটা নিয়ে কিছু কথা বলতে।







গানটা নেওয়া হয়েছিল 'Tears for Fears' ব্যান্ডের 'Mad World' এ্যালবাম থেকে। 'Tears for Fears' এর 'Mad World' গানটি ১৯৮২ সালের 'UK Singles Chart' এর ৩ নম্বর পজিশনে পৌছেছিল। মজার বিষয় হচ্ছে এই গানটির লিরিক আমেরিকান সাইক্রিয়াটিস্ট 'Arthur Janov' এর 'The Primal Scream' বইয়ের কিছু থিউরির উপর নির্ভর করে লিখা হয়েছে। গানের "the dreams in which I'm dying are the best I've ever had" লিরিকটি দিয়ে বুঝানো হয়েছে, তীব্র কিছু অভিজ্ঞতা যেমন 'মৃত্যু' আমাদের টেনশনকে মুক্তি দিতে পারে, সহজ করে দিতে পারে অনেক সমাধানই।







গত দুই দিন ধরে আমার মাথায় গানটি বেজেই যাচ্ছিল। ছবিটার শেষে এই গানটার কারণেই আমার কাছে ছবিটা অসাধারণ লেগেছে, তা না হলে হয়তোবা মুভিটা ভালোই লাগতো না। হয়তো ফালতু মুভির কাতারে ফেলাতাম। মোট কথা গানটি জেঁকে ধরেছে একেবারে ভিতর থেকে। আজ সকালে ঘুম ভেঙ্গেছেও এই গানের স্বপ্ন দেখে। তাই ঘুম থেকে উঠার আগেই ঘুম ঘুম চোখে এই গানটা ডাউনলোড দিয়েই বিছানা থেকে উঠেছি। তারপর গোসল করার পর থেকে অফিসে আসার আগ পর্যন্ত টানা শুনে গিয়েছি গানটা। গানটা শোনার পর থেকে রাস্তায় যা যা দেখেছি তাই মিলানোর চেষ্টা করেছি... এবং পেরেছিও। যেমন যখন বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম, তখন এই হরতাল আর লং মার্চের দিনেও জনগনকে যখন দেখলাম কর্ম ব্যস্ততায় থেমে নেই তখন



"Bright and early for their daily races Going nowhere...Going nowhere..."



লাইনটা মাথায় হাতুরির মতো হালকা গতিতে আঘাত করছিল। হাতিরঝিল পেরিয়ে এফ.ডি.সি. পার হয়ে আমার রিকশা যখন কাওরান বাজারের মোড়ে যাচ্ছিল, তখন দেখলাম 'হেফাজতে ইসলাম' এর ডাকে সারা দেওয়া মানুষের একটা লম্বা মিছিল স্লোগান মুখর হয়ে রাস্তা পার হচ্ছে। 'নাস্তিকদের ফাসি চাই' ব্যানারে এগিয়ে যাচ্ছিল আমার রিকশার পাশ ঘেষে... সত্যি কথাই বলবো... লাইফে এই প্রথম আমার বুকের ভিতরে ছ্যাঁত করে উঠেছিল এক অজানা আতঙ্কায়। কিন্তু তখনও আমার কানে বেজে যাচ্ছিল 'Mad World' গানটি... ভিতর থেকে বোঝার চেষ্টা করছিলাম গানের প্রতিটি অর্থ। সবারই একটা দাবি রয়েছে... প্রতিটি মানুষের, প্রতিটি গোষ্ঠির, প্রতিটি জাতির... এবং সব দাবির পিছনেই সবার ভিন্ন ভিন্ন লজিক রয়েছে, যা কখনোই অগ্রাহ্য করা সম্ভব নয়... সবার আলাদা আলাদা চাওয়া যখন একই বিন্দুতে এসে পরে তখন হয়তোবা আমাদের ভিতরেই একটা সংশয় দেখা দেয়... একটা অজানা ভয়ের সংশয়। সবাই যখন নিজের দাবিতে অনড় থাকে অভিব্যাক্তিহীন ভাবে, তখন কাউকে না কাউকে এগিয়ে আসতে হয় 'সেক্রিফাইস' এর জন্য। স্বপ্ন হয়তো স্বপনোই থেকে যায় তার... তবুও করা লাগে 'সেক্রিফাইস'...



"Their tears are filling up their glasses

No expression

No expression

Hide my head I wanna drown my sorrow

No tomorrow

No tomorrow

And I find it kind of funny

I find it kind of sad

The dreams in which I'm dying are the best I've ever had

I find it hard to tell you

I find it hard to take

When people run in circles it's a very very

Mad world

Mad world

Mad world

Mad world"



যদিও গানটাকে শোক সঙ্গিত হিসেবে মুভিটাতে প্রাধান্য দেওয়া হয়েছে তবুও আমার কাছে এই গানটার একটা আলাদা অর্থ তৌরি হচ্ছে মনের অজান্তেই...



ডাউনলোড লিঙ্কঃ Click This Link



ওয়ার্ডপ্রেসে দেখতেঃ Click This Link



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.