নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The only person u should try to be better than, is the person u were yesterday.

ত্রিভকাল

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com

ত্রিভকাল › বিস্তারিত পোস্টঃ

হরতালের দিনগুলোতে একজন সঙ্গী আবশ্যক

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

হরতালের দিনগুলোতে মেরূল বাড্ডা হইতে কাওরানবাজার সোনারগাঁও মোড় পর্যন্ত সকাল-সন্ধ্যা, আসা-যাওয়ার জন্য একজন সঙ্গী আবশ্যক। সঙ্গীর বয়স, বর্ণ, এবং লিঙ্গ কোন মূখ্য বিষয় নয়, তাই যে কেউ যোগাযোগ করতে পারেন। তবে কাওরানবাজার এলাকার চাকুরিজীবিদের অগ্রাধিকার দেওয়া হবে। রামপুরা, বনশ্রী এলাকার ব্যক্তিবর্গও চাইলে যোগাযোগ করতে পারেন।





উল্ল্যেখ্য বিষয়সমূহঃ

১। আসা যাওয়ার ভাড়া ভাগাভাগি করে নিতে হবে। এক্ষেত্রে রিকশা দিয়ে আসা যাওয়া করলে ৭০ টাকা এর মতো লাগে, এবং সি.এন.জি দিয়ে আসলে ১০০ টাকার মতো লাগে, অর্থাৎ আগ্রহী ব্যাক্তিকে ৩৫ বা ৫০ টাকার মতো ভাড়া দেওয়া লাগতে পারে।



২। হরতাল ব্যাতিত দিনগুলিতে নিজ নিজ উপায়ে আসা যাওয়া করতে হবে।

৩। একসাথে আসতে হলে, একসাথে যেতেই হবে এরকম কোন বিধিনিষেধ নেই। আমার অফিস ৯ টা থেকে, তাই ৮.২০ কি ৮.৩০ হচ্ছে যাওয়ার সময়। আর আসার সময় হচ্ছে বিকেল ৫ টা থেকে ৭ টার মধ্যে যেকোন সময়।

৪। শুক্রবার আমার অফিস বন্ধ, তাই শুক্রবার অফ ডে হিসেবে বিবেচিত হবে।





আগ্রহী ব্যক্তিগণ যোগাযোগ করতে পারেন নিন্মোক্ত ফেইসবুক লিঙ্কে মেসেজ পাঠিয়ে।



লিনক:

http://www.facebook.com/Sabbirahmed069

ইমেলঃ [email protected]



বিঃদ্রঃ গত ৩০ দিনে ২০ দিনের মতো সি.এন.জি দিয়ে আসা যাওয়া করতে করতে আমার এখন বেহাল অবস্থা। তাই আগ্রহী ব্যক্তিগণ বিষয়টি গুরুত্ব সহকারে নিলে খুশী হবো। খুব প্যারার মইধ্যে আছি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

ব্লগার রানা বলেছেন: ভাইরে অতি দুঃখে হাসি আসতেছে

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

ত্রিভকাল বলেছেন: ভাইরে ভাবতাছি অফিসের পাশাপাশি আসা আর যাওয়ার সময় চানাচুর, চা-বিড়ি বিক্রি করতে করতে যামু। টু পাইস ইনকাম ও হইবো, আবার ভাড়াডাও বাজবো...

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

তিক্তভাষী বলেছেন: নিয়োগকর্তাদের কাছে হরতাল স্পেশাল ট্রান্সপোর্ট অ্যালাউন্সের দাবী উত্থাপনের সময় হয়ে গেছে। সব চাকুরীজীবিদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

ত্রিভকাল বলেছেন: চলেন এই ইস্যুতে আমরা একত্রিত হইয়া আগামী সপ্তাহের ফাকা দিনে একটা হরতাল এর ডাক দেই... :)

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

s r jony বলেছেন:
হাসতে যেয়েও হাসতে পারলাম না, বরং চোখের কোনে জল চিক চিক করল :!>

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

ত্রিভকাল বলেছেন: ....................আমারও মাঝে মাঝে অকারণেই চোখের কোণে জল এসে আটকিয়ে যায়। যাইহোক, ...একজন অপরিচিত মানুষের জন্য আপনার সহানূভূতির উত্তর আমি কিভাবে দিবো বুঝতে পারছি না। তাই এর বেশী কিছু বলতে চাচ্ছি না। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.