নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The only person u should try to be better than, is the person u were yesterday.

ত্রিভকাল

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com

ত্রিভকাল › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ Man of Steel, পর্ব ১

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

Man of Steel দেখলাম, শুধু ভাঙ্গাচূড়া আর ভাঙ্গাচূড়া। আমি ব্যাক্তিগত ভাবে 'ফাডায়ালামু' টাইপের হইলেও এতো ভাঙ্গাচূড়া দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিলাম। তবে এসব ভাঙ্গাচুরার মধ্যে আমার কাছে সবথেকে যেটা গঠনমূলক লেগেছে তা হচ্ছে Kal (Superman) এর ফিগার, আর General Zod চরিত্রে Michael Shannon এর দূর্দান্ত অভিনয়। বলতে পারেন আমি ওর একপ্রকার ভক্ত হয়ে গেছি। আর তাই মুভি দেখা শেষে General Zod এর ডায়লগগুলো টেনে টেনে দেখছিলাম বার... মুভির শেষের দিকে তার একটি ডায়লগ ছিলো এরকম,



"There is only one way this end Kal, either you die or I do!"



এক কথায় ওর চরিত্র আর Kal এর ফিগার ছাড়া খুব একটা ভালো লাগেনি... তবে কাহিনীর গতি আপনাকে অন্তত বোর করে তুলবে না। তাই যাদের সুপারম্যান নিয়ে এর আগে কোনো ধারণা ছিল না, তারা সুপ্যারম্যান হয়ে উঠার গল্প, এমন কি তার জন্মের আগের গল্পটিও নিয়ে ভালো ধারণা পাবেন। তাই নিসন্দেহে এটা বলা যায় যে সুপ্যারম্যান সিরিজের সেরা মুভি এটি, তবে ডার্ক নাইটের সাথে তুলনা করলে কেচ্ছু না ভাইডি কেচ্ছু না এইডা...



রিভিউঃ

অহন আইয়েন মোরা আলোচনা করি General Zod এর কিছু ডায়লগ লইয়া... (আগেই কইয়া রাখলাম ভাইডি এহানতুন আফনের স্পয়লার শুরু হইছে, যারা স্পয়লার চান না তারা সন্মানের সহিত যাইতেগা ফারেন। আর যাগোর সমস্যা নাইক্কা তারা আহেন মোর লগে। আপনাগোরে আই ক্রিফটনের তুন ঘুড়াইয়া লইয়া আই)... হেতের ডায়লগের লগে লগে মোরা ফুরা ছবি দেইক্ষাম।



ছবি শুরু হউয়ার ফর ফরই আবিষ্কার কইরবেন একটি শিশু জন্মাইছে আফনের ক্রিফটন নামক গ্রহে, যেডা কিনা তহন ধ্বংসের কাছাকাছি চলি আইছে। হেই পোলার বাফের নাম হইতাছে গিয়া Jor-El (রাসেল ক্র), যেতে কিনা হেই গ্রহের বিরাট বড় মাফের একজন বিজ্ঞানী। হেতে গ্রহের ব্যাবাক ফরিস্থিতিতি দেইক্ষা ডিসিশন লয় হের পোলারে হেতে অন্য গ্রহে পাঠায়া দিব। হেতে মনে মনে ফন্দি ফিকির করতে করতে আমনের সব ব্যবস্থা কইরবার লাগে। কিন্তুক গ্রহের হেই সংকটময় মূহুর্তে জেনারেল জড (Michael Shannon) হেয়ানকার শাসকদের লেমনচুজ দেহায়া দিয়া জিয়াউর রহমানের ন্যায় সামরিক ক্যু জারি কইরা বেকগুন রে হমানে মারতে থাহে । বিজ্ঞানী Jor-El রেও কয়



‘তুমি আইয়া পরো আমগো গ্রুপে, আমরা হকলে মিল্লা নতুন দেশ গইড়াম’।



কিন্তু হেতে যেহেতু নায়কের বাপ, হেতে তো এই কাম করবার ফারে না!! হেতে করলো কিতা বিদ্রহীদের কাচকলা দেহায়া দিয়া গ্রহের মূল্যবান ‘কোডেক্স’ চুরি করি বাসাত লই গেল। বাসাত যাইয়া বউরে দুই তিনটা চুম্মা দিয়া হেতের পোলার স্কিনে কেমতে কেমতে জানি হেই চুরি করা মালা মিহায়া দিল। আফনের কথায় আছে না, চুরের দশ দিন গৃহস্থের একদিন... হেতে ঠিক যেই সুমকা সুইচ এ টিফ মারবো হেইসুম কইত্থে জানি জেনারেল জড আসি হাজির হইছে !! জেনারেল প্রফেছর সাহেবরে কয়,



‘তুমি আমাকে কোডেক্স দিয়া দাও কইতাছি, নইলে বেগুনরে মাইরালামু কইলাম’

হেতে কয় ‘না আমি দিতাম না, তুই যাইয়া বা__ ছিঁড় আমার’।

হেতে কয়, ‘না তুমি দিয়া দাও’

হেতে কয় ‘না আমি দিতাম না...



কইতে কইতে দুইডা পিডাপিডা লাইজ্ঞা যায়। প্রফেছর ছাব পিডাপিডা কইরা যহন জেনারল সাহেব রে হোতায়া লাইছে, হেইসুমকা সুফারম্যানের আম্মায় ইঞ্জিন দিছে স্টার্ট কইরা!! আর হেইদিক দিয়া জেনারলে চিক্কুর মাইরা প্রফেছর ছাবের পিছে দিয়া দিছে ভইরা... হ্যে হে গো ... প্রফেছর ছাব ও কোতাইতে কোতাইতে গেল মরি...

জেনারল ছাব হেরফর ধরা খায় শাসকদের হাতে... হেতেগো মইদ্ধ্যে কি আলাপ হইছে হুনেন আফনেরা...



Lor-Em: General Zod, for the crimes of murder and high treason, the council has sentenced you and your fellow insurgents to 300 cycles of somatic reconditioning. Do you have any last words?



General Zod: You won't kill us yourself! You wouldn't dirty your hands but you'll damn us to a black hole for eternity! Jor-El was right! You're a pack of fools, every last one of you!



General Zod: [to Lara] You... you believe your son is safe... I will find him. I will reclaim what you have taken from us! I will find him. I will find him, Lara. I WILL FIND HIM!



জেনারেল চিক্কুর মারার ফর ফরই হেতেরে আর হেতের গ্রুফের মেম্বারগুনেরে বরফ বানায়া মহাশূণ্যে ফাডায়া দেয়... হেদিক দিয়া বাইচ্চা সুফারম্যানেরে লইয়া ভটর ভটর করতে করতে স্পেইফসসিপ যাইতেগা থাহে পৃথিবীর দিহে। আর হেদিক দিয়া ‘ক্রিফটন’ গ্রুহও ধ্বংস হইয়া যায়গা।



এরপর সুপারম্যানেরে কুজে ফায় এক নিঃসন্তান দম্ফত্তি। হেতেরা স্ফেইসসিপ লই হান্দায়া রাহে হেতেগো বাসার গরুর খামারের ভিতরে। আর সুফারম্যানের নাম হেতেরা দেয় ‘ক্লার্ক’। ‘ক্লার্ক’ এ একটু বড় হইবার ফরই বুইঝবার ফারে হেতের মধ্যে ফাওয়ার আছে। হেতে একসুম হেতেগো স্কুলের বাইচ্চাদের বাস ফানির তুন উঢাইয়া বাচায়া দেয়। হেতের সৎ বাফে আবার এইডা শুইনা দিছে ‘ক্লার্ক’ এর কান মলা। হেতে ক্লার্করে কয়



‘তুমারে না আমি কইছি, ফাওয়ার না দেহানোর লাইজ্ঞা !! তুমি গিয়া হইলা একটা বেয়াদব। বাপের কথা হুনো না !!’

ক্লার্ক এ কয় ‘আমি না বাচাইলে তো হেগুনে মইরা যাইতোগা!’

‘আবার মুহে মুহে কতা !! মারব এক থাফফর...’



হেরফর ক্লার্ক এ ফাওয়ার দেহানো বন্ধ কইরা দেয়। একসুম কা হেতে বড় অইলে হেতের সৎ বাফ মা হেতেরে কয় ‘বাবা তুমি আসলে এমিক্কার পোলা না, তুমি হেম্মিক্কার পোলা’



হেতে তো এডি শুনে কয় ‘না এ হতে ফারে না!! তোমগো লগে আমি বড় হইছে, তোমগো লগেই আমি থাইক্কাম’

‘না বাবা তুমার বয়স অহন অনেক বেশী, আর তুমি খাও ও অনেক বেশী বেশী। এতলা এতলা খাওন মোরা কই ফামু কও!! টেহা কি তুমার বাপের পো__ দিয়া আহে রে !! তুমি যাওগা এহান থাইক্কা’



এতলা বড অফমান খাইয়া গোসসা কইরা বাসাত তুন বের হই যায় ক্লার্ক। হেতে তহন রাস্তাত রাস্তার ফোকির্নির পুলার মতো ঘুড়তে থাহে। মাইনসের বাসাত শুকাইতে দেওয়া জামা কাফড় চুরি কইরা ফরে... আহারে পুলাডা কষ্ট করি করি নিজের মনে মনে বিড় বিড় করি সারাক্ষণ কয় শুধু



‘কেডা আমি ? আর বাফের নাম কিতা ? আই আইছি কইত্তুন ?’



একসুম হেতে এন্টারটিকার গুহার চিপার তুন খুজি পায় সব হান্সার !! হেতের প্রফেচর আব্বাজানের লগে কম্ফিউটার দি কথা কইবার ফারে। হেতের আব্বাজান হেতেরে কয়,



‘বাবা তুমি হইতাছ গিয়া ফাওয়ারফুল, এই লয় এইডা পইড়া উড়া উড়ি করবার থাহো’



হেতের আব্বাজানের দেওয়া হেই সার্কাসের ড্রেস পইড়া হেতে কয়

‘আব্বাজান আমার জাইঙ্গা কো !?!’



হেতের প্রফেছর আব্বাজান হেতের গালের মইদ্ধে R.F.L এর বদনা দিয়া একক্ষান থাবড় দিয়া কয়

‘অসইভ্য পোলা! প্যান্টের উপর দিয়া জাইঙ্গা পড়া তোরে কোন বাই__দে শিখাইছে !’

‘আব্বা আমি তো দেখছি আগের ছবিগুলাতে সুফারম্যানে ফ্যান্টের উপরদি জাইংগা পরতো, আই ক্যান ফইরতাম না’

হেতের বাপ আবার থাবড় দিয়া কয়, ‘তুই জানছ না, এই ছবি যে ক্রিসোফার নোলান এ প্রোডিউস করছে, হেতে কিরুম তুই জানোস না, তুই তার Memento, The Dark Knight দেহস নাই!!’



এরফর হেতে চোক মুছি উরবার লাগে আকাশ জুরি...



ঠিক হেরফর ফরই পৃথিবীর বিলবোর্ড, রেডিও, টিভি, জি টিভি, স্টার জলসা, বিটিভি তে অলৌকিক ভাবে ভেসে উঠে জেনারেল জড এর আওয়াজ। হেতে কইতে থাহে...



General Zod: [transmission] You are not alone... My name is General Zod. I have journeyed across an ocean of stars to reach here. Your world has sheltered one of my citizens. He will look like you, but he is not one of you. To those of you who know of his location: the fate of your planet rests in your hands. To Kal-El, I say this: surrender within 24 hours, or watch this world suffer the consequences...



বিটিভির নিচে দিয়া লেহা উঠে... টু বি কন্টিনিউ...

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

নতুন বলেছেন: এই প্রথম নাকি সুপারম্যান আন্ডাওয়ার প‌্যান্টের নিচে পিন্দছে ?

অপেক্ষা করতেছে ভালা প্রিন্ট এখনো পাইনাই... :(

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

ত্রিভকাল বলেছেন: অ ভাই, আমনে হাচাই হুনছেন... তয় ভিতরে জাইঙ্গা পিন্দার লাইজ্ঞাই মনে অয় হেতের ফাওয়ার আগেরতুন কইম্মা গেছে গা.।.। পীট্টা ফুরা বুলবুলি বানায়া লাইছে গুন্ডায়.. আর হেতের পিডার কারণে এত্তলা ভিল্ডিং ভাঙ্গি তামা তামা বানায়া লাইছে ভিলেনে...

২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

ডাসট ইন দা উইনড বলেছেন: স্টার সিনেপ্লেক্সে দেখলাম ঈদের আগের দিন..........

ফ্ল্যাশব্যাকের খেই যারা রাখতে পারেন না....আগে মুভি টা দেখেছে এরকম কাউকে সাথে নিয়ে দেখবেন।

আমার রিভিউ মোটামুটি এরকম :

১. কোডেক্স জিনিস টা কি আর কেন...এটা আরেকটু ব্যাখ্যা করা যেত....

২. রাসেল ক্রো এর হলোগ্রাফিক ইমেজ এর কাজকর্ম যেন আসল মানুষ ( সুপারম্যানের বাবা বলে ??) এর চেয়েও বহুগুনে ছাড়িয়ে গিয়েছে

৩. জেনারেল জড আর সুপার ম্যানের ফাইটিং সেকোয়েন্স টানা হ্যাচড়া করে লম্বা করা হয়েছে

৪. আগের যেকোন সুপারম্যানের চেয়ে এই অতিমানবের শক্তি সামর্থ্য একটু কম মনে হলো........একটা অয়েল রিগের ক্রেনের টাওয়ার যায়গা মতো ধরে রাখতে গিয়ে সুপারম্যানের ফেসিয়াল এক্সপ্রেশনটা সুপারম্যান সুলভ লাগেনি..........

আপনার লিখার জন্য অসংখ্য ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

ত্রিভকাল বলেছেন: আরে ভাইডি শক্তি সামর্থ্য কম হইবো না কেলা !! হেতে তো এইবারকা ফ্যান্টের উপ্রে জাইঙ্গা পিন্দছে না। তয় জাইঙ্গা পিন্দছে না ভালাই হইছে, নইলে ভিলেনরে মাইরা নিউইয়র্ক সিটি হাগায়া দিত অইলে...

হ ভাই আমনে হাচাই কইছেন 'হোল-গ্রাফিক' রাসেইল্লারে তো আর কাছে সুফারম্যানের তুন ও ডেঞ্জারাস লাগছে !! ভূতের লাহান ইধার উধার ঘুমতা রাহা.।

অবশেষে আমনেরেও ধইন্যবাদ। বালা থাকবেন....

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

আফসিন তৃষা বলেছেন: হাহাহাহা
মজা পাইসি। =p~

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

ত্রিভকাল বলেছেন: মোজা পাইছেন তাইলে খুজি। সাবধানে রাইক্ষেন, নইলে আবার হারায় যাইবো গা... তয় মোজার কথা কইতে আমারও মনে ফইচ্ছে, একজুড়া মুজা কিনা লাগবো, আগেরডি দিয়া বালা গন্ধ দিতাছে...

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

আহসান ঊদ্দিন খান বলেছেন: এক্তা জিনিস ক্লিয়ার করেন, ক্রিপ্তন থেকে পৃথিবীতে আসতে কতদিন লাগে? যদি একদিন লাগে তাহলে কথা নাই, যদি অনেকদিন লাগে তাহলে পৃথিবীর যারা তাকে পেয়েছে তারা কিরুপে পেল? কারন ক্রিপ্তন থেকে সে নিউ বর্ন বেবি হিসেবে ফ্লাই করসিল, সে যখন ক্যাপ্সুলে ছিল তখন কি তার কন গ্রথ হইনি? সেটাও স্কিপ করসে... ভিলেন মনে হয় বলছিল তার মিলিয়ন ইয়ার লাগছে সুপারম্যান কে খুজে পেতে... কেন্মে কি... পৃথিবী তে সুপারম্যানতো মনে হল ২৫(ধরি) বছরের যুবক। ক্রিপ্তন=ক্রিপ্টন... :) যাই হোক মুভি আমার কাছে ভালই লাগছে... ৭/১০

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

ত্রিভকাল বলেছেন: ভাই ক্রিফটনের তুন আইতে কয়দিন লাগছে জানি না, তয় আমি পরশুকা ঢাকাত আইছি 'আব এ জম জম' লঞ্চে করি ৪ ঘন্টা লাগাইয়া।

তয় ব্রেদার, এদিকে আলোর গতি কাজে লাগাইছে মনে অয়। হেই হিসেব অনুযায়ী কিছুদিনের মইদ্ধ্যে আয়া পরছে হেতে। আর ভিলেনে যে কইছে, তার মিলিয়ন ইয়ার লাগছে হেইডাও সইত্য। পিতিবির ঠাইম আর মূহাশূণ্যের ঠাইম তো এক না ব্রেদার। যেমন ধরেন আমনে যদি চাদে যাই ১০ দিন কাঢায়া পিথিবিতে ব্যাক করেন তখন আই দেখবেন পিথিবিতে বছরখানেকের মতো টাইম ফার হয়ি গেছে গা। বুইজ্ঝেন নি ভাইজান, এমনে হেমনে কাহিনী গুজামিল দিসে.।

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D :D :D

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

ত্রিভকাল বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

বোকামন বলেছেন:
সুপারম্যানকে আধুনিক পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া ছাড়া আর তেমন কিছুই ছিলো না মুভিতে। স্পেশাল ইফেক্টের মাত্রাতিরিক্ত ব্যবহার করা হয়েছে। থ্রিডিতে অবশ্য ভালোই লেগেছে....।

“+”

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

ত্রিভকাল বলেছেন: এতো দেড়ীতে রিপ্লাই দেওয়ার জন্য প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি ঠিকই বলেছেন, 'সুপ্যারম্যানকে' পরিচয় করিয়ে দেওয়া ছাড়া মুভিতে তেমন কিছুই ছিল না। অবশ্য আমার থ্রীডিতে দেখা হয়নি। দেখতে হবে... আর হ্যা + দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ... :D আপনি ছাড়া আমার ব্লগে মাছিও উড়ে না... তাই সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ...

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

ত্রিভকাল বলেছেন: এতো দেড়ীতে রিপ্লাই দেওয়ার জন্য প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি ঠিকই বলেছেন, 'সুপ্যারম্যানকে' পরিচয় করিয়ে দেওয়া ছাড়া মুভিতে তেমন কিছুই ছিল না। অবশ্য আমার থ্রীডিতে দেখা হয়নি। দেখতে হবে... আর হ্যা + দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ... :D আপনি ছাড়া আমার ব্লগে মাছিও উড়ে না... তাই সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ...

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো রিভিউ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

ত্রিভকাল বলেছেন: ফ্রফেসর ছাব বলেছেন ভালো, তার মানে ভালো.। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.