নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The only person u should try to be better than, is the person u were yesterday.

ত্রিভকাল

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com

ত্রিভকাল › বিস্তারিত পোস্টঃ

বাড্ডা এলাকায় একজন 'ব্যাচেলর' প্রয়োজন

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

জানি সামু তে রুমমেট চাহিয়া পোষ্ট প্রদান করা মার্জনীয় অপরাধের সামিল। তথাপি কোনো উপায়ন্ত না দেখিয়া এই পোষ্ট উদ্যোগ নিলাম, তাছাড়া সামুর অবস্থায় যে অনেকটাই কাহিল তাহা হয়তো অনেকেই অবলোকন করিয়া থাকিবেন। কিছুদিন পর হয়তো 'গরু বিক্রি করা হইবে' শিরোনামে পোষ্টও আসিবে। সে যাহাইহোক, আমি নাদান এইবার না হয় কাজের কথায় আসি।



মেরুল বাড্ডা এলাকায় মনোরম পরিবেশে ৬ তলার বাড়ীর সাড়ে ছয় তলায় ছাদের পাশ ঘেষে লাগোয়া একটি ফ্ল্যাটের একটি রুম ভাড়া দেওয়া হইবে। বর্তমানে ঐ ফ্ল্যাটে আমার চার নাদান পরিন্দে চারবছর যাবত বসবাস করিতেছি। অতন্ত্য মনোরোম পরিবেশে বসবাস করিতেছি বিধায় উক্তবাসা ছাড়িতেও পারিতেছি না আমরা।



ফ্ল্যাটের কিছু ফটো আপনাদের সামনে উপস্থাপন করিলাম।



উক্ত ছবিখানা আমাদের বাসার লাগোয়া ছাদ হইতে তোলা হইয়াছে। সময় হইতেছে গিয়া আপনার বর্ষাকাল।





উক্ত ছবিখানা শীতকালে তোলা হইয়াছিল।





এই ছাদে মাঝে মধ্যে আমরা ফটোশেশনও করিয়া থাকি।





আবার মাঝে মধ্যে লেপ তোষক ও বাইড়াইয়া থাকি।



রুমের ছবিঃ





উপরের ছবিতে আপনারা যেই রুমখানা দেখিতে পারিতেছেন, এই রুমখানাই ভাড়া দেওয়া হইবে।



মাসিক রুম ভাড়া (কারেন্ট বিল, গ্যাস বিল সহ): ৬০০০ (যদি দুইজন থাকে), ৫০০০ (যদি একজন থাকে)।



শর্তাবলীঃ

১। পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতে হইবে সবসময়।

২। রুমে বহিরাগতদের সহিত আড্ডা দেওয়া চলিবে না। (তবে মাঝে মধ্যে ক্ষেত্র বিশেষ এই শর্ত শিথিল করা হইবে, আবার পড়াশোনার খাতিরে কেউ আসিলে তাহাকে উক্ত সন্মান প্রদর্শন করা হইবে)

৩। 'বাপে পাঠাইতাছে, আমিও উড়াইতাছি' এই টাইপের মনোভাবাপন্ন লোকদেরকে উঠানো হইবে না।

৪। 'গরীব কিন্তু মেধাবী' ব্যাচেলর(দের) কে অগ্রাধিকার দেওয়া হইবে। প্রয়োজনে ক্ষেত্রবিশেষ তাহাদের উক্তভাড়ার কিছু অংশ মওকুফ করা হইবে (*শর্ত প্রযোজ্য)

৫। প্রতি মাসের ভাড়া উক্ত মাসের ৫ তারিখের মধ্যে যে করেই হোক দিতে হইবে।





উপরিউক্ত শর্তাবলীতে রাজি থাকিলে যোগাযোগ করিতে পারেন নিন্ম ঠিকানায়।



সাব্বির আহমেদ,

০১৭১১ ২৮ ৩৭ ৩২

হাজী জাইনুদ্দিন লেন, মেরুল বাড্ডা, ঢাকা

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

ওবায়েদুল আকবর বলেছেন: ভাড়া তো বেশী মনে হয়।

বাড্ডা এলাকায় এত পচা বাড়ি ও আছে তাহইলে।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

সূর্য হাসান বলেছেন: বাড়ির লোকেশন তো সিরাম!!!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

এন এফ এস বলেছেন: আপনি কোন ফোনের শর্ত প্রয়োগকারী বিভাগে চাকরী করেন না তো আবার :P

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫

ওবায়েদুল আকবর বলেছেন: এন এফ এস বলেছেন: আপনি কোন ফোনের শর্ত প্রয়োগকারী বিভাগে চাকরী করেন না তো আবার

না উনি ভূক্তভোগী ;) ;) ;)

না ভূগলে সৃজনশীলতার বিকাশ ঘটেনা।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: বাড্ডার ভিত্রে এত বেশি ভাড়া !!!

সেদিক থেকে আমার বাসায় ভাড়া কম, আবার লোকেশন এবং বাসার মানও অনেক উন্নত (উত্তর বাড্ডা মেইন রোডের কাছেই)।
........................
এই সুযোগে আমিও একটা ফাও বিজ্ঞাপন দিয়ে যাই:
[আমার এখানেও একজন রুমমেট দরকার সামনের মাস থেকে।
রুমভাড়া বাদে বাকী শর্তাবলী উক্ত পোষ্টের অনুরূপ।
আগ্রহীরা আমার প্রফাইলের ভিত্রে দেয়া মেইলে যোগাযোগ করেন :) ]

..................................
তবে ত্রিভকাল ভাই, আপনার বাসা একদিন দেখতে যাব সময় করে।
বাসার লোকেশন টা পুরা দ্বীপ স্টাইলে, মজা লাগছে :)

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০

ত্রিভকাল বলেছেন: ফয়সাল ভাই, এইটা বাড্ডার ভিতরে না। বরং একেবারে ,মেইন রোডের পাশে। আপনি হয়তো বিল দেখে মনে করছেন এটা অনেক ভিতরে আসলে বিষয়টা তা না। আপনি তো হয়তো এখাঙ্কার বোদ্ধমন্দিট টা চিনবেন। তাই বাসে করে বাড্ডা হতে রামপুরা যাওয়ার সময় বোদ্ধমন্দির এর সামনে আসলে ঠিক তার অপজিটে তাকাবান অর্থাৎ গৌতম বোদ্ধের মূর্তিটা যেদিকে তাকায়া আছে সেদিকে। দেখবেন একটা ৭ তলা দালান দেখা যাচ্ছে। এটার আশে পাশে আর কোনো দালান নাই। এটাই আমাদের বাসা। আপনি যদি কখনো সময় করে আসেন তাহলে খুব খুশী হবো। :) ভালো থাকবেন.।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

সকাল>সন্ধা বলেছেন: কয়দিন আগের ছবি বাশ গুলা ভালা নি নাকি পারা দিলে এই...... গেছে!
মাল গুলা কি আপনে তুইলাদিবেন কারন মানুষরা পুলছিরাতের পুল পারি দিতে বেশী টেকা গুনবো।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১

ত্রিভকাল বলেছেন: ভাইজান এর বুঝাত ভুল আছে। পুলের উপর যেই বাসা দেখতেছেন এটা আমারদের বাসা না। বরং আমাদের বাসার ছাদ থেকে এই ছবি তোলা হয়েছে। সাড়ে ছয় তলায় যে থাকি এটা মনে হয় আপনি খেয়াল করেন নাই।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
একজন ৫০০০ !! ভাই আপনি সুস্থ আছেন ত ??


টাকা কি গাবায় নাকি ??? মানুষরে বাড্ডা এলাকা কি নতুন করে চিনাইতে আসছেন ?? এইরকম বাজে জায়গায় একটা বাসা সেখানে ১ জন ৫০০০

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

ত্রিভকাল বলেছেন: ভাইজান আমিসহ আমারা ৪ জন গত চার বছর ধরে এই বাসায় আছি। আর জায়গা খারাপ এটা কিসের ভিত্তিতে বলতেছেন জানি না। কারণ বাসাটা মেইন রোডের পাশে মধ্য বাড্ডা থেকে রামপুরা যাওয়ার সময় দেখবেন একটা বোদ্ধ মন্দির পরছে, হেমিক্কা না তাকায় তার ঠিক ওপজিটে তাকাইবেন, দেখবেন মেইরোড থেকে একটা বাসা দেখা যাচ্ছে। তার ৭ তলায় থাকি। যদি কোনো দিন মঞ্চায় তাহলে আইসা এই গরিবের বাসা থেকে এক কাপ চা খায়া যাইয়েন। আর ভাইজান বাসাটা আমার না। যদি আমার হতো তাহলে হয়তো ৫০০০ না কইয়া ২০০০ কইতাম (কইতে তো আর সমস্যা নাইক্কা, তাই না। তবে আপনাকে একটা জিনিস জানায়া রাখি আর তা হচ্ছে এই ৭ তলা বাসার সবগুলো ফ্যামিলি ইউনিট থাকলেও একমাত্র আমরাই ব্যাচেলর থাকি, আর আমরাই সব থেকে কম ভাড়া দেই। মাত্র ১৪০০০ টাকা।) তয় আমার মনে হয় আপনি যেখানে থাকেন সেখানের ভাড়া তুলনামূলক কম। যদি সিঙ্গেল রুম ৪০০০ এর মধ্যে (এই লোকেশনের ২০% থাকলেও চলবে) পান তাহলে আমাকে বলবেন। আমি উঠে যাবো। তবে আমার ধরণা আপনার বাসার পাশে এতো জায়গা নাই তাই হয়তো বিল দেখে মনে করতেছেন বাসা ভিতরে :p । আসলে বিষয়টা তা না। বাসা মেইন রোডের পাশে...

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

ত্রিভকাল বলেছেন: ও আরেকটা কথা, আপনি যদি মনে করে থাকেন পুলের উপরে বাসাটা আমাদের তাহলে ভুল বুঝতেছেন। বরং পুলের বাসাটা আমাদের বাসাটার সামনে। আর ছবিগুলো তোলা হয়েছে আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে। আরেকটা কথা ভাইজান, একটা জিনিস না জেনে কি এভাবে কথা বলাটা ঠিক ? আপনার মতো একজন হেভিওয়েট ব্লগার যদি শুরুতেই এভাবে কথা বলেন, তাহলে আমাদের মতো পিচকি পুচকা কিভাবে আদব শিখবে বলেন ?

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯

লিন্‌কিন পার্ক বলেছেন:

ও ভুল বুঝাবুঝি হইসে :#> মাইন্ড খায়েন নাহ ! এমনিতেই ওই সময় মেজাজটা খুব খারাপ ছিল ! :|

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ত্রিভকাল বলেছেন: আরে নাহ!! কি যে বলেন ভাই.. :D এতো সহজে মাইন্ড খাইলে শাইন কইরাম কেমনে !! B-)

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ফটসেশনটা ভালা চখাম হইছে@@!!!!


:D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.