![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com
গ্রামীনফোন আমাকে তাদের জিপি স্টার (গোল্ড) এ অন্তর্ভক্ত করেছে। কি কারণে করলো আল্লাহ মাহবুদ জানে। আমি ফোনে কথা বলি ২৪ ঘন্টায় মাত্র ৩ থেকে ৪ মিনিট। তা ও বাবা মার সাথে। আবার ঠিক আমি নিজেই ফোন করে কথা বলি না। বাবাকে ফোন দেওয়ার সাথে সাথে বাবা কেটে আমাকে ব্যাক করে কথা বলে। তাই মাসে বলতে গেলে আমার ৫০০ এর বেশী খরচই হয় না। আর সেই আমাকে জিপি স্টার বানিয়ে দিছে, তাও সিলভার না, গোল্ড। ভাবছিলাম কি আর সুবিধা পাবো!! এখন দেখি না তাদের মেলা সুবিধা আছে...
কক্সেসবাজারের হোটেল স্যুট থেকে শুরু করে এয়ারকন এর এয়ার প্যাকেজ সাথে ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট, সুন্দরবনের ট্যুর প্যাকেজ, ওয়েস্টিন এ কমপ্লিমেন্টরি মিল, সাতরি, The Babyshop, lotto Bangladesh, মেনজ ক্লাবের উইন্টার কালেকশানের উপর ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট... GEORGE'S CAFE, Platinum Chain of Boutique Hotels , KASTURI GARDEN RESTAURANT তে খাওয়ার উপর ১৫ পার্সেন্ট, DAE JANG GEUM, Korean Cuisine, আর Fakruddin Biryani & Restaurant এ ২০ পার্সেন্ট করে ...KHAZANA DHAKA LTD. তে খাওয়ার উপর ২৫ পার্সেন্ট ডিসকাউন্ট...
কথা হচ্ছে আমি ফকির মুন্সি আবদুর রউফ এসব প্যাকেজের আদো ব্যবহার করবো কিন। সৌদিয়া এয়ারকনের নাম আজ আমি প্রথম শুনলাম। আজীবণ লঞ্চের ছাদে করে দেশের বাড়ি যাওয়ার পর এখন যদি ডিসকাউন্ট রেটে লাক্সারিয়াস বিমানে চড়ি তাহলে হয়তো পাইলট মনের দুঃখে বিমান ক্রাশ করায়া দিতে পারে।
ওয়েস্টিনে আমি না আমার বাপও গেছে কিনা সন্দেহ আছে। আমার অনাগত সন্তানও যাইতে পাড়বে কিনা তাতেও আমার সন্দেহ আছে। আর তাদের কমপ্লিমেন্টরি মিল খাইতে যাবো আমি... ভাবতেও তো কেমন জানি লাগতেছে... ছিড়া স্যান্ডেলটা মুচির দোকানে দিয়া ফাটা অংশগুলো সেলাই কইরা নেওয়া দরকার... কওন তো যায় না... দেখা গেলো কমপ্লিমেন্টারি মিল খাইতে প্লেট নিয়া আউজ্ঞাইতেই সেন্ডেলের সেলাই গেলো খুইলা
'সাতরি' জিনিসটা কি এইটা এখনো বুঝতেছি না। এটাতে নাকি যেকোনো পন্যে ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো। আমার অবশ্য খোলা সরিষার তেল কিনতে হবে গায়ে মাখার জন্য। শীতকালে গোসল করার পর শরীর টান টান কইরা উঠে। সাতরিতে যাওয়ার আগে একটা খালি শিশি নিয়া যাইতে হইবো। ১৫ টাকার খোলা সরিসার তেল সম্ভবত ১২ টাকা রাখবে।
The Babyshop এ দিছে ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট। যদিও আমার কোনো বেবি নাই, তারপরও খানদানি কাইষ্টা হু ম্যে কুছ তো ডিসকাউন্ট লে কার হি আউঙ্গা। ভাবতেছি ঐখান থাইক্ষা বোনের ছেলের জন্য ডায়পারের বদলে ব্যবহ্যার করা তেনা গুলো খুচরা দরে কিনা আনতে হবে। দরদামের পর কমদামে ভালো ত্যানা পাওয়া যাইবো আসা করি।
লটো বাংলাদেশ কি এটা জানতে গুগল কইরা দেখলাম এটা একটা জুতার দোকান। ভালোই হইছে ৪০ টেকা দিয়া দুই জোড়া নতুন মোজা কিনন লাগবো। ৪০ টাকার মোজো নিশ্চয়ই ৩০ টাকার মতো রাখবো।
GEORGE'S CAFE, Platinum Chain of Boutique Hotels এইসব রেষ্টুরেন্টের পাশ দিয়ে কখনো গেছি কিনা সন্দেহ আছে, তয় KASTURI GARDEN RESTAURANT এর নাম শুনছি। এটাতে কলিজা সিঙ্গারা পাওয়া যাওয়ার কথা। ১০ টাকা। অনেকদিন হয় কলিজা সিঙ্গারা খাওয়া হয় না। ৪ টা সিঙ্গাড়া ২০ টাকা হইলে ১৭ টাকা রাখবে। পকেটে কইরা এক টাকার খুচরা কয়েন নিয়া যাইতে হইবো নইলে আবার ভাংতি না পাইয়া চকলেট ধরায়া দিতে পারে।
DAE JANG GEUM, Korean Cuisine, এর নাম আইজকাই পরথম শুনলাম। তয় Tom yum gong নামে একটা ছবি দেখছিলাম ইস্টার মুভিছে। অস্থির হইছিলো মুভিটা। কোনদিক থে কোন দিক থে নায়কে হু হা কইরা মাইর দে কইবার ই পারতেছিলাম না। না দেইখা থাকলে দেইখা লইয়েন। চখাম ছবি।
ফকরুদ্দিন চিনি। এইডার সামনে দিয়া আমি অনেকবার সাইকেল চালাইয়া আইছি। শুনছি রমজানে নাকি ভালো ইফতারি পাওয়া যায়। গত রমজানে যাইতে পারি নাই টেকা ছিল না দেইখা। এইবার আমি নিশ্চিত যামু ১০০ টাকা নিয়া।
KHAZANA DHAKA LTD. এইডা মনে হয় সঞ্জিব চৌধুরির, আরে হেতের প্রোগ্রাম কত দেখছি আমি জি টিভিতে!! হেতে তো আমার ভাইয়াপ মানুষ। খানা খাজানা নামে একটা প্রোগ্রাম ছিলো, ঐডা দেখতাম। যাক এইডাতে যাওয়া যাইতে পারে। ভাই ব্রেদারের খাওয়ার দোকান ঢাকা শহরে আছে আর মুই যামু না!! আরো সাথে ২৫ পার্সেন্ট ডিসকাউন্ট !!!
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
ত্রিভকাল বলেছেন:
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
মেনন আহমেদ বলেছেন: আমার সিম কানেকশান টা রান করে 11 Jun 2001থেকে,আমি দীর্ঘ কয়েক বছর জিপি এর স্টার প্লাটিনাম গ্রাহক,আজ পর্যন্ত আমি কোন সুবিধা (আপনি যা বলছেন ঐ গুলো ছাড়া) পাইনি। অথচ বলা হয়ে থাকে জিপি এর সর্বোচ্চ সুবিধা প্লাটিনাম গ্রাহকরা পাবে। এতোটা বছরের মধ্যে যা পেয়েছি তা হলো 2012 সালে পর পর তিন মাস আমাকে 2500/= করে দেওয়া হয়েছিলো।
আর মাঝে মাঝে thank you bonus দেয় কিছু কিছু।
এর থেকে বাংলালিংক সাধারন গ্রাহকদের অনেক সুবিধা দেয়(যদিও আমি কখনো দাবি করিনা যে আমি অসাধারন গ্রাহক)।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
ত্রিভকাল বলেছেন: ভাইজান আমার কানেকশনটাও ২০০১ সাল থেকে, কিন্তু নেট ব্যবহার ছাড়া আর কোনো কাজেই তেমন ব্যবহার করা হয় না। আর এই জন্যেই হয়তো জিপি এতোদিন পর আমাকে স্টার বানালো। তবে যাদের টাকা পয়সা আছে তাদের জন্য কিন্তু ব্যপক সুবিধা আছে মনে হচ্ছে। আমি গরিব মানুষ, তাই এসব অফার আমার জন্য না।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
ভোরের সূর্য বলেছেন: আমি ফোনে কথা বলি ২৪ ঘন্টায় মাত্র ৩ থেকে ৪ মিনিট। তা ও বাবা মার সাথে। আবার ঠিক আমি নিজেই ফোন করে কথা বলি না। বাবাকে ফোন দেওয়ার সাথে সাথে বাবা কেটে আমাকে ব্যাক করে কথা বলে। তাই মাসে বলতে গেলে আমার ৫০০ এর বেশী খরচই হয় না।
ভাই হিসাব তো মেলেনা। ২৪ঘন্টায় ৩/৪ মিনিট কথা বলেন তাও নাকি আপনার বাবা আপনার ফোন কেটে দিয়ে আপনাকে রিং ব্যাক করে।২৪ঘন্টায় ৩/৪ মিনিট বাদ দিলাম।আপনি যদি গড়ে প্রতিদিন ১৫মিনিটও কথা বলেন তাহলেও মাসে আপনার ৫০০টাকা হওয়ার কথা না।
মাসে ৩০০টাকা খরচ করলে জিপি স্টার এবং ৫০০টাকা খরচ করলে গোল্ড মেম্বার করে জিপি।আপনাকে যেমন কিছু ডিসকাউন্ট দেয় তেমনি আসলে এটা তাদের একটা মার্কেটিং পলিসি যে কাস্টমার কে উদ্বুদ্ধ করা কেনাকাটা,খাওয়া বা ট্রাভেল করার জন্য।
NB: সৌদিয়া এয়ারকন হচ্ছে এসআলম এবং সৌদিয়ার মার্সিডিজ বেঞ্জ এয়ারকন্ডিশন বাস যেখানে ১৫% কিন্তু ভাই খাপার না। ঢাকা-কক্সবাজার-ঢাকা পার টিকিট ৩০০০টাকা। এখানে ১৫% মানে ৪৫০টাকা ডিসকাউন্ট কিন্তু খারাপ না।
যাই হোক আসলে আপনি কি উদ্দেশ্যে এই লেখাটি লিখলেন বোঝা গেলো না।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
ত্রিভকাল বলেছেন: ভাইজান, যদিও আমি শুরু থেকেই (২০০১) জিপি ব্যবহার করি তারপরেও আমার কথা বলতে গেলে বলাই হয় না। মাসে সর্বোচ্চ ৫০ টাকার কথা বলা হয়। বাকি ৪৫০ টাকা যায় নেট কানেকশনের জন্য। ব্যস আপনার হিসাব মিলায়া দিলাম। এবার বকশিশ দেন ১০ টাকা
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
নীল ভোমরা বলেছেন: হা!..হা!...মজাক পাইলাম!...এইসব অফারের এসএসএস-এ বিরক্তি প্রকাশ করা ছাড়া আপর উপায় কি?! নিস্তার পাওয়ার কোন উপায় থাকলে জানাইয়েন।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
ত্রিভকাল বলেছেন: ভোমর কইয়ো গিয়া, জিপি কিন্তু একটা এস এম এসও আমাকে পাঠিয়ে জ্বালাতন করে না। জিপি থেকে মাসে আমার সর্বোচ্চ ২ কি ৩ টা এসএমএস আসে। তবে স্টার তকমা লাগানোর পর আমাকে জাষ্ট একটা এমএমএস পাঠিয়ে জানিয়েছিল, যেখানে এসব অফারের কথা পর্যন্ত লেখা ছিল না। আজ অফিসে এসে তাদের ওয়েবসাইট থেকে ঘেটে ঘেটে তথ্যগুলো বের করলাম।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: লেখাটা জটিল লাগছে।প্রচন্ড অসুস্থতার মাঝেও,হাসপাতালের বেডে শুয়েও না হেসে পারলাম না। কিন্তু কেন জানি মনে হল আপনি জিপির মার্কেটিং করতাছেন। ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪
ত্রিভকাল বলেছেন: ভাইডি জিপি মোকে স্টার বানাইলো দীর্ঘ ১৩ বছর পর। এর মধ্যে আমি কিন্তু এই সীম এতোদিন ব্যবহার করলেও শুধু নেট ব্যবহারের জন্য করতাম, কথা বলার জন্য না। আর এতোদিনের পুরোনো নাম্বার দেখে এখনো রেখে দিয়েছি (ভাব মারা যায় ) আর না হইলে আমি এই সিম চালামু!! পকেটে দুইখান মোবাইল রাখি, একটা এয়ারটেল (চিপা চুপায় হান্দাইয়া সস্তা দরে কথা বলার জন্য) আরেকটা জিপি যেটার নাম্বার সবাইরে আগ বাড়াইয়া দিয়া বেড়াই তয় ফোন আর করি না কাউরে জিপি দিয়া
৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
কিতা কয়
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০
ত্রিভকাল বলেছেন: অ ভাই কাহিনী সত্য, আমার কাছে তথ্য আছে.।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০
হেডস্যার বলেছেন:
হা হা হা
ভালোই তো। আমি কিছু কেনাকাটা করার আগে আপনারে জানামু।
আপনারে নিয়া গেলে ডিস্কাউন্ট পামু।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
ত্রিভকাল বলেছেন: মোকেও কিন্তু ভাগ দিতে হইবো, ১৫ পার্সেন্ট এর সাড়ে সাত পার্সেন্ট এর টাকা আপনি আমাকে নগদ দিবেন। নাইলে কিন্তু খেলুম না
৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
অপ্রচলিত বলেছেন: GEORGE'S CAFE, Platinum Chain of Boutique Hotels এইসব রেষ্টুরেন্টের পাশ দিয়ে কখনো গেছি কিনা সন্দেহ আছে, তয় KASTURI GARDEN RESTAURANT এর নাম শুনছি। এটাতে কলিজা সিঙ্গারা পাওয়া যাওয়ার কথা। ১০ টাকা। অনেকদিন হয় কলিজা সিঙ্গারা খাওয়া হয় না। ৪ টা সিঙ্গাড়া ২০ টাকা হইলে ১৭ টাকা রাখবে। পকেটে কইরা এক টাকার খুচরা কয়েন নিয়া যাইতে হইবো নইলে আবার ভাংতি না পাইয়া চকলেট ধরায়া দিতে পারে।
সেইরকম লিখছেন
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
ত্রিভকাল বলেছেন:
৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
ভোরের সূর্য বলেছেন:
নেন ভাই আপনার ১০টাকা বখশিশ
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
ত্রিভকাল বলেছেন: টেকার নমুনা তো দেখলাম, মাগার উপ্রে specimen দিয়া কি বুঝাইলো বুঝলাম না। জাল নোট নি কোনো ?
১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
মুহাই বলেছেন: moja pailam.amino gp user!!!
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
ত্রিভকাল বলেছেন: আউজ্ঞাইয়া আসেন, কুলাকুলি করি
১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
মুদ্দাকির বলেছেন: আপনারে দুই দিন পর পর গাড়ি কেনার অফার দেয় না??
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬
ত্রিভকাল বলেছেন: ভাইরে সাইকেল্ডার সামনের টাল পরা চাক্কা ঠিক করোন লাগবো। সস্তায় মেকানিকের ঠিকানা থাকলে আপনার এই গরিব ভাইডারে সাহায্য করেন। গাড়ি কিনার স্বপ্ন দেখায়েন না ভাইডি
১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
শহুরে কাউয়া বলেছেন:
আমিও স্টার বহুদিন হইছে। কুনু লাভ নাই। হুদাই।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭
ত্রিভকাল বলেছেন: হুদো ভাইডি হুদো
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, মজা
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
ত্রিভকাল বলেছেন: গরিবের দুখেতে হাসেন ভাইডি
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮
বাংলার আকাশ বলেছেন: আরং এ ১০% ডিসকাউন্ট পাই, কিছু কিনলে কইয়েন।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
ত্রিভকাল বলেছেন: আরং এর তো নাম দেখলাম না ভাইডি!! একটু ডিটেইল জানান না এই ভাইডিকে
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
আদম_ বলেছেন: হাইসা দিমু কইলাম!
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
ত্রিভকাল বলেছেন: খবরদার কইলাম !!!
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
একজন ঘূণপোকা বলেছেন: গ্রামীন রে বিশ্বাস কইরেন না, কেমনে যে ফাদে ফালাইয়া টাকা নিব আল্লাহ ই জানে
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
ত্রিভকাল বলেছেন: টাকাই নাই আর লইবো কইত্থুন !!
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
ইসপাত কঠিন বলেছেন: ভাই আসেন আগে কোলাকুলি করি। আমিও আপনার মত জিপি স্টার গোল্ড গ্রাহক এবং আমার অবস্থা কাটায় কাটায় আপনার মত।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
ত্রিভকাল বলেছেন: ভাই কুথায় ছিলেন এতোদিন... আহেন ভাই বুকে আহেন... কোনো কথা হবে না আজ...
১৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
এম আর ইকবাল বলেছেন:
জিপি তার জন্মের পর থেকেই ব্যবহার করি ।
গ্রাহক হিসাবে অনেক ড়িসকাউণ্টের এসএমএস আসে
তবে ঐ পযর্ন্তই ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১
ত্রিভকাল বলেছেন: আমারও সেই একই অবস্থা
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৫০০ টাকার কথা তো অনেক।
মোবাইল কোম্পানি থেকে এসব সুবিধা দেয়, আগে জানতাম নাতো!
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২
ত্রিভকাল বলেছেন: ৫০০ টাকার তো কথা কইনা বইনডি, জিপি রাখছি ভাবের লাইজ্ঞা (০১৭১১ সিরিজের সিম)। কথা কই আপনার হইলো গিয়া ৫০ টেকার, আর বাকি ৪৫০ টাকা যায় ইন্টারনেট প্যাকেজে।
২০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
হাসান রেজভী বলেছেন: হা হা ..... ওদের মেসেজগুলা পড়লে আমারও সেইম অনুভূতি হয়
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
সুমন কর বলেছেন: মজা!!