নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The only person u should try to be better than, is the person u were yesterday.

ত্রিভকাল

আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম .... ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Sabbirahmed069 ওয়েবসাইট লিন্ক : http://bkadda.blogspot.com http://www.trivokal.com http://www.votku.com htttp://www.likilose.com http://trivokal.wordpress.com/ http://www.vokalab.com

ত্রিভকাল › বিস্তারিত পোস্টঃ

'The Good, the Bad and the Ugly' খ্যাঁত the Ugly 'Eli Wallach' এর জীবনবসান

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৫

The Good, The Bad, and The Ugly মুভিটা দেখছেন ? যারা দেখেছেন তারা নিশ্চয়ই Eli Wallach এর Tuco চরিত্রটির কথা ভুলতে পারবেন না। কি সেই অনবদ্য অভিনয়! আজ সকালে যখন জানতে পারলাম তিনি মারা গিয়েছেন ৯৮ বছর বয়সে তখন আমার বার বার শুধুমাত্র একটা ডায়লগই মনে পড়ছে...



"When you have to shoot,shoot,don't talk"



আমার ভাগ্য খারাপ যে আমি মাত্র তাঁর একটা মুভি দেখারই সুযোগ পেয়েছিলাম এই পর্যন্ত। তাঁর রূপালী চলচিত্রের অনন্য অভিনয় গুলো আর দেখার সুযোগ হয়নি আমার।



The Good, The Bad, and The Ugly মুভিতে তাঁর চরিত্র ছিলো আগলির। আনপ্রিডিক্টেবল একটা চরিত্র ছিলো যে কিনা ফাঁসির পরওয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে শহর থেকে শহরে। এরই মধ্যে তাঁর বন্ধু ব্লন্ডির (ক্লিন্ট ইষ্টউড) সহায়তায় সে এই ওয়ান্ডেট পরওয়ানা নিয়ে ধরা দেয় বিভিন্ন শহরের শেরিফদের কাছে। ব্লন্ডি ওয়ান্ডেটের অর্থ নিয়ে ফাঁসির ঠিক আগ মূহুর্তে টকো কে বাঁচিয়ে আরেক শহরে যেয়ে একইভাবে অর্থ কামাতে থাকে। কিন্তু একদিন রিওয়ার্ডের টাকা নিয়ে ব্লন্ডির সাথে গণ্ডগোল হওয়াও ব্লন্ডি তাঁকে উত্তপ্ত ডেজার্টেই ফেলে চলে আসে। টোকো কোনোভাবে বেঁচে ব্লন্ডিকে পাকড়াও করে মরুভূমিতে বিনা পানিতে দিনের পর দিন রেখে দেয়। মেরে ফেলার আগ মূহুর্তে দেখতে পায় একটা ঘোড়ার ক্যারিজনে বেশ কিছু মৃতদেহ পরে আছে। সেখানে আধমরা একজন টোকোকে বলে যে সে জানে সেই সময়ের আলোচিত ২০০০০০ ডলারের লুটকরা স্বর্ণমূদ্রা কোথায় আছে। টোকো আধমরা লোকটার দিকে পিস্তল তাক করে বলে এড্রেস দেওয়ার জন্য। কিন্তু লোকটার মুখ দিয়ে যে কথাই বের হয় না... টোকো পানি আনতে গেলে মরে যাওয়ার আগ মূহুর্তে আধমরা ব্লন্ডিকে বলে যায় কোন কবরের নিচে লুকিয়ে আছে স্বর্ণমূদ্রা। টোকো এসে দেখে ব্লন্ডি বেঁচে আছে, লোকটা মরে গেছে। টোকোকে ব্লন্ডি বলে তাঁকে বাঁচানোর জন্য না হয় কেউই কখনো জানতে পারবে না স্বর্ণমূদ্রার কথা। কাহিনী এগুতে থাকে... এক পর্যায়ে দেখা হয় এঞ্জেল আইসজ (The Bad) এর সাথে...



প্রায় তিন ঘন্টার মুভি যে কখন শুরু হবে আর কখন শেষ হবে টেরই পাবেন না আপনি। তবে এই টের না পাওয়ার পিছনে যার অবদান ছিলো সেই টোকো, Eli Wallach এর জীবন বসান হয়েছে গতকাল।



তাঁর ডায়লগ প্রায়শই মনে পরে যায়...When you have to shoot,shoot,don't talk...



.......................................................

পোষ্টটির পরিচ্ছন্ন ইমেজ সহকারে ভার্সন দেখতে চাইলে ক্লিক করুন এখানে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২০

আহসানের ব্লগ বলেছেন: রিপ

২| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:২৪

শেরজা তপন বলেছেন: মনটা খারাপ হয়ে গলে!!! :(

৩| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

নিভৃত নিঃশব্দ বলেছেন: সিনেমার ভাষাতেই বলতে ইচ্ছা করতেছে...,''There are two kinds of people in the world, who've watched this movie and who have not.''
Rest in peace Tuco.

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮

ইমরান আশফাক বলেছেন: আমি এই মুভিটা কয়েকদিন আগেও আবার দেখেছি, আমি জানতাম না যে দ্যা আগলি মারা গেছেন যেটা আপনার পোস্ট দেখে এইমাত্র জানলাম। যদিও অনেক বয়স হয়ে গিয়েছিলো তারপরও বেশ দূ:খ পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.