নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"মুন্নিসাহা ও এক কৃষকের সাক্ষাৎকার........

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

একবার মুন্নিসাহা এক কৃষক এর
সাক্ষাৎকার নিচ্ছিলেন -

মুন্নিসাহা: তুমি ছাগল দুটোকে কি খেতে দাও ?
কৃষক : কোন ছাগলটা কে, সাদা টাকে না কালো টাকে?
মুন্নিসাহা : কালো টাকে ?
কৃষক : ঘাস,
মুন্নিসাহা : আর সাদা টাকে ?
কৃষক : ওটাকেও ঘাস খেতে দিই।
মুন্নিসাহা: তুমি ছাগল দুটোকে কোথায় বেঁধে রাখো ?
কৃষক : কোন ছাগলটা কে, সাদা টাকে না কালো টাকে?
মুন্নিসাহা: কালো টাকে ?
কৃষক : গোয়ালে, একটা খুঁটির সাথে।
মুন্নিসাহা : আর সাদা টাকে ?
কৃষক : ওটাকেও গোয়ালে ওই একই খুঁটির সাথে।
মুন্নিসাহা: তুমি ছাগল দুটোকে কি দিয়ে পরিস্কার রাখো ?
কৃষক : কোন ছাগলটা কে, সাদা টাকে না কালো টাকে?
মুন্নিসাহা: কালো টা কে ?
কৃষক : জল দিয়ে চান করাই।
মুন্নিসাহা: আর সাদা টাকে ?
কৃষক : ওটাকেও জল দিয়ে চান করাই।
এবার মুন্নিসাহা (প্রচন্ড রেগে গিয়ে) : শালা,
হারামী...দুটো ছাগল এর সাথেই যখন সব কিছু একরকম
হচ্ছে তখন বার বার আমাকে জিজ্ঞাসা করছো কেন
যে সাদা ছাগল টা না কালো ছাগল টা ?
কৃষক : কারন কালো ছাগল টা আমার।
মুন্নিসাহা : আর সাদা ছাগল টা ?
কৃষক : ওটাও আমার। :-D

এই শুনে মুন্নিসাহা অজ্ঞান। যখন জ্ঞান ফিরলো তখন
কৃষক মুন্নিসাহাকে বললো - এবার বুঝলি যখন টিভি তে
একই খবর বারবার বলে আমাদের কানের পোকা মেরে
দিস তখন আমাদের কেমন লাগে ??? :-D

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

শেষ বেলা বলেছেন: দারুন, অনেকক্ষণ হাসলাম।...।ধন্যবাদ, ভাল থাকবেন

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মূল্যবান মন্তব্যটা করার জন্য.....
ভালো থাকবেন, আপনি ও.... :-)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

শাহজালাল হাওলাদার বলেছেন: বেশ লেগেছে ভাই।

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন.... :-)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

তানজির খান বলেছেন: কৌতুক ভাল ছিল কিন্তু কাউকে ব্যাক্তিগত আক্রমণ করে পচানো ভাল না। মুন্নিসাহ কে নিয়ে অনেক ট্রল হয়েছে। আমার মনে হয় এগুলো উচিৎ নয়।

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ঠিক বলেছেন আপনি। তবে আমি কাউকেই ব্যক্তিগত আক্রমণ করি নাই।
এটা শুধুই এ পোস্টের চরিত্র ছিল.... :-)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

পথে-ঘাটে বলেছেন: মজা পাইলাম, হ্যাপি ব্লগি।

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য
ধন্যবাদ আপনাকে.... ভালো থাকবেন। :-)

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে.... ভালো থাকবেন। :-)

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: মজা পাইলাম, হ্যাপি ব্লগি।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে.... ভালো থাকবেন। :-)

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

রাইসুল ইসলাম রাণা বলেছেন: হাসিতেই আছি

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ আপনাকে.... :-D

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

খোলা মনের কথা বলেছেন: ব্যাপুক মজা পাইলামরে ভাই। মুন্নিসাহার এমন লোকই লাগবে :P

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম ভাই। একদমই.....
আর ধন্যবাদ আপনাকে.... আপনার মূল্যবার মন্তব্যটি করার জন্য।
ভালো থাকবেন। :-)

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: হা হা হা।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে.... :-D
ধন্যবাদ আপনাকে.... :-)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

সায়ন্তন রফিক বলেছেন: বেশ হাসলাম । এখনো হাসছি ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আশাকরি সামনে আর ও হাসবেন।। :-D
ধন্যবাদ আপনাকে.... ভালো থাকবেন। :-)

১১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। ব্যাপক হাসলাম।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার ভাল্লাগায় আমি ধন্য,,,
কৃতজ্ঞতা জানবেন ,,,,

আর হুম, সব সময় ই ভালো থাকবেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.