![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
পুলিশ নিয়ে একটি রচনা লিখতে চেয়েছিল ময়নার মা।
টপিক ছিল "পুলিশ জনগনের সেবক"....
বললাম, আসলেই কি তাই??
চিন্তা করে লিখবে, যাতে পরে অনুশোচনা না করতে হয়।
সে সূচনা করল এভাবে,,, "
পুলিশ হচ্ছে ঈসরাঈল, আর জনগন হচ্ছে ফিলিস্তিন। :-)
এখন সত্যি ই খুব হাসি পায়, যখন দেখি কেউ বলে...
এরা হচ্ছে দেশের "আইনশৃঙ্খলা বাহিনী".... :-D :3
হুম সত্যি ই তোহ,,, এরাই আইনশৃঙ্খলা বাহিনী।
এদের কাছে অস্র আছে, শক্তি আছে, আবার গুলি চালানোর লাইসেন্স ও আছে,
সুতারাং ওরাই তোহ হবে আইনশৃঙ্খলা বাহিনী নাকি?
মনে রাখবেন!
একটা ছুরি দিয়ে ফল ও কাঁটা যায়, আবার মানুষ ও হত্যা করা যায়।
সেটা ব্যাবহার করা জানাটাই, সবছেয়ে বড়। :-)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ ভাই। ভুলটা ধরে দেওয়ার জন্য। :-)
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
কাউন্টার নিশাচর বলেছেন: ভালো লাগলো
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।। :-)
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
অগ্নি কল্লোল বলেছেন: চুরি নয় ছুরি।।
চমৎকার প্রতিবাদ ভাল লাগলো।