নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"দিন বদলাইছে ভায়া, সামনে আর ও বদলাবে......

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪



আগে বাংলাদেশী মেয়েরা স্টেডিয়ামে যাইত
"ম্যারি মি, আফ্রিদি" প্ল্যাকার্ড নিয়ে। আর এখন
তামিমের পাশে ছবি তোলার জন্য দাঁড়ায়
পাকিস্তানী আফ্রিদির মেয়েরা। দিন বদলাইছে
ভায়া, সামনে আরও বদলাবে।

একসময় আমরা ভারত আর পাকিস্তানের খেলাই
দেখতাম, আর আমাদের টিম হারলে বলতাম
"হারলেও আমাদের অর্জন অনেক" বা সম্মানজনক হারই আমাদের কাম্য।
এখন আর সেদিন নাই। আমাদের দল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার
জন্য লড়ে, আমাদের মিরাজ টুর্নামেন্ট সেরা হয়।
সামনে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো আর পাকিস্তানীরা আমাদের খেলোয়াড়দের জন্য স্টেডিয়ামে প্ল্যাকার্ড নিয়া আসবে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: বদলানোটাই নিয়ম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনি ঠিকি বলেছেন,, বদলানোটাই নিয়ম

মন্তব্য করার জন্য ধন্যবাদ!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

ব্লগার শঙ্খচিল বলেছেন:

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপেলটা সুন্দর, তবে পোস্টটার সাথে আপেলটার সম্পর্ক বুঝলাম নাহ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দিন তো বদলাবেই। আই এ্যাম প্রাউড টু বি এ বাংলাদেশি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সত্যি ই ভাই, আমরা আমাদের প্রকৃত মানুষ গুলার দাম না দিলে ও বাহিরের মানুষ গুলা ঠিকি দাও দে... :-)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ছি! পাকিস্তানরে খাটো কইরা দেখা। গুনাহ্ হবে...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা... ভাও! এটা কিচ্ছু হইল...? :-P

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

কল্লোল পথিক বলেছেন: দিন তো বদলাবেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, অবশ্যই....বদলানো দরকার.... :-)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

মুদ্‌দাকির বলেছেন: হুম, বদলাবেই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, বদলানো দরকার ই

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: পাকিস্তানীরা আসলে আসুক - না আসলে নাই। আমরা এগিয়ে যাব! কারো ধার ধারি না আমরা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সেটাই ভাই, কার ও দিকে তাকানোর সময় নাই আমাদের!!
আমরা এগিয়ে যাচ্ছি.... এগিয়ে যাব।।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

মাদিহা মৌ বলেছেন: দিন বদলেছে, সবে তো শুরু - দিন দিন আরো বদলাবে। পৃথিবী অবাক বিষ্ময়ে তাকিয়ে রইবে। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, কথা গুলা ভালো লাগল....
ভালোই বলেছেন আপনি...

আমরা এগিয়ে যাচ্ছি.... এগিয়ে যাব।।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: দিন বদলের সেই অপেক্ষায় আছি কবে পাকিস্তানীরা বাংলাদেশের প্লাকার্ড নিয়ে স্টেডিয়ামে বসে থাকবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সেই দিন খুব তাড়াতাড়ি ই আসতেছে ভাই....

মন্তব্যের জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.