![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
ওয়ান্ডেতে সবসময় জিতা টিমটি,লোকে বলত তারা ওয়ান্ডে ব্যতীত টি-টোয়েন্টিতে জিততে পারে না কিন্তু গুরুর হাত ধরে আমরা না পারা টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে লড়াই করে উর্ত্তীর্ণ হয়ে খেলব আজ এশিয়া কাপ ফাইনাল।বাংলাদেশ পারে না এমন কিছু আছে তা বলা মশকিল।
ম্যাশ ভাইয়া যখন আমিরের বলে যে ২ টা ৪ হাকিয়ে দিলো। তখন মাঠ থেকে কালো মেঘের আত্মনাত সরিয়ে গেলো। ফিরে আসল হাসি মুখগুলো।
-
সাকিব যখন বোল্ট হলো আমিরের বলে। পুনরায় স্ট্যামে যে আঘাত করল বুজতে বাকি নেই তারা শুধু দেশের জন্যই খেলে নিজের জন্য নয়।
-
ম্যাচ ২ টা ভালো করলেই দলে থাকা যায় না, ঐ হেটারদের প্রশ্নের জবাব আজকে দিয়ে দিলো "সৌম্য সরকার"।
-
রিয়াদ ভাই দলের জন্য কতটুকু প্রয়োজন তা আজও আবার জানিয়ে দিলো ১৬ কোটি বাঙ্গলার জনতাকে।
-
সাব্বির,তাসকিন, আলামিনদের নিয়ে বলার ভাষা নেই, সবাই আজ উপভোগ করল তাদের চেষ্টাটুকু!!
আর তাইত, পুরো ম্যাচ জুড়ে ছিল, টাইগার সমর্থকদের দাপট....
আর স্বাধীনতার মাসে আমাদের সবচেয়ে বড় উপহার হয়ে সৃতি হয়ে থাকবে এই জয়! এগিয়ে যাও বাংলাদেশ! এগিয়ে যাও ম্যাশ!গর্জন হবেই।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনাকে বিজয়ের শুভেচ্ছা,
এবার আমাদের সামনে শুধুই ইন্ডিয়া,
ইনশাল্লাহ কাপ এবার আমাদের হাতেই থাকবে।
২| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৮
অগ্নি কল্লোল বলেছেন: ভারত বধের জন্য প্রস্তুত হন।। শাবাস বাংলাদেশ।।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইনশাল্লাহ, আমরা যেভাবে খেলতেছি তাতে ভারত বধ করা অসম্ভব কিছু না।
কল্লোল ভাই জয়ের শুভেচ্ছা জানবেন।
৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: এত ভাল অনুভূতি লিখে বোঝানো সম্ভব না। অভিনন্দন বাংলাদেশ।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: জ্বী একদম ই ঠিক বলেছেন।
জিতার অনুভূতিটা অসাধারণ,,
জয়ের শুভেচ্ছা জানবেন, ভ্রাতা। :-)
৪| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৩
মিজানুর রহমান মিরান বলেছেন: এশিয়া টি২০ কাপ আমাদের হবে... ইনশা-আল্লাহ।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইনশাল্লাহ,, আশা আমরা রাখতেই পারি।। :-)
৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩১
আমিই মিসির আলী বলেছেন: গর্জন হবেই, এবং বিজয় ও আমাদের হবে।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইনশাআল্লাহ, ভালো কিছুই হবে,,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০৭
বিষন্ন পথিক বলেছেন: গর্জন হবেই, হতেই হবে
বিজয়ের শুভেচ্ছা