নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা ৫ই মে ২০১৩-(স্বচক্ষে বর্ণনা)

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

"সময়টা ছিল ২০১৩ সালের ৪ই মে। তখন আমাদের ইন্টার_ফাস্ট_ইয়ারের ফাইনাল xm চলতেছে আমি পরিক্ষা দিয়ে বাহির হয়ে দেখি, আমার ভাইয়া একটায় কল করছে। কল ধরতেই তিনি বলেন.....

-ঢাকা যাইবি?
-কেন?
-কাল হেফাজতে ইসলামের ঢাকা আবরোধ!
-হুম, যাব।
-ওকে আয়।
আমি তখন কোন কিছুই চিন্তা করি নাই!
৬ তারিখে আমার একটা পরিক্ষা ও ছিল।আমি
পরিক্ষা, আমার ভবিষ্যৎ কোন কিছুই চিন্তা করি নি।
জানি নাহ তখন আমার ভিতর কি কাজ করেছিল।
.
সেদিন বিকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলাম আমরা!! আমার কাছে ছিল একটা মোবাইল, আর ৩০০+ টাকা!! আর গায়ে ছিল কলেজের ইউনিফর্ম। বাসটাতে লোক ছিলাম আমরা প্রায় ৪০-৪৫ জন
.
গাড়ী চলছে.... যাওয়ার পথে দু'যায়গায় গাড়ী দাঁড়াইছে... সেখানে আমি যা দেখলাম! তা কোন দিনইই ভুলার নয়। সেখানের স্থানীয় লোকজন ফ্রিতে পানি,রুটি,কেক,বিস্কুট, মুড়ি,চানাচুর এসব বিলি করতেছে.... আমরা সবাই ই খেলাম এবং নিয়ে ও আসলাম!
.
এরপর গাড়ীটা এসে দাঁড়ালো ঢাকার যাত্রাবাড়ী একটা মাদ্রাসায়! সেখানে যেয়ে দেখি, আমাদের মত হাজারো মানুষ এখানে একসাথে জড় হয়েছে! আমরা রাতটা সেখানেই কাটালাম!
,
এরপর সকাল এলো, অবরোধ শুরু হলো...
ভালোভাবেই চলতেছিল সব! কিন্তু না ভালোর বদলে ওরা ফিরিয়ে দিচ্ছে গলা কাঁটা লাশ..। বিকালে শাপলা চত্বরে সমাবেশ, সবাই আমারা শাপলা চত্বরের দিকে হাঁটা দিলাম! সবার মুখেই একি শ্লোগান... ১.মানব না মানব না, মহানবীর বিরোদ্ধে কেউ কিছু বলবে সইব না! ২. বিচার চাই, বিচার চাই নাস্তিকদের বিচার চাই!
.
এরপর সমাবেশ শুরু হলো, লক্ষ লক্ষ মানুষ জড় হলো, সবকিছুই ভালোভাবে চলতেছে....কিন্তু নাহ! বিকালে হঠাৎ শাপলা চত্বরে গলাকাটা দুইটা লাশ আসল আর সাথে সাথেই লক্ষ লক্ষ মানুষ একসাথে চিৎকার করতে লাগল। -জিহাদ চাই জিহাদ..!! কিন্তু নাহ, সবাইকেই আল্লাহর উপর ধৈর্য ধরতে বলা হলো।
.
এরপর রাত এলো...
রাত ৮ টার দিকে আমার এক বড় ভাই আমাদের দুজনকে তার বাসায় জোর করে নিয়ে গেল! [ঘটনা সংক্ষেপে বর্ণনা করতেছি,মাঝে আমার পরিবারের সাথে অনেক ঘটনাই ঘটল]
.
এরপর ৬ তারিখ সকাল এলো...
ঘুম থেকে উঠেই নিউজ দেখলাম, পুলিশ-রেব অভিযানে শাপলা চত্বর ফাঁকা! আর সাথে সাথেই আমার সব স্পষ্ট হয়ে গেল!!
.
এরপর ফিরি ৭ তারিখে। ৬ তারিখের পরিক্ষা টাও মিস করি।
২০১৩ সালের ৫ই মে এর কথা সবাই জানেন। তাই আর কিছু বল্লাম নাহ। আমাদের হায়াত ছিল, তাই বাঁইচা
আসছি।।

.
"উপরের কথাটা বলার একটাই কারন হচ্ছে.....
আমরা মুসলমানরা কখনো নিজেদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামি নাহ। আমরা তখনই আন্দোলন করি যখন আমাদের "আল্লাহ,আল্লার রাসূল (সাঃ) নিয়ে কোন খারাপ কথা বলা হয়!! কেউ যদি আমার বাবা-মা কিনবা আমাকে গালিদে তাহলে আমার মনে হয় এটা একটা সাধারন ব্যপার,, ও দিতেই পারে।
.
কিন্তু যখন আমার, আল্লাহ, নবীকে গালি দেওয়া হয়, তখন আমার কালিজায় লাগে। মনে হয় তখন তাকে জান্ত খেয়ে ফেলি।
আর এই ফিলিংসটা যার কাছে আসে নাহ, যে কখনোই মুসলমান নয়। হতেই পারে নাহ!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

মিস্টার কিলবিল বলেছেন: রাসুলের (সা:) অপমানে যদি কাঁদে না তোর মন,
মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের (সা:) দুশমন।
যাজাকাল্লাহ, সুন্দর লিখেছেন।

০৫ ই মে, ২০১৬ রাত ৮:২৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, ঠিক কথা বলেছেন, ভ্রাত!
মন্তব্যের জন্যে ধন্যবাদ!

২| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

মিস্টার কিলবিল বলেছেন: রাসুলের (সা) অপমানে যদি কাঁদে না তোর মন,
মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের (সা) দুশমন।
যাজাকাল্লাহ, সুন্দর লিখেছেন।

৩| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:৫০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার মন্তব্য, বেশ লাগল।।
কৃতজ্ঞতা রেখে গেলুম, ভ্রাতা!! :-)

৪| ০৫ ই মে, ২০১৬ রাত ৯:৩৯

ভবঘুরে মানুষ বলেছেন: এত মৃত লাশের ভিড়ে আপনি বেঁচে গেলেন ? এত লাশ রাতে রাতে কোথায় গেলো ?
......... জামায়াত বিএনপি যে রাষ্ট্রীয় সম্পদ কোরআন শরীফ ও পুড়িয়েছে তা বল্লেন না।
আজব গল্প তো বালোই লিখলেন৷৷

০৫ ই মে, ২০১৬ রাত ১০:১৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আমি এখানে লাশ শব্দটাই উচ্চারণ করি নাই। আপনি কি পোস্টটা পড়ে মন্তব্য করছে? না,,

আর তাছাড়া, যে কোরআন পুড়াইল যেটা এক মাত্র আল্লায় ই ভালো জানেন। তাও মানলাম আপনার কথা, ওরাই এ কাজটা করেছে! কিন্তু আমার পোস্টের মূল বিষয়ত সেটা না! আমার এ লিখার মূল কথাই হচ্ছে পোস্টের নিছের কয়েক লাইন। এবং আমি অভিজ্ঞতা। যা আমি নিছ চোক্ষে দেখলাম।।

আর, হুম,,, সামনে থেকে আশাকরি যে কারো পোস্ট বুঝার পর মন্তব্য করবেন! ধন্যবাদ!!

৫| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৩৪

ভবঘুরে মানুষ বলেছেন: আপনি যা লিখেছেন তা মূলত এমনই । নবী রাসুলের জন্য আন্দোলন ছিলনা ছিল যুদ্ধাঅপরাধীদের বাঁচানোর আন্দোলন ।।

০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, সেটা জামাতিদের কাজ।

সবাইকে এক সাথে গুলিয়ে পেলবেনন না! তা হলে আপনি ও চলে যাবেন। ওদের দলে!!

৬| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৭

ভবঘুরে মানুষ বলেছেন: আপনি স্পস্ট করেননি ৷৷ আপনার তথ্যই অস্পস্ট ৷৷

৭| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:২৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমার সব ই স্পষ্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.