![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
পৃথিবীতে যদি সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্যে, কোন দেশের ইসি নোবেল পুরস্কার পাইতেন তাহলে সেটা অবশ্যই অবশ্যই বঙদেশের ইসি -এক চোখা রকিবুলই পাইতেন!!
এবার নোবেল পুরস্কার ঠ্যাকায় কে?
যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন হচ্ছে তাতে এক চোখা রকিবুল শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়ার মত নয়।বিরল এই শান্তিতে এই পর্যন্ত ইউপি নির্বাচনকেন্দ্রিক সংঘাত-সংঘর্ষে ৬৫+ জন খুন হয়েছে।
কুব কুব আবসুস লাগিচ্ছে, এ বাইন** এর জন্যে, যাহার ঘরে একনো একটা ও নুবেল ডুকে নাই। আমরা বঙবাসি এ নির্মম ঘটনার বিচার চাই!!
তাই, আসুন.. আমরা সবাই নির্বাচন কমিশনের সামনে ইসিকে যেনো সামনের শান্তিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয়, সে জন্যে মানবন্ধন করি,,, যেটা করা আমাদের সকলেরই নাগরিক দায়িত্ব!!
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৪১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাইয়,, পোস্টা পড়েই কি মন্তব্যটা করেছেন?? না.....
আমি কি বলছি...??
২| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:০১
০৮ ই মে, ২০১৬ রাত ১২:১৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, চাঁদগাজিরে এটা কি খাওয়াইলেন? ভাইয়ু,,,
৩| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:১৫
খন্দকার আঃ মোমিন বলেছেন:
হা হা হা
০৮ ই মে, ২০১৬ রাত ১২:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হাইসেন না ভাইয়ু,,, এটাই বাস্তব।
৪| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:২২
ফ্রিটক বলেছেন: শান্তিপুবর্না ভোট হচ্ছে। কারন আমার ভোট কষ্ট করে দিতে হচ্ছে না
০৮ ই মে, ২০১৬ রাত ১২:১৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, ঠিক বলেছেন। এখন আর কেউ কস্ট করে ভোট কেন্দ্রে যেতে হয় নাহ।
৫| ০৮ ই মে, ২০১৬ রাত ১:২৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: পৃথিবীতে যদি সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্যে, কোন দেশের ইসি নোবেল পুরস্কার পাইতেন তাহলে সেটা অবশ্যই অবশ্যই বঙদেশের ইসি -এক চোখা রকিবুলই পাইতেন!!
হা হা হা।।।
সতত বাক্য। ধন্যবাদ হে।
০৮ ই মে, ২০১৬ দুপুর ২:০০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।
কৃতজ্ঞতা রেখে গেলুম, ভ্রাতা!!
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
ইউনিয়ন কাউন্সিল নির্বচানে আওয়ামী লীগ ও বিএনপি জোট গ্রামের সবচেয়ে খারাপ লোকগুলোকে নমিনেশন দিচ্ছে; কোন খারাপ লোকটা নির্বাচিত হচ্ছে, সেটা নিয়ে এত ভাবনা কেন?
এরা গ্রামের মানুষকে ঘর ছাড়া করবে।