নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"ওদের চেতনা জাগ্রত হয় তাদের জন্যই! ওদের আন্দোলনের ও নিদিষ্ট একটা কোটা আছে....

২০ শে মে, ২০১৬ সকাল ১১:৪০



কি ভাই! শিরোনাম দেখে কিছু বুঝেন নাই, তাই না...?? আমি নিজে ও বুঝি নাহ ওদের চেতনা কখন খাড়ায়!! কখন ওদের চেতনা জাগ্রত হয়!! ওরা নিজেরা সাম্প্রদায়িকতার কথা বলে! কিন্তু ওরা নিজেরাই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে!! X((

"এই যে ভাই শুনেছেনঃ "ঢাকার ধামরাইয়ে ১১নং পশ্চিম সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৈয়জিয়া ইয়াছমিনকে মারধরসহ শারিরিক নির্যাতন করেছেন আব্দুল মালেক নামে এক আওয়ামী লীগ নেতা!!'

আসেন আমরা সবাই নাকে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমাই, কেননা ফৈয়জিয়া ম্যাডাম একজন মুসলমান! তাই এটাতে নাক না গলালেই হবে...
শ্যামল কান্তি স্যারের জন্য স্যরি লিখে কানে ধরে প্রতিবাদ করেছেন, এবার এই ফৈয়জিয়ার জন্য কি করবেন! নিশ্চয় কিছু না....

আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি ' এদেশের মানুষ নিজের বউয়ের চেয়ে অন্যের বউয়ের চিন্তায় মগ্ন থাকে বেশী! মসজিদের ইমাম খুন হলে কেউ খবর ও নেয় না, কিন্তু মন্দিরের ঝাড়ুদার মারা গেলে মানববন্ধন করে!!!!
আহ মুসলমান, বাহ মুসলমান! দিনশেষে সবাই এক একজন ফরজখার বান্দা....
স্যরি ফৈয়জিয়া ইয়াসমিন ম্যাডাম, আপনার উপর নির্যাতনের বিষয়ে কিছুই হবে না, আসবেনা খবর এদেশের হলুদ মিডিয়ায়ও!!!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৩

হন্টক হিমু বলেছেন: শ্যামল কান্তির ফাঁসি চেয়ে আন্দোলন হচ্ছে।

২০ শে মে, ২০১৬ রাত ১১:৩৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: তার ঘটনাটা সত্যি হলে ত, সেটা করাই উচিত!!

২| ২০ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬

কবি এবং হিমু বলেছেন: ওনার আসলে কপাল খারাপ কারন তিনি মুসলমান।বাংলাদেশে মুসলমানরা এখন সংখ্যালঘু।তাই তার জন্য মায়া কান্না হবে না।

২০ শে মে, ২০১৬ রাত ১১:৩৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনি একদম ঠিক এবং যথার্থ কথাটাই বলেছেন। এখন আর কেউই মায়া কান্না করবে না!!

সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ!!

৩| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ইক্বরা বলেছেন: এই পোষ্ট যে এখনো আছে শোকরিয়া আদায় করো।

২০ শে মে, ২০১৬ রাত ১১:৪১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা,, আপনি আমার মনের কথাটাই বলতেছেন দেখছি। আসলেই আমার কুটি কুটি শুকরিয়া আদায় করা উচিত এর জন্যে।।

মন্তব্যের জন্যে অসংখ্য কৃতজ্ঞতা নিবেন।।

৪| ২১ শে মে, ২০১৬ রাত ৩:১৯

সচেতনহ্যাপী বলেছেন: নিজের বউয়ের চেয়ে অন্যের বউয়ের চিন্তায় মগ্ন থাকে বেশী! মূল কথাটাই এখানে।।

২৩ শে মে, ২০১৬ রাত ২:১৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, ইহাই চিরন্তন। ইহাই বাস্তব।।

মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।।

৫| ২১ শে মে, ২০১৬ ভোর ৪:৫৫

মোস্তফা ভাই বলেছেন: তা ভাই আপনি কি করছেন এখানে? আপনি শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে আন্দোলন শুরু করুন, অন্যরা আপনাকে ফোলো করবে। আপডেট দিয়েন আন্দোলনের। গুড লাক।

২৩ শে মে, ২০১৬ রাত ২:২৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আমার এত্ত চেতনা নাই যে, দেশে সামান্য কান ধরা ধরি শুরু হইলেই রাস্তায় নেমে আন্দোলন করব।
এসব চেতনাধারী আবালদের কাজ,, দেশে অনেক কিছুই ঘটবে, তাই বলে!!

খুন, হত্যা, ধর্ষণ এসব জিনিষ গুলার যেখানে বিচার হয় না। সেখানে এসব আর কি!!

৬| ২১ শে মে, ২০১৬ সকাল ১০:২৬

শূণ্য পুরাণ বলেছেন: ঠিক বলেছেন

২৩ শে মে, ২০১৬ রাত ২:২৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, অকৃতজ্ঞতা রেখে গেলুম ভ্রাতা! অসংখ্য ধন্যবাদ!!

৭| ২৩ শে মে, ২০১৬ রাত ১০:১৩

শূণ্য পুরাণ বলেছেন: অকৃতজ্ঞতা রেখে গেলুম ভ্রাতা! ,বুজলাম না

২৪ শে মে, ২০১৬ ভোর ৬:৩০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: উফস।, ভ্রাতা! টাইপিং ভুল!! কৃতজ্ঞতা হবে!!! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.