![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
- দাদা আপনি যা করছেন, সেদিন ভগবান আপনাকে বাচাইছে!!
- আমার ভগবান আবার কে? আপনি আমার ভগবান।
___সেলিম ওসমানকে শ্রী শ্যামলকান্তি!
এই হলো সেলিম ওসমানকে বলা কানে ধরানো শ্যামলকান্তি ভক্তের শেষ কথা। শুনুন ফাঁস হওয়া দুজনের মোবাইলের কথা গুলো... ভিডিও লিংক.!
সেলিম ওসমান শ্যামল কান্তিকে "কানেধরে" উঠবস করিয়ে যারা শিক্ষকের অপমান হয়েছে বলে চিৎকার করেছিলেন তারা এখন কি বলবেন?
চেতনাধারীরা কি এবার এভাবে পাছা উছিয়ে প্রতিবাদ জানাবে??
,
যারা কানে ধরে প্রতিবাদ জানাইছিলেন তারা আর একবার কানে ধরে আপনাদের নব্য ভগবান সেলিম ওসমানের কাছে ক্ষমা চাইয়া লন!!
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা,, ভালোই ত সাজিয়েছেন কথা গুলা। এক হচ্ছে ফাইজলামি আরক হচ্ছে ভণ্ডামি! বুঝচ্ছেন??
এ কান্তি শুধুই ভন্ড শিক্ষক নয়, চরম মিথ্যাবাজ ও!!
ওকে কেউ ই কান ধরাই নি। ও নিজেই ভয়ে কান ধরে মাফ চেয়েছে।। আর মাঝখানদিয়ে হলুদ মিডিয়া তাদেএ ফয়দা লুটছে!!
২| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৩১
ধুন্দুলওয়ালার দাঁত ব্যথা!! বলেছেন: প্রোপাগান্ডা ভালোই চালাচ্ছেন। লিঙ্কগুলা আরেকটূ যত্ন নিয়ে বানাইয়েন।
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কি দরকার! লিংক বানানোর!!?
এগুলা বানিয়ে ও কিছু চেতনাধারীকে এখনো বুঝানো সম্ভব নয়!!
কারন তাদর ভিতর চেতনার ঠেলা! ওদের শুধু ওদের জন্যেই চেতনা জাগে!!
কই আমার জন্যে তো, কোন লিংকে প্রয়োজন পড়ে নাই। আমি ত তখন ই বুঝছি যখন এটা হলুদ মিডিয়ায় তোলপাড় শুরু হইল। চেতনাধারীরা রাস্তায় কান ধরা শুরু করল। তখন ই আমার বুঝতে বাকি নেই যে, এ কান্তি ভন্ড।
কারন ভন্ডদের জন্যেই ওদের চেতনা খাড়ায়।
দেশে কত্ত শিক্ষক প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, কোন শিক্ষককে হত্যা করতেছে, তাদের জন্যে এদের মনে কোন চেতনা জাগে নাহ। জাগবেই বা কেমন করে।।?? ওরা যে মুসলিম।।
৩| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৩২
নতুন বলেছেন: ভাই আপনার জন্য চাপাতি সান দেওয়া হচ্ছে জানলে আপনি কতজনের পায়ে পড়তে প্রস্তুত থাকবেন একবার ভেবেছেন কি?
না কি মাথা উচু করে বসে থাকবেন কোপ খাবার জন্য?
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনি আমাকে জিজ্ঞাস করছেন তো.?
আমি আমার কথাই বলি। আমি যদি সত্যের পথে থাকি, আমি যদি একাজ না করেই থাকি, তাহলে আমি এ কাজ জিবনে ও করব না, করব না!!
যে শিক্ষকের থাকার কথা সবার মাথার উপরে, সে কেন কারো পায়ের উপর পড়বে? জীবনের মায়া কি এতোই বেশি? তার এত্ত বছরের তিলতিল করে জমানো সব সম্মান এভাবেই শেষ করে দিল??
আর এত্ত ভয়ের ই বা ছিল? তার সাথে ত দেশের সব মিডিয়া, মন্ত্রী, সবাই ছিল।।
এটা যাস্ট ভণ্ডামি।
৪| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১:৫১
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: অযথাই মিডিয়িদের নাচানাচি ও মানুষের কান ধরা।
২৩ শে মে, ২০১৬ দুপুর ১:৫৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বুঝতে হপে ভাইয়ু.. সব ই চেতনার ঠেলা!!
৫| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১:৫৩
খোচা বাবা বলেছেন: এই তথ্যগুলো দালাল মিডিয়া গুলো তে আসে না।
২৩ শে মে, ২০১৬ দুপুর ১:৫৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আসবেই বা কেমন করে,,? ওরা যে হলুদ ছাড়া কিচ্ছু চক্ষে দেখে না।।
৬| ২৩ শে মে, ২০১৬ দুপুর ২:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অডিও শুনে বিস্মিত!
তারচে বেশি বিস্মিত এভাবে পায় পরে থাকাতে!
শিক্ষকের মর্যাদা কবিতায় শিক্ষকের যে সাহস ছিল বাদশাহকেও দু কথা শুনিয়ে দেবার, সেই শিক্ষক কই?
প্রতিবাদ করলে সকল শিক্ষক জাতির জন্যই করা উচিত। এরপরই আরেক প্রধান শিক্ষয়ত্রী অপমানিত হলেন- কাউকে দেখলামনা কান ধরা দূরে থাক মিনিমাম প্রতিবাদটুকু করতে! বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জামা ছেড়ার কথা বাদই দিলাম।
ন্যায় নীতি বোধ একপাক্ষিক হতে পারে না। এটা হবে সার্বজনীন। জাতি ধর্ম সেখানে প্রাধান্য পেতে পারে না। মানুষই বিবেচ্য হবে। সেই মানুষকেও প্রকৃত মানুষ হতে হবে।
২৩ শে মে, ২০১৬ দুপুর ২:১২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা, আপনার কথা গুলা পড়েই আমি মুগ্ধ! সত্যিই সুন্দর বলেছেন।।।
যে শিক্ষকের থাকার কথা সবার উপরে, সে কিভাবে এ কাজটাই করে।।
"যাক যাবে প্রাণ!
তবু মাথা নত নয়!!
আহা,, কই গেল।? উনি ই সবাইকে শিখার এসব আর উনি ই।।
২৩ শে মে, ২০১৬ দুপুর ২:১৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আর পরের কথাটা ত শতভাগ বাস্তব! বিচার থেকে শুরু করে সব কিছুই এখন এক চোখা হয়ে গেছে/যাচ্ছে!!
ওরা নিজেরাই সাম্প্রতিকতার কথা বলে, কিন্তু ওরা নিজেরাই এসব সৃষ্টি করে!!
সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।। ভ্রাতা!!
৭| ২৩ শে মে, ২০১৬ দুপুর ২:২২
নতুন বলেছেন: আমার ভগবান আবার কে? আপনি আমার ভগবান।
___সেলিম ওসমানকে শ্রী শ্যামলকান্তি!
উপরের পরের লাইটা আপনি শোনেন নাই মনে হয়<<<
''দাদা এইটা তো বুঝতে হবে, দাদা এইটা তো বুঝতে হবে..''
উপরোক্ত কথাটি বলেছেন সেলিম ওসমান.....<< যখন শ্যমলকান্তি বললেন যে সেলিম তার ভগবান...তখন সেলিম বলিলেন যে এটাতো বুঝতে হবে....
তার অথ` আপনি কেন আগে বুঝেন নাই... সেলিম যে ভগবান সেটা শ্যমলের আগেই বুঝা উচিত ছিলো...
২৪ শে মে, ২০১৬ ভোর ৬:২৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভ্রাতা, আমি সবটাই শুনছি,, এবং বুঝছি ওওও।।
যাই হোক না কেন! আমি এই কান্তিকেই দোষারোপ করব। কারন সে একজন শিক্ষক। শিক্ষা জাতির মেরুদণ্ড। সে কিভাবে বাঁচবার জন্যে এটা করে! যদি এটাই তার শিক্ষা হয়ে থাকে তাহলে তার উচিত ছিল মাঠে কৃষকগিরি করা! না হইলে তাদের আর ওর মাঝে পার্থক্য কি?
আর এভাবে সবাইকে ভগবান ডাকার মানে কি? মানুষ কি কখনো ভগবান হইবার পারে?
৮| ২৩ শে মে, ২০১৬ দুপুর ২:২৮
আমি অথবা অন্য কেউ বলেছেন: জী ভাই, সেলিমই ভগবান। সেলিমই ঈশ্বর, আল্লা, যিশু। হাসিনা খালেদা জয় তারেক এদের হত্যা করিয়া সেলিমের হাতে ক্ষমতা দিয়া দেন। ভগবান সেলিম, ঈশ্বর সেলিম, আল্লা সেলিমের থাইকা আর কে ভালো দেশ চালাবে?
২৪ শে মে, ২০১৬ ভোর ৬:২৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কি ভাই,, মাথা গেছে নাকি?? ওও শ্যামলকান্তির ভগবান হইবার পারে, আমগো নয়.!!
৯| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার হিন্দু বন্ধুগুলোর জন্য মন খারাপ হচ্ছে....একটা ইস্যু কীভাবে মাঠে মারা গেল....চু চু চু
২৩ শে মে, ২০১৬ রাত ১১:৫৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহ, শুধু ভাই ওদের জন্যে নয়! ব্লগের ও কিছু চেতনাধারীদের জন্যে খুব আফসোস হয়!!
১০| ২৪ শে মে, ২০১৬ সকাল ৮:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার হিন্দু বন্ধুগুলোর জন্য মন খারাপ হচ্ছে....একটা ইস্যু কীভাবে মাঠে মারা গেল....চু চু চু
বিদ্রোহী ভৃগু বলেছেন: অডিও শুনে বিস্মিত!
তারচে বেশি বিস্মিত এভাবে পায় পরে থাকাতে!
শিক্ষকের মর্যাদা কবিতায় শিক্ষকের যে সাহস ছিল বাদশাহকেও দু কথা শুনিয়ে দেবার, সেই শিক্ষক কই?
প্রতিবাদ করলে সকল শিক্ষক জাতির জন্যই করা উচিত। এরপরই আরেক প্রধান শিক্ষয়ত্রী অপমানিত হলেন- কাউকে দেখলামনা কান ধরা দূরে থাক মিনিমাম প্রতিবাদটুকু করতে! বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জামা ছেড়ার কথা বাদই দিলাম।
ন্যায় নীতি বোধ একপাক্ষিক হতে পারে না। এটা হবে সার্বজনীন। জাতি ধর্ম সেখানে প্রাধান্য পেতে পারে না। মানুষই বিবেচ্য হবে। সেই মানুষকেও প্রকৃত মানুষ হতে হবে। .................ইহাকে বলে কমেন্ট।
লেখক বলেছেন: হা হা,, ভালোই ত সাজিয়েছেন কথা গুলা। এক হচ্ছে ফাইজলামি আরক হচ্ছে ভণ্ডামি! বুঝচ্ছেন??.................
ইহাকে বলে রিপ্লাই।
২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:০০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কি ভাই,,? মাথা কি ঠিক আছে???
কোন কমেন্টের সাথে কোন রিপ্লাই মিলাইলেন??
কিছু বুঝেই মন্তব্য করবেন না, না বুঝেই??
১১| ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:২০
বন্দী কন্ঠস্বর। বলেছেন: এইগুলার কোনো প্রতিবাদ সুশীলদের করতে দেখবেন না।
২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:০৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: এরা ভাই শিক্ষক নয়! এক মাত্র শ্রী যক্তু শিক্ষক গুলাই আসল শিক্ষক! ওদের মান সম্মান আছে আর বাকিদের ত সেটা নেই! তাই তাদের জন্যে কেউ রাস্তায় নামে না। আন্দোলন ও করে না!!
১২| ২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভয় ছাড়া আবার কি । বেঁচে থাকার ভয় ।। সহজ কথাটা বুঝতে এতগুলো বন্ধু ভুল করল
২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:১০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, বাঁচে থাকার জন্যেই ত এত্ত সব কিছু!!
আহা,, জীবন! এ জীবনের কোম মূল্য রয়েছে?
১৩| ২৫ শে মে, ২০১৬ রাত ২:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: হায় হায়।
২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৩৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আফসোস! আফসোস,,,!
১৪| ২৫ শে মে, ২০১৬ ভোর ৬:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: কি ভাই,,? মাথা কি ঠিক আছে???
কোন কমেন্টের সাথে কোন রিপ্লাই মিলাইলেন??
কিছু বুঝেই মন্তব্য করবেন না, না বুঝেই??
১টা ছিলো বেস্ট কমেন্ট আর আরেকটা ছিলো বেস্ট রিপ্লাই................কিন্তু এইবার দিলেন সবচাইতে জঘন্য রিপ্লাই।
কমেন্ট বুঝে তারপর রিপ্লাই করবেন।পাঠকের যেনো কমেন্ট করার পর আফসোস না হয় যে কেন কমেন্ট করলাম কিংবা পড়লাম।
২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৩৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাইয়, আপনি কি বলতে চান সেটা একটু ক্লিয়ার করেন,,!!
আমি একটা কমেন্টের rply দিলাম একটা। আর আপনি বলতেছেন আরেকটা!!
উপর থেকে আবার দয়া করে দেখে আসুন. plz
১৫| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়েই কমেন্ট করেছিলুম
তবে এবার কমেন্ট করার জন্য সত্যি সত্যি আফসোস হচ্ছে।
সায়োনারা।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:২৬
কৌশিক মোদক বলেছেন: শ্যামল কান্তি বাঁচতে চায়, ছবি বলে সে কতটা অসহায়,
সে ভাল করেই জানে আল্লার নামে শপথ নিয়ে তার কল্লার জন্য বাংলাদেশে কোথাও না কোথাও চাপাতি তে সান দেওয়া হচ্ছে। আপনারও চান অর কল্লাটা রাস্তায় পড়ে গড়াগড়ি খাক, শুনতে চান মালাউন কতলের পর উল্লাস, তুমি কাফের, তমার কান ধরব, তোমার বাড়ি ভাঙ্গব, এটা ইসলামের উম্মত, ধিক বাংলাদেশ--
চাপাতিবাজ রা নাস্তিক রা তাও ভাল সোজা কথা সোজা ভাবে বলে, ভয় হয় আপনাদের মত দু মুখো মদারেত দের নিয়ে।