নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"ইস্যু যখন রেলমন্ত্রী! -(কয়েকটা ফেসবুক সেলেব্রিটির পোস্টের স্কিনসর্ট দিলাম। দেখতে পারেন তাদের মন-মানসিকতা কেমন!!)

২৮ শে মে, ২০১৬ রাত ১০:১৩

১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

"রেলমন্ত্রী পিতা হোয়া নিয়ে আমাদের নির্লজ্জ বেহায়া সাংবাদিকেরা বেশ উস্কে রিপোর্ট করেছে। নিউজে পাঠক মন্তব্য গুলো পড়লে বুঝা যাবে চেতনা কেবল শাহবাগেই সীমাবদ্ধ নয়, আমাদের রুচিতে ও ঢুকে গেছে। ছিঃ X(
.
তিনি শরীয়ত মোতাবেক বিবাহ করে নবজাতকের পিতা হয়েছেন অতচ, পরিসংখ্যান মতে প্রতিদিন অন্তত ১৫ নারী ধর্ষীতা হয় এবং টয়লেটে,প্লাটে চেতনা চর্চা করে অবৈধ অনেক সন্তান জন্ম দিচ্ছে এই নিয়ে মিডিয়া কতটুকু সোচ্চার ?
.
বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত, মিলনে সক্ষম একজনপুরুষ যে কোন বয়সে পিতা হতে পারেন। শরীয়তে ও এর কোন বয়স সীমা বাঁধা নাই। তাহলে রেলমন্ত্রী নিয়ে এই কুরুচিপূর্ণ মন্তব্য কিসের আলামত?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:৫৩

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: এরা পশু। তাই, এমন করছে। আর এরা সাংবাদিক না, সাংঘাতিক।
ধন্যবাদ আপনাকে।

২৮ শে মে, ২০১৬ রাত ১০:৫৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সহমত, ভ্রাতা!!

মন্তব্যের জন্যে আওইনাকে অসংখ্য ধন্যবাদ!!

২| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:২৭

ভবঘুরে মানুষ বলেছেন: জাতীর জন্য কি বয়ে আনবে এ বেয়াদপ (সাংবাদিক) গুলো......................

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৪০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সেলিম ওছমান ঠিকি বলেছিল!!
-সব সাংবাদিক খান** পোলা!

আসলেই তাই!

মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ!

৩| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:৩৪

বন্দী কন্ঠস্বর। বলেছেন: আমি অবশ্যই এসব ট্রলের বিপক্ষে।তবে ওনার নেত্রী দেশে থাকলে,হয়ত ট্রল করতেন।একবার রেলমন্ত্রী সংসদে ঘুমাচ্ছিলেন।তখন নেত্রী বলেছিলেন,যেহেতু নতন বগি লাগিয়েছেন,তাই তিনি দিনের বেলায় ঘুমান।এই সব মন্তব্য আবার খুব বিজ্ঞচিত।নেত্রী করলে বিজ্ঞচিত,আরা সাধারন মানুষ করলে খারাপ।

২৮ শে মে, ২০১৬ রাত ১১:৪১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুমম, আপনার কথাটায় কিছুটা যুক্তি আছে! তাই ভাইয়ু,, উপরে যাদের পোস্ট দিলাম তারা কি আদৌ ঠিক কিছু বলেছে??

৪| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩৩

ঢাকাবাসী বলেছেন: আরি এজন্যই রেলের ৮০% ইন্জিনের ঘাটতি, ৬৫% কোচের ঘাটতি!

২৯ শে মে, ২০১৬ রাত ৮:০৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে,, কোচ!! :-P

৫| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:২৯

মহা সমন্বয় বলেছেন: রেল মন্ত্রীর জন্য শুভ কামনা রইল।
দোয়া করি যেন উনি প্রতি বছর বছর এতগুলো বাচ্চার বাবা হতে পারেন। :)

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হ, আমাদের সবার ই উচিত তারজন্যে শুভ কামনা জানানো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.