নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"আসুন দেখেনি, এবারের আইপিএলে কে কী পুরস্কার এবং কত জিতলেন!!

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৪৮

১. ফেয়ার প্লে ট্রফি: সানরাইজার্স হায়দারাবাদ,একটা ট্রফি।
২. সেরা উদীয়মান ক্রিকেটার : মুস্তাফিজুর রহমান,১০ লাখ রুপি এবং ট্রফি।
৩. দ্রুতগতির হাফ সেঞ্চুরি : ক্রিস মরিস, ১৭ বলে। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৪. আইপিএলের ইয়েস ব্যাংক ম্যাক্সিমাম: বিরাট কোহলি, ট্রফি এবং ১০ লাখ রুপি।
৫. সবচেয়ে বেশি ক্যাচ ধরে সেরা ফিল্ডার: এবি ডি ভিলিয়ার্স। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৬. সবচেয়ে গ্ল্যামারার্স শট খেলেছেন: ডেভিড ওয়ার্নার। ১০ লাখ রুপি এবং ট্রফি।
৭. আসরের সেরা ক্যাচ : সুরেশ রায়না, ট্রফি এবং ১০ লাখ রুপি।
৮. সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ : বিরাট কোহলি (৯৭৩ রান), ১০ লাখ রুপি এবং ক্রেস্ট।
৯. সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক হিসেবে পার্পল ক্যাপ : ভুবনেশ্বর কুমার (২৩ উইকেট), ১০ লাখ রুপি এবং ক্রেস্ট।
১০. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : বিরাট কোহলি, ১০ লাখ রুপি এবং ট্রফি।
১১. রানারআপ : আইপিএলের ফাইনালে পরাজিত ব্যাঙ্গালুরুকে প্রাইজ মানি দেয়া হয়েছে ১০ কোটি রুপি।
১২ আইপিএলের চ্যাম্পিয়ন হিসেবে সানরাইজার্স হাদারাবাদ পেলো ১৫ কোটি রুপি।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:২৯

জনি চৌধুরী বলেছেন: ম্যান অব দ্যা ম্যাচ, কাটিং এর পুরস্কার লিস্টে আসেনাই।

৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাইয়ু, সেটা দিলে ত পুরা টুর্নামেন্টর ই দিতে হবে! তাই আর দি নাই! আমি এখানে ম্যাচ ভিত্তিক কোনন পোস্ট দি নাই। টুর্নামেন্ট ভিত্তিকই পোস্ট দিছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.