![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
"দেশ জুড়ে চলছে এক অপ্রতিরোধ্য অভিযান! যা গত কয়েকদিনের আম-জনতার আতংকের মুল করন!!
কারো ভাষায় এটা জঙ্গি দমন অভিযান, কারো ভাষায় এটা তাদের নেতা-কর্মী ধরার অভিযান, আবার কারো ভাষায় এটা হয়রানী মূলক অভিযান!
অভিযানটা যে জন্যেই হোক কেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করছি.....
"মনে করুন আপনি পুকুরে রুই মাছ ধরার জন্যে জাল পেল্লেন। কিন্তু জাল উপরে তোলার পর দেখলেন, রুই মাছ মাত্র একটা ধরা পড়েছে! আর বাকি সব, ছোট ছোট মাছ (পুটি, কৈ, টেংরা ইত্যাদি) ধরা পড়েছে! এখন কি আপনি ওই ছোট ছোট মাছ গুলাকে ছেড়ে দিবেন? আর যদি ছেড়ে দেন ও তাহলে তাদের হয়রানী হইল না??
,
এখানে এই রুই মাছ গুলাই হচ্ছে জঙ্গি, আর বাকি ছোট ছোট মাছ গুলা হচ্ছে সাধারণ মানুষ, বিরোধী দলের নেতা-কর্মী!! আমরা সাধারণ মানুষ গুলা ও চাই এই জঙ্গি গুলা ধরা পড়ুক, তবে সেটা নিদিষ্ট কোন উপায়ে! এইভাবে জনসাধারণ হয়রানীর মাধ্যমে নয়!!
যাইহোক, এ অভিযানের কবলে হয়তো আপনি ও পড়তে পারেন তাই খুব সতর্ক থাকুন! নিছে কয়েকটা টিপস দিলাম, আশাকরি এইগুলা ফলো করে নিজে বাঁচবেন এবং অন্যকে বাঁচতে সাহায্য করবেন.....
● বাসা থেকে বের হওয়ার সময় বেশি টাকা মানিব্যাগ এ রাখবেন নাহ্......
● দামী মোবাইল বাসায় রেখে বের হবেন,
● রাতে বেশিক্ষন বাহিরে থাকবেন না।
● যে রাস্তায় পুলিশের চেকপোস্ট যতা সম্ভব সে পথটা এড়িয়ে চলবেন!
● মোবাইলের ডায়াল স্ক্রীনে যতদুর সম্ভর ডিফেন্স এ জব করে এমন আত্নীয়, বন্ধু, পরিচিত লোকের নাম্বার রাখবেন,
● আইডি কার্ডের ফটোকপি পকেটে রাখবেন।
● বাসা থেকে কোন স্থানে গমন করার আগে, ফ্যামিলির অন্য মেম্বার কে উক্ত স্থানের ঠিকানা বলে বের হবেন,
আমরা বেসরকারি চুর ডাকাত, ছিনতাইকারী কে ভয় পাইনা,
আমরা ভয় পাই রেজিস্টার্ড ডাকাত ও ছিনতাই কারীকে, ওদের কাছ থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন,
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, ঠিকি বলেছেন। এদের হাতে পড়ের থেকে, ডাইবেটিকস এ আক্রান্ত হওয়াই ভালো।
পোস্টটা আপনার কাজে লাগলে আমি ধন্য।।
ধন্যবাদ, ভ্রাতা। ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন।
২| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০১
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর পোস্ট।
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কল্লোল ভাই। অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন
৩| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০২
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ঘোষনা দিয়া মশক নিধন অভিযান, বৃক্ষ রোপন অভিযানের যৌক্তিকতা পাই। ঘন্টা বাজাইয়া, মাইকে প্রচার কইরা সাড়াশি অভিযান! জনগনের বিনোদন দরকার, আর পুলিশের দরকার ঈদ উপলক্ষ্যে টূপাইস
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা, আপনি ঠিক কথা গুলাই বলছেন। আসলেই ত এটা কিসের অভিযান?
হুম, সামনে ঈদ। তাই বাড়তি আয়ের এক নতুন উৎস চালু করেছে এরা!! কবে যে এই সব নাটক শেষ হবে!!
ধন্যবাদ ভ্রাতা।। ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন
৪| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: বেতন ভাতা দি'গুন করেও তাদের খাম খাম অভ্যাস গেলনা, আর কি যাবে?
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বেতন ভাতা এদের চার গুন করে ও লাভ নেই। এরা জনগনের টাকায় ভাগ বসাবেই।
এদের এ অভ্যাস কোনদিন ও যাবে নাহ।
কোম দিম যে, এদের জনগনের প্রতি ভালোবাসা জন্মাবে, আল্লায় ই ভালো জানে।
৫| ১৪ ই জুন, ২০১৬ রাত ৮:১৭
সুমন কর বলেছেন: হাহাহাহা.........ভালো বলেছেন।
১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হ, ভাইয়ু,, যা চলছে দেশে!!
৬| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৫
আলী বলেছেন: চোরের মন পুলিশ-র্যাব
১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কথাটা দিয়ে কি বুঝাইলেন?
৭| ১৫ ই জুন, ২০১৬ রাত ৯:৩০
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: মোবাইলের ডায়াল স্ক্রীনে যতদুর সম্ভর ডিফেন্স এ জব করে এমন আত্নীয়, বন্ধু, পরিচিত লোকের নাম্বার রাখবেন
এটা কেমনে করুম ভাই আমার যে এমন উচ্চ পদস্থ মামু-চাচু নাই
১৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৪০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা, মামা-চাচা ছাড়া এই দেশে বাঁইচা থাইকা আর কি করবেন?
আপনার এদের হাতে পড়েই উচিত।।
সোনার বাংলায় এখন বাঁচলে হলে মামা-চাচা অবশ্যক, সকল কাজে!!
না হইলে আপনি প্রতিবন্ধী!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
সাহসী সন্তান বলেছেন: আমি তো বাইরে যাওয়া একদম বাদই দিয়ে দিয়েছি! পুলিশের হাতে ধরা খেয়ে ধুকে ধুকে মরার থেকে, বাসায় শুয়ে বসে ডাইবেটিকস-এ আক্রান্ত হয়ে মরা বোধ হয় অনেক ভাল!
পোস্টের সাজেশান্স গুলা পছন্দ হইছে! দেখি কাজে লাগাইতে পারি নাকি!