![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
-ভাবি! আপনি বিশ্বাস করবেন না, আপনার ভাইটা না আমাকে একটা রোজা ও রাখতে দে নাহ! ও আমাকে কত্ত ভালোবাসে, কত্ত কেয়ার করে!!
-কি বলেন ভাবি! একটা রোজা ও রাখেন নাই?
-হি হি.... একটা রাখছি মাত্র!
- আ.... কি বলেন? তা বাকি সব গুলা রাখবেন?
-ভাবি, আমি ত তাকে বলেই ফেলছি, আরো একটা রোজা আমাকে রাখতে দিতেই হবে! না হলে আমি খুব রাগ করব!!
.
কথা গুলা শুনার সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে গেল! সাধারণত সকালবেলায় কখনো আমার ওই টাইমে ঘুম ভাঙে নাহ।
এরপর কতক্ষন মনে মনে চিন্তা করলাম "আসলেই কিছু ভালোবাসা নিষিদ্ধ পল্লিতেই থাকা উচিত "! এ ভালোবাসা গুলা যখন সভ্য সমাজে, ইট কংক্রিটের নগরিতে প্রবেশ করে তখন ধ্বংস ছাড়া কিচ্ছু নিয়ে আসে না।... কিচ্ছু নাহ!!
২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: এইটা কোন ভালোবাসের সংজ্ঞার ভিতর পড়ে না, ভাইয়ু।
এইটা জাস্ট নোংরামি।
২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
বিজন রয় বলেছেন: এই জন্যই তো বললাম ভালবাসার রকমফের।
এবার আপনি বুঝে নেন।
শুধু নোংরামি নয় আরো বেশি কিছু...............
২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হ, বিজয় ভাই!! আসলেই হাজার রকমফের!
৩| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৪
অপরিচিত সেই আমি বলেছেন: কথা গুলো আপনি স্বপ্নে দেখছিলেন কিনা সেইটা আগে জানা দরকার! নইলে কথা শোনার পরে ঘুম ভাঙলো ক্যামনে? হয় আপনি ঘুমাননি, আর নয়তো তাদের কথা শোনার জন্য ঘুমের ভান করে পড়ে ছিলেন?
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: স্বপ্নের মোধ্যে কেন দেখব? চোখ খুলে ত তাদেরকে দেখলাম ই, দুজন কথা বলতেছে এইসব নিয়ে।
হুম, গবির ঘুমে ছিলাম না আমি। তাই এইসব কথা শুনছি।
৪| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
হাতুড়ে লেখক বলেছেন: বুঝলাম নাহ! আপনি কোন হিসেবে তাদের ভালবাসাকে নোংরামী বলে আখ্যায়িত করলেন? তারাতো বিবাহিত তাই না? স্বামী-স্ত্রীর ভালবাসা নোংরামী হয় কিভাবে জানা নেই। রোজার রাখাটা তাদের ব্যক্তিগত ব্যাপার। রোজা না রাখলেই তাদের খারাপ বলতে পারেন না! তাদের আমলের হিসেব সেই পাবে। তাই নয়কি??কি চিন্তাধারা!! রোজা রেখে ভালবাসাবাসি করলে সেটা ভালবাসাবাসি! আর রোজা না রেখে করলে নোংরামী!!!!
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আপনি ত কাহিনীই বুঝলেন নাহ। স্বামী তার স্ত্রীকে কেনো রোজা রাখতে দে না, সেটাই ত বুঝেন না আপনি!
হুম, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটা তারা ডাক-ঢোল পিটিয়ে সবাইকে বলে বেরাবে কেন?
চিন্তাধারা আমার একদম ঠিক আছে, ওরা রোজা না রাইখা ওটা নিয়ে তামাশাই শুধু করে দিছে।
৫| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
কল্লোল পথিক বলেছেন:
যতার্থই বলেছেন।
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। সহমত দেওয়ার জন্যে!
৬| ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
কল্লোল পথিক বলেছেন:
যতার্থই বলেছেন।
৭| ২১ শে জুন, ২০১৬ রাত ১২:০৫
নতুন বলেছেন: এরপর কতক্ষন মনে মনে চিন্তা করলাম "আসলেই কিছু ভালোবাসা নিষিদ্ধ পল্লিতেই থাকা উচিত "! এ ভালোবাসা গুলা যখন সভ্য সমাজে, ইট কংক্রিটের নগরিতে প্রবেশ করে তখন ধ্বংস ছাড়া কিচ্ছু নিয়ে আসে না।... কিচ্ছু নাহ!!
জেলাস হয়ে গেলেন কেন ভাই....
রোজা তাদের ব্যক্তিগত ব্যপার... সেটা না করলে তাদের ভালোবাসাকে নিষিদ্ধ পল্লির কথা মাথায় আসলো???
অপরের বিষয়ে আমাদের নাক গলানো উচিত না। হয়তো তার অন্য কোন শারীরিক সমস্যাও থাকতে পারে...
২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, কিছু না বুঝেই মন্তব্য করে ফেললেন?
হ্যা, রোজা তাদের বক্তিগত ব্যাপার। কিন্তু
বৈধ স্ত্রীকে যে অবৈধ উপায়ে ভক্ষন করেই চলছে?
আর তাও আবার ডাক-ঢোল পিটিয়ে।।
৮| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৬
বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: হ, বিজয় ভাই!! আসলেই হাজার রকমফের!
হা হা হা.............. আমি কি বিজয়??
২২ শে জুন, ২০১৬ রাত ১২:২১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: সরি ভাইজান, বিজন হবে।।
দুঃখিত, আশা করি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।
৯| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
বাংলার জামিনদার বলেছেন: আপনে হইলেন খলিফা। রাতের অন্ধকারে কার ঘরে কে কি করে, তা জানা দরকার। এক কাজ করেন, তাদের কল্লার দাম নির্ধারন কইরা দেন। অনুসারি পাবেন নিশ্চিত।
২২ শে জুন, ২০১৬ রাত ১২:২৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, হাসাইলেন।
চাকুওয়ালা বুঝি আম্নের মতই হয়?
আমি কেন খলিফা হমু? আমার জাস্ট যেটা কানে আসছে সেটাই তুলে ধরছি।।
১০| ২২ শে জুন, ২০১৬ রাত ১২:৫৪
বন্যলোচন বলেছেন: এইটা পোস্ট দেওয়ার জিনিস হইল? বাঙালি পারভার্ট হইলেও বুক ফুলায়ে প্রকাশ করে দেখা যায়!
২৪ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অবশ্যই দেওয়ার জিনিষ,, কিছু শিক্ষা ও আছে এখানে!!
১১| ২২ শে জুন, ২০১৬ রাত ১২:৫৭
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: যথার্থ বলেছেন। একেবারে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের মূলে কুঠারাঘাত
জনগুরুত্বপুর্ন পোস্ট । পোস্ট স্টিকি করা হোক ঝুলায়ে রাখা হোক, সাথে পোস্টদাতাকেও লটকানো হোক।
২৪ শে জুন, ২০১৬ দুপুর ২:৪২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, বুইঝা কমেন্ট করেন? নাকি না বুঝেই লাফান?
এখানে কুন জায়গায় বলছি এটা বাংলাদেশের অর্থ-সামাজিক প্রেক্ষাপট!!
১২| ২৩ শে জুন, ২০১৬ রাত ১:১৩
কালনী নদী বলেছেন: এটাকে ভালোবাসা বলে না, শারীরিক চাহিদার বহিঃপ্রকাশ!!!
২৪ শে জুন, ২০১৬ দুপুর ২:৪০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হ, ভাইয়ু,,বৈধ স্ত্রীককে অবৈধ ভাবে ভক্ষণ!
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৮
বিজন রয় বলেছেন: হা হা হা
হাসালেন।
ভালবাসার রকমফের।