![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
-চুধুরী সাহেপ, আমি গরিব হইবার পারি কিন্তু ছুটলোক নই,, আমি আপনার মেয়েকে "কিরণমালা, পাখি, খলিফা ড্রেস" কিনে দিতে পারবো না জানি! তবে মাঝে মোধ্যে "কিরণমালা, পাখি" মেহেদি ঠিকই কিনে দিব!! [ইমোশনাল হয়ে]
-মু হা হা হা.... কিরণমালা, পাখি মেহেদি? আরে সেতো আমাদের বাড়ির কাজের লোকে ও লাগায়!!
-চুধুরী সাহেপ, আমি পারতাম আজ আপনার মুখের উপর কথা বলতে, পারতাম "চুইটিকে" নিয়ে পালিয়ে যেতে! কিন্তু আমি তা করবো না। একদিন এই দেখেন (একটা কিরণমালা মেহেদি দেখিয়ে) এই মেহেদিটাই পরিয়ে আপনার সামনে দিয়েই আমি চুইটিকে নিয়ে যাবো তখন আপনি চুদ্দজন গুন্ডা লাগিয়ে ও আমার কিচ্ছু করতে পারবেন না।
.
-চুপ কর বেয়াদব! এই ব্রিফকেসে ৫টা কিরণমালা আর ৫টা পাখি ড্রেস আছে এটা নিয়ে দুর হয়ে যা, আমার মেয়ের জীবন থেকে।
.
"অতঃপর আক্কাস ব্রিফকেসটা নিয়ে চুপচাপ পেছনের রাস্তা ধরে হাটা দেয়!
.
[ছায়াছবির বাকি অংশ দেখবেন বিরতিরর পর, সাথেই থাকুন]
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:১০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: মু হা হা হা,, সাথেই থাকুন। পরবর্তী অংশ দেখার জন্যে.!!
২| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:০৭
কল্লোল পথিক বলেছেন:
হা......হা.....হা.....
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন:
৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:২১
ঘটক কাজী সাহেব বলেছেন: ছায়াছবির বাকি অংশ দেখবেন বিরতিরর পর
উত্তরও বিরতির পর।
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:২৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা, ঘটক সাহেপ। বিরতির পর ত আপনি বিবাহ পড়াবেন। এখন বইলা ফেলেন!!
৪| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৩৬
ঘটক কাজী সাহেব বলেছেন: কার লগে কার বিবাহ পড়াইবো, পাত্র-পাত্রির নাম খানা তো বলেন গো ভইন।
২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন:
৫| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৩৬
ঘটক কাজী সাহেব বলেছেন: কার লগে কার বিবাহ পড়াইবো, পাত্র-পাত্রির নাম খানা তো বলেন গো ভইন।
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৩৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আক্কাস আর চুইটি।। তবে অত্যন্ত গোপনীয় ভাবে পড়াতে হবে এই বিবাহটা!!
৬| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৪১
গেম চেঞ্জার বলেছেন: এইডা কিসু হইোলো নাকি
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৪৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কেন ভাইয়ু? আপনি একটু ও হাসেন নাই?
তাহলে বলতেই হয় আপনি খুব,,,,
৭| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: ঘটক কাজী বড়ই পাজি
সে শুধু পাত্র-পাত্রী খুজে
পোলাডা ট্যহার লাগি বিয়া করে পারছেনা। তাই মনে কথা বলেছে......
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৫১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আপনি ঠিকি ধরেছেন। ঘটক সাহেপ খুবই পাজি।
উনি শুধু উনার মতলবেই আছে।
আবার শুনলান ঘটক সাহেপ ও নাকি আজ কাল এইসব করে!!
৮| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৫১
ঘটক কাজী সাহেব বলেছেন: আগে কবিইরার কানে দুই মলা, হেরপর তুকিন রে বলচি... আক্কাসের লাই চুইটির চাইতে আর মনে অয় টুইটিই উত্তম হইবো।
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৫৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইন্নারিল্লাহ। আক্কাস ত তাইলে হার্টক্রাশ খাইব। টুইটি না, আপনি যে করেই হোক চুইটির সাথে বিবাহের ব্যবস্থা করেন। দরকার পড়লে রাস্তায় দৌড়ে দৌড়ে বিবাহ হবে। তারপর ও বিবাহটা পড়ান!!
৯| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৫৪
ঘটক কাজী সাহেব বলেছেন: চুপ কর বেয়াদব! এই ব্রিফকেসে ৫টা কিরণমালা আর ৫টা পাখি ড্রেস আছে এটা নিয়ে দুর হয়ে যা, আমার মেয়ের জীবন থেকে।
আহারে বেচারা আক্কাস মিয়া, এতো কবিরের দশা হইলো,
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কবির কেড়া? আপ্নের ছুড়ুকালের বল্টু নাকি?
১০| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০১
ঘটক কাজী সাহেব বলেছেন: গেমু ভাই লজ্জা পাইছে, উনি এখন বিবাহ করিবেন না
আর পথিক ভাইয়ের হাসির মাঝের ... মন কাড়িল ।
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, গেম ভাই আর বিয়ে করপে না। এটা মানতে পারছি নাহ।
১১| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০২
শাহরিয়ার কবীর বলেছেন: ঘটক সাহেবকে, ভাঙ্গা একখানা ছাতা হাতে দিয়ে বিদায় করে দেন। তানা হলে আমার মত চির কুমার হয়ে থাকা লাগবো। বলে দিলুম কিন্তু। সে আমারে “বিহা দেতে চাইয়ে দেতে পারে নাই”
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:২০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, ভাইজানের কথা শুনে আমি কেঁদে দিলাম।
১২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:২১
ঘটক কাজী সাহেব বলেছেন: কুবিরা আরে ভাঙ্গা চাতি দেওন লাইগত না, ছাতি ক্যাতে আচে, আননে ইস্কুল টিসারের কাছথন চেকা কাইয়া কইবাইন আংকেল আরে যৌতুক আলা মাইয়া খুইজা দেন, আর আই বুঝি হেই করুম তর নামে যৌতুকের মামলা হইব ভাতিজা।
তুকিন, আই দউর ফারইন্না বিবাহ পড়াই না। ফাত্র ফাত্রিরে কন, নিজেরা দউর ফাইরা কইরা লউক। ইতার মধ্যে আই নাই। আর গুফুনে ক্যারে, তুকিন।
২৯ শে জুন, ২০১৬ রাত ১:৩৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আরে ভাইয়ু, বুঝেন্না ক্যারে., চুইটির বাবার ১৪ জন গুন্ডা চুইটিদের খুজতেছে। তাই ভাউ,, বিয়াটা যদি একবার হইয়া যায় তালি পরে আক্কাস কিছুটা শান্তি পাবে। আর আগে নয়।
১৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: শুকুনের দোয়ায় কি আর গরু মরে ???
ডিজিটাল হয়ে গেছি ঘটক সাব!!!!
ডিজিটাল মাইয়া বিয়া করুম তয় আনহের মত ঘটকের কাছে যামু না।।।
আইরে “এনজেল জরিনার” ছেকা দিছে ঠিক কিন্তু গরীব বলে কি আর আইর মান সম্মান নাই ?????
যৌতুকের মামলা
তাহলে ভালো হয়, সরকারি ব্যবস্থায় জামাই আদরে ফ্রি খাওয়ন আর খাওয়ন.......
২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: মু হা হা হা,, তা ভাইয়ু, আপোনার সেই এনজেল জরিনা একন কুথায়? উপি কি আকাশের উপ্রে থাকে না মাটিতে?
আর ২য় কথা হইলু। পোলাটার গানটা খুব ভাল্লাগলো
১৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:২৮
কালনী নদী বলেছেন: কিসের মাঝে কি, খৈ-য়ের মাঝে ঘি!!!
কত সুন্দর গল্পে বিয়ে টেনে আনছেন! বিয়ে না করেও মানুষে লিভ টু গেদার করে।
২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আর বইলেন না, কালনী নদী সাব। এই ঘটকটা না কুব পাজী। কুব দুস্ট ও ।।
তা, ভাইয়ু,, এই বঙদেশে কি লিভ টি গেদার বৈধতা দিছে? যদি দে তালিপরে আক্কাসদের বলতে হয়। ব্যাপার খানা!!
১৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: জরিনা কোথায় যে গেল সে হারিয়ে
তা জানিনা................
২৯ শে জুন, ২০১৬ রাত ১:৫৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহারে ভাউ,, আপসুস
১৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:৫২
শায়মা বলেছেন: হায় হায় এটা কি নাটক!!!
২৯ শে জুন, ২০১৬ রাত ২:০১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: শায়মাপু, প্রথমে আমি আপনাকে আমার ক্ষুদ্র ব্লগে স্বাগতম জানাচ্ছি।
অতঃপর বলি, এটাই হচ্ছে সেই বাংলা ছবির একটা অংশ।
যা আমরা ছুড়ুবেলায় খুব দেখতাম।
সেই চুদুরী সাহেপ আর নায়কদের ডায়লগ গুলার ডিজিটাল ভার্সন এটা!
১৭| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:০৬
শায়মা বলেছেন: তারপর আক্কাস সেই জামাগুলা ফুটপাথের ধারে বিক্রি করে ঈদের আগে টাকা রোজগার করিলো!
২৯ শে জুন, ২০১৬ রাত ২:১৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা এটা ত জামা গুলার তিব্র অপমান হয়ে গেলু। যে দামি সিরিয়ালের জামা এগুলা।
জামা গুলা নিয়ে আক্কাস তখন হয় কোন বিপনীবিতানে পাইকারি বিক্রি করে দিবে। না হইলে ত এখন অনলাইন সেল আছেন। আক্কাস তখন আর বাল্যকালের বন্ধু শামসুর থেকে DSLR নিয়ে এসে, জামা গুলার পিক তুলে ফেসবুক বা বিক্রয় ডট কমে বেঁচে দিবে! আর সাথে সাথেই তখন আক্কাস হয়ে যাপে হাজারপতি! আর অন্যদিকে মনের দুঃখে চুইটি তখন এক কৌটা মধু (কৌটার উপ্রে বিষ লিখা থাকবে) খেয়ে আত্নহত্যার চেস্টা করবে!!
১৮| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪০
আরণ্যক রাখাল বলেছেন: মজা পাইলুম না বস!
আরেকটু জমায়া লিখতে পারতেন। আপনি পারবেন ট্রাই মারলে
২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:১১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা, কস্ট পাইলুম বস। আপনি এক ইঞ্চি ও মজা পান নাই?
তারপর ও আপনাকে ধন্যবাদ, পড়ার জন্যে!
আর আমি ব্যর্থ। আশাকরি, ছায়াছবির বাকি অংশটা দেখে মজা পাবেন।
১৯| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: আরেকটু বড় করে লিখলে আরও মজা পেতাম
২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:১৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ছায়াছবির বাকি অংশটা দেখার জন্যে, সাথেই থাকুন।।
২০| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০৪
রাকিব আল-হাসান বলেছেন: বিরতির পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে সিনেমা আর দেখা হল না।
২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:১৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, খারাপ বলেন নাই বস। আমার এখানে বিদ্যুৎ এখনো নাই। সেই যে সকালে গেলো!! উফস,,,,
২১| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
অনিন্দ্য অবনী বলেছেন: ব্যাপুক বিনোদন....
৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:২৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:০৭
কল্লোল পথিক বলেছেন:
হা......হা.....হা.....