![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
'বাসের এসিস্টান্ট (হেলপার) গুলা প্রতিদিন কমপক্ষে ১০০+ নারীকে টাচ্ করেই চলছে...
ব্যপারটা নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই!!
কিন্তু ব্যপারটা আমার কাছে খুবই খারাপ লাগে...!
একটা মেয়ে নিজের থেকে বাসে উঠতেছে! তাকে আপনি টেনে তুলবেন কেন? কই আমাকে ত টেনে তুলেন নাই!!
(কেউ হেল্প চাইলে সেক্ষেত্রে ভিন্ন কথা!!)
.
আজ...একটারে ভালো করে ওয়াজ করে দিছি!
চোখের সামনে অন্যায় হলেই আওয়াজ আসবে!!
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পুরুষদের সয়ে যাওয়ার ক্ষমতা আর নারীদের মনের বৈকুল্য দূর না হওয়ার কারণে এ অবস্থা চলিতেছে।
আশা করি, একদিন এই অবস্থা থেকে জাতি মুক্তি পাবে।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
আলপনা তালুকদার বলেছেন: সবখানে একই অবস্থা। সুযোগ পেলেই হাত নিশপিশ করে। প্রতিবাদ দরকার। পুরুষ ও নারী উভয়ে সোচ্চার হতে হবে। তাহলেই হয়তো কোন একদিন অসভ্যরা সভ্য হবে। সেই দিনের অপেক্ষায়য় আছি..
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০
সানহিমেল বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ব্যাটাদের এই বদ অভ্যাসটা আমার চোখেও পড়েছে, বিশেষ করে প্রায়ই মহিলা যাত্রীদের পিঠে হাত দিতে দেখি।