| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
বাংলা সাহিত্যে পুরুষগণের অনেকটা একাধিপত্য বিচরণ বিধায় আমরা নারীকে নিয়ে বিভিন্ন রকম চুল চেরা বিশ্লেষণ দেখিয়াছি। তাহাদের বিশ্লেষণে নারী গণের বহুরূপী চরিত্র ফুটিয়া উঠিয়াছে যেমন নারী ছলনাময়ী, ললনাময়ী,কল্পনাময়ী, আবেগী, হুট করিয়া সিন্ধান্তগ্রহনকারী ইত্যাদি ইত্যাদি!কিন্তু বেগম রোকেয়ার মত সাহিত্যিক হাতে গোণা মাত্র কয়েক জন হওয়ায় পুরুষগণের চরিত্র আড়ালেই রহিয়া গিয়াছে। ইহা ভারী অন্যায়। তাহাদেরকেও সাহিত্যের মাধ্যমে উচ্চ মার্গে তুলিয়া ধরা নারীগণের নৈতিক দায়িত্ব। তাই আমি সিদ্ধান্ত গ্রহন করিয়াছি আজকে আপনাদের সামনে পুরুষ গণের কিছু বহুরূপী চরিত্র তুলিয়া ধরিব।    
 -উহারা সাধারণত ''হ্যালো'' কে স্টাইল করিয়া বলিতে যাইয়া ''হেলাওওঁওঁওঁওঁওঁওঁ '' বলিয়া ফেলেন। 
 
-উহারা নারীর বেশ ভূষাকে অবজ্ঞা করিলেও নিজেরা নারীদের বেশ ধরিতে পছন্দ করেন। যেমন হাতে চুড়ি, কানে দুল, গলায় মালা আজকাল অনেক পুরুষকেই পরিধান করিতে দেখা যায়। 
 -উহারা নিজেদের সুপুরুষ হিসেবে উপস্থাপন করিতে যাইয়া প্রায়সই রিক্সাআলাদের গায়ে হাত তুলিয়া থাকেন। 
 -উহারা ভাড়া লইয়া রিক্সাআলার সাথে ঝগড়া বাধাইয়া দেন। 
 -উহারা বাসে উঠিবার আগে নারীদিগকে ধাক্কা দিয়া পাশ কাটাইয়া উঠিবার চেষ্টা করেন। 
 -উহারা বাসে উঠিবার পর বীরপুরুষের ন্যায় নারীদের সিট দখল করিয়া বসিয়া থাকেন। 
 -উহারা বাসে উঠিলে নারীর পাশে বসিবার জন্য মরিয়া হইয়া থাকেন। 
 -উহাদের মোবাইলের সিমের অভাব হয় না। সব কোম্পানির সিমের কল রেট উহাদের মুখস্ত থাকে। 
 -উহারা নিজের ঘরের বঊয়ের চেয়ে পাশের বাড়ির ভাবিদের রান্না বেশি পছন্দ করিয়া থাকেন। 
 - উহারা বউয়ের দোষ কীর্তন করিতে ভালোবাসেন। 
 -উহারা গার্ল ফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা খরচ করিলেও উহাদের নিজেদের বউ বাচ্চাদের পেছনে টাকা খরচ করিতে গেলে উহাদের মানি ব্যাগে শনির দশা লাগিয়া যায়। 
 -উহারা পরকিয়া করিতে ভালোবাসেন। 
 
-উহাদের চামড়া পাতিলের তলার ন্যায় হইলেও উহারা বিবাহের জন্য ময়দার মত ধলা মেয়ে খুঁজিয়া বেড়ান। 
 উহারা সিগারেট খাইয়া নিজেদের মহাপুরুষ বলিয়া চালাইয়া দিতে চেষ্টা করেন। 
 -উহারা অপরিচ্ছন্ন বিধায় উহাদের গায়ে যে রকম মহিষের মত দুর্গন্ধের প্রাদুর্ভাব হয় উহারা তা ম্লান করিতে কড়া পারফিউম ইউজ করেন। 
 
-উহারা সুটেড বুটেড হইয়া স্টাইল করিয়া হাটিতে যাইয়া প্রায়ই কোমর দুলাইয়া হাটিয়া ফেলেন। উহাতে যে তাহাদের হাফ লেডিস মনে হইতেছে উহারা তাহা বুঝিতে পারেন না। 
 -উহারা কয়েকজন এক জায়গায় আড্ডা দিতে বসিলে একটু পর ঝগড়া বাধাইয়া দেন। তাহার পর মারামারি, কাটাকাটি, খুনাখুনি করিতেও উহারা দ্বিধা বোধ করেন না। 
 -উহারা টিউশনি করিতে গেলে ছাত্রী পড়াইতে বেশি পছন্দ করেন। 
 -উহারা বিবাহের জন্য কতজন পাত্রী রিজেক্ট করিয়াছেন উহা বলিয়া নিজেদের দাম বাড়াইছে পছন্দ করেন। 
 
-উহারা নারীদের মন পাওয়ার জন্য সব রকম ফন্দি ফিকির করিয়া থাকেন। পরে যদি বুঝিতে পারেন নারী তাহাদের প্রেমে পরিয়াছে উহারা ভাব ধরেন। 
 -উহারা চোখে সান গ্লাস লাগাইয়া ভাবেন উহাদের বুঝি খুব হেন্ডসাম লাগিতেছে। 
 -উহারা টিচার হইলে সব সময় ক্লাসের সব চেয়ে সুন্দরী ছাত্রীকে পড়া ধরিয়া থাকেন। 
 
-উহাদের বুড়া বয়েসে ভীমরতি পরিলক্ষিত হয়। উহারা নিজের মেয়ের বয়সী মেয়েকে বিবাহ করিয়া আনেন। 
 
-উহারা একটুতেই চটে যান। উহারা আমার এই পোষ্টে এসে রাগের ইমো সো করিবেন এবং উহারা পাল্টা প্রতিশোধস্বরূপ মেয়েদের ভুল বাহির করিতে চেষ্টা করিবেন। উহারা এই পোষ্টে লাইক দিতে চাহিবেন না। মাইনাচ থাকিলে উহারা আমার পোষ্টে মাইনাচ দিতেন। 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩৮
টুম্পা মনি বলেছেন: নারীরাও উহাদের ভালোবাসিয়া উহাদের ধন্য করিয়াছে।
২| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৫
খেয়া ঘাট বলেছেন: Hello Mofiz....Purush Caught.
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪০
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
 
৩| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৫৯
অরণ্যের রোদন বলেছেন: খুবই ভাল লাগলো। উহারা প্রায় ৯০% উহা করিয়া থাবেন। 
তয় একখান কথা তা হইল উহারা নারীদেরকে মায়ের জাতি মনে করে থাকেন। উহারা নারীদেরকে মেয়ের মতো মনে করিয়া থাকেন। উহারা নারীদেরকে বাহুবন্ধনে আবদ্ধ করিয়া নারীদেরকে উচ্চ মর্যদায় আসীন করিয়া থাকেন। 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪১
টুম্পা মনি বলেছেন: ভালো খ্রাপ লইয়াই মানুষ
৪| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:০০
ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: উহারা বাসে উঠিবার আগে নারীদিগকে ধাক্কা দিয়া পাশ কাটাইয়া উঠিবার চেষ্টা করেন। ![]()
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৩
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
 
৫| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: 
লিখিয়াছেন দারুন
ভগ্নী।
পোষ্ট জুড়িয়া দেখি
অগ্নী!!   
  
 
দয়া করিয়া সকল মহান(!) পুরুষগন এসকল বচনসমুহ মানিয়া নিন। যদি না মানেন বুঝিয়া লইব আপনাদের এহেন কর্ম করিতে অত্যাধিক আনন্দ হয়!  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৪
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ ভগ্নী 
জ্বালান আবার অগ্নি
আমি আছি আপনার সাথে
হাচা কথার পাশে পাশে। 
৬| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:১১
সভ্য সৌরভ বলেছেন: কষ্ঠের চেয়ে হাসিই পেলো। তো নারীরাও কিন্তু পুরুষ ছাড়া অচল, even may be vice versa.
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৫
টুম্পা মনি বলেছেন: কথা সত্য  
  
  
 
৭| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:১২
সাদা মনের মানুষ বলেছেন: কঠিন গবেষণা, আপনার পিএইচডির জন্য আমি সুপারিশ করবো  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৬
টুম্পা মনি বলেছেন: থাংকু  
  
  
 
৮| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৪০
বিডি আমিনুর বলেছেন: উহারা বোকাও বটে নিজেদের আয়ের টাকা দিয়ে কন্যা, স্ত্রী, বোনদের ব্লগিংয়ের সুযোগ করইয়া দেন।  
তিন নাম্মার পিলাস আমিই দিলাম  
  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৭
টুম্পা মনি বলেছেন: এই সব জায়গাতে তাহারা অতিব বুদ্ধিমত্তার পরিচয় দিয়া থাকে। এই জন্য উহাদের থাংকু  
  
  
  
  
 
৯| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৫
লক্ষ্যহীন বলেছেন: খুকু মনি তো দেখি পুরূষজিত হইয়া গিয়াছেন। 
 
 ![]()
বেশির ভাগ আবিষ্কারই সত্য বলিয়া প্রমানিত । 
 ![]()
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৮
টুম্পা মনি বলেছেন: থাংকু  
  
  
  
  
  
 
১০| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫১
লাবনী আক্তার বলেছেন:  
  
  
  
  
  ![]()
পোস্টে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
বইনে কই আছিলেন এতো দিন?  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৯
টুম্পা মনি বলেছেন: এই তো আইসা পড়ছি বইন ভগ্নী গো দুর্দশা দেইখা  
  
  
  
  
 
১১| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৬
অপর্না হালদার বলেছেন: অনেকগুলো মন্তব্য করেছেন মন্তব্য দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
তবে পোষ্টদাতার প্রতি নাখোশ হইয়া বলিতেছি... আমি আপনার পোষ্টে বিরোধিতা করি কারন আমি মেয়ে হিসেবে এই যুগে গাধা ছাড়া কোন পুরুষ মানুষকে বিবাহ করিতে পারিবনা বা করবো না । কারন হাতেগোনা যে কজন পুরুষ মানুষ আছেন তাদের পাওয়া খুবই সৌভাগ্যের বিষয় । হাজার নর মানুষের মধ্যে যদি একজন পুরুষ মানুষ পাই তাকে যে আমি বিবাহ করিতে পারিব তা জোড় দিয়ে বলতে পারবো না । তাই আমি আপনার বিরোধীতা করি আপনার পোষ্টটি সমালোচনা করে করেননি তাই বলবেন । নরদের উতসাহিত করার জন্য পোষ্টিটি দিয়েছেন । এমন কজন নরকে পাবেন যারা নারীদেখলে আজে বাজে মন্তব্য করেন না । এমন কজন নরকে পাবেন যারা যদি না বুজতে পারেন মা নয় তাহলে মাকেও আজাবাজে মন্তব্য করেন না । হোক সেটা আড্ডাস্থান, হোক সেটা পথে ঘাটে, হোক অফিসে... সর্বতই পুরুষত্বহীন পুরুষের ছড়াছড়ি । এরা ধর্ষনের কারন হিসেবে খুজে বেরান নারীদের পোষাক আশাক, সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহন, প্রয়োজনের তাগিদে সন্ধার পরে বাহিরে অবস্থান ইত্যাদি হাজারো কারন । অথচ তারা স্বীকার করেন না যে তারা সর্বদা শয়তান দ্বারা পরিচালিত হন, তাদের বর্ণান্ধ চোখ কোন কিছুর মধ্যে ইতিবাচকতা খুজে পাননা ।
শুভ কামনা রইল ।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫১
টুম্পা মনি বলেছেন: বইন সীতায় অগ্নি পরীক্ষা রামের লাইগা দিসিল রাবনের লাইগা না। :-< :-< :-< :-< :-< :-<
১২| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৬
রবি কিরণ বলেছেন: লেখাটা একচেটিয়া হয়ে গেছে।
উহারা ই নারীদের ভালবাসিয়া নারীদের করিয়াছেন ধন্য! 
মুহাম্মদ ফয়সল এর সাথে সহমত।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৩
টুম্পা মনি বলেছেন: আমিও সহমত তবে নুতন কিচু বলেচি।  
  
  
  
  
  
  
 
১৩| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৩০
আনমনে বলেছেন: ভালো লাগলো আপু ।+++++++++++++++++++
মুহাম্মদ ফয়সল বলেছেন: উহারা ই নারীদের ভালবাসিয়া নারীদের করিয়াছেন ধন্য!  really ???!!!! আমার টো মনে হয় নারীরা উহাদের ভালবাসিয়া উহাদের করিয়াছেন ধন্য!
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৪
টুম্পা মনি বলেছেন: একমত একমত পিলাচ পিলাচ। 
  
  
  
  
  
 
১৪| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫২
না পারভীন বলেছেন: ++++দেওয়ার জন্য লগিন করিলাম ।
 বেগম রোকেয়ার মত সাহিত্যিক হাতে গোণা মাত্র কয়েক জন হওয়ায় পুরুষগণের চরিত্র আড়ালেই রহিয়া গিয়াছে ।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৫
টুম্পা মনি বলেছেন: বইন আমরা আচি না।  
  
  
  
  
  
 
১৫| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:০৭
আমরা বাংলাদেশি বলেছেন: উহারা না থাকিলে নারীদিগের "মেক আপ" নগণ্য।  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৬
টুম্পা মনি বলেছেন: উহাদের জন্যই নারীরা এত পয়সা খরচ করে ম্যকাপ কিনে।  
  
  
  
 
১৬| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:১৫
চোখের দেখা বলেছেন: খুব ভালয়ই লাগলো তবে উহারা আছে বলে নারীরা সুন্দর দেখায়ে বস ।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৮
টুম্পা মনি বলেছেন: নারীরা আছে বলে উহাদেরও সুন্দর দেখায়।  
  
  
  
 
১৭| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:২৯
বিষাদ সময় বলেছেন: কিন্তু বেগম রোকেয়ার মত সাহিত্যিক হাতে গোণা মাত্র কয়েক জন হওয়ায় পুরুষগণের চরিত্র আড়ালেই রহিয়া গিয়াছে। 
শুধু সাহিত্য অঙ্গনে নয়, পৃখিবীর সকল শীর্ষ স্থানেই নারীরা হাতে গোনা কয়েকজন। সে কারণে সকল জাগায় নারীদের জন্য "কোটা" বা "সংরক্ষণ" ব্যবস্থা চালু করার জোর দাবী জানাইতেছি।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৯
টুম্পা মনি বলেছেন: দিন দিন নারীর সংখ্যা সব জায়গায় বাড়চে।  
  
  
  
  
 
১৮| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৬
তিক্তভাষী বলেছেন: বলিতেই হইবে চমৎকার বিশ্লেষণ!!! পুরুষদিগের চরিত্রচিত্রন যথার্থই হইয়াছে। পোস্টে 'লাইক' গ্রহণ করুন। এক্ষণে প্রশ্ন থাকিলো- এইরূপ অপোগন্ড পুরুষদিগকে নারীকুলের ভালবাসিবার হেতু কী?  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০১
টুম্পা মনি বলেছেন: উহাদের অনেক ভালগুনও আছে তাই ভালোবাসে।  
  
  
  
 
১৯| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৩
স্পাইসিস্পাই001 বলেছেন: আপু নারীরা যে কতটা সন্দেহপ্রবণ তার সুনিপুন প্রমান দিলেন :> ... অনেক নারী আবার পোষ্টে প্লাস দিয়ে স্বাক্ষর দিতেও ভুল করেন নি... :> 
ধন্যবাদ ভাল থাকবেন... তবে যা শোনালেন তাতে মনে হচ্ছে, যে আপনার স্বামী হবে তার খবর আছে.... 
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০২
টুম্পা মনি বলেছেন: আমার স্বামী অনেক সুখী হবে।  
  
  
  
  
  
 
২০| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫২
ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন  
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৪
টুম্পা মনি বলেছেন: পোস্ট সম্পর্কিত মন্তব্য হইলে ভাল হইত।
২১| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৭
সুখী চোর বলেছেন: একন আমাদের কি হপে ..???!! সব সইত্য বাইর হইয়া গেছে .... 
অবশ্য একটা কারনে আমি নিশ্চিন্ত --- পুরুষের এত্ত খারাপ দিক জাইনা্ও নারীরা তাগোরে পরিত্যাগ করতে পারবো না 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৩
টুম্পা মনি বলেছেন: কথা সত্য  
  
  
  
  
 
২২| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০৩
এম আর সুমন বলেছেন: পোষ্টখানা দিয়া কতিপয় বিষয় নারী আপনার করিয়া লইয়াছে।  হিংসে আর পরশ্রীকাররতার সহিত উহাদের নিত্য বসবাস তাহা বোধ করি এই বেলা স্বীকার করা হইয়া গেল। তবে স্বভাবগত কারনেই সামান্য লোভ উহাদের সংযত করিতে হইবে বৈকি! 
ইহা না করিতে পারিলে নারী যে নারী ই থাকিয়া যাইবে। মানুষ হইতে পারিবে না। ভাগ্যস এই পোষ্টের লেখিকা উপরোক্ত গুনাবলী পুরুষের বলিয়া দাবি করেন নাই। করিলে অদ্য নতুন করিয়া নারী পুরুষ লইয়ে এক রক্তারক্তি কান্ড ঘটিয়া যাইত । 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৪
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
 
২৩| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:১২
ইসমাইল_১ বলেছেন: এই তো দেখি পুরুষদের বেপারে পারদর্শি  
  এই মেয়ে কে যে বিবাহ করবে তার বারটা বাজাইবে ।  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৬
টুম্পা মনি বলেছেন: আমার জামাই অত্যান্ত সুখী হইবে তাহাকে নিয়া আপনার ভাবিতে হইবে না। তাহাকে শুধু আমি ভাবিব।  
  
  
  
  
  
 
২৪| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:১৪
মুশাসি বলেছেন: পুং বিদ্বেষী পোষ্ট
তেব্র নিন্দা ও পুর্তিবাদ
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৬
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
 
২৫| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৪৭
মহামহোপাধ্যায় বলেছেন: ভগিনী, পোস্টে যাহাদের কথা বর্ণনা করিয়াছেন তাহারা পুরুষ বটে কিন্তু তাহার পূর্বে এক খানা "কা" উপসর্গ রহিয়াছে। বোধকরি আপনি উহা দিতে ভুলিয়া গিয়াছেন।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৭
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
  
  
 
২৬| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:০৯
অদৃশ্য বলেছেন: 
হাসিতে হাসিতে পেটটি ফাটিয়া যাইবার উপক্রম হইয়াছে টুম্পামনি... এহা আমার কাছে আজকের সেরা বিনোদন হিসেবে গন্য হইলো...
শুভকামনা....
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৮
টুম্পা মনি বলেছেন: থাংকু থাংকু  
  
  
  
  
 
২৭| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:১৭
শাহিন বলেছেন: পুরুষের এই সকল দোষ আছে স্বীকার করি কিন্তু সকল পুরুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় । লেখিকা দয়া করে এবার পুরুষের কিছু গুণাবলী সম্পর্কে লিখুন । নিশ্চয়ই পুরুষদের কিছু গুণাবলী আছে । যদি পুরুষের কোন গুণ সম্পর্কে আপনি লিখতে না পারেন তবে কঠিন কিছু কথা আপনাকে শুনতে হবে । তার জন্য প্রস্তুত থাকবেন । এটা বলে অবশ্য কোন লাভ নেই কেননা আপনি মন্তব্যের বিপরীতে কোন মন্তব্য লিখেননি । দয়া করে মন্তব্য করুন ।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১০
টুম্পা মনি বলেছেন: আপনি যখন নিচের কুবিতা লিখেচেন আমি কি আপনাকে কুটিন কথা বলিয়াছি? কুবিতা রম্য সাহিত্যের অংশ। উহাদের নিয়া অহেতুক কথা বলিয়া ভাবগাম্ভীর্য নষ্ট করিবেন না প্লিজ। 
নেশার জলন্ত প্রতীমা, ধ্বংসের লীলাভূমি
কৃত্রিম স্বপ্নের রাজপথ পাড়ি দেয়া 
আমি অস্থির, উন্মাদ, অবিশ্বাসী পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
আমি হিংস্র ও কামুক ।
প্রকৃতিগতভাবেই বহুগামিতায় আমি
অন্ধ, পতিত পুরুষ কংকাল
আমাকে ঘৃণা কর ।
সকল পাপ ও পৌচাশিকতা
আমার ভেতর বাহির,
ব্যক্তিগত অক্ষমতায় ছুড়ে দেই এসিড
রমণী কিংবা শিশুকে ।
আমি অন্যায় নির্যাতনকারী
শ্রেনী শত্রু পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
আমি ভন্ড, ভয়ংকর নিষ্ঠুর ইভ টিজার ।
প্রেমের আড়ালে লোভ,
ক্ষমার আড়ালে ক্রোধকে লালন করা
প্রতারক পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর ।
নষ্ট রক্তের স্রোত আমার ধমনীতে ।
আমি উল্টো পথে চলা অহংকারী,
অস্বাভাবিক পুরুষ কংকাল ।
আমাকে ঘৃণা কর, ঘৃণা কর //
২৮| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২০
রবিউল ফকির বলেছেন: * মেয়েরা যখন পাবলিক বাসে দাড়াইয়া থাকেন আর অন্য পুরুষের গায়ের সাথে তাহার বিশেষ অঙ্গ লাগিয়া থেতলাইয়া যাইবার উপক্রম হয় তখন কোন সমস্যা হয়না। যখন কোন হৃদয়বান পুরুষ তাহার নিজ আসন ছেড়ে বসার স্থান করে দেন এবং পুরুষ টি দাড়িয়ে থাকেন কোন কারনে মহিলার গায়ে একটু ছোয়া লাগলেই হইলো ইজ্জত লইয়া টান মাটে।
* কোন পুরুষ যদি কোন অসহায় মেয়েকে/মহিলাকে নিজ থেকে সহযোগীতা করতে যায় তবে সে হয়ে যায় বদমাইশ/ব্যক্তিত্যহীন আর যদি সহযোগীতা না করে তবে সে হয়ে যায় অসামাজিক।
* মেয়েরা যখন বাসে সমস্যায় পরে তখন তারা অভোলা নারী। আর যদি সুবিধায় থাকেন তখন তারা সমঅধিকার দাবী করে।
* মেয়েরা নিজেরা জিতার জন্য প্রয়োজনে তার চরিত্র নিয়ে কথা বলতেও দ্বিধা করে না আর অতি সহজেই কান্নাকাটি করে জিতে যাবে।
* মেয়েরা বিয়ের আগে ছিড়া কাথায়/ছিড়া কাপড় পড়ে বাবার বাড়ি থাকতে কোনই সমস্যা হয় না। বিয়ে পরে তাদের কালঙ্ক, জামদানী শাড়ী, দামী গহনা ইত্যাদি ছাড়া সম্পর্কই টিকে না। পুরুষরা শুধু লজ্জায় সন্তানের দিকে তাকিয়ে নিরবে সব সহ্য করে যায়।
* গায়ের রং যেমনই হউক মাশাআল্লা, লাল লিপষ্টিক মেখে বুকের উড়না ফেলে ছপাং ছপাং দুলিয়ে দুলিয়ে হেটে যাবেন। বখাটে পুরুষরা তার দিকে তাকালেই সকল দোষ দেশের সমস্ত পুরুষদের।
* এই রকম কিছু লেখলে কয়েক শত লিখা যাবে। সব কিছু লিখে নারী জাতীকে কলংকিত করতে চাইনা আশা করি পুরুষদের হেয় পতিপন্ন করবেন না। নারীরা যেমন মায়ের জাত তেমনি পুরুষরা পিতার জাত। নিজে ভাল থাকবেন দেখবেন সবাই ভাল হয়ে গেছে।
২৯| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৪
দি সুফি বলেছেন: উহাদের বেশিরভাগকে বাদ দিয়া পোষ্টে করিলে পেলাচ দেয়া কষ্টসাধ্য! উহাদের অন্তর্গত অন্যসকল  উহাদের  ব্যাপারেও লিখুন, যাহারা  উহাদের উল্লেখিত নেগেটিভ কার্যাবলির ধারে দিয়াও হাটেন না এবং উল্লেখিত উহাদের চাইতে যাহারা অনেক গুণে ভালো মানুষ। সেই উহাদের আছেন বলেই নারীরা পুরোপুরো উল্লেখিত উহাদের দ্বারা আক্রান্ত নয়, তাহারাই উল্লেখিত উহাদের এহেন কর্মকান্ডের বিরোধীতা করিয়া উহাদের  হইতে তাহাদেরকে উচ্চ আসনে বসাইয়াছেন, যাহার ফলস্রুতিতে নারীরা অনেক সুখে-স্বাচ্ছন্দে আছেন, তাহারা  উহাদের চাইতে সংখায় নগন্য নয়, তবে আপনার দৃষ্টিতে শুধু উহাদের  থাকিলে তাহারা এর দায় নিতে বাধ্য থাকিবেন না। আশাকরি আপনি  উহাদের এবং তাহাদের মধ্যকার পার্থক্যগুলো ধরিতে পারিবেন এবং সেই মোতাবেক তাহাদের নিয়াও পোষ্ট দিবেন। তখন তাহারাও আপনার পোষ্টে পেলাচ দিয়া প্রমাণ করিবে যে তাহারা এবং উহারা সর্বকালেই আলদা প্রাজতি ছিল, আছে এবং থাকবে!  
  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১২
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
  
  
 
৩০| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৮
doha057 বলেছেন:  B- যাদের কথা বলিয়াছেন, উহারা সত্যিকারের পুরুষ নন, সত্যিকারের পুরুষের সংজ্ঞা দিবো একদিন ![]()
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৪
টুম্পা মনি বলেছেন: আচ্ছা ঠিকাছে  
  
  
  
  
  
 
৩১| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩১
doha057 বলেছেন: বাই দ্য ওয়ে, বাঁসের সামনের ৩টি সীটে লেখা সূত্র অনুযায়ী, নারী = শিশু = প্রতিবন্ধী  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৫
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
  
 
৩২| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩১
চেয়ারম্যান০০৭ বলেছেন: অতি দুক্কের সাথে অনুধাবন করলাম যে কুনু বৈশিষ্ঠের লগেই নিজের মল পাইলাম না 
 তাইলে আমি কেমন পুরুষ ? ![]()
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৬
টুম্পা মনি বলেছেন: আপ্নে মধ্য কিসিমের হইতারেন।  
  
  
  
 
৩৩| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৩
সর্বহারা:৭১ বলেছেন: খাইছে!!!!! মুঁই কিন্তু মইরা যামু!!!!!!! 
  
  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৮
টুম্পা মনি বলেছেন: মইরা যান  
  
  
  
  
 
৩৪| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৫
সিদ্ধার্থ. বলেছেন: লেখিকা কে মাইনাস ।পোস্ট ভালো লাগে নি । 
  
  
  
 
@চেয়ারম্যান০০৭   সাধু সাজবেন না একদম। 
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৯
টুম্পা মনি বলেছেন: উহা আমি পুষ্টতেই বলেচি ইহা ভাল লাগবে না।  
  
  
  
 
৩৫| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: সিদ্ধার্থ @ ডাইনে বায়ে চাইয়া পরিচিত কাউরে পাইলাম না ,তাই একটু সুশীল ডায়লগ ঝাড়ছিলাম আর্কি  ![]()
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২০
টুম্পা মনি বলেছেন: উপ্রে অপর্ণা আপু আছে। তাহার মন্তব্য প্রুন।
৩৬| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:০৬
মইন বলেছেন: অপর্না হালদার ভালই ক্ষেইপা আছেন নরদের উপর।
------------
@লেখিকা, মাইনাস নাইক্কা দেইখ্যা প্লাস দিয়া গেলাম।
আপনার লেখাতে পুরুষের চরম বদ চরিত্রগুলো উইঠ্যা আইছে।
পরের লেখাতে আশার করি পুরুষ চরম ভালো চরিত্রগুলো লেখবেন।![]()
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২২
টুম্পা মনি বলেছেন: পিলাচ দিয়েচেন! আপনি মনে হইতেছে উহাদের মত না। আপনার মাঝে যে গুণগুলো আছে তাহা লইয়া আপনি নিজেই পোষ্ট দিন। আমি পিলাচ দিয়া আসিব।  
  
  
  
 
৩৭| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৩
অনিমেষ রহমান বলেছেন: পুষ্ট পছন্দ হইছে।
 
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৩
টুম্পা মনি বলেছেন: থাংকু  
  
  
  
 
৩৮| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৪
সিডির দোকান বলেছেন: ওহ্ খোদা...
আমি ইহা কী পড়িলাম 
 ।
সে কি লেখার গাঁথুনি যেন নীল আকাশের নিচে বয়ে চলা রাস্তার মতো 
 । এই লেখাটা যতই পড়ছি, ততই বোরকা পড়া সেই মেয়েটি উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্রের স্মৃতি রোমন্তিত হইয়া চলিতেছে.. 
 ।
গণপ্রিয় লেখিকা তসলিমা নাসরিনের উতলা হাওয়া বইটি পড়েও আমার এত মজা লাগেনি, যতটানা লেগেছে এই কাব্যিক লেখাটা পড়ে।  অমিত্রাক্কর ছন্দে লেখিকার এই লেখাটি পড়ে মনে হচ্ছিল মধূসুধন যুগে এই প্রমীলার জন্ম হইলে তিনিই সনেট লিখিয়া পাঠক মন জয় করিতেন 
 । 
সবশেষে, হে পরোয়ারদিগার- তোমার কাছে এই নগণ্য বান্দার আর্জি- তুমি এই লেখিকার লেখাটি কবুল করিয়া নাও। 
পাশাপাশি নোবেল কমিটির কাছে আমার বিনীত নিবেদন এই যে- অতিসত্ত্বর অবলাদের বলিষ্ট কন্ঠস্বর ক্যাটাগরিতে এই প্রমীলাকে নোবেল পুরষ্কার দিতে তাদের যেন আজ্ঞা হয় 
  
 ।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩০
টুম্পা মনি বলেছেন: ব্যক্তি আক্রমন করলেন মনে হল! যাই হোক খালি তসলিমা নাসরিনের মত নেগেটিভ চিন্তাধারীদের কথা এই সব লেখা দেখলে আপনাদের মনে উদয় হয় কেন? পোষ্টে যে বলেছি বেগম রোকেয়ার কথা মনে পড়ে না। নাকি সুড়সুড়ির জন্য তসলিমার ১৮প্লাস লেখা পড়তে ভালো লাগে? বেগম রোকেয়ারটা ভালো লাগে না। তুলনা যখন করলেনই সবার লেখা পড়ে তারপর তুলনা করলে ভালো করতেন। ধন্যবাদ।
৩৯| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, দারুণ দারুণ !!  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৭
টুম্পা মনি বলেছেন: থাংকু  
  
  
  
  
  
 
৪০| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪২
সিডির দোকান বলেছেন: করতে গেলাম ফান
আর রাগে হইলেন ফায়ার
যাউকগা
পোস্ট ভালা অইছে রে... 
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৫
টুম্পা মনি বলেছেন: থাংকু। সিডির দুকান থেইকা তসলিমা নাস্রিনের সিডিগুলান ফালাইয়া দিয়েন।  
  
 
৪১| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৪
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: 
 চেয়ারম্যান০০৭ বলেছেন: অতি দুক্কের সাথে অনুধাবন করলাম যে কুনু বৈশিষ্ঠের লগেই নিজের মল পাইলাম না 
 তাইলে আমি কেমন পুরুষ ? 
 
আমারও একই প্রশ্ন  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৬
টুম্পা মনি বলেছেন: মধ্যম কিসিমের হইবেন মনে হয়।  
  
  
  
  
 
৪২| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫২
মো: আজিজ মোর্শেদ বলেছেন: বেগম রোকেয়ার একমাত্র যোগ্য উত্তরাধিকারিণীকে পাইয়া আমরা সকলে পুলকিত।
আপনি পুরুষের যে সকল গুণের(!) কথা বললেন তা সত্য। তবে ভাল পুরুষও আছে। আপনি যাদের সাথে মিশে এই মহামূল্যবান জ্ঞান অর্জন করেছেন তারা মোটেও ভাল লোক না।
তাই এই অধমের মতে, অসৎ সঙ্গ ত্যাগ করুন, সৎ সঙ্গ গ্রহন করুন।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:০২
টুম্পা মনি বলেছেন: ব্যক্তি আক্রমণ কইরলেন মনে হয়! পোষ্টে কি লিখে দিব ''উহারা প্রীতি বিতর্ক/ সমালোচনাও জানে না। ব্যক্তি আক্রমণ করে।''
৪৩| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৩
সিডির দোকান বলেছেন: আপামনিগো তসলিমা নাসরিনের সিডিগুলো কেমতে ফালাই কন দেহি? বহুদিনের পুরনো অভ্যাস কিনা...... 
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৪
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
 
৪৪| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৫
বটের ফল বলেছেন: ব্যপক গবেষনা। আপনি দেখি  অনেক কষ্ট করেছেন। কি দরকার ছিল!!!!!!!
তবে আপনার কষ্টের জন্য ১ ট্রিলিয়ন ভালোলাগা দেয়ে গেলাম।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
টুম্পা মনি বলেছেন: ব্যক্তি আক্রমন!  
  
  
  
  
  
 
৪৫| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৭
বটের ফল বলেছেন: @মো: আজিজ মোর্শেদ : পুরোপুরি একমত।  
  
  
  
  
  
  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
টুম্পা মনি বলেছেন: উহারা ব্যক্তি আক্রমনেও একমত হয়!  
  
  
  
  
 
৪৬| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০২
doha057 বলেছেন: সত্যিকারের পুরুষদের প্রবলেমও কম না, মাইয়ারা একবার পাইলেই বিয়া কইরা ফালাইতে চায়, এক্কেবারে অভিজ্ঞতা থেকে কইতেছি  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৮
টুম্পা মনি বলেছেন: 'মাইয়ারা'' কইলেন! আপনার কয়খান বউ শুনি?  
  
  
  
  
 
৪৭| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৮
শীলা শিপা বলেছেন: জটিল গবেষনা 
  
  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৯
টুম্পা মনি বলেছেন: থাংকু  
  
  
  
 
৪৮| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৫
শাহিন বলেছেন: আমার কবিতা দিয়ে আমাকেই উত্তর । কবিতায় কিন্তু আমি সকল পুরুষ মানুষের কথা বলিনি । আমাকে ঘৃণা কর বলে আমি কোন কোন পুরুষকে ঘৃণা করতে বলেঝি । কোন কোন পুরুষ কবিতাটির মত হতে পারে । গতরাতে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে ক্রাইম পেট্রোল অনুষ্ঠানটি দেখেছি । আপনি অথবা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন মেয়ে বা পুরুষ কেউ কারও চেয়ে কম যান না । একটি মেয়ের কার্যকলাপ দেখে আমি ভয়ে শিউরে উঠেছিলাম । যদিও বা মেয়েটির সাহায্যকারী হিসেবে পুরষ নারী উভয়েই ছিল । যাক কোন তর্ক নয় । একচেটিয়াভাবে পুরুষ বা নারী কাউকেই দোষারোপ করা উচিৎ নয় ।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৭
টুম্পা মনি বলেছেন: আমি আমাকেই তোমাকেই বিভেদ না করিয়া সব মানুষকে এক করিয়া দেখিয়াছি। আর এই পোষ্ট দেয়ার উদ্দেশ্য মোটেও ছেলেদের নিচু দেখান ছিল না। তা হইলে ''পরিমলের'' কাহিনী টানিতাম। ইহা জাস্ট একটা রম্য। নারীদেরকে নিয়া এমন বহু লেখা আছে।
৪৯| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাইয়েরা আমার, রাগিলেন তো হারিলেন! শান্ত হোন, শেষের কথাটা ভুল প্রমান করুন,  চিরকাল পুরুষের প্রশয়েই না ভগ্নীদিগের ছেলেমানুষী প্রস্ফুটিত হইয়া থাকে!  
 
 -উহারা সাধারণত ''হ্যালো'' কে স্টাইল করিয়া বলিতে যাইয়া ''হেলাওওঁওঁওঁওঁওঁওঁ '' বলিয়া ফেলেন।
/ মেয়েরা কিভাবে হ্যালো বলে বিস্তারিত বলিলাম না, সবারি অভিজ্ঞতা আছে, তবে মাঝে মাঝে ফোন বিড়াল না মানুষ ধরিল এই ধন্ধে পড়িতে হয়। 
 
 
-উহারা নারীর বেশ ভূষাকে অবজ্ঞা করিলেও নিজেরা নারীদের বেশ ধরিতে পছন্দ করেন। যেমন হাতে চুড়ি, কানে দুল, গলায় মালা আজকাল অনেক পুরুষকেই পরিধান করিতে দেখা যায়।
/ মেয়েরা যে প্যান্ট অমুক তমুক পরিয়া ভাব লয় তার বেলা? 
 
 
 -উহারা নিজেদের সুপুরুষ হিসেবে উপস্থাপন করিতে যাইয়া প্রায়সই রিক্সাআলাদের গায়ে হাত তুলিয়া থাকেন।
/ গৃহিণীরা প্রায়শই সংসার পটুত্ব দেখাইতে কাজের মেয়ের গায়ে গরম খুন্তির ছ্যাকা দিয়া থাকেন।  
 
 -উহারা ভাড়া লইয়া রিক্সাআলার সাথে ঝগড়া বাধাইয়া দেন।
/ পুড়াই উলটা অভিযোগ, বাজী ধরিয়া বলিতে পারি রিকশাভাড়া নিয়ে বচসা চিরকাল মেয়েরা করিয়া আসিয়াছে। যে কোন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করুন।
 
  
 -উহারা বাসে উঠিবার আগে নারীদিগকে ধাক্কা দিয়া পাশ কাটাইয়া উঠিবার চেষ্টা করেন।
/এই বৈষম্য প্রকৃতি প্রদত্ত, যদি বিশ্বাস করেন গায়ে জোর মেয়েদের বেশী থাকিলে তাহারা সরে দাঁড়াইয়া পুরুষদের আগে বাসে উঠিতে দিত  তবে উনি কোন প্রজাতির গর্দভ তাহা ভাবিতে হইবে। 
 
 
 -উহারা বাসে উঠিবার পর বীরপুরুষের ন্যায় নারীদের সিট দখল করিয়া বসিয়া থাকেন।
/ যে সমস্ত বীর আবাল এই কর্ম করিয়া থাকে তাহাদের অন্যে পুরুষরাই সিট থেকে উঠায় দেয়।
 
   
 -উহারা বাসে উঠিলে নারীর পাশে বসিবার জন্য মরিয়া হইয়া থাকেন।
/ বসতে চায়, এই জন্য অভিযোগ করিতেসেন। না বসিতে চাইলে মন খারাপ হবে নাতো? (কেউ পাত্তা দিলনা! 
 ) 
 
 
 -উহাদের মোবাইলের সিমের অভাব হয় না। সব কোম্পানির সিমের কল রেট উহাদের মুখস্ত থাকে।
/ কথা সত্য। কারন উহারা যে বালিকাদের সাথে কথা বলেন তারা অতিশয় কৃপন, শুধু মিসকল দিয়া থাকেন। এইজন্য মোবাইল কলরেট বালিকাদের না জানিলেও চলে। 
 
 
 -উহারা নিজের ঘরের বঊয়ের চেয়ে পাশের বাড়ির ভাবিদের রান্না বেশি পছন্দ করিয়া থাকেন।
/ জি, এটাও ঠিক কথা, পাশের বাড়ির ঘুষখোর জামাইয়ের বউয়ের দামী শাড়ি গাড়িও অনেক সুন্দর লাগে না? 
 
   
 - উহারা বউয়ের দোষ কীর্তন করিতে ভালোবাসেন।
/ জি, কথা সত্য। এবার বলেন কোন বউ এইটা বলেনা 'তোমার সংসারে আইসা আমার জীবনটা ছাড়খার হইয়া গেল ' 
 
 
 -উহারা গার্ল ফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা খরচ করিলেও উহাদের নিজেদের বউ বাচ্চাদের পেছনে টাকা খরচ করিতে গেলে উহাদের মানি ব্যাগে শনির দশা লাগিয়া যায়।
/ হিম, বউ বাচ্চাদের জন্য মানিব্যাগে বরাদ্দ না থাকিলে উহারা বুঝি আসমানি হাওয়া খাইয়া বড় হয়?
আর  যেসব গার্লফ্রেন্ড পুরুষের মানিবাগের সাইজ দেইখা সম্পর্ক করে উহারা বুঝি মেয়ে না? তাদের বেলা? 
 
 
 -উহারা পরকিয়া করিতে ভালোবাসেন।
/ সত্য কথা, কাদের সাথে করে? ঐ পক্ষের ভগিনী কেন আরেকজন ভগিনীর সংসার ভাঙ্গিয়া এই কাজ করিতে পারে? তখন নারী অধিকার কই থাকে? 
 
 
-উহাদের চামড়া পাতিলের তলার ন্যায় হইলেও উহারা বিবাহের জন্য ময়দার মত ধলা মেয়ে খুঁজিয়া বেড়ান।
/ জী, এইটাও খুব ঠিক কথা। আপ্নিও আপনার ভাইয়ের জন্য ধলা কন্যাই খুজিবেন, আর যদি সে নিজে থেকে কালো মেয়ে বিয়ে করে নিয়ে আসে তবে আপ্নিইই দাঁর বন্ধ করিয়া কাঁদিতে বসিবেন।
 
  
 উহারা সিগারেট খাইয়া নিজেদের মহাপুরুষ বলিয়া চালাইয়া দিতে চেষ্টা করেন।
/ কে বলিয়াছে, গুল্ডলীফ কোম্পানীর মালিকের কন্যা নাকি?
 
 
 -উহারা কয়েকজন এক জায়গায় আড্ডা দিতে বসিলে একটু পর ঝগড়া বাধাইয়া দেন। তাহার পর মারামারি, কাটাকাটি, খুনাখুনি করিতেও উহারা দ্বিধা বোধ করেন না।
/ বিবাহিত মেয়েরা একজায়গায় হইলে যে আদিরসের নদী বহিয়া যায়!  
 
 
অনেক হইল। আর লেখার এনার্জি নাই। আমার ধারনা আপনার পোস্টের মূল উদ্দেশ্য মজা করা, আমিও একটু মজা করলাম।
ভালো থাকবেন।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৮
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
   হয় নাই। 
৫০| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৪৭
doha057 বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: ভাইয়েরা আমার, রাগিলেন তো হারিলেন! শান্ত হোন, শেষের কথাটা ভুল প্রমান করুন, চিরকাল পুরুষের প্রশয়েই না ভগ্নীদিগের ছেলেমানুষী প্রস্ফুটিত হইয়া থাকে
অত্যাধিক আনন্দিত হইলাম আপনার কমেন্টের কারনে 
  
  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৫
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
 
৫১| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৪
স্পাইসিস্পাই001 বলেছেন: যা বলেছেন ......ৎঁৎঁৎঁ
আর কইয়েন না পড়ে আবার কেদে দেবে কিন্তু.....চোখের পানি দিয়ে কিন্তু ওরা বিশ্ব জয় করে..... 
পুরাই বিনোদন
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৬
টুম্পা মনি বলেছেন: চোখের পানির অনেক দাম। উহা সবার থাকে না। আমাগের আছে।  
  
  
  
  
  
 
৫২| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৯
রোলেন বলেছেন: অবলার পোষ্ট খানা পড়িয়া কর্ণ জ্বলিয়া উঠিল। প্রত্যেকটি বাক্যই বিতর্কতার আবেশ আছে। মাইনাচ থাকিলে পোষ্টে মাইনাচ দিতাম।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৭
টুম্পা মনি বলেছেন: উহা আমি পোষ্টেই বলিয়াছি।  
  
  
  
 
৫৩| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৬
অল্প বয়স্ক আঙ্কেল বলেছেন: হায় হায় কন কি? সইত্য নাকি? আমার লগে তো একটাও মিলল না 
 আমি কি এখনও পুরুষ আছি?
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৯
টুম্পা মনি বলেছেন: :#> :#> :#> :#> :#> :#>
৫৪| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫১
বইয়ের পোকা বলেছেন: আপনার লিস্টের অনেক কাজই মেয়েরাও করে থাকেন। 
লেখা ভালো হয়েছে। মোটামুটি সবই লিখেছেন।
+++
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪০
টুম্পা মনি বলেছেন: বইয়ের পুকা কথা সত্য অনেক কাজ উভয়ই করে।
৫৫| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৮
মাক্স বলেছেন: মুশাসি বলেছেন: পুং বিদ্বেষী পোষ্ট
তেব্র নিন্দা ও পুর্তিবাদ
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪১
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
 
৫৬| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
সর্বহারা:৭১ বলেছেন: আপ্নের লেহা পইড়া মুঁর মাথা খারাপ হইয়া গেচে।একখান সিগরেড হইব???
দুশলই মোর কাছেই আছে!!!!!!!!! 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৩
টুম্পা মনি বলেছেন: মোর কি সিগারেডের দুকান আছে যে মোর কাছে সিগারেড থাকব! পুষ্টে এই কতাও লেহা উচিত ছিল ''উহারা সিগারেড খায়।''  
  
  
  
 
৫৭| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:১১
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
আপনি যাদের সাথে মিশেছেন তাদের নিয়ে গবেষণা ভালো হইছে। শুভেচ্ছা  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪৯
টুম্পা মনি বলেছেন: ব্যক্তি আক্রমণ কইরলেন মনে হয়! পোষ্টে কি লিখে দিব ''উহারা প্রীতি বিতর্ক/ সমালোচনাও জানে না। ব্যক্তি আক্রমণ করে।''
৫৮| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫০
আমি লিলিয়ান বলেছেন: উপরের লিস্টের মধ্যে কোন কোন গুলু লেখকের নিজের জিবনে জানতে জানতে পারলে অতীব তীব্রতার সহিত সহমত পোষণ করতে পারতাম। আপাতত পুরুষ বিদ্বেষী পোস্ট হিসাবেই বিবেচনায় রাখলাম
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৮
টুম্পা মনি বলেছেন: রাইখেদেন  
  
  
  
  
  
  
  
  
  
 
৫৯| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫৪
রীতিমত লিয়া বলেছেন: উহারা এ সমস্ত সবপি করিয়া থাকেন। হয়তো একজনই সবগুলা করেন না, তবে সকল পুরুষ মিলিয়া করিয়া থাকেন। এই সত্য প্রকাশে আপনাকে অভিনন্দন। 
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫৮
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ব্লগে আপুর সংখ্যা অনেক কম। এই পোষ্ট দিয়ে অনুধাবন করিতেছি আরো কিছু সংখ্যক আপু থাকিলে ভাল হইত।
৬০| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫৫
রীতিমত লিয়া বলেছেন: *সবই
৬১| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৬
সুব্রত বাইন বলেছেন: বুঝতে পাড়ছি।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৬
টুম্পা মনি বলেছেন: থাংকু
৬২| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৮
একজনা বলেছেন: ভালোই লিখেছেন। তবে ভালো খারাপ সবার মধ্যেই আছে। আর পুরুষ ভাইরা যেমনে চেতসে তাতে মনে হইতাছে যে কোন সময় আগুন লাইগা যাইব। সকল ভাইগণ, ইহা একটি রম্য পোষ্ট। শিরোনামে এই কথা পড়ার পরও আপনেরা এত চেতেন কেন 
  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:১৭
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
৬৩| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৩
এম ই জাভেদ বলেছেন: এবার উনারা কি কি করতে পারেন না তাই নিয়ে এক খান পোস্ট দেন। 
বিশ্বে যা কিছু কল্যাণ কর 
অর্ধেক তার করিয়াছে নারী  অরধেক  তার নর - এ কথা ভুলে গেলে চলবে আফা 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:১৯
টুম্পা মনি বলেছেন: আপনাদের পাইলে রবীনাথ লিখিত '' অর্ধেক পোলা তুমি অর্ধেক কল্পনা।''  
  
  
  
 
৬৪| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এই পোস্ট ব্যান করা উচিত।
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:১৬
টুম্পা মনি বলেছেন: আপনার অবগতির জন্য জানাইতেছি এই পোষ্ট সামুর নির্বাচিত পাতায় সারা সকাল ছিল। পরে ৎৎ এর এই পোষ্টের উপর দেয়া পোষ্টও নির্বাচিত হয়েছে। কারণ সামু মডু ব্যকুফ নন তারা ফান বোঝেন। আর ব্লগের বেশির ভাগ ব্লগার ফান হিসেবেই নিয়েছেন। পোষ্টের উপর রম্য উল্লেখিত। আর মেয়েদের নিয়ে এমন বহু লেখা অহরহ পত্রিকায় পাওয়া যায়। ধন্যবাদ।
৬৫| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৭
সায়েম মুন বলেছেন: আপনার সকল দুরাশা দূর করিতে ১৬তম প্লাস চাপিলাম। যদিও অনেক ক্ষেত্রেই দ্বিমত ত্রিমত চর্তুমত বিদ্যমান 
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:২২
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
 
৬৬| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:১৫
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
লিখে দিন  
 আরো একটা পয়েন্ট যোগ হবেক  
  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:২২
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
 
৬৭| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩২
ক্লান্ত দুচোখ বলেছেন: এইখানে প্রায় সব গুলা পয়েন্টের মইধ্যে "অবজেকশান" আছে তার মইধ্যে একটার ব্যাপারে "ঘোরতর অবজেকশান" সেটা হইলোঃ
উহারা বাসে উঠিবার পর বীরপুরুষের ন্যায় নারীদের সিট দখল করিয়া বসিয়া থাকেন।  
ধরলাম একটা বাসে ৪০টা সিট, তার মইধ্যে ১৫টা আপনাগো লাইগ্যা ফিক্সড। তাইলে বাকী থাকলো ২৫টা।  হের পরো ঐ ২৫টার মইধ্যে আপনাগো অধিকার আছে, এখন আমারে বুঝান কেম্নে "নারী-পুরুষ সমান অধিকার" বাস্তবায়ন কর্লেন???  
 
 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৬
টুম্পা মনি বলেছেন: ২০টা সিট মাইয়াদের জন্য আর ২০টা পোলাদের জন্য হইলে ভাল হয়। কি বলেন?
৬৮| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০০
ক্লান্ত দুচোখ বলেছেন: আফনে মনে হয় ঠিক মতন হিসাব করেন নাই!
৪০টায় পাইতাছেন ১৫ডা, মানে ৩৭.৫% নিলেন
আবার সমান অধিকার কইয়্যা বাকি ২৫টা থেইক্যা নিলেন ১২টা তাইলে টোটাল ৬৭.৫% সিট আফনাগো! অখন যদি কোনো আভাগা সিট না পাইয়্যা( না পাওয়ারই কথা, কারন ৪০টার মধ্যে ২৭টাতেই আপনাদের অবাদ বিচরন)  ঐ ১৫টার একটাতে বসে তখন ডায়ালগ মাইরা দিবেনঃ
উহারা বাসে উঠিবার পর বীরপুরুষের ন্যায় নারীদের সিট দখল করিয়া বসিয়া থাকেন। 
অখন আইছেন আব্দার লইয়্যা, ২০-২০!!
তার মানে ২০+১০(আমাগো থেইক্যা সমান অধিকার কইয়্যা) তার মানে ৭৫% সিট আমনেগো!
বাহ বাহ তালি তালি... 
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪২
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
 
৬৯| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫০
ভিয়েনাস বলেছেন: উহারা সুটেড বুটেড হইয়া স্টাইল করিয়া হাটিতে যাইয়া প্রায়ই কোমর দুলাইয়া হাটিয়া ফেলেন। উহাতে যে তাহাদের হাফ লেডিস মনে হইতেছে উহারা তাহা বুঝিতে পারেন না  
  
  
  চরম বিনুদুন আপু
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫২
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
 
৭০| 
২৩ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: টুম্পা মনি ভাইয়া পোস্ট ভালোই হয়েছে। তবে কেবল শেষের বৈশিষ্ট্যটা ছাড়া আর কিছুতে মিল পেলাম না নিজের সাথে। আমি মনে হয় চট করেই চটে যাই। 
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৫
টুম্পা মনি বলেছেন: একটুতেই চটে যান কারণ আমার মনে হয় আপনার মধ্যে আয়োডিন স্বল্পতা আছে। এই যেমন আমার নাম ''টুম্পা মনি'' দেখেও ভাইয়া বলে সম্বোধন করলেন! এটা সাধারণ সেন্সের ব্যাপার ''টুম্পা মনি'' মেয়েদের নাম।
৭১| 
২৪ শে জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৪৮
আশিক মাসুম বলেছেন: লেখক বলেছেন: ভালো খ্রাপ লইয়াই মানুষ   
তাহা হইলে এতো কাহিনির কি আছে???  
  
  
  
 
 
এক কথায় পুরুষ জাতিকে আন স্মার্ট বলার অপচেষ্টা করিয়াছেন, তয় আফসুস প্রত্যাকটা প্রয়োজনের মোহর্তে আপনাদের এই পুরুষকেই দড়কার পরে।
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:২৪
টুম্পা মনি বলেছেন: তাহাদেরও নারীদেরকে দরকার পড়ে।  
  
  
 
৭২| 
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:০১
মো: আজিজ মোর্শেদ বলেছেন: লেখক বলেছেন: ব্যক্তি আক্রমণ কইরলেন মনে হয়! পোষ্টে কি লিখে দিব ''উহারা প্রীতি বিতর্ক/ সমালোচনাও জানে না। ব্যক্তি আক্রমণ করে।'' 
না করি নাই মজা করলাম।
আপনার ও ৎঁৎঁৎ ভায়ের ব্লগিং যুদ্ধ বেশ  মজা লাগছে।
ধন্যবাদ।
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৫
টুম্পা মনি বলেছেন:   
  
  
  
  
  
  
 
৭৩| 
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৯
শান্তা273 বলেছেন: পোস্ট ভালো হইছে।
+++++++
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৫
টুম্পা মনি বলেছেন: থাংকু  
  
  
 
৭৪| 
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪৪
doha057 বলেছেন: লেখক বলেছেন: 'মাইয়ারা'' কইলেন! আপনার কয়খান বউ শুনি?
প্রথম কথা, আমি এখনো বিয়া করি নাই   :#>  আর মাইয়াদের গল্প কি বলিব বলুন, প্রত্যেকটা মেয়ের মধ্যে একজন শেখ হানিসা বাস করে, কখন সেটা বাইর হইয়া আসে এই নিয়াই টেনশনে থাকি  
 
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৮
টুম্পা মনি বলেছেন: আর প্রত্যক্টা  পোলার মধ্যে যে এরশাদ বাস করে সেইটা বাহির হইয়া আসিলে কি হইবে   
  
  
  
  
  
  
  
  
  
 
৭৫| 
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৪৭
doha057 বলেছেন: চাচা তো খুব ভাল মানুষ, চাচারে বেদিশা করছে আপনাদেরই মত একজন বিদিশা, দোষ কার 
 
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৭
টুম্পা মনি বলেছেন: বুইড়া বয়সে ভীমরতি  
  
  
  
  
  
  
 
৭৬| 
২৪ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৪
doha057 বলেছেন: বুইড়াদের সাথে ভীমরতি   
  
  
 
 
২৪ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:১৭
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
 
৭৭| 
২৪ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:১৩
doha057 বলেছেন: রেগে গেলেন, তো হেরে গেলেন  
 তাহলে কি মেনে নিচ্ছেন ছেলেরাই ভাল  
  
  
 
 
২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫০
টুম্পা মনি বলেছেন: ফলাফল ঘোষণা হয়ে গেছে। এখন আর ভাল খ্রাপ দিয়ে কি হবে।  
  
  
  
 
৭৮| 
২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:৫৮
doha057 বলেছেন: আপনাদের দল দেইখা মনে হইতেছে ইভা রহমান গান গাইতেছে আর মাহফুজ বিচার করতেছে, আর ATN Bangla তে সম্প্রচার হইতেছে  
  
  
 
 
২৬ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৬
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
 
৭৯| 
২৫ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একটুতেই চটে যান কারণ আমার মনে হয় আপনার মধ্যে আয়োডিন স্বল্পতা আছে। এই যেমন আমার নাম ''টুম্পা মনি'' দেখেও ভাইয়া বলে সম্বোধন করলেন! এটা সাধারণ সেন্সের ব্যাপার ''টুম্পা মনি'' মেয়েদের নাম।
ও ভাইয়া, আপনি আমার রসবোধ বা কথার ধরণটা ধরতে পারেন নি, আমি ছেলে বা মেয়ে সবাইকেই ভাইয়া ডাকি। এই অভ্যাসটা পেয়েছি আমার এক ম্যানেজার স্যার এর কাছ থেকে। যা হোক, এমন কী আমার থেকে ছোট কেও আপনি বলে ডাকি। এতে অফিসে একটু সমস্যা হয়, যারা আমাকে চেনেনা বা আমার পদবী জানে না, মাঝে মাঝে তুমি ডেকে বসে। আমি আপনি ডাকছি বলে নিজেদের বড় মনে করে। এতে মাঝে মাঝে মন খারাপ হলেও, আমি তো আর রাগ করতে পারিনা। আমি একজনকে সম্মান জানাচ্ছি, সেই সম্মানটার আমিও দাবীদার। কেউ যদি নিজে থেকে না বোঝে, আমার কী করার আছে? 
ও ও ও আমি মনে হয়, নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। তবে এখন যে দিনকাল পরেছে, তাতে অন্যের কাছে ঢোল দিলে ভেঙ্গে ফেলতে পারে, সেই সম্ভাবনাও অমূলক নয়। 
হ্যাপী ব্লগিং।  
  
  
 
 
২৬ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৫
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
৮০| 
৩১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩০
রাতুল_শাহ বলেছেন: অনেক অভিজ্ঞতারে ভাই। 
তবে যাহোক আমার ছাত্রী পড়াইতে ভাল লাগে না। 
 
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:১১
টুম্পা মনি বলেছেন: জেনে ভাল্লাগ্লো।
৮১| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:০৩
বর্ণালী পাল বলেছেন: আপু আপনি সম্পূর্ণ সত্যি বলেছেন । আমি আপনার কথার সাথে একাত্মতা ঘোষণা করলাম । 
পোস্টে++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
অনেক বড় প্লাস
 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪০
টুম্পা মনি বলেছেন: হি হি হি থাংকু।
৮২| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:০১
মৃন্ময় বলেছেন: kicu kicu beakti deklam aposer madhome rofadofa koritece,beparta kincith sondehjonok.......
 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪২
টুম্পা মনি বলেছেন: হু
৮৩| 
২২ শে জুন, ২০১৩  সকাল ৯:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  
  
  
  
  
 
 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪২
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
 
৮৪| 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৫০
অপূর্ণ রায়হান বলেছেন:  গুপন সব তথ্য ফাঁস করিয়া দিবার হেতুতে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হইল 
 
 
 
১৯ তম ভালোলাগা 
 
 
 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৪
টুম্পা মনি বলেছেন: হাহাহাহা থ্যাংকস
৮৫| 
২৫ শে জুন, ২০১৩  সকাল ১০:৩৮
রোহান খান বলেছেন: খুবই কষ্ট পাইলাম, এ জিবনে আপনারা এমনগুন আলা পুরুষেরি দেখা পেলেন - 
একটু -
চোখকান খোলা রাইখেন এর চেয়ে ভাল একজন অবশ্যই পেয়ে যাবেন।
কান্দিয়েন না প্লিজ..
 
২৫ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩৩
টুম্পা মনি বলেছেন: এর চেয়ে ভালো! আপনি সম্ভবত বাঁদরের কথা বলছেন।  
  
  
  
  
 
৮৬| 
২৫ শে জুন, ২০১৩  সকাল ১১:১৩
এ যুগের শ্রীকান্ত বলেছেন: পোলাগো আকাম কুকাম তো বেশির ভাগই মাইয়া রিলেটেড দেখা যাইতেছে :/ এই মাইয়াগুলা না থাকলে পোলাগুলা ডিরেক্ট বেহ্শতে যাইত ![]()
 
২৫ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩৪
টুম্পা মনি বলেছেন: হুম বলছে!  
  
  
  
 
৮৭| 
২৫ শে জুন, ২০১৩  দুপুর ১২:০১
রোহান খান বলেছেন: ডিরেক্ট বেহেশত -
 
২৫ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩৫
টুম্পা মনি বলেছেন: বাঁদরের বেহেশতে গিয়্যা লাভ নাই।  
  
  
  
 
৮৮| 
২৫ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
রোহান খান বলেছেন: 
১ম টার রিপ্লাই :
যাউকগা,,,, এন্ট্রি তাহলে পাইলাম....ফুন নাম্বার দেনছোনদেহি - 
 আমার প্রোফাইল পিকের বাদরটা রাজি হয়েছে, কনগ্র্যাটস ফ্রি দিলাম, দাম্পত্ব শান্তি পাক
২ম টার রিপ্লাই :
আপনারে পাইলে বেহেশতে গিয়া বাদরের কিলাভ![]()
৮৯| 
০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:৩০
টুম্পা সাড়া বলেছেন: উহাদের চামড়া পাতিলের তলার ন্যায় হইলেও উহারা বিবাহের জন্য ময়দার মত ধলা মেয়ে খুঁজিয়া বেড়ান। ++++
 
০৪ ঠা জুলাই, ২০১৩  বিকাল ৩:৪৪
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ মিতা।
ভালো থাকুন। 
৯০| 
২৬ শে জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
ঘুড়িবাবা বলেছেন: আপেন কোন স্কুলের নারীবাদী?
 
২৭ শে জুলাই, ২০১৩  দুপুর ১:৪৬
টুম্পা মনি বলেছেন: আপেন যেই স্কুলের পুরুষ বাদী  
  
 
৯১| 
২৭ শে জুলাই, ২০১৩  দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: পুরুষ বিদ্বেষি পোস্ট । কথা হল গিয়ে সব পুরুষ এক না। কিছু পুরুষ বলা যেতে পারে।পোস্ট খুব উপভোগ্য ।নিন্দার চেয়ে উপভোগ্য আর কি আছে? পোস্টে +++। আমি একজন পুরুষ। 
 
 
২৭ শে জুলাই, ২০১৩  দুপুর ২:০৩
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
 
৯২| 
২৭ শে জুলাই, ২০১৩  দুপুর ২:০৯
একজন ঘূণপোকা বলেছেন: আপনেরে মাইনাস, পুরুষ জাতিকে হেয় করার জন্য। কাউন্টার পোষ্ট দিতাছি দাড়ান। আইচ্ছা কি কি লেখমু কইয়া দিবেন নি।
 
২৭ শে জুলাই, ২০১৩  দুপুর ২:১০
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
 
৯৩| 
২৫ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:০৯
আরজু পনি  বলেছেন: 
উহারা বস্তিবাসীর মতো খিস্তি ছাড়িয়া্ও নিজদিগকে ভদ্দরনোক প্রমাণ করিতে চাহেন ![]()
রোববার , ২৫ আগস্ট ২০১৩, ১০ ভাদ্র ১৪২০, ১৭ শাওয়াল ১৪৩৪
 
২৫ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:৩১
টুম্পা মনি বলেছেন: উহারা বস্তিবাসীর মতো খিস্তি ছাড়িয়া্ও নিজদিগকে ভদ্দরনোক প্রমাণ করিতে চাহেন 
  
  
 আর কেউ ইহা নিয়া বলিলে তাদেরকে নারীবাদী উপাধী দিতে পছন্দ করেন।  
  
  
  
 
৯৪| 
২৫ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:১৫
আরজু পনি  বলেছেন: 
ওহ্ ব্লগের প্রথম পোস্টে মন্তব্য করলেতো  শুভেচ্ছা জানাতে হয় ...
আচ্ছা...
শুভ ব্লগিং  
  
 
রোববার , ২৫ আগস্ট ২০১৩, ১০ ভাদ্র ১৪২০, ১৭ শাওয়াল ১৪৩৪ 
  
 
 
২৫ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:৩৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ  
  
 
রোববার , ২৫ আগস্ট ২০১৩, ১০ ভাদ্র ১৪২০, ১৭ শাওয়াল ১৪৩৪,দুপুর২ঃ৩৫ 
 
  
 
৯৫| 
২৭ শে নভেম্বর, ২০১৩  সকাল ১১:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: nice! nice! very nice!
 
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:৫৫
টুম্পা মনি বলেছেন: থ্যাংক্স থ্যাংক্স অনেক থ্যাংক্স   
  
  
 
৯৬| 
২২ শে ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২১
অপ্রচলিত বলেছেন: উহারাই এমন উহাময় পোস্টে এসে প্লাস দিয়ে যান  
  
 
 
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:৫৫
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
 
৯৭| 
২৩ শে ডিসেম্বর, ২০১৩  বিকাল ৪:১৮
ফয়সাল হিমু বলেছেন: ঠিক বলছেন। সব কয়টা পয়েন্ট অক্ষরে অক্ষরে সত্য। পুরুষদের মত ফালতু জিনিস হইতেই পারে না। কোন মেয়েরই উচিত না পুরুষদের বিয়ে করা।
 
২০ শে জানুয়ারি, ২০১৪  রাত ১০:৫৭
টুম্পা মনি বলেছেন: সমালুচনা নিতে লিখতে হয়! পুরুষ হইয়াছে বলিয়া পুরাই পারফেক্ট হইবে এমুন কথা কুথাও লেখা নাই।  
  
  
 
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪৪
মুহাম্মদ ফয়সল বলেছেন: উহারা ই নারীদের ভালবাসিয়া নারীদের করিয়াছেন ধন্য!