| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
যে তোমার নয়, তুমিও তার নও নিশসংকোচে বলে গেলে! যে তোমার হয়েছে তারই বা হয়েছ কত টুকু! তোমার পৃথিবী থেকে সামান্য বিকেলটিই হয়ত ছিল তার জন্য বরাদ্দ, সে তো তার জীবনের বৃন্ত থেকে অহর্নিশ সুখের কলিগুলো ছিড়ে এনে সন্তর্পণে তোমাকে করেছে উপহার! তার অস্তিত্ব জুড়ে তো কেবল তুমিই ছিলে! তোমার অস্তিত্ব জুড়ে তাকে এতটুকু কি দিয়েছিলে তুমি ঠাই?
অস্তিত্বে অস্তিত্ব মিশে যায় 
নিজের ছায়াকেও মনে হয় কারো দুরভিসন্ধি 
আমার আমিত্বকে গ্রাস করে কোন বিস্মৃতির মেঘ
একলা প্রহরগুলোতেও ঝিরঝির বৃষ্টি
বলো কি করে হবো আমি একা!
আমার বহুকালের একলা হবার সাধ!  
বুদ্ধিমতি কোকিলের ডিমে কাকের তাতে সন্তানের আগমন! অথচ আত্মদহনে দহিত হয় হতবিহব্বল কোন বোকা মানব! আহা কি নির্বোধ এই নির্বুদ্ধিতা! বেচারা কাক! দুর্গন্ধময় ডাস্টবিনে লালিত হয়েও শেখে না প্রতারণার অংক কষা। আর সুকন্ঠি কোকিল! এত সুর নিয়েও বিশ্বাসের ছন্দ পতন ঘটায় উৎসারিত ধোকার মায়াজালে। তবে বলো কাকে করবে তুমি বিশ্বাস? তাই বুঝি কিছু কষ্ট একেবারে করে দেয় নিশ্চুপ! 
একটা শব্দহীন মুহূর্তের আশায় 
কাতর চোখে চেয়েছিলাম নৈশব্দের দিকে!
অবাক বিস্ময়ে দেখেছি কত কোলাহল 
আনমনে ভর করে সশব্দে খুলে দেয় হৃদয় কপাট!
ভিজে যায় মন বর্ষার প্রথম বৃষ্টির ঝাপটায়। 
 
১৯ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
টুম্পা মনি বলেছেন: আমি ভিজি নি। তাই আমার মন ভালো নেই।
২| 
১৯ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
মাহতাব সমুদ্র বলেছেন: একটা শব্দহীন মুহূর্তের আশায়
কাতর চোখে চেয়েছিলাম নৈশব্দের দিকে!   
বাহ! দারুন! মুগ্ধ!
 
১৯ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| 
১৯ শে জুন, ২০১৩  রাত ৯:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা 
 
+++++++
ভালো থাকবেন সবসময় 
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:২০
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ন।
৪| 
১৯ শে জুন, ২০১৩  রাত ৯:৪৬
পেন্সিল চোর বলেছেন: আরে টুম্পা মনি!!! কিরম আছেন??? এতো সুন্দর লিখা কেমনে আসে????
যদি আমিও এইরকম সুন্দর কইরা লিখতে পারতাম!!  
  
  
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:২২
টুম্পা মনি বলেছেন: ভালো নাই বৃষ্টিতে ভিজতে পারি নাই তাই। 
আর সুন্দর লিখলাম কনে! আপনি লিখলে আমার থেকে বেশি সুন্দর হইত। 
৫| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  আবার কইতাছি আমার গার্লফ্রেন্ডরে লয়া কাব্য বাদ দেন। 
লেখা ভালই হইছে আসলে। 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৪১
টুম্পা মনি বলেছেন: আপনার গার্ল ফ্রেড পচা। বর্ষা শুরু হয়েছে সেই কবে আর আজকে এসেছে।  
  
 
৬| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
আমার আমিত্বকে গ্রাস করে কোন বিস্মৃতির মেঘ
একলা প্রহরগুলোতেও ঝিরঝির বৃষ্টি
বলো কি করে হবো আমি একা! 
++++++++ 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:১৮
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী।
৭| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: আজকের বৃষ্টিতে ভিজেছি   
  
 
যদি আমিও এইরকম সুন্দর কইরা লিখতে পারতাম!! 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:১৯
টুম্পা মনি বলেছেন: আমার ধারণা আপনি অনেক ভালো লেখেন। আপনার নিক নেম সিলেকশন সুন্দর। তাই বললাম।
৮| 
২০ শে জুন, ২০১৩  রাত ১২:২৫
আরজু পনি  বলেছেন: 
পড়লাম। ঘুমে মাথা কাজ করছে না  ![]()
প্লাস রেখে গেলাম।।
 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৭
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ আরজু আপি। ভালো থাকুন। কেমন
৯| 
২০ শে জুন, ২০১৩  রাত ১২:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ধারণা যাচাই করতে আমার ব্লগে নিমন্ত্রণ থাকলো !
 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২১
টুম্পা মনি বলেছেন: জ্বী গিয়েছি আসলুম মাত্র। আপনি ভালো লেখক। তবুও যে আমার মত গরীবের বাড়ি এসেছেন তার জন্য ধন্যবাদ। 
 
  
  
 
১০| 
২০ শে জুন, ২০১৩  রাত ১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ভালো লাগল লেখাটা।
 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২১
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ জানবেন্ন।
১১| 
২০ শে জুন, ২০১৩  রাত ১:২৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: চমৎকার হয়েছে। +++++++
 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ/
১২| 
২০ শে জুন, ২০১৩  রাত ২:২৫
অনাহূত বলেছেন: 
 আমার বহুকালের একলা হবার সাধ! 
 আমার বহুকালের একলা হবার সাধ! 
দারুণ!
 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৩
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা রইল।
১৩| 
২০ শে জুন, ২০১৩  সকাল ১০:১৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভালা লাগছে
 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৩
টুম্পা মনি বলেছেন: ভালা লাগানোর জন্য থ্যাংকস
১৪| 
২০ শে জুন, ২০১৩  সকাল ১১:৩৯
সন্ধ্যা-তরী বলেছেন: বৃষ্টি আসলেই হারানো অতীতকে মনে পড়ে। অনকে দুঃখ সুখের টুকরো স্মৃতিগুলো মনের আরশিতে ভেসে উঠে।
 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৪
টুম্পা মনি বলেছেন: ঠিক বলেছেন। বর্ষার প্রথম বৃষ্টির শুভেচ্ছা রইল।
১৫| 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
অদৃশ্য বলেছেন: 
চমৎকার হয়েছে লিখাটি...
অনেকদিন পর আপনার পোষ্টখানা পাওয়া গেলো... যাক তবুওতো পাওয়া গেলো...
লিখতে থাকুন...
শুভকামনা...
 
২০ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩০
টুম্পা মনি বলেছেন: কেউ আমাকে মনে রেখেছে আমার চিন্তার অতীত ছিল। কিন্তু পোষ্ট দিয়ে বুঝলাম কয়েকজনই মনে রেখেছেন। অশেষ কৃতজ্ঞতা।
১৬| 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৬
সপ্নাতুর আহসান বলেছেন: কিছু কষ্ট একেবারে করে দেয় নিশ্চুপ! 
ভাল লেগেছে। 
 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ সপ্নাতুর।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪২
দুরন্ত-পথিক বলেছেন: আজকের বৃষ্টিতে ভিজেছি, মন অনেক ভাল তাই।