| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
পাহাড়ের বুক ভেঙে অবলীলায় 
নেমে আসে স্রোত সন্ন্যাসীর ঢল ,
প্রেমের বুকে ঘুম পাড়ানী সান্ধ্যপুথি জপে কালপুরুষের স্বপ্ন!
তুমি দুর্নিবার পুরুষ বটে! 
অনায়াসে বুক পেতে দিতে যাও অপমৃত্যুর অখন্ডিত কিস্তিতে! 
ও দিকে শংকায় লেপ্টে যায় প্রেয়সীর চোখের কাজল !!
স্তমিত ভাবনার বেড়াজালে আড়ি পেতে রয় 
অনিশ্চয়তার দুর্বৃত্ত হন্তারকের 
বুকে হাতুড়ী পেটানো অবিচ্ছেদ্য কলরব! 
ঝপসা চোখের সায়ন্নে বারির দল সাত রঙে একে দেয় 
ছোট্ট কুড়ে ঘরে এক জোড়া কপোত-কপোতির 
জোনাকির মত নির্ঘুম ভালোবাসার রঙ ধনু মূর্ছনা! 
অবধারিত কষ্ট জেনেও তোমায় সুখ পায়রার মত 
পোষার অদম্য ইচ্ছে লালিত হয় হৃদয় অলিন্দে!
বড়ই বন্য তুমি জানি! 
শিষ্টাচারের শৃঙ্খলিত শেকল ছিড়ে 
শতাব্দীর পথগামি মুক্তযাযাবর হবার স্বপ্নেবিভোর! 
প্রেমকে তুমি বন্দী কর কামনার ললাটের 
মাংসভোজী বাঘ্রশাবকের লালসায়, 
যেই প্রেম রাত্রি পোহালেই মহাকালের অতলে ডুব দিয়ে 
চোরাবালিতে লীন হবার অপেক্ষায়! 
শুভ্র আভায় ভোরের কুসুমের মুখ দেখার আগেই গুমড়ে মরে 
রাত্রির কৃষ্ণ দেয়ালের শক্ত প্রাচীরে 
অবলার বিবস্র কান্নার নিরব হাহাকারে! 
আর ভালোবাসা! তুমি ঢের বোঝো না!
সে তো নয় কামনার কালবৈশাখী , 
নয় লজ্জাপতির মত লজ্জিত কুঁকড়ানো নষ্ট চেতনার উপাখ্যান! 
ভালোবাসা প্রতি স্পর্শে বেড়ে হয় দ্বিগুন তিনগুন বহুগুন , 
সময়ের পান্ডুলিপি পেরিয়ে,
রাত্রির সংকীর্ণ ক্ষুধা ছাড়িয়ে
স্বত্বত্যাগী দুর্জেয় দু টি প্রাণের এক বিন্দুতে 
মিলে যাওয়া ঘনীভূত চেতনার নাম। 
আধারী রাত গুলোতে আদরের বাহুবন্ধনে অবিষ্ট 
প্রিয়সীর চোখে মধুপূর্ণিমার স্বপ্ন!
 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৯
টুম্পা মনি বলেছেন: এক গুচ্ছ ধন্যবাদ। আর ওটা জাস্ট উপমা।
২| 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০২
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ++++++++++
 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩০
টুম্পা মনি বলেছেন: দ্বিতীয় ধন্যবাদ  
  
  
 
৩| 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
সপ্নাতুর আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। 
প্রেমের বুকে ঘুম পাড়ানী সান্ধ্যপুথি জপে কালপুরুষের স্বপ্ন!
প্রিয়সী নতুন লাগল
 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩১
টুম্পা মনি বলেছেন: না হয় একটু বানান ভুল করেছি। তাই বলে এভাবে লজ্জা দিবেন।  
  
  
  
  
আমি কান্তেছি। 
ধন্যবাদ। 
৪| 
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫১
একজন আরমান বলেছেন: 
নয় লজ্জাপতির মত লজ্জিত কুঁকড়ানো নষ্ট চেতনার উপাখ্যান! 
ভালোবাসা প্রতি স্পর্শে বেড়ে হয় দ্বিগুন তিনগুন বহুগুন , 
কবিতার প্রতিটা লাইন ই দুর্দান্ত। 
 
২২ শে জুন, ২০১৩  রাত ৮:৪৩
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৫| 
২২ শে জুন, ২০১৩  রাত ৮:১৪
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: অবধারিত কষ্ট জেনেও তোমায় সুখ পায়রার মত
পোষার অদম্য ইচ্ছে লালিত হয় হৃদয় অলিন্দে!
বড়ই বন্য তুমি জানি! 
সুন্দর এবং ভালো লাগা..........
 
২২ শে জুন, ২০১৩  রাত ৮:৪৪
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচুড়া।
৬| 
২২ শে জুন, ২০১৩  রাত ১০:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  ভাল লাগলো।    
  
  
 
পিক এর মুভিটাও চরম ।
 
২২ শে জুন, ২০১৩  রাত ১০:২০
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ। এই পিকের মুভি আছে জানতাম না। নাম জানাবেন প্লিজ।
৭| 
২২ শে জুন, ২০১৩  রাত ১০:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। অনেক ভালো লাগল।
 
২৩ শে জুন, ২০১৩  সকাল ৮:১২
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ জানবেন। সাথে মিষ্টি সকালের শুভেচ্ছা।
৮| 
২২ শে জুন, ২০১৩  রাত ১০:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: The Shawshank Redemption (1994)
 
২৩ শে জুন, ২০১৩  সকাল ৮:১৩
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ। চেষ্টা করব দেখতে।
৯| 
২২ শে জুন, ২০১৩  রাত ১১:১৮
সপ্নাতুর আহসান বলেছেন: আরে আপু কন কি? আমি কবি না। অনেক শব্দ জানিও না, তাই ভাবলাম এটা আমার নেটওয়ার্কের বাইরে। 
আরও কিছু টাইপো আছে হয়তোবা। একটু দেখে নেবেন। কবিতা এত ভাল লেগেছে যে টাইপোর কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু সুন্দরীদের মাথায় উকুন থাকা কি ভাল দেখায়?  
 আপনিই বলুন। 
 
২৩ শে জুন, ২০১৩  সকাল ৮:১৬
টুম্পা মনি বলেছেন:  কিন্তু সুন্দরীদের মাথায় উকুন থাকা কি ভাল দেখায়?  
  
  
  
  সামান্য কয়টা বানানই না হয় ভুল আছে, তাই বলে উকুনের সাথে তুলনা করবেন? 
  
  আপনি জানেন উকুন কত বিচ্ছিরী হয়?  
  
  
তবে মাথায় যে চুল আছে উকুনই কিন্তু তার প্রমাণ 
  
  
 
ভোরের মিষ্টি হাওয়ার শুভেচ্ছা রইল। 
১০| 
২৩ শে জুন, ২০১৩  দুপুর ২:০২
সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো কবি।
 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৪:১৮
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ মুন।
১১| 
২৪ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২৩
অদৃশ্য বলেছেন: 
  '' পাহাড়ের বুক ভেঙে অবলীলায় 
     নেমে আসে স্রোত সন্ন্যাসীর ঢল ''
______ ভাবছিলাম এখানে সন্ন্যাসী স্রোতের ঢেউ হলে কেমন লাগলো... উপমাটা আমার খুবই পছন্দ হয়েছে
জানা ছিলোনা... জানলাম, আপনি অত্যন্ত চমৎকার লিখেন...
কথা হবে...
শুভকামনা...
 
২৪ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
 
১২| 
২৪ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২৫
অদৃশ্য বলেছেন: 
আসলে '' সন্ন্যাসী স্রোতের ঢেউ '' না, ঢল লিখতে চেয়েছিলাম 
আসলে স্রোত সন্ন্যাসী বা সন্নাসী স্রোত... দারুন লেগেছে
শুভকামনা...
 
২৪ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৮
টুম্পা মনি বলেছেন: হুম সম্ভবত আপনি যেভাবে বলেছেন সেভাবে হলেই ভালো হত। কবিতাটিতে আরো কাজ করার চিন্তা মাথায় রাখলাম। 
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লেগেছে। 
শুভেচ্ছা রইল। 
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৭
খেয়া ঘাট বলেছেন: কবিতাটি প্রথম দিকের চেয়ে শেষের দিকটা খুবই চমৎকার হয়েছে।
++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
"স্রোত সন্ন্যাসীর ঢল "- বুঝতে পারিনি।