| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
অতন্দ্রিত রাতের পর কিছু নিয়তি অমোঘ মন্ত্রের মত আধবোজা ভাবনার সমীরণে শিহরণ তুলে অর্বাচীন চেতনায় শুকে নেয় আদিমতার ঘ্রাণ। এখনো আদিম প্রবৃত্তির শিস নাগের ফণায় অসংযমী চেতনা স্ফুলিঙ্গ আস্ফালন তুলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানবতা ভোগের নির্যাসিত লগ্ন! আমার একাগ্র আকাঙ্ক্ষায় বড় সাধ হয় অন্তত একবার আমি, 'তুমি' হবো! আমিও তখন ঐরাবতের মত ক্ষুদ্রকে তাচ্ছিল্য করে হবো কর্ষিত সভ্যতার ধারক! 
তবে কি অর্ধেন্দু পূর্ণ হবে আজ পৃথিবীর ভালোবাসায়?
সেই জ্যোৎস্না উপচানো রাতের মায়ায় 
আমার বড় শুদ্ধ হবার সাধ!
আজ থেমে যাক সব গৃহযুদ্ধ, 
মুছে যাক রক্তপাতের রেখায় মৃত্যুর হাহাকার!
আজ জীবন হোক পূর্ণ 
চন্তিকার ক্ষয়ে ক্ষয়ে নিঃস্ব হবার
 দুর্লঙ্ঘ উপাখ্যান লংঘন করে,
নব উন্মেষের কপোলেতে জ্যোতিময় লালটিপ!
পরক্ষণেই দেখি চেতনার হাহাকার! কি করে অগ্রাহ্য হবে এই মানবতার ডাক! এত ঘৃণায় ডুবে গিয়েও ধ্রুপদী ভাবনার নোনা জলে মিষ্টি লহরীর বইয়ে দেয় এক চিমটি ভালোবাসা! কি অপরিমেয় তার ক্ষমতা! তবুও ঘৃণা আছে সেই আদিম থেকে! মানবতার প্রয়োজনেই তার প্রেতপুরীর নিশংস ঐতিহ্য নিয়ে বেঁচে থাকা! জানি আমি বেশ, এখন আর কেউ সুহাসিনী ভোরের নিমন্ত্রণে নিদ্রালু আঁখি মেলে দেয় না, এখন সবাই হতে চায় অন্ধকার পিয়াসী অনিন্দ্রিত রজনীর নিগুঢ় সাক্ষী! 
কি করে পূর্ণ হবে এই অর্ধেন্দু?
এখন কি কেউ খুঁজে দেখে নীলাম্ভরের পূর্ণ চাঁদ!
সবাই এখন ব্যস্ত ভীষণ চাঁদনীর অপেক্ষায়
প্রতীক্ষার প্রহর গুণে গুণে
নিযুত অস্তিত্বের পরতে পরতে!
তাই কাঁদে ডাগর চোখ,
অপার্থিব পুরবীর খোঁজে,
কাঁদে নীলাম্ভর, কাঁদে প্রতারিত নারীর নোলক,
শুধু কাঁদে না  নিশাচর কামুক পাপাত্মা! 
তাই ভাবি নির্বোধ হবো! বুঝেও বুঝবো না ছলনার কত গভীরে থাকে পিশাচের পুষ্টির প্রীতিভোজ! জেনেও জানবো না কি করে প্রতিবাদী লাঞ্ছিত ঘর্মাক্ত দুপুরে কুকুরের ঘেউ ঘেউয়ে চাপা পড়ে যায় ক্লান্ত রাতের শেষে আহতের  সূর্য হবার স্বপ্ন!
 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৪:৫১
টুম্পা মনি বলেছেন: মনে হয় ঘটে! 
ধন্যবাদ জানুন আরমান। 
২| 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:০২
পরিবেশ বন্ধু বলেছেন: সৃজন শিল ভাষা শৈলী 
খুব ভাল অভিব্যাক্তি 
পোষ্টে অভিবাধন 
লেখার সেইরকম শক্তি 
 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:২০
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৩| 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:০৮
আ.হ.ম. সবুজ বলেছেন: যদিও একটু জটিল ভাষায় লিখা । তবে ভালো লেগেছে ।।
 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:২০
টুম্পা মনি বলেছেন: জেনে ভালো লাগল।
৪| 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  
 
 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:২১
টুম্পা মনি বলেছেন: খুশি কেন?  
  
৫| 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:২৯
একজন আরমান বলেছেন: 
বাস্তবতা থেকে বলেছি !
ধন্যবাদ আপনাকেও। 
 
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৫:৩৬
টুম্পা মনি বলেছেন: হুম 
তবে হয়ত বা অনেককে কাঁদিয়ে তাই না? আচ্ছা এমন মানুষ কি কখনো অনুশোচনায় ভোগে? আমার জানবার বড্ড শখ।
আপনিও ধন্যবাদ জানবেন। 
৬| 
২৩ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
একজন আরমান বলেছেন: 
আমার তো মনে হয় যারা মানুষকে কাঁদাতে পারে, তাদের অনুশোচনাবোধ বলে কিছু নেই। থাকলে মানুষ কি করে একজনকে ধোঁকা দেয়? ! 
 
২৩ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৩
টুম্পা মনি বলেছেন: তাই! কি যেন!
অসংখ্য ধন্যবাদ। 
৭| 
২৩ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
 
২৩ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
টুম্পা মনি বলেছেন: আমার লেখায় আপনাকে পেয়ে ভালো লাগল। 
  
  
 
৮| 
২৩ শে জুন, ২০১৩  রাত ১০:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা ++++++++++
 
২৩ শে জুন, ২০১৩  রাত ১০:৪৮
টুম্পা মনি বলেছেন: ৮ম ধন্যবাদ।
৯| 
২৩ শে জুন, ২০১৩  রাত ১১:৩৬
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা।
 
২৪ শে জুন, ২০১৩  রাত ১২:২৭
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ মুন।
১০| 
২৪ শে জুন, ২০১৩  সকাল ১১:২৫
রেজোওয়ানা বলেছেন: সুখপাঠ্য!
 
২৪ শে জুন, ২০১৩  সকাল ১১:৪০
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
১১| 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ১:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: 
তবে কি অর্ধেন্দু পূর্ণ হবে আজ পৃথিবীর ভালোবাসায়?
সেই জ্যোৎস্না উপচানো রাতের মায়ায়
আমার বড় শুদ্ধ হবার সাধ!
  
অসাধারন লিখেছেন  টুম্পা মনি! অনেক অনেক ভালো লাগলো! আপনার কাছ থেকে আরও কবিতা চাই! ![]()
শুভকামনা! 
 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:৪২
টুম্পা মনি বলেছেন: আপনি যখন ভালো বলেছেন চেষ্টা অবশ্যই করব।( পারি আর না পারি। হোক না সেটা অকবিতা 
  
  
 )
শুভেচ্ছা রইল।
১২| 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন: 
চমৎকার +++ 
 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:৪২
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১৩| 
২৪ শে জুন, ২০১৩  বিকাল ৩:৪১
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: জেনেও জানবো না কি করে প্রতিবাদী লাঞ্ছিত ঘর্মাক্ত দুপুরে কুকুরের ঘেউ ঘেউয়ে চাপা পড়ে যায় ক্লান্ত রাতের শেষে আহতের সূর্য হবার স্বপ্ন
ভাল লাগল , কিছু কথা দাগ কেটে গেল 
 
ভাল থাকবেন ।
 
২৪ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৪
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনিও ভালো থাকবেন। 
১৪| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১:৫৬
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগল
কিছু কথা মনে দাগ কাটল
 
২৫ শে জুন, ২০১৩  দুপুর ১২:৪০
টুম্পা মনি বলেছেন: এটাতে বানান ভুল বের করতে পারেন নাই।  
  
  
  
  
  
 
শুভেচ্ছা জানবেন।
১৫| 
২৫ শে জুন, ২০১৩  সকাল ৯:৫৫
জ্যোস্নার ফুল বলেছেন: তাই ভাবি নির্বোধ হবো! বুঝেও বুঝবো না ছলনার কত গভীরে থাকে পিশাচের পুষ্টির প্রীতিভোজ!  
প্রশংসনীয়। 
 
২৫ শে জুন, ২০১৩  দুপুর ১২:৪৫
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ জ্যোস্নার ফুল। 
ভালো থাকুন। 
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩  বিকাল ৪:৪৯
একজন আরমান বলেছেন:
কাঁদে নীলাম্ভর, কাঁদে প্রতারিত নারীর নোলক,
শুধু কাঁদে না নিশাচর কামুক পাপাত্মা!
এর উল্টোটাও ঘটে !
পুরোটাই ভালো লেগেছে।