| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
আরো কিছু দুঃখ জমিয়ে একাকী রাতের আকাশ ছোঁব! 
কালো চাঁদরে সফেদ অক্ষরে লিখে দিব 
নির্ঘুম জোনাকির নিভৃতে অশ্রুকাহন! 
বিধস্থ আভার ধূপের অনলে তিল তিল করে নিজেকে পুড়িয়ে 
একটু একটু করে নিভে যাবার নিশংস কাহিনী! 
হে সোডিয়ামের নিয়ন আলোয় চোখ ধাঁধানো রোবটেরা
ফোপানো অনুভূতিকে আর মুছে দিও না 
অশুদ্ধতার নাম দিয়ে! 
চাঁদের মত উদ্ভাসিত হতে দাও 
ছলছল কষ্টগুলোকে নীলাম্ভরের দহিত বুকে!
দেখুক ধরিত্রীবাসি!
তৃষিত হয়েও কি করে কেউ ছুঁয়ে দেখে না সমুদ্রের জলরাশি! 
যার মনে আছে নদীর মিলনের আকাঙ্ক্ষা!
আর বলো না তুমি আবেগীকে কান্না ভুলে যেতে
দিও না প্ল্যাস্টিকে মোড়ানো বাস্তবতার দোহাই!
প্রেম কেলেন্ডারের পাতা চেনে না, 
চেনে না সে মহাকালের সীমারেখা!
যুগে যুগে সে এক, অদ্বিতীয় স্বত্বা!
তাই আর বলো না তুমি গাড়তে সমাধি আবেগীর বুকের গোরস্থানে! 
দেখো মৃত অনুভূতিরা শবের বেশে সন্তর্পণে ধেয়ে আসে
অশরীরীর কালো চোখে দুঃখ জেগে রয়!
প্রিয় হারানোর বেদনা, 
কেউটে শাপের দংশনের বেদনা,
অনাহারীর ক্ষুধিত প্রাণের কাতরানোর বেদনা, 
শিশু মৃত্যুর বেদনা
গত সুনামীতে ভেঙে যাওয়া সুখ পায়রার ঝাপ্টানো ডানার বেদনা
সব ভস্মীভূত হয়ে গড়ে তোলে আর্তনাদের স্তুপ!
এখানে পরাস্থ হয় কোকিলেরা মিহিন সুরের মূর্ছনা
বড় মানবেতর যাপিত প্রণয়ের অবাধ্য ভালোবাসা! 
রচনা কালঃ১৩ মার্চ ২০১৩ ইং। 
 
২৫ শে জুন, ২০১৩  রাত ১০:৩৬
টুম্পা মনি বলেছেন: অনেক শুভেচ্ছা রইল।
২| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন: 
তৃষিত হয়েও কি করে কেউ ছুঁয়ে দেখে না সমুদ্রের জলরাশি!
যার মনে আছে নদীর মিলনের আকাঙ্ক্ষা!
আর বলো না তুমি আবেগীকে কান্না ভুলে যেতে
দিও না প্ল্যাস্টিকে মোড়ানো বাস্তবতার দোহাই!
তাই আর বলো না তুমি গাড়তে সমাধি আবেগীর বুকের গোরস্থানে!
দেখো মৃত অনুভূতিরা শবের বেশে সন্তর্পণে ধেয়ে আসে
অশরীরীর কালো চোখে দুঃখ জেগে রয়!
মুগ্ধ হলাম। +++++ উপমা বিশ্লেষণ দারুন হয়েছে। চালিয়ে যান। 
 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৩৩
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী। 
ভালো থাকুন। 
৩| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৩১
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: হে সোডিয়ামের নিয়ন আলোয় চোখ ধাঁধানো রোবটেরা
ফোপানো অনুভূতিকে আর মুছে দিও না
অশুদ্ধতার নাম দিয়ে!
চাঁদের মত উদ্ভাসিত হতে দাও
ছলছল কষ্টগুলোকে নীলাম্ভরের দহিত বুকে!
দেখুক ধরিত্রীবাসি!
চমৎকার 
 
 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৩৫
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন দেহঘড়ির মিস্তিরি। 
ভালো থাকুন প্রতিনিয়ত। 
৪| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৩৭
বটের ফল বলেছেন: ভালো লাগলো। প্লাসায়িত।
++++++++++++++++
ভালো থাকবেন টুম্পা মনি।
 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৩৯
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ বটের ফল। আপনিও ভালো থাকবেন সব সময়।
৫| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত লিখেছেন !
 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৪২
টুম্পা মনি বলেছেন: উৎসাহিত হলুম। 
শুভেচ্ছা জানবেন। 
৬| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১১:৫৯
রাইসুল নয়ন বলেছেন: অন্যরকম অসাধারণ!
ভালোলাগা রইলো কবি।
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩১
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ। 
ভালো থাকুন। 
৭| 
২৬ শে জুন, ২০১৩  রাত ১২:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো~~~~@!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩২
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ বর্ষণ। 
ভালো থাকুন। 
৮| 
২৬ শে জুন, ২০১৩  রাত ১২:১৫
পেন্সিল চোর বলেছেন: এই টুম্পা মনি!!
পুরাটা মাথার ওপর দিয়া গেল!!!!!!
মাথার এন্টেনা বড় করতে হবে কারন সমস্তটা রেঞ্জের বাহিরে দিয়ে গেছে 
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩৪
টুম্পা মনি বলেছেন: এভাবে মুখ ভেঙচি না কেটে মাথার এন্টেনা বড় করেন। যেন সামনে থেকে কবিতা লেখার  আগেই বুঝে কেচ করে ফেলেন।  
  
  
  
 
৯| 
২৬ শে জুন, ২০১৩  রাত ১২:২৮
 আমিনুর রহমান বলেছেন: 
ভালো লাগলে। কিছু টাইপো আছে আর বোল্ডটা উঠিয়ে দিলে মনে হয় ভালো লাগতো ![]()
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩৭
টুম্পা মনি বলেছেন: টাইপো আমার লেখা বৈশিষ্ট। যেই লেখায় টাইপো পাবেন চোখ বন্ধ করে ধরে নিবেন ঐ টা আমার লেখা। 
  
  
  কি করতাম কন? আ-কার, এ -কার, রিশশি-কার, দিরঘি-কার এসবের হিসেব আমার মনে থাকে না।  
  
  
 
শুভেচ্ছা জানবেন। 
১০| 
২৬ শে জুন, ২০১৩  রাত ১:০৯
একজন আরমান বলেছেন: 
শিরোনামটা সার্থক।
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩৯
টুম্পা মনি বলেছেন: আমি কোন লেখা লিখলে যা নিয়ে বেশি টেনশিত হই তা হল শিরোনাম। কিছুতেই নাম সিলেক্ট করতে পারি না। 
  
  আপনার থেকে ''সার্থক'' এর সার্টিফিকেট পেয়ে খুশি হলাম। 
১১| 
২৬ শে জুন, ২০১৩  সকাল ১০:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: ৭ম ভালোলাগা । তবে সুন্দর কবিতায় ''প্লাস্টিক '' শব্দটা কেমন যেন লাগলো ! 
ভালো থাকবেন 
 
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১২:৪০
টুম্পা মনি বলেছেন: হাহাহা আমি ভেবেছিলাম ঐটাই হয়ত বেশি ভালো লাগবে। যা হোক আপনার অনুভূতি ভালো লাগল। 
সুস্থ থাকুন, সুন্দর থাকুন। 
১২| 
২৬ শে জুন, ২০১৩  সকাল ১১:০৭
আহসান জামান বলেছেন: 
মুগ্ধপাঠ।
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১২:৪১
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১৩| 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১:২৯
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: সব ভস্মীভূত হয়ে গড়ে তোলে আর্তনাদের স্তুপ!
+++++++++++++++++++++++++++++++
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ২:৫৪
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্রনীল আর নীলকষ্ট!
১৪| 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ১:৪১
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ... বেশ ভালো লিখেছেন ।।
ভালো থাকুন ।।
 
২৬ শে জুন, ২০১৩  দুপুর ২:৫৪
টুম্পা মনি বলেছেন: আপনিও ভালো থাকুন মায়াবী ছায়া।
১৫| 
২৬ শে জুন, ২০১৩  বিকাল ৩:০৩
~মাইনাচ~ বলেছেন: 
প্রেম কেলেন্ডারের পাতা চেনে না, 
চেনে না সে মহাকালের সীমারেখা!
ভাল লাগলো
 
 
 
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:৩৩
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ মাইনাচ।
ভালো থাকুন। 
১৬| 
২৬ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪১
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ ভালো
 
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:৩৫
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
১৭| 
২৬ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৪
রোহান খান বলেছেন: 
"হে সোডিয়ামের নিয়ন আলোয় চোখ ধাঁধানো রোবটেরা
ফোপানো অনুভূতিকে আর মুছে দিও না "
"বিধস্থ আভার ধূপের অনলে তিল তিল করে নিজেকে পুড়িয়ে 
একটু একটু করে নিভে যাবার নিশংস কাহিনী! "
"প্রেম কেলেন্ডারের পাতা চেনে না, 
চেনে না সে মহাকালের সীমারেখা!
যুগে যুগে সে এক, অদ্বিতীয় স্বত্বা!"
কথা গুলো বাদরের বোধগোম্য হল না তবুও ভাল লাগলো......পোস্টে প্লাস - 
 
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:৪৫
টুম্পা মনি বলেছেন: হাহাহা অনেক ধন্যবাদ। 
ভালো থাকুন। 
১৮| 
২৭ শে জুন, ২০১৩  রাত ২:০৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: মোটামোটি লাগলো
 
২৭ শে জুন, ২০১৩  সকাল ১১:৪১
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন। 
ভালো থাকবেন। 
১৯| 
২৭ শে জুন, ২০১৩  দুপুর ১২:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলো!
 
২৭ শে জুন, ২০১৩  বিকাল ৩:২৭
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা রইল। 
ভালো থাকবেন। 
২০| 
২৮ শে জুন, ২০১৩  দুপুর ২:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: 
আরো কিছু দুঃখ জমিয়ে একাকী রাতের আকাশ ছোঁব!
কালো চাঁদরে সফেদ অক্ষরে লিখে দিব
নির্ঘুম জোনাকির নিভৃতে অশ্রুকাহন! 
সুন্দর লিখেছেন টুম্পামনি! অনেক ভালো লাগলো!
*** কবিতা লেখার তারিখটা আমার জন্য মজার, আমার জন্মদিনের তারিখের সাথে তারিখটা মিলে গেছে! 
 
শুভকামনা! 
 
২৮ শে জুন, ২০১৩  বিকাল ৩:১৫
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ। 
এখন থেকে ওই তারিখটা এলে আপনাকে উইস করব। আর আপনি পার্টি দিবেন।
 
  
  
 
২১| 
২৮ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
এত দুঃখ কেন? 
 
২৮ শে জুন, ২০১৩  রাত ১১:২৬
টুম্পা মনি বলেছেন: আমার দুঃখ ভালো লাগে তাই। 
শুভেচ্ছা জানবেন। 
২২| 
২৯ শে জুন, ২০১৩  ভোর ৬:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? ![]()
আপনিও শুভেচ্ছা জানবেন। 
 
২৯ শে জুন, ২০১৩  দুপুর ১:৫৭
টুম্পা মনি বলেছেন: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? 
আপনার কথায় আশা পেলাম।  
  
  
  
  
ভালো থাকবেন। 
২৩| 
২৯ শে জুন, ২০১৩  ভোর ৬:৫৯
সায়েদা সোহেলী বলেছেন:  ছবিটা ভয়ংকর! !  
 
লেখা ভালো লেগেছে টুম্পামনি । ![]()
।নিক দেখেই ত গাল টানতে ইচ্ছে হচ্ছে  :!>   
 
২৯ শে জুন, ২০১৩  দুপুর ২:০০
টুম্পা মনি বলেছেন:  নিক দেখেই ত গাল টানতে ইচ্ছে হচ্ছে 
আর আমার আপনার ছবি দেখে।  :!>  :!>  :!>  :!>           (ব্যাপক লজ্জার ইমো) 
সব সময় কিউট থাকেন,  
  
  
    সরি ভালো থাকেন
২৪| 
০৩ রা জুলাই, ২০১৩  সকাল ৯:৫৫
অদৃশ্য বলেছেন: 
চমৎকার লিখা... দারুন হয়েছে... ভালো লেগেছে আমার
শুভকামনা...
 
০৩ রা জুলাই, ২০১৩  সকাল ১১:৩৮
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ। অবশেষে আপনি অদৃশ্য থেকে দৃশ্যমান হলেন!
২৫| 
০৩ রা জুলাই, ২০১৩  সকাল ১১:৫২
অদৃশ্য বলেছেন: 
গত কয়েকদিনের চরম ব্যস্ততার জন্য নেটে বলতে গেলে বসাই হয়নি... এজন্য লিখগুলো সময়করে পড়া হচ্ছিলো না...
পরের দু'টি লিখা অবশয়ই পড়বি, যদিও এদের একটি পড়া প্রায় শেষের দিকে...
শুভকামনা...
 
০৩ রা জুলাই, ২০১৩  দুপুর ১২:৪২
টুম্পা মনি বলেছেন: আবারো ধন্যবাদ। 
আমি আপনার ব্লগ বাড়ি গিয়েছিলুম আপনাকে খুঁজতে। গিয়ে দেখি আপনি নেই। যা হোক আপনাকে আমার ব্লগ বাড়িতে পেয়ে ভালো লাগল। 
২৬| 
০৩ রা জুলাই, ২০১৩  রাত ৯:০৪
বটবৃক্ষ~ বলেছেন: মুগ্ধপাঠ!! 
বাকিগুলাও পড়বো 
 
 
০৩ রা জুলাই, ২০১৩  রাত ৯:৪৯
টুম্পা মনি বলেছেন: এই আন্তরিকতার জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকা হয় যেন। 
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩  রাত ১০:৩৩
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।