| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
উদ্ভ্রান্ত উন্নাসিক যুবক তুমি! হৃদয় বোঝো না! নির্দ্বিধায় তুমি মনকে কর দ্বিখণ্ডিত, একটু ভেবে দেখো না! উত্তরে উত্তরী সমীরণে ভেসে আসা শিউলি শেফালির ঘ্রানে তোমার মন মজে না! তুমি খুঁজে ফেরো অর্কিড, ডেফোডিল সুন্দরী রমণীর কাঁকনের রুন রুন ঝুন ঝুন উচ্চাঙ্গের সংগীত! 
তুমি ভালোবাসা বোঝো না! কৌতুহলের কৌতুকি দৃষ্টিতে উপভোগ্য করে তোলো রমণীর তনু! ঐ কিশোরীর ইভটিজিং এর প্রতিবাদী গোলটেবিলেতে তুমিও তো প্রতিবাদী এক যুবক! তোমার শক্ত হাতের বজ্রমুষ্ঠিতে কেঁপে উঠে ভৎসনার পাষাণ বেদী, সরগরম চায়ের দোকানের সমালোচনার তপ্ত পেয়ালা! আবার সেই তুমিই কালো নিস্তব্ধ গভীর রাতগুলোতে হিংস্র অচেনা কোন পশু, যাকে কোন মা চেনে না, চেনে না বোনের হাতের আদর অথবা প্রেয়সীর লাল টিপ!
তোমার মনের নিষিদ্ধ পল্লীতে প্রতিনিয়ত অজস্র পতিতার আনাগোনা! নর্তকীর আলতাপায়ের নূপুরের নিপ্পন আওয়াজে মুহুমুহু মন মন্দিরের চারিপাশ! কেউ খল খল করে হেসে উঠে তোমার লোভাতুর চোখের লালসে, কেউ কাঁচ ভাঙা চুড়ির মত নৈশরাতে ঠোটে তোলে অতৃপ্তির গান, কেউ খঞ্জনীর খঞ্জনার কাব্যে গোধূলি লগ্নে এক সাথে উড়ে উঠা দু টো প্রজাপতির মিলনের আকাঙ্ক্ষায় উদ্বেলিত করে তোমার হৃদয়ে কামনা ঝড়! 
সে মন্দিরে আসন গেড়ে বসে দেবী হয়ে বলো কি লাভ, যেখানে পাপিষ্ঠা আর পূর্ণদেবীর একত্রে সহবাস? কে হতে চাইবে তোমার মত আত্মপ্রতারিত প্রেমিকের পুজোর ভিক্ষুক! যে রাজ্যে মহারানীর আসনে বসে বাইজী, কি লাভ বলো হয়ে সে রাজ্যের সম্রাজ্ঞী?
তার চেয়ে বরং আত্মত্যাগী মাটির বুক আকড়ে পড়ে রবো ঘাস ফুলের মত! অমৃতের সব জীবনী রস চুক চুক করে শুষে নিয়ে লাল পুষ্প হয়ে ফুটে রক্তিম লালিমা ছড়াবো দিগন্তের লালিমায়। অভ্র শুভ্র পবিত্রতায় উদ্ভাসিত হবে এক টুকরো শুদ্ধ ভালোবাসা! কি লাভ বলো ঐ জলে চুমুক দিয়ে যেখানে জলকেলিতে ব্যস্ত অতৃপ্ত আত্মারা! তার চেয়ে ভালো উপোষী অনাহারী হবো কারো প্রতিক্ষায়! পার করে যাব শহস্রঅবধি একের পর এক তিতিক্ষিত রাত!
 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১১:০২
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন। 
মুনের মত উজ্জ্বল থাকুন। শুভকামনা। 
২| 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ৯:৪৫
পেন্সিল চোর বলেছেন: কেমনে লিখেন এতো সুন্দর করে বলবেন কি? আচ্ছা একটা প্রশ্ন ছিলো , আপনি ছবি আপলোড করেন কিভাবে?আমি আপলোড করতে গেলে দুইবার অপসান আসে আপলোড করার .একটা ওপরে একটা নিচে
 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১১:১০
টুম্পা মনি বলেছেন: আমার পচা লেখাকে সুন্দর বলার জন্য অসংখ্য ধন্যবাদ পেন্সিল চোর। আর ছবি আপলোড করার জন্য আমি ''ছবি যুক্ত করুন'' এ গিয়ে ছবি আপলোড করে যুক্ত করি। এছাড়া আর কোন ভাবে করা যায় কি? জানলে আমাকেও জানাবেন।
৩| 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১০:২২
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: উদ্ভ্রান্ত যুবক ড্যাফোডিল খুঁজতে খুঁজতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। হঠাত ক্যাকটাস এর খোঁচা খেয়ে মোহ কাটে যুবকের। এরপর দিগভ্রান্ত লক্ষ্যবিচ্যুত যুবকের জীবনে আসে শিউলীর নরম ছোঁয়া। যুবকের উত্তপত হৃদয়ে শীতল ঝর্ণাধারা হয়ে থাকে তা। যুবক নিশ্চিন্ত মনে শিউলী ফুলের কাছে নিজেকে সঁপে দেয়। প্রকৃতিগত নিয়মে সে মাঝে মাঝে বুনো হয়ে উঠে, আবারো হয়ত অর্কিড কে খুঁজে, কিন্তু মুহূর্তেই মনে পড়ে তার শিউলীর নরম ছোঁয়ার কথা, যেখানে গেলে তার হৃদয় থাকে শীতল, মন থাকে পবিত্র, সে সেখানে ফিরে আসে। পরম মমতায় শিউলী ফুলের ছোঁয়া লাগায় গালে। এ শিউলী ফুলের কোন ক্ষতি সে হতে দেয় না। এ যে তার নিজের জীবনের থেকেও দামী।
অনেক ভাল লিখেছেন। 
ভাল থাকবেন।
 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১১:১৮
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিবাদী কন্ঠ। আপনার লাইনগুলোও সুন্দর। অবশেষে হয়ত সব পাখিই নীড়ে ফিরে যায়! কিন্তু অনেক সময় বড় বেশিই দেরি হয়ে যায়। বড্ড বেশি দেরি!
ভালো লাগা জানবেন। 
৪| 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১০:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন:  যুবকের বর্ণনায় যথেষ্ট টাস্কিত ! একসাথে ভালো - খারাপের দুর্দান্ত মিশ্রণ ! 
আপনার লেখনী নিয়ে নতুন করে বলার কিছু নেই ! 
 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১১:২০
টুম্পা মনি বলেছেন: যুবকের বর্ণনায় যথেষ্ট টাস্কিত ! 
  
  
  
হাহাহা 
অনেকেই আজকাল এমন! আপনাকে টাস্কিত করতে পেরে ভালো লাগছে। 
ভালো লাগা জানবেন। 
৫| 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১০:৪৯
বটের ফল বলেছেন: বর্ননা অসাধারন। শব্দচয়ন চমৎকার। মাঝেমাঝে সামান্য দুর্বোধ্য। একই সাথে কাব্যময়। সবমিলিয়ে অনেক সুন্দর । 
একগুচ্ছ প্লাস।
++++++++++
ভালো থাকবেন  টুম্পা মনি , আর ভালো রাখবেন আপনার আশে পাশের সবাইকে।
 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১১:২১
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ বটের ফল!
নিজে কত টুকু ভালো থাকবো জানি না। তবে আপ্রাণ চেষ্টা করব সবাইকে ভালো রাখতে। 
ভালো থাকুন। 
৬| 
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: যে রাজ্যে মহারানীর আসনে বসে বাইজী, কি লাভ বলো হয়ে সে রাজ্যের সম্রাজ্ঞী? 
ভাবনার গভীরতা আর বর্ণনার সৌন্দর্যে মুগ্ধ হলাম ।
 
০৯ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২১
টুম্পা মনি বলেছেন: আর আমি প্রশংসায় লজ্জিত হলাম এবং সাথে উৎসাহিত হলাম।
শুভকামনা নিরন্তর। 
৭| 
০৯ ই জুলাই, ২০১৩  রাত ১২:১২
কান্ডারি অথর্ব বলেছেন: 
লেখাটির মাঝে যে ভাবনার খোঁড়াক রয়েছে সত্যি অসাধারন ++++++ 
 
০৯ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৩
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী। 
ভালো লাগা জানবেন। 
৮| 
০৯ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৫৭
অদৃশ্য বলেছেন: 
দারুন হয়েছে লিখাটি... চমৎকার মুক্তগদ্য
সেই ভালো...  একজন নষ্টভোগীর ভোগ্য না হয়ে একটি অচেনা সুন্দরের জন্য অনন্তকাল অপেক্ষা করা ভালো...
তবে সেটার জন্য আত্মাকে নিয়ন্ত্রন করতে হবে, তবেই সম্ভব...
মুক্তগদ্য পেলাম... কবিতা তাহলে দিলেনই না... ঠিক আছে অপেক্ষা করছি...
শুভকামনা...
 
 
০৯ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৭
টুম্পা মনি বলেছেন: তবে সেটার জন্য আত্মাকে নিয়ন্ত্রন করতে হবে, তবেই সম্ভব... 
হাহা তাই না! 
মুক্তগদ্য পেলাম... কবিতা তাহলে দিলেনই না... ঠিক আছে অপেক্ষা করছি...
প্রিয় অদৃশ্য এটা কিন্তু গদ্য কম পদ্য বেশি। শুধু সাজানোর ফরমেট ভিন্ন। পদ্যের আকারে সাজালে হয়ত সামুর সব থেকে বড় কবিতার রেকর্ড ভঙ্গ করতে পারতো। তাই এভাবে দিয়েছি। 
এই যে আমার ব্লগ বাড়ি এলেন, কষ্ট করে লেখা পড়লেন এটাই অনেক আনন্দের এবং আন্তরিকতার।  
  
 
৯| 
০৯ ই জুলাই, ২০১৩  সকাল ১০:১৫
রোহান খান বলেছেন: আমার তো দাত ভেঙে যাবার উপক্রম, পড়ার সময় বার বার মনে হচ্ছিল " আমি ফাইসা গেছি, ফাইসা গেসি মাইনকার চিপায় - নিজেকে ক্লাশ ১ এ ছাত্র আর আপনাকে 'সুমাইয়া' ম্যাডাম ম্যাডাম লাগছিল। বাচাও -
 
০৯ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৮
টুম্পা মনি বলেছেন: হাহা সুমাইয়া বরতুল্লাহর কথা বলছেন তো? সে হলে তো বিলাই অথবা ভুতের কাহিনী লিখত।
যা হোক শুভেচ্ছা জানবেন। 
১০| 
০৯ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৮
শ্রাবণধারা বলেছেন: খুবই বাস্তব। তবে কি দেবতাদের মত দেবীদেরও একালে খুব আকাল। তবে প্রতারিত হওয়া দেবীদের একটা গুন আছে, তাদের কেউ কেউ (সংখাটা খুব সীমিত অবশ্যই) "তার চেয়ে বরং আত্মত্যাগী মাটির বুক আকড়ে পড়ে রবো ঘাস ফুলের মত" এই ভাবটা নিয়ে অনেকদিন জীবন কাটিয়ে দিলেও দিতে পারে, কিন্তু দেবতাদের ঠিক এতটা ভাববাদী হতে আমি অবশ্য দেখিনি..............।
 
০৯ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৩০
টুম্পা মনি বলেছেন: হাহাহা  
  
  
  
  
তাই বুঝি! 
এ জন্যই বোধয় এখন আর রোমিও জুলিয়েটরা জন্ম নেয় না।
শুভেচ্ছা জানবেন। 
১১| 
০৯ ই জুলাই, ২০১৩  দুপুর ২:১৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার লিখেছেন।
 
০৯ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৩১
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ বিগ হামা,
 
  
  
শুভদুপুর। 
১২| 
০৯ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: অসাধারণ!
 
০৯ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৩৪
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। 
আপনিও অনেক ভালো লিখেন। সে দিন আপনার লেখা পড়ে খুবই মুগ্ধ হয়েছি। 
সুন্দর থাকুন সব সময়। 
১৩| 
০৯ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:০৭
সপ্নাতুর আহসান বলেছেন: শব্দচয়ন চমৎকার। মাঝেমাঝে অধমের জন্য সামান্য দুর্বোধ্য।
ভাল লেগেছে।  
 
০৯ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:২৬
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ সপ্নাতুর আহসান। আপনার নামটি খুব সুন্দর। 
ভালো থাকবেন। 
১৪| 
১০ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৫৩
অদৃশ্য বলেছেন: 
ইশ্, আমারই ভুল হয়ে গ্যাছে... এটা কি মুক্তগদ্য দিলেন নাকি কবিতা, প্রশ্নটা এমন হলেই বুঝি ভালো হতো... 
হ্যাঁ, ঠিকি আছে... আপনার এই লিখার ফ্লো টাই বলতে চাইছে এটা একটি কবিতা... আপনার ফরমেটের কারনেই আমার এটাকে মুক্তগদ্য মনে হয়েছিলো... যা হোক ভুলটা আমার
আর সামুতে এর চেয়েও অনেক বড় কবতা আছে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই...
যাই হোক না কেন, লিখাটি সুন্দর হয়েছে... খুবই সুন্দর
তাহলে এখন কি গল্পের জন্য অপেক্ষা করবো নাকি আরেকটি... হয়ে যাবে...
শুভকামনা...
 
১০ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৮
টুম্পা মনি বলেছেন: আর সামুতে এর চেয়েও অনেক বড় কবতা আছে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই... 
হাহাহা তাই নাকি! পাঠক যদি ধৈর্য হারায় পড়তে গিয়ে সেই ভয়ে এভাবে দিয়েছি। 
তাহলে এখন কি গল্পের জন্য অপেক্ষা করবো নাকি আরেকটি... হয়ে যাবে...
হুম একটা গল্পের আইডিয়া মাথায় আছে। সময় পেলে লিখে ফেলবো। 
আপনার মত পাঠকের জন্যই হয়ত লেখকেরা লেখার উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যায়।
অনেক ধন্যবাদ অদৃশ্য। 
১৫| 
১০ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৭
শহুরে আগন্তুক বলেছেন: কঠিন  
 
 
১০ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪০
টুম্পা মনি বলেছেন: মন খ্রাপ কচ্ছেন কেনু?  
  
  
 
শুভেচ্ছা জানবেন। 
১৬| 
১০ ই জুলাই, ২০১৩  রাত ৯:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা লাগছে।
 
১১ ই জুলাই, ২০১৩  ভোর ৪:১০
টুম্পা মনি বলেছেন: থেংকিউ  
  
  
  
 
১৭| 
২১ শে জুলাই, ২০১৩  ভোর ৪:০৬
 আমিনুর রহমান বলেছেন: 
চমৎকার লিখেছেন। মুগ্ধপাঠ +++
 
২১ শে জুলাই, ২০১৩  ভোর ৪:০৮
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন।  
  
  
 
১৮| 
০৭ ই অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: তার চেয়ে ভালো উপোষী অনাহারী হবো কারো প্রতিক্ষায়! পার করে যাব শহস্রঅবধি একের পর এক তিতিক্ষিত রাত! অপেক্ষা তো ফুরায় না ।
 
০৮ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:১৫
টুম্পা মনি বলেছেন: হাহাহাহা একদিন দেখবেন ঠিকই ফুরিয়ে যাবে! একদিন প্রতীক্ষিত প্রহরের দেখা নিশ্চয় পাওয়া যাবে। 
শুভকামনা। 
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩  রাত ৯:৪৩
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।