নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যাযাবর। নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনে নিজেকে দেখে বুঝি এখনো আছে আমার অস্তিত্ব।

বলার নেই কিছু।

টুম্পা মনি

আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।

টুম্পা মনি › বিস্তারিত পোস্টঃ

যতটুকু তুমি নিঃস্ব কর!

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৯



কিষাণীর মনের কঠিন মৃত্তিকায় ভালোবাসার চাষাবাদ করতো এক কিষাণ!

ফুলে ফলে কিষাণীর কিশোরী অধরের হালকা জমিন নুয়ে পড়েছিল

অমরাবতী প্রেমের উষ্ণ ভালোবাসার উত্তাপে!

তাই কিষাণের বাঁশরী বাঁশির আনন্দলহরীতে মগ্ন হয়ে

ঘরে ছেড়ে হন্য হয়েছিল সেই চঞ্চলা হরিণী,

নগ্ন অন্ধকারের মগ্ন ভালোবাসায় লুটিয়ে পড়তে উদ্ভ্রান্তের মত

সমাজের রক্ত চক্ষুকে হেলায় দূরে ঠেলে

জগত সংসার ভুলে কপালেতে এঁকেছিল ভালোবাসার লালটিপ।



অবশেষে বেলা পরে এলে জোয়ান কিষাণ দুর্গম পর্বত চাষাবাদের অভিলাষে

কিষাণীকে ছেড়ে অন্য কোন বলগা হরিণীর বশ্যতায় যায় ছুটে!

আর কিষাণী পড়ে রয় সর্বস্বান্ত প্রতীক্ষার যাঁতাকলে

অনুযোগের অনুতাপে একটু একটু করে ক্ষয়িষ্ণু হয়ে মৃত্তিকায় মিশে যেতে!



শ্রাবণের জলে ধুয়ে যায় কিষাণীর লালটিপ,

তবু কিষাণ ফিরে আসে না!

অন্তরীক্ষে গোধূলির পথ ধরে উড়ে আসে অতিথি বিহঙ্গরা অবশেষে!

শুধু কিষাণ ফেরে না!

ফিরে আসে রাতের অতন্দ্রপ্রহরীর টিমটিম জ্বলা জোনাকি,

জোছনার পরে আসে গ্রহণ লাগা চাঁদের অবসাদ!

কিষাণীর ডাগর চোখের কোমল চামড়ায় দুশ্চিন্তার মোটা কালিও ফিরে আসে

তবু কিষাণ ফেরে না!

ফিরে আসে কিষাণীর দুঃস্বপ্নের পথ ধরে অঙ্কুরিত বীজে নতুন শিশু!

কি জানি এক মরণ ব্যাধিও ফিরে আসে কিষাণীর শীর্ণ তনুতে,

শুধু এক কিষাণ ছাড়া!

মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৬

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত।

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২

টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ একজন আরমান :) :)

২| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৭

খেয়া ঘাট বলেছেন: গভীর মমত্ব আর দুঃখবোধ। ভালো লাগলো।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট :D :D

৩| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার লিখা, একেবারে হৃদয় ছোয়া কষ্ট কাব্য +++++

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য।

৪| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৩

মাহবু১৫৪ বলেছেন: পুরা চরম!!!

++++++++++++

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা রইল। :D

৫| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২১

অদৃশ্য বলেছেন:





এক পাগলপারা প্রেমের কাহিনী সৃষ্টির জন্য যৌবন খুব দাপাদাপি করে... অধিকাংশ ক্ষেত্রেই কিছুটা সময়ের জন্য তা স্বার্থকও হয়... তবে অনেক ক্ষেত্রেই সেটা ওয়াদা রক্ষা করতে পারেনা, প্রতারিত হয় বা প্রতারনা করে... এমন দৃশ্যই সম্ভবত বাস্তব... কারন মানুষ লোভী, সেই সৃষ্টির শুরু থেকেই...

সাতসকালে আপনার এমন কবিতা মনটাকে খুব ভারাক্রান্ত করে দিলো... কোন এক কিষাণীর সুখ হারানো জীবনের ব্যথাতুর সময়ে পূনরায় সুখ ফিরে দেবার আকাঙ্খা জাগিয়ে গেলো...

কবিতায় অনন্য সুন্দর দৃশ্য... প্রেমসুখ...কষ্ট, ব্যথা... স্বপ্নসুখ... অনন্ত প্রতীক্ষা...দূর্দান্ত কবিতা

লিখালিখি চলুক...
শুভকামনা...

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

টুম্পা মনি বলেছেন: এমন উৎসাহ পথ চলায় পাথেয় হবে।

অনেক ধন্যবাদ অদৃশ্য সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য।

৬| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

হাসান মাহবুব বলেছেন: কবিতার মাঝে গল্পও আছে। বেশ ভালো লাগলো।

সংশোধনী-

আন্দলহরীতে-আনন্দ
উদ্ভান্তের-উদ্ভ্রান্তের
আন্তরীক্ষে-অন্তরীক্ষে
ফিরে না- ফেরে না

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭

টুম্পা মনি বলেছেন: বাংলা বানান অনেক কটিন :(

কই রসসিকার ,কই ী কার হবে মনে থাকে না। :!> :#>

এডিট করে দিয়েসি।

থ্যাঙ্কিউ

৭| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর কবিতা টুম্পামনি!

অনেক ভাল লাগা রইল!


তবু কিষান ফেরেনা

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ ।

ভালো থাকবেন। :D :D

৮| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

মামুন রশিদ বলেছেন: অনেক ভালো লাগলো :)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২

টুম্পা মনি বলেছেন: অনেক থ্যাঙ্কস

:D :D

৯| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কিষানীর ব্যাথা যেন চোখে ভাসছে, চমৎকার লিখেছেন!
অফ টপিক : ক্যাচাল থেমে গেছে, সেই গল্প টা পোষ্ট করবেন না আর? করলে আমি প্রিয়তে নিতাম!

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

টুম্পা মনি বলেছেন: অনেক থ্যাঙ্কস।

সেই গল্প টা পোষ্ট খুব তাড়াতাড়িই করব স্বপ্নবাজ অভি। জাস্ট ব্লগ ঠিক হওয়ার অপেক্ষায় ছিলাম।

১০| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

পেন্সিল চোর বলেছেন: এইবারও গেল মাথার উপর দিয়া টুম্পা মনি #:-S B:-) :|| /:) :| ।একটু ছোট করে বলবেন কি ,কি লিখেছেন?

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২১

টুম্পা মনি বলেছেন: লিখেছি পেন্সিল চোর খুব পচা। সে খালি আমাকে ভেঙায়। /:)

১১| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

বোকামন বলেছেন:

তবু কিষাণ ফিরে আসে না!

কবিতায় টিমটিম জ্বলা জোনাকির আলোয় কিষাণ পথ খুঁজে পাক।

ভীষণ সুন্দর একটি কবিতা, তৃপ্তপাঠ। খুব ভালো লাগলো।।
শুভকামনা রইলো, ভালো থাকুন।।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা রইল বোকামন।

ভালো থাকুন।

১২| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

রোহান খান বলেছেন: আপনি আমার নামটা বান্দর ভাইয়া দিয়ে ভুল করেছেন। এই নামটার যোগ্য আসলে অন্য আরেকজন। (মুখ খুলবেন না কিন্তু) ।

নাম : 'যতটুকু তুমি নিঃস্ব কর!'

এটা ভাল লেগেছে তবে লেখাটা পড়ে বার বার মনে হল নামটা

'নির্বাসিত প্রিয়জন'

হলে আরো ভাল lagTOলাগতো।

নিচের লাইন দুটির মর্মার্থ বুজতে সময় কমই লেগেছিল কিন্তু শেষ হয়েও যেন শেষ হলনা।
শিশুটির কি হল শেষে প্রশ্নটা এসে গলাতে বিধে।

{'ফিরে আসে কিষাণীর দুঃস্বপ্নের পথ ধরে অঙ্কুরিত বীজে নতুন শিশু!
কি জানি এক মরণ ব্যাধিও ফিরে আসে কিষাণীর শীর্ণ তনুতে'}

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৬

টুম্পা মনি বলেছেন: আপনি আমার নামটা বান্দর ভাইয়া দিয়ে ভুল করেছেন। এই নামটার যোগ্য আসলে অন্য আরেকজন। (মুখ খুলবেন না কিন্তু) ।
=p~ =p~

কিষাণ আসলে বড় বান্দর :-B :-B

শিশুটির কি হল শেষে প্রশ্নটা এসে গলাতে বিধে।

এর উত্তর আমি নিজেও জানি না।

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো লাগল বেশ +++

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৭

টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা রইল কান্ডারী অথর্ব ।

১৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

টুম্পা মনি বলেছেন: থ্যাঙ্কস :D :D

১৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

আরজু পনি বলেছেন:

টুম্পামনি গল্প যেমন দারুণ লেখে কবিতায়ও কম যায় না দেখি ! :D

++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ আপি।

১৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালাই..........

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

টুম্পা মনি বলেছেন: থ্যাংকস।

১৭| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

দ্য েস্লভ বলেছেন: বাহ সুপার প্রতিভা।
গল্প কবিতা
আমি তো লিখি যা তা

দারুন কবিতা
পড়া হল সবি তা
কি হবে লিখে
ভাবি তা

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

টুম্পা মনি বলেছেন: জানি না আদৌ কিছু হইসে কিনা!

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৮| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বিষাদের বিবর্ণ বাতাস কেবল উড়ে টুম্পামনির কবিতা, গল্প জুড়ে কিন্তু কেন?

ভালো লাগা জানবেন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

টুম্পা মনি বলেছেন: বিকোয আই লাভ বিষাদ।

থ্যাংকস।

১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩

সমুদ্র কন্যা বলেছেন: কিষাণ-কিষাণীর প্রেমের গল্প ভাল লাগল।

শুভেচ্ছা টুম্পা।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি।

আপনার জন্যও শুভেচ্ছা।

২০| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।
আপনি ভালো লিখেন।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮

টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ এই আন্তরিকতার জন্য।

২১| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। বেশ ভালো লাগল লেখাটা।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা। ভালো থাকুন।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
কোন বলগা হরিণীর বশ্যতায় যায় ছুটে!
আর কিষাণী পড়ে রয় সর্বস্বান্ত প্রতীক্ষার যাঁতাকলে


খুব সুন্দর একটি লিখা।
ভালোলাগা রইলো। শুভকামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জোবায়েদ- অর রশিদ ভাইয়া,

সুন্দর থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.