| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
  
অতিন্দ্রিলা শুনতে পাচ্ছ কি?..... শকুনের ক্রদ্দ্ধ চিৎকার ছাপিয়ে রাতের বুক চিরে জোছনার মিহিন সমীরণে সুপ্ত নীলকন্ঠী পাখীর সু্রে নৈঃশব্দের গান? কেন তুমি এমন পাথর হচ্ছো অতিন্দ্রিলা! গলে পড়ো প্রেয়সী বরফের মত করে ধীরে ধীরে নৈঃশব্দের গাঁ বেয়ে কোলাহল নগরীর ঘাট বাঁধানো পাড়ে কষ্ট মেঘের কোল থেকে হঠাৎ হয়ে এক পশলা বৃষ্টি!  আর এভাবে জমাট বেধোনা সম্রাজ্ঞী! বয়ে যেতে দাও তোমার চিবুক বেয়ে গড়িয়ে পড়া চিকন রক্তের রেখাকে আমার হৃদপিন্ড ছেদ করে! ......আমাকেও কর রক্তাক্ত, তোমার মত করে! দু ফোটা জল দাও মায়াবতী! বড় রুক্ষ আজ এই দু চোখের তারা! অকম্পিত অক্ষিকোটরের সীমাহীন শুন্যতা তুমি চলে যাবার পরে! আমার দু চোখের সাগর আবার ফিরেও দাও প্রিয়তমা! আমি অঝোরে কেঁদে বলতে চাই কতটুকু নিঃস্ব করেছো তুমি! 
 
জানো অতিন্দ্রিলা..... তুমি যেই প্রিন্সের জন্য হৃদয়ের সবটুকু অকলুষ প্রেম ঢেলে নিঃস্ব হতে চাইতে সে তোমার জন্য শুন্য হতে চাই নি এতটুকু! ভোগের লোভনীয় খাদ্য করে তোমাকে তুলে নিয়েছিল তার প্রাইভেটকারের বদ্ধ নির্মম কারাগারে! তুমিও তো বড় জেদী প্রিয়তমা! মুক্ত বিহঙ্গ হবার স্বপ্নে এতই বিভোর যে পিশাচের লোভাতুর জিহ্বার অগ্রভাগে কামনার চুম্বন না এঁকে ছড়িয়ে দিয়েছো প্রত্যাখ্যানের বিষ! ভয়ংকর মৃত্যুকে আলিঙ্গন করেছ ভালোবাসার কামাতুর আলিঙ্গনকে অবজ্ঞায় ঘৃণায় পায়ে ঠেলে! কেঁড়ে নিয়ে এসেছো তুমি ভালোবাসাকে হিংস্র ধর্ষণের ছোবল থেকে! তারপর উচ্চমার্গে গেয়েছো অকপট শুভ্রতার জয়গান! 
 
কিন্তু প্রিয়তমা, বৃহৎ ভুলটি তুমি আগেই কষেছ একদম স্বেচ্ছায়! সীমাহীন নিস্পাপ আবেগকে তুমি ঢেলে দিয়েছো কুৎসিত বীভৎস হৃদয়হীনের পাত্রে! তোমার ভালোবাসার রাজপুত্রই তোমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে! করেছে শোভনীয়তার জঘন্যতম নির্মম উপহাস! আমার মত কোন মফিজ কিংবা আবুল করেনি! করেছে হ্যান্ডসাম বোখাটে সোসাইটির অতি মার্জিত দানব!
 
তোমাকে ভালোবাসতাম বলে তোমাদের সে কি টিপ্পনী, হাসি!...... ''কুজো মাস্টার, অতিন্দ্রিলার প্রেমে পড়েছে!''..... হাসতে হাসতে তোমরা গড়িয়ে পড়তে এঁকে অন্যের কাঁধে! আমি দেখেও না দেখার ভান করে ফরেনসিকের অনাবৃত মোলাটের শক্ত বইটির দিকে চেয়ে থাকতাম! হাজার হোক আমি টিচার, তুমি ছাত্রী! প্রতিশোধের অনাদ্যন্ত সুযোগের কাছে আমি নৈতিকতাকে হেরে যেতে দেই নি! কেমন করেই বা দিতাম বল! তোমার প্রিন্সের মত তো রাজপ্রাসাদে দুধের চামচ মুখে নিয়ে জন্মাই নি। মাটির সানকিতে বাসি পান্তায় একটু একটু করে গড়া এ দেহের প্রতিটা লোহিত রক্ত কণিকা! তাই তো ভালোবাসার সওদা করতে চেক বইয়ের পাতায় সাইন করিনি তোমার ভালোবাসার প্রিন্সের মত! তোমার মৃত্যুকে বেঁচে দেই নি মাংসাশী ভয়ানক মানব রুপী নরপশুগুলোর কাছে! 
 
জানো অতিন্দ্রিলা তোমার প্রিন্স তোমার মৃত্যু কিনতে এসেছিল লক্ষ লক্ষ টাকার বিনিময়ে! তোমার শবের পোষ্টমরটেম রিপোর্টের রায় চেয়ে ছিল ,''রোডট্রাফিক এক্সিডেন্ট!'' আমি জানি অতিন্দ্রিলা তাহলে তুমি তোমার হাহাকারগুলো নিয়ে চিরতরে ঐ নিষ্ঠুর চারচক্র যানের বদ্ধ কারাগারেই বন্দি হয়ে যেতে! বলো তাই কি হয় ? আমি কি করে তোমাকে বন্দি হতে দেব ঐ ভালোবাসাহীন মৃত্যু খোয়ারে?
 
জগত তোমার দেহের ক্ষত জগত দেখেছে, কিন্তু তোমার ভালোবেসে প্রতারিত হওয়ার ক্ষত জগত দেখেনি! আমি সেই ক্ষতগুলোকে অনাবৃত করে জগতকে দেখিয়ে দেব কত কষ্ট বুকে নিয়ে শক্ত কংক্রিটের উপর কপালের কাটা শিরা দিয়ে চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়া রক্তের অববাহিকায় বাঁচার আকুতি নিয়ে পাথরের কাছে শেষ করুণাটুকু ভিক্ষা চেয়ে অবশেষে তুমি হাল ছেড়ে দিয়েছ! আমি তোমার বুকের মাঝে আটকে পড়া কষ্টগুলোকে মুক্ত করে ফেলে দেব সমাজের ডাস্টবিনে! ঐ কন্ঠনালী ছিড়ে ফেলে দেব যে পাপাসক্ত হয়ে বলবে,''মেয়েটিও পাপী ছিল! নয়ত কেন সে ছেলেটির যানে উঠেছিল!''
তোমার জন্য আমি সবই পারব অতিন্দ্রিলা! শুধু পারব না তোমার শবের অনাবৃত দেহে অনাদৃতের ছুরি চালিয়ে তোমার সুন্দর অবয়বে আরো কিছু ক্ষত এঁকে দিতে! এমনিই তুমি জর্জরিত অতিন্দ্রিলা! 
 
অতিন্দ্রিলা জানো, জীবনের সব পুঁথিগত বিদ্যাকে আজ ব্যর্থ মনে হয়! ওরা যে তোমায় জাগিয়ে তুলতে পারে নি এই গভীর ঘুমের অন্ধকুপের অন্ত্যষ্টি থেকে!  তুমি কেবল গভীরেই গেলে! আরো আরো গভীরে! তারপর হঠাৎ নাঁড়ির সব স্পন্দন থামিয়ে দিয়ে দপ করে নিভে গেলে নিশি প্রদীপের মত! কেন এত অভিমান প্রিয়তমা! তুমি আবার জেগে ওঠো বহুকালের ঘুমিয়ে পড়া নক্ষত্রের মত করে! আবারো না হয় উপহাসের আঘাতে আহত করে দিবে আমার অন্তর আত্মা! তবুও তুমি জেগে ওঠো ! জেগে ওঠো এই রূপালী আলোর জোছনা ঝোরানো পূনি্মায়! জেগে ওঠো দীপ্তিময় আকাশে বাঁকানো চাঁদের মত করে! তবু তুমি জেগে ওঠো! 
 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৩২
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন। 
২| 
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৯
মোঃ ইসহাক খান বলেছেন: বিচিত্র চিন্তা। গল্প বলার আবেগময় ভঙ্গিটি ভাল।
 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৩৪
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইসহাক। 
শুভেচ্ছা জানবেন। 
৩| 
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার! মুক্তগদ্যের মত লাগছিলো প্রথমে। এখন এটাকে পত্রকাব্য নাকি গল্প বলব বুঝতে পারছি না! 
হৃদয়ের সবটুকু অকলুঘ প্রেম
শব্দটা ঠিক আছে? আগে শুনি নাই।
 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৩৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিগ হামা। 
এটা আসলে গল্প লেখার উদ্দেশ্যে লেখা। কি হয়েছে জানি না!  :#>  
আর ওটা আসলে অকলুষ হবে। বানান ভুল করেছি।  :!> 
৪| 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৩১
কয়েস সামী বলেছেন: শব্দের গাথুনি ভাল্লাগসে!
 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৪২
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কায়েস।
ভালো থাকুন সব সময়। 
৫| 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  চমৎকার!!!
+++++++ 
 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৪৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বর্ষণ! 
ঈদের শুভেচ্ছা। 
৬| 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১৬
মামুন রশিদ বলেছেন: দারুণ লেগেছে । আরেকটু বড় এবং বিস্তারিত হলে আরো ভাল লাগত ।
 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৪৭
টুম্পা মনি বলেছেন: বড় হলে যে আবার অনেকে পড়তে চান না!  
  
  
তাই হয়ত ছোট হয়ে গেছে।
ঈদের শুভেচ্ছা জানবেন। 
৭| 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১৯
লেখোয়াড় বলেছেন: 
শিরোণামটি মনে রাখার মতো, খুব খুব সুন্দর।
আর বলা কথাগুলোও হৃদয়ে দাগ কেটে গেল।
ভাল লাগা আর শুভকামনা
টুস্পামনি।
 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:১৪
টুম্পা মনি বলেছেন: আমাকে সব সময় গদ্য বা পদ্য লিখে শিরোনাম নিয়ে অনেক ভাবতে হয়। কারণ সঠিক নাম চায়ন খুব ডিফিকাল্ট কাজ বলে মনে হয়! তাই শিরোনাম ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল।
ঈদের শুভেচ্ছা লেখোয়াড়। 
৮| 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১০:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ''আমি সেই ক্ষতগুলোকে অনাবৃত করে জগতকে দেখিয়ে দেব কত কষ্ট বুকে নিয়ে শক্ত কংক্রিটের উপর কপালের কাটা শিরা দিয়ে চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়া রক্তের অববাহিকায় বাঁচার আকুতি নিয়ে পাথরের কাছে শেষ করুণাটুকু ভিক্ষা চেয়ে অবশেষে তুমি হাল ছেড়ে দিয়েছ!''
লাইনটা ভাল লাগল। শুভকামনা। 
 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:১৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ শঙ্কু সাহেব। 
আপনার জন্যও শুভকামনা। 
৯| 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১০:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শকুনের ক্রদ্দ্ধ চিৎকার ছাপিয়ে রাতের বুক চিরে জোছনার মিহিন সমীরণে সুপ্ত নীলকন্ঠী পাখীর সু্রে নৈঃশব্দের গান? উফ, এতো কঠিন কঠিন করে লেখেন কিভাবে? ও অভিমান বানানটা ভুল হয়েছে। ঠিক করে নিন। আচ্ছা নিশি বানানে কি চন্দ্রবিন্দু হয়? আমিতো এমন এর আগে দেখিনি? 
আসলে এইটা ঠিক কি লিখলেন? আমি আমার লেখায় ট্যাগ দিয়ে দেই। যেমন কবিতা, গল্প, ভ্রমন কাহিনী, মুভি রিভিউ আর এই সবের বাইরের গুলো হাবিজাবি। এমন একটা ট্যাগ থাকলে লেখকের দৃষ্টিভঙ্গি বোঝা যেত। আমার কিন্তু মনে হচ্ছে কবিতা। চমৎকার একটা কবিতা। এতো সুন্দর উপস্থাপনা! ভালো লাগলো। খুব ভালো লাগলো। 
ভালো থাকবেন। 
 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:২৭
টুম্পা মনি বলেছেন: আমি অনেক বানান ভুল করি।  :!> তাই আমার বানান দেখে কোনটা ঠিক,কোন টা বেঠিক তা নিয়ে কনফিউজড হবার দরকার নেই। ধরে নিবেন আপনি যেটা জানেন সেটাই ঠিক। 
  
  চন্দ্রবিন্দু বাদ দিয়ে দিয়েছি। 
আর এটা গল্প। আমার কাব্য ভালো লাগে। তাই হয়ত কাব্যিক ভাব বেশি। 
অসংখ্য শুভেচ্ছা আর শুভকামনা।
১০| 
১১ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৩
আরজু পনি  বলেছেন: 
সীমাহীন নিস্পাপ আবেগকে তুমি ঢেলে দিয়েছো কুৎসিত বীভৎস হৃদয়হীনের পাত্রে! তোমার ভালোবাসার রাজপুত্রই তোমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে!...সেই হৃদয়হীনকে  কষে মাইনাস  
 
সব মিলিয়ে অসাধারণ মুগ্ধতা টুম্পামনি ।
আমি কি এমনি এমনি আপনার লেখার প্রশংসা করি !
পাঠকই জানান দিবে ![]()
 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৪৪
টুম্পা মনি বলেছেন: এটা আমার শোনা ১টা সত্যি ঘটনার আলোকে লেখা। একটা ১৫-১৬ বছরের মেয়েকে তার বয় ফ্রেন্ড এবং তার বন্ধু গাড়িতে তুলে নিয়েছিল। পরে মেয়েটি যখন জানতে পারে ওদের নিয়ত খারাপ তখন মেয়েটি গাড়িতে থেকে ঝাঁপিয়ে পড়ে পাথরের সাথে মাথায় আঘাত পেয়ে অতিরক্ত রক্তক্ষরণে মারা যায়। এখন এটাকে রোড ট্রাফিক এক্সিডেন্ট রায় দিলে মেয়েটি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। কেননা সে স্বেচ্ছায় ঝাপিয়ে পড়ে নি। এটাকে পরোক্ষ খুন! 
যাই হোক আমার গল্পে ফরেন্সিক পোস্টমর্টেমের টিচারের মেয়েটিকে ভালোবাসা পুরাই কাল্পনিক। গল্পের প্রয়োজনে এমন টিচারের সৃষ্টি। 
  
''পাঠকই জানান দিবে '' 
আমি বিগ হামা আর অদৃশ্যকে নিয়ে ভয়ে ছিলাম। বিগ হামার যেহেতু ভালো লেগেছে, অদৃশ্যের আশা করি লাগবে। 
  
 
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপি এভাবে উৎসাহিত করার জন্য। 
১১| 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:০৭
দুঃস্বপ্০০৭ বলেছেন: খুব সুন্দর হয়েছে 
 ফিনিশিং চমৎকার লাগল । ++++
 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৪৫
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দুঃস্বপ্ন। সুন্দর সুন্দর স্বপ্নে আপনার জীবন ভরে উঠুক। ভালো থাকুন প্রতিনিয়ত।
১২| 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১:১৫
শাশ্বত স্বপন বলেছেন: আবেগ..........!!!!!!!!!!!!! বাজারে আপনার বই আছে নাকি?
 
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:৫৬
টুম্পা মনি বলেছেন: আসলে একক বই বের করার মত লেখিকা বা সময় কোনটিই হয়ে উঠে নি।
শুভেচ্ছা জানবেন। 
১৩| 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। খুব সুন্দর একটা লেখা! অনেক ভালো লাগল।
শিরোনাম ও প্রচ্ছদ অনেক ভালো হয়েছে। আসলে লেখাটার মাঝে একটা মুক্তগদ্য ভাব আছে।  একের ভিতর দুই পেয়েছি। 
 
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:৫৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা।
উৎসাহিত হলুম। 
১৪| 
১২ ই আগস্ট, ২০১৩  সকাল ৭:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গল্প নাকি কবিতা, নাকি মুক্ত গদ্য...
যা হোক, কাব্যিক প্রকাশে মুগ্ধ হলাম +
চমৎকার আবাহন, টুম্পামনি ![]()
 
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:৫৮
টুম্পা মনি বলেছেন: সতত শুভেচ্ছা রইল। 
ভালো থাকুন সব সময়।
১৫| 
১২ ই আগস্ট, ২০১৩  সকাল ৯:১৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
অতিন্দ্রিলা নামটা বেশ আনকমন
এছাড়া শব্দ চয়ন ও লেখনি মুগ্ধ করেছে। 
 
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:০০
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা কান্ডারী। 
অতিন্দ্রিলা নামটা আমার নিজের বানান নয়। কোন এক কবি আরো আগেই তার কবিতায় ইউজ করেছেন। কবির নামটা মনে পড়ছে না। 
১৬| 
১২ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:০৭
সোমহেপি বলেছেন: মাস্টর মশায়,প্রথম অংশটুকু টানলো অনেক।এখানে ব্যক্তিগত ব্যাপারটা না এনে প্রথম অংশটুকুর সাথে সাজুয্য রেখে চালিয়ে গেলেই অনবদ্য হত।
তারপরও বলি লেখায় আবেগ ঢেলে দিয়েছেন।ভালো লেগেছে।
 
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:০২
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা সোমহেপি। 
আসলে কাব্যের ঢঙে গল্পকে আনার ইচ্ছে ছিল। তাই ব্যক্তিগত কথাগুলো টিচারের মাধ্যমে এসেছে। 
১৭| 
১২ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৩০
এরিস বলেছেন: পত্রকাব্য নাকি গদ্যকাব্য বুঝতে পারিনি। তবে ভাবতে গেলে দু'দিক থেকেই লেখাটা সুন্দর। কিছুটা আত্মকথনের মতও লাগল। শব্দ নিয়ে খেলা চমৎকার লেগেছে। 
তোমার জন্য আমি সবই পারব অতিন্দ্রিলা! শুধু পারব না তোমার শবের অনাবৃত দেহে অনাদৃতের ছুরি চালিয়ে তোমার সুন্দর অবয়বে আরো কিছু ক্ষত এঁকে দিতে! এমনিই তুমি জর্জরিত অতিন্দ্রিলা!   
অতিন্দ্রিলার সব কষ্টকে নিজের মত করে অনুভব করার প্রয়াসটি আবেগময় ছিল। 
সব মিলিয়ে সুন্দর লেখা। মনে ছুঁয়েছে। 
ভাল লাগা টুম্পামণি। 
 
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:০৪
টুম্পা মনি বলেছেন: এরিস!!! কেমন আছেন আপনি? ঈদের শুভেচ্ছা জানবেন। 
অতিন্দ্রিলা নামক মেয়েটি সামাজিক নৈরাজ্যের শিকার হয়ে অকালে মারা গেছে! তাই হয়ত তাকে গভীরভাবে অনুভব করতে পেরেছি।
ভালো লাগা জানবেন। 
১৮| 
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:৩৯
একজন আরমান বলেছেন: 
সীমাহীন নিস্পাপ আবেগকে তুমি ঢেলে দিয়েছো কুৎসিত বীভৎস হৃদয়হীনের পাত্রে! 
লেখা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। 
 
 
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:০৬
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ একজন আরমান। 
ভালো লাগা জানবেন। 
১৯| 
১২ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:১৪
পেন্সিল চোর বলেছেন: আইচ্ছা টুম্পা মনি!!
অতিন্দ্রিলা মানে কি?
 
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:০৮
টুম্পা মনি বলেছেন: আইচ্ছা পেন্সিল চোর!!
মানে জানি না।  :!> 
২০| 
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:১১
শায়মা বলেছেন: এই লেখাটার নামটাই  মুগ্ধকর!!!
যেন এক কবিতা!
 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৩৪
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন। আচ্ছা। 
২১| 
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার এবং শক্তিশালী লেখনী! গল্প বলার. এই স্টাইল টা আমার খুব পছন্দের! 
তবে আমি কিঞ্ছিত মাইন্ড করছি, একটা গল্প লিখছিলাম ঈদের ছুটিতে ...গদ্যকবিতার মত করে এগিয়ে গেছে! কিন্তু শেষে টানতে পারছিনা তার আগেই আপনি পোষ্ট করে ফেললেন!
আর হ্যাঁ  প্লাসের সাইক্লোন হবে! 
 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৩৬
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অভি! 
আপনার লেখাটি পড়লাম! চমৎকার লিখেছেন! আর সাইক্লোনের জন্য ধন্যবাদ! 
শুভকামনা। 
২২| 
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:২৯
পেন্সিল চোর বলেছেন: কন না টুম্পা মনি !!!এরুম করেন কে ?? 
  
  
 
 
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৩৭
টুম্পা মনি বলেছেন: আপনি এরাম করেন কেনু?  
  
 
২৩| 
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১:০৪
পেন্সিল চোর বলেছেন: আসলে ঘটনা হচ্ছে আমার ফেসবুকে আমার খালাতো বনের একটা ফ্রেন্ড আছে যার নাম অতিন্দ্রিলা আরশিদ এখন এই শব্দটার অর্থ জানলে ওই মেয়েকে ইমপ্রেস টেলিফ্লিম করতে পারবো।এইবার বলেন প্লিজ
 
১৩ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:৪৬
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
আপনি তাকে জিজ্ঞাসা করে আমাকে জানান। ইমপ্রেস টেলিফিল্মের কাজ আগামে। কথা বলারও তো একটা টপিক্স লাগে নাকি!  
  
 
২৪| 
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ২:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: যেটার জন্য আক্ষেপ করে গিয়েছিলাম সেটা শেষ করতে পারিনি! একটা জায়গায় থেমে গেছে!
 
১৩ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:৪৮
টুম্পা মনি বলেছেন: শেষটা হয়ত আপনি এখনো জানেন না, তাই শেষ করতে পারেন নি। কিছু কিছু কাহিনী অসামাপিকাই না হয় থেকে যাক! মন্দ কি?
২৫| 
১৩ ই আগস্ট, ২০১৩  সকাল ১১:৫৭
অনাহূত বলেছেন: শুরুটা চমৎকার লেগেছে। আমি যে পরিবেশে বসে গল্পটা পড়েছি - পরিবেশ আর শুরুটা মিলে দারুণ জমে উঠেছিল। ভালো লিখেছেন। শেষ পর্যন্তও ভালো লাগার রেশ থেকে গেছে।
 
১৩ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:৫১
টুম্পা মনি বলেছেন: তাই! কোন পরিবেশে আপনি আছেন জানতে ইচ্ছে করছে! যাই হোক সুন্দর কাটুক ঈদের পরের মুহূর্তগুলো।
শুভকামনা। 
২৬| 
১৩ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:০৮
রোহান খান বলেছেন: প্রথমেই ধাক্কা দিলেন। আর আপনার গল্পের চরিত্র গুলোর নাম এত কঠিন হয় কেন? 
(পরা শুরু করার আগেই 'অতিন্দ্রীলা' নামটা পড়েই আজ কেন যেন মাথা বিগরে গেল - পড়ে নেই আবার আসবো।) 
 
১৩ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:৪৬
টুম্পা মনি বলেছেন: অতিন্দ্রিলা তো কত সোজা নাম। রোহান খানের মত সোজা।  
  
 
২৭| 
১৩ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:১২
রোহান খান বলেছেন: পড়লাম - মাথা বন বন করে ঘুড়ছে।
 
১৩ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:৫০
টুম্পা মনি বলেছেন: বলে কি!!!  :-&  :-&  
এত্ত সুজা গল্প তারপরেও!!! 
২৮| 
১৩ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:০২
সমুদ্র কন্যা বলেছেন: খুব ভাল লাগল টুম্পা। কাব্যময় সাবলীল সুন্দর ভাষায় চমৎকার প্রকাশ।
 
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩২
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সমুদ্র কন্যা। 
ভালো থাকুন,
সুন্দর থাকুন,
শুভকামনা। 
২৯| 
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা ভালো লাগলো।
এর আগে এ ব্লগে বা অন্য কোথাও কি এটা পোস্ট করা হয়েছিল? এ ছবিটাই ছিল সেই পোস্টে, যদ্দূর মনে পড়ে ![]()
তা না হয়ে থাকলে হয়তো ব্যাপারটা স্বপ্নে ঘটেছিল ![]()
লেখনি ভালো। তবে প্রাঞ্জল বা সাবলীল নয়। কিছু কিছু শব্দ যোজন ভালো লেগেছে। অনেক ক্ষেত্রে বাড়তি শব্দের উপদ্রব ছিল। এডিট এবং এডিটের প্রয়োজন, বানান ভুল চোখে পড়েছে।
জোছনার মিহিন সমীরণে সুপ্ত নীলকন্ঠী পাখী - এ কথাটার অর্থ কী? বিশেষ করে জোছনার মিহিন সমীরণ দ্বারা কী বোঝানো হয়েছে?
শুভ কামনা।
 
১৪ ই আগস্ট, ২০১৩  রাত ১২:২৮
টুম্পা মনি বলেছেন: জ্বী না। এটি এই ব্লগেই প্রথম প্রকাশ করা। 
  অবশ্য এখানে প্রকাশের আগে আমার ফেস বুকে দিয়েছিলাম। কিন্তু আমার ফেসবুকের কেউ ব্লগে নেই। তাই আপনাদের কারো এটা আগে পড়ার প্রশ্নই উঠে না। যদি কোথায় পড়েছেন মনে পড়ে তবে অবশ্যই লিঙ্ক শেয়ার করবেন। 
আর আমি প্রচুর বানান ভুল করি আগেই মেনে নিয়েছি। এ জন্য অনেক এডিট করেও কাজ হয় না। ভুল আনাচে কানাচে থেকেই যায়। বর্তমান কারিকুলাম আংরেজি আর ছুটকালে বাংলায় খ্রাপ ছাত্রী হওয়ার শাস্তি। :!>  
যাই হোক আপনি যেই লাইন বলেছেন তার মানে না বোঝার কিছু আছে বলে মনে হয় না। অবশ্য আমি পচা লেখিকা। আমার লেখা নাও বা বুঝতে পারেন। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।  
 
অসংখ্য শুভেচ্ছা আর শুভকামনা। 
৩০| 
১৪ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৩৫
আরুশা বলেছেন: শিরোণামটি মনে রাখার মতো, শেষটা খুব ভালোলাগল টুম্পা মনি ।
 
১৫ ই আগস্ট, ২০১৩  রাত ১:০৬
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি। 
ভালো থাকুন। 
কেমন। 
৩১| 
১৫ ই আগস্ট, ২০১৩  রাত ১:০৩
অদ্ভুত_আমি বলেছেন: ভালো লাগল ।
 
১৫ ই আগস্ট, ২০১৩  রাত ১:০৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অদ্ভুত_আমি।
সদা সুন্দর থাকুন। 
৩২| 
১৫ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:৩৭
রোহান খান বলেছেন: লেখা বুজতে না পারাটা লেখকের দোষ না....। 
(এই বার কমেন্টগুলো পরে ঘুম ঘুম লাগছে)
 
১৫ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৪৬
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
 
৩৩| 
১৬ ই আগস্ট, ২০১৩  রাত ৩:৪৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতা মনে করে পড়া শুরু করেছিলাম, পরে দেখলাম এটা কাব্যিক গদ্য। সুন্দর সুন্দর সুন্দর!
 
১৬ ই আগস্ট, ২০১৩  দুপুর ১২:০৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ তনিমা।
অনুপ্রেরণায় প্রানিত হলুম।
শুভকামনা। 
৩৪| 
১৬ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:০৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: 
অতিন্দ্রিলা নামটা মনে ধরেছে। লেখার আবেগটুকু ধরতে পারছিলাম +++++ 
 
১৬ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়। 
৩৫| 
১৭ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৪৯
শহুরে আগন্তুক বলেছেন: একটা কবিতার নাম পড়ে গেলো । অতন্দ্রিলা ঘুমাও নি জানি ..... নামটাই মনে আছে কেবল  
 
 
১৭ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:৫২
টুম্পা মনি বলেছেন: কবিতা মনে নাই!!  
  
  
আমার মনে নাই। শুধু মনে আছে আমিও কোন একটা কবিতায় এই নাম পড়েছিলাম।
  
 
শুভেচ্ছা রইল। 
৩৬| 
১৭ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:১৩
শহুরে আগন্তুক বলেছেন: "অতন্দ্রিলা
ঘুমাও নি জানি
তাই চুপি-চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোন,
সৌর তারা-ছাওয়া এই বিছানায়-সূক্ষ্মজাল রাত্রির মশারি
কত দীর্ঘ দু-জনার গেলো সারাদিন,
আলাদা নিঃশ্বাসে-
এতক্ষণে ছায়া-ছায়া পাশে ছুঁই
কী আশ্চর্য দু-জনে,দু'জনা
অতন্দ্রিলা,
হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না।
দেখি তুমি নেই।
- রাত্রি ..... অমিয় চক্রবর্তী ।
 
১৭ ই আগস্ট, ২০১৩  রাত ৮:০৭
টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!! দারুণ!!!! অসংখ্য ধন্যবাদ এই অসাম কবিতাটি মনে করিয়ে দেবার জন্য।
৩৭| 
১৮ ই আগস্ট, ২০১৩  সকাল ৮:৪১
অদৃশ্য বলেছেন: 
ঈদের পর আবার দেখা হয়ে গেলো... আশাকরছি সুন্দর সময় পার করেছেন...
লিখাটি আমার কাছে চমৎকার লেগেছে... তবে শুরু আর শেষটা সবথেকে ভালো ছিলো... শুরু আর শেষের ভেতরে দারুন কিছু ঢেউ ছিলো যা লিখাটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেলো...
সামনে আরও সুন্দর লেখার অপেক্ষায় থাকলাম...
টুম্পামনির জন্য
শুভকামনা...
 
১৮ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৫০
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় অদৃশ্য এই আন্তরিকতার জন্য। 
দোয়া করবেন আমি যেন পাঠকদের প্রত্যাশা পূরণ করতে পারি। 
অজস্র শুভকামনা আপনার জন্য। 
৩৮| 
০৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:১৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: উপমাগুলো সুন্দর । শিরনামটাও । ভালো লাগা ।
 
০৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আদনান, 
এই লেখাটা লিখে আমি নিজেও তৃপ্তি পেয়েছি। তাই আপনার ভালো লাগা আমারও ভালো লাগল। 
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুণ!
 
ভাল্লাগছে