| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
বলো কত টুকু তুমি অস্তিত্বে নিয়েছিলে ঠাই 
আমি নিড়ে ফিরে এসে আমার আমিকে পেয়েছি অস্তিত্বহীন শুন্য!
বুকের আরক্ত ভূমির নিঃস্ব নগরীর নিস্তব্ধ শ্মশানের দেয়াল লিখনে সীমাহীন জিজ্ঞাসা,
কেন এমন করে দয়িত প্রহর বিষাদে ঢেকে যায়?
কেন শান্ত স্নিগ্ধ চোখের নদীতে সাঁতরে চলে হিংস্র বিষাক্ত কালনাগ?
উই পোকাদের কুঁড়ে কুঁড়ে নিংড়ে খাওয়া শিল্পে আঁকা জগতের বৃহৎ অশিল্প!
কি জানি এক অশ্রাব্য প্রশ্ন কেউটের মত দলা পেকে ফণায় তোলে আর্তনাদের বিষ!
উত্তরও জানি আছে ছলনার খুব গভীরে
লজ্জাবতির মত কুঁকড়ে যাওয়া ত্রাসিত দুর্বাচ্য 
কোন গল্পের নিঃশেষিত হৃদয়ের পরাজয়ে! 
আছে ভালোবাসার ভ্রান্ত উপাখ্যান,
অসীম সরলতার বুকে কোন হৃদয়হীনের অদৃষ্ট প্রহার!
তারপর এগিয়ে গেছে সভ্যতা!
তির তির করে কাঁপা চোখের তারায় নতুন সূর্যের আহ্বান!
একটু একটু করে অর্বাচীন হয়ে দন্ডায়মান সবুজ মিনারের মুমূর্ষু দুর্ভিক্ষের কাক
ডাস্টবিনের দুর্গন্ধে হয়েছে তীক্ষ্ণ শিকারি!
শুঁয়োপোকার গুটিকা ভেঙে নীলাকাশে ডানা মেলে ইন্দ্রধনুর সঙ প্রজাপতি,
গোলাপের লালিমা ছাড়িয়ে টবের নিংড়ানো ছাঁচে অর্কিডের নীলাভ সন্ধ্যা!
শুধু থাকি প্রাচীন আমি! নস্টালজিক ভাবনারা প্রেতাত্মার মত তাড়িয়ে নিয়ে দাঁড় করায় 
সেই সান্ধ্য নদীর পাড়ে, যেখানে শুকতারার স্তমিত হাসিতে চাঁদের লুটোপুটি! 
তারপর হঠাৎ গ্রহণ! 
কালো অপচ্ছায়ার পাড় ঘেঁসে একটু একটু করে দূরে সরে যাও তুমি!
অনেক দূরে! আমি হাত বাড়িয়েও ছুঁতে পারি না!
তারপর কপালের বিন্দু বিন্দু ঘামে জমা প্রাণপণ প্রচেষ্টা 
শুধু একবার তোমায় ভুলে কলহান্তরিতার কড়চাকে বিসর্জন দেবো
নষ্ট ভালোবাসার দীর্ঘশ্বাসের অতীতের আস্তাকুড়ে!
মুক্ত ভাবনায় জলদ হয়ে দূর আকাশে পাড়ি জমাবে চোখের জলীয় বাষ্পীভূত হাহাকার! 
আদিম থেকে আমি অর্বাচীন হবো
বাবুই পাখির ঠোটে গড়া নিখুঁত শান্ত তিলোত্তমার নীড় বোনার বাসনায়!
কিন্তু হঠাৎ ধূলির ঝড়ের মত আসো তুমি 
তন্দ্রালু আঁখি মেলো আমার আমিত্ব জুড়ে
তছনছ কর স্বপ্নগুলোকে দুঃস্বপ্নের পসরা সাজিয়ে
আমার অস্তিত্ব জুড়ে নিভৃতে করে যাও অহর্নিশ অবলীলায় বসবাস!
 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৪
টুম্পা মনি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ পদাবলী।
২| 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১০:৪০
সানড্যান্স বলেছেন: কঠিন লাগছে!
 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৫
টুম্পা মনি বলেছেন: তাই নাকি!
শুভেচ্ছা জানুন। 
৩| 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: ভাললাগা ।
 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৬
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ মামুন ভাইয়া।
৪| 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১০:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: তারপর এগিয়ে গেছে সভ্যতা!
তির তির করে কাঁপা চোখের তারায় নতুন সূর্যের আহ্বান!
একটু একটু করে অর্বাচীন হয়ে দন্ডায়মান সবুজ মিনারের মুমূর্ষু দুর্ভিক্ষের কাক
ডাস্টবিনের দুর্গন্ধে হয়েছে তীক্ষ্ণ শিকারি!  
দুর্দান্ত ! আরো কয়েকবার পড়তে হবে ! 
 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৮
টুম্পা মনি বলেছেন: থ্যাংকিউ অভি  
  
 
৫| 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৫
খেয়া ঘাট বলেছেন: যদিও লাইক বাটন কাজ করছেনা, 
তারপরও 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৯
টুম্পা মনি বলেছেন: মৌখিক লাইকের জন্য অসংখ্য ধন্যবাদ, ব্লগের লাইক বাটন তো আর কাজ করে না।  
  
  
  
 
৬| 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১১:২১
কয়েস সামী বলেছেন: ভাল লাগা রইল!
 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ১১:৩৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কায়েস ভাইয়া।
৭| 
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১১:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
ভালো লাগলো।। 
 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ১১:৩৪
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা দুর্জয়।
৮| 
২৭ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:২৬
অদৃশ্য বলেছেন: 
...খুব সুন্দর...
আহা ভাবনা, আমাকেও নিয়ে যাও সেই সেই সান্ধ্য নদীর পাড়ে, যেখানে শুকতারার স্তমিত হাসিতে জোছনারা লুটোপুটি খায়...
অর্কিডের নীলাভ সন্ধ্যা দএখবার খুব সাধ হলো...
শুভকামনা...
 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ১১:৩৮
টুম্পা মনি বলেছেন: অর্কিডদের সন্ধ্যা তো নীলাভই হয়। শুধু গুলাব রা হারিয়ে যায়!  :-& 
শুভেচ্ছা অদৃশ্য 
৯| 
২৭ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:২৬
অনির্বাণ প্রহর বলেছেন: ''বলো কত টুকু তুমি অস্তিত্বে নিয়েছিলে ঠাই
আমি নিড়ে ফিরে এসে আমার আমিকে পেয়েছি অস্তিত্বহীন শুন্য!
বুকের আরক্ত ভূমির নিঃস্ব নগরীর নিস্তব্ধ শ্মশানের দেয়াল লিখনে সীমাহীন জিজ্ঞাসা,
কেন এমন করে দয়িত প্রহর বিষাদে ঢেকে যায়?''
এই জিজ্ঞাসা কাকে? 
নিজেকে নাকি ঈশ্বরের নাকের কাছে এক মুঠো বিষাদ ছুঁড়ে দিয়ে আত্ম অনিদ্রা গুলোর কামনায় এই ভেঙ্গে যাওয়া। 
আসলে তুমি ছিলে জানিনা কোথায়!
তুমি আছ আমার রন্ধ্রে রন্ধ্রে, আমার রোমকূপে
তুমি থাকনা, তুমি আসনা, তুমি নেই!
তবুও তোমার ইবাদত করে যাই 
তবুও চিৎকার করি লা শরীক
তুমিই একমাত্র প্রেয়সী আমার। 
''তন্দ্রালু আঁখি মেলো আমার আমিত্ব জুড়ে
তছনছ কর স্বপ্নগুলোকে দুঃস্বপ্নের পসরা সাজিয়ে
আমার অস্তিত্ব জুড়ে নিভৃতে করে যাও অহর্নিশ অবলীলায় বসবাস!''
++++++++++ সব মিলিয়ে সুন্দর প্রচেষ্টা, তবে কিছু টাইপো আছে আশা করি ঠিক করে নেবেন। 
 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ১১:৪৫
টুম্পা মনি বলেছেন: আসলে তুমি ছিলে জানিনা কোথায়!
তুমি আছ আমার রন্ধ্রে রন্ধ্রে, আমার রোমকূপে
তুমি থাকনা, তুমি আসনা, তুমি নেই!
তবুও তোমার ইবাদত করে যাই 
তবুও চিৎকার করি লা শরীক
তুমিই একমাত্র প্রেয়সী আমার। 
অনেক ভালো লাগল। অসংখ্য শুভেচ্ছা।
বানান ভুলগুলো ঠিক করতে চেষ্টা করেছি।  :!> 
১০| 
২৭ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: আদিম থেকে আমি অর্বাচীন হবো
বাবুই পাখির ঠোটে গড়া নিখুঁত শান্ত তিলোত্তমার নীড় বোনার বাসনায়! 
চমৎকার! ভাল লাগা রইলো টুম্পা মনি! 
 
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১২:০৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ৎঁৎঁৎঁ 
সদা সুন্দর থাকুন। 
১১| 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ৮:৫৫
সায়েম মুন বলেছেন: চমৎকার লিখেছেন। দীর্ঘ কবিতায় অনেক ভাললাগা।
 
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১২:১০
টুম্পা মনি বলেছেন: সুন্দর থাকুন সায়েম মুন।
অসংখ্য শুভেচ্ছা। 
১২| 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: লজ্জাপতির>নাকি লজ্জাবতি। সুন্দর কবিতা ভাল লাগলো অনেক।
 
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১২:১২
টুম্পা মনি বলেছেন: আপনিই জয়ী হয়েছেন। বতি হবে।  :!>  
শুভেচ্ছা রইল। 
১৩| 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ৯:২২
মাসুম আহমদ ১৪ বলেছেন: চোখের নদীতে সাঁতরে চলাটা বেশ লাগলো
 
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১২:১৩
টুম্পা মনি বলেছেন: হুম সাপ সাঁতরে চলেছে!  
  
শুভেচ্ছা রইল। 
১৪| 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ৯:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে কবিতা। কিন্তু কবিতার কিছু মূল শব্দের ভুল ঠিক করে দিলে আরও ভালো লাগবে-
কিউটের মত দলা পেকে ফণায় তোলে 
গোলাপের লালিমা ছাড়িয়ে টোবের নিংড়ানো ছাঁচে
যেখানে শুকতারার স্তমিত হাসিতে
আর, কলহান্তরিতা শব্দটার মানে কি, কবি?  
 
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১২:১৭
টুম্পা মনি বলেছেন: না হয় কয়েকটা বানান ভুল করেইছি। তাই বলে ইরাম কালো কালো মোটা করে দিবেন!  :!>  :!>  :#>  :#>  :#>  
শব্দটার মানে http://www.ebangladictionary.com/9574 
শুভেচ্ছা শঙ্কু ভাইয়া। 
১৫| 
২৭ শে আগস্ট, ২০১৩  রাত ৯:৫১
সোমহেপি বলেছেন: শব্দের চাষাবাদ ভালই হয়েছে।
 
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১২:১৮
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন সোমহেপি। 
সব সময় হেপি থাকুন। 
১৬| 
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১:২৭
রোমেন রুমি বলেছেন: 
সুন্দর !
তারপর এগিয়ে গেছে সভ্যতা!
তির তির করে কাঁপা চোখের তারায় নতুন সূর্যের আহ্বান!
একটু একটু করে অর্বাচীন হয়ে দন্ডায়মান সবুজ মিনারের মুমূর্ষু দুর্ভিক্ষের কাক 
এই লাইনগুলো বেশ লাগল । 
 
২৮ শে আগস্ট, ২০১৩  রাত ১:৫৯
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ রুমি। 
সুন্দর থাকুন। 
১৭| 
২৮ শে আগস্ট, ২০১৩  সকাল ১১:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কঠিন শব্দের কাব্যিক গাঁথুনি । পিকটা অনেক্ষন ধরে দেখলাম । অসাম !
 
২৯ শে আগস্ট, ২০১৩  রাত ১১:২০
টুম্পা মনি বলেছেন: হু পিক সুন্দর! আপনার মন্তব্যও সুন্দর। 
শুভেচ্ছা। 
১৮| 
২৮ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:৫৩
ভিয়েনাস বলেছেন: কেন এমন করে দয়িত প্রহর বিষাদে ঢেকে যায়? ..... চমৎকার  হয়েছে...
ভালো লাগলো অনেক 
 
 
২৯ শে আগস্ট, ২০১৩  রাত ১১:২৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভিয়েনাস! 
সুন্দর থাকুন। 
১৯| 
৩০ শে আগস্ট, ২০১৩  বিকাল ৩:১২
রাহুল বলেছেন: আপনার লেখার হাত ভালো।শুভকামনা রইলো।
 
৩১ শে আগস্ট, ২০১৩  রাত ১২:২৪
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাহুল,
ভালো থাকবেন। 
২০| 
৩০ শে আগস্ট, ২০১৩  বিকাল ৫:১৮
পেন্সিল চোর বলেছেন: প্লাস দিলাম। না দিলে তো আবার মাইন্ড খাইবেন!!
ভালো নি টুম্পা মনি?
 
৩১ শে আগস্ট, ২০১৩  রাত ১২:২৫
টুম্পা মনি বলেছেন: হাছাই পিলাছ দিসেন তো? অনেকেরই কিন্তু পিলাস অপশন কাজ করতেসে না। 
আমি ভালা। আপ্নে কিরাম? বেশ কয়েকদিন পর ব্লগে দেখলাম? গেসিলেন কই? 
২১| 
৩০ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:২৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো টুম্পা। 
অনুসারিত ব্লগ কাজ করছে অবশেষে! প্রিয় লেখকদের লেখা এক পাতায় পাচ্ছি। আনন্দিত। 
 
৩১ শে আগস্ট, ২০১৩  রাত ১২:৩০
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা বিগ হামা,
 আমিও আনন্দিত। তবে পিলাস অপশন আর প্রিয় পোষ্ট অপশন ঠিক হলে আরো বেশি আনন্দিত হতাম। আর আমি মজিলা দিয়ে ব্লগ চালাতে পারি না। কারণ আমার মজিলাতে বাংলা ফ্রন্ট ঠিকমত দেখায় না। গুগল ক্রমে ফ্রন্ট ঠিক করার জন্য সেটিংস অপশন আছে। কিন্তু মজিলাতে খুইজা পাই না। তাই ব্লগের এই দুইটা ফেসিলিটি থেকে বঞ্চিত।  
  
  
২২| 
৩১ শে আগস্ট, ২০১৩  সকাল ৭:০০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ দারুন কবিতা...
 
৩১ শে আগস্ট, ২০১৩  দুপুর ১:২১
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানুন বন্ধু। 
আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো। 
২৩| 
৩১ শে আগস্ট, ২০১৩  দুপুর ১:৫১
সপ্নাতুর আহসান বলেছেন: লিখিত ''লাইক''
দয়িত মানে কি? 
 
৩১ শে আগস্ট, ২০১৩  দুপুর ২:১৪
টুম্পা মনি বলেছেন: হু লাইক বাটনের তো অসুখ করেছে। সারার নাম গন্ধও নিচ্ছে না।
''দয়িত'' মানে হল প্রিয়। 
অজস্র শুভকামনা। 
২৪| 
৩১ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:২৯
পেন্সিল চোর বলেছেন: হবায় মাত্র ইঞ্জিনিয়ারিং পরা শেষ করলাম। তাই একটু ঘুরতে গেসিলাম।আইচ্ছা,আপনের কি মনে হয় আমি আপনের পোস্টে পিলাচ দেই নাই!!! 
তিন নাম্বারটা আমি দিসিলাম 
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:১০
টুম্পা মনি বলেছেন: হাহাহা চোর থেকে দেখি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। অনেক অনেক অভিনন্দন।
২৫| 
৩১ শে আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৩০
তাসনুভা সাখাওয়াত বীথি  বলেছেন: খুব ভাল লাগলো টুম্পামনি । চমৎকার কবিতায় +++ 
 
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:১১
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিথি। ভালো থাকুন। কেমন।
২৬| 
৩১ শে আগস্ট, ২০১৩  রাত ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
++++ রইল 
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:১৬
টুম্পা মনি বলেছেন: হায়রে প্লাস! কবে যে এই অপশনটা ঠিক হবে! 
অজস্র শুভেচ্ছা কান্ডারী ভাইয়া। 
২৭| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:১৭
আরজু পনি  বলেছেন: ![]()
এমন করে লিখলে মনটা দুমড়ে মুচড়ে ভাঙতে থাকে টুম্পা !
এতো অদ্ভুত করে লিখেন কেমন করে ? !
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:১৮
টুম্পা মনি বলেছেন: আমি তো আপু পচা লিখি। তবুও আপনারা উৎসাহিত করেন। তার জন্য অজস্র কৃতজ্ঞতা।
২৮| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৩২
দি সুফি বলেছেন:  টুম্পা মনি আপনাকে প্রতিউত্তর করেছেন: কতটুকু আমি একজন নারী ব্লগার, কতটুকু একজন ব্লগার? 
ঐ পোষ্টতো দেখি গায়েব! কমেন্টের উত্তরতো আর জানা হল না!  
 
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৪০
টুম্পা মনি বলেছেন: আসলে ঐ পোষ্টটায় যদি কেউ কষ্ট পান তাই ড্রাফট করে নিয়েছি। মন্তব্যের জবাবে যা লিখেছিলাম তার সারমর্ম হল -'' পৃথিবীতে সবার চয়েজ কি একরকম হয়? আমাকে কেউ যদি পছন্দ করে আপনার পছন্দের মুভি কি? তবে হয়ত আমি উত্তর দেব-এ মোমেন্ট টু রিমেম্বার, এ ওয়াক টু রিমেম্বার, পি এস আই লাভ ইউ, নোট বুক এ জাতীয় মুভিগুলো নাম। কিন্তু আবার আমার বড় ভাইয়ের কাছে এ সব হল সব থেকে ফালতু মুভি। কারণ তার পছন্দ একশন ধর্মী মুভি। আসলে যার যার ব্যক্তিগত পছন্দ। পছন্দ আবার ছেলে-মেয়ে ভেদে ভিন্নও হতে পারে। আর এটা যেহেতু ব্লগ, এখানে কারো যদি কোন ব্যক্তি বিশেষের লেখা ভালো না লাগে, তিনি সমালোচনা করতে পারেন। তবে সমালোচনাটা হতে হবে লেখার , ব্যক্তিবিশেষের নয়। যখন ব্যক্তিবিশেষকে উদ্দেশ্য করে সমালোচনা করা হয় আর তা যদি হয় ভিত্তিহীন তবে তা কটাক্ষ মনে হয় এবং সেটা অশোভনীয়তা । তাই তিনি চাইলেই নির্দ্বিধায় তার লেখা এভয়েড করতে পারেন। ইট'স সিম্পল! কিন্তু আমাদের সমাজে এমনও লোক থাকতে পারে যারা সহজ ক্যাল্কুলেশন বোঝেন না। তাই জটিলতা দেখা দেয়। আমি জাস্ট সেটাই বলতে চেয়েছিলাম গতকাল।''
২৯| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন:  খুবই ভালো লেগেছে, আপনার লেখার হাতের তুলনা হয় না!
তবে,
 
কত টুকু = কতোটুকু / কতটুকু সম্ভবত সঠিক! 
আর ঠাই= ঠাঁই । 
ইচ্ছে করে করে থাকতে পারেন! ক্ষমা করবেন কিন্তু, আমি বানানে অসম্ভব রকমের কাঁচা। তবুও এদুইটা চোখে পড়ায় কমেন্টে জানালাম।
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইলো। 
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৪২
টুম্পা মনি বলেছেন: পথিক- আমার বানান কিন্তু প্রচুর ভুল হয়। আপনিই ঠিক বলেছেন। এডিট করতে হবে আবার!  :!>  :#>  
অজস্র শুভকামনা। 
৩০| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০৫
আরজু পনি  বলেছেন: 
অভিমানীর অভিমান কমলো ? ![]()
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৪৪
টুম্পা মনি বলেছেন: হাহাহা কমেছে কি, একেবারে নাই হয়ে গেছে।  
  
  
  
 
৩১| 
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৩৭
অদৃশ্য বলেছেন: 
সেই নীলাভ সন্ধার কথা জানলেও তা দেখা হয়ে উঠেনি... সে জন্যই আপনার লিখা পড়ে তা দেখবার স্বাধ হলো...
শুভকামনা...
 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:৫১
টুম্পা মনি বলেছেন: অদৃশ্য মশাই আমি আপনার এই মন্তব্যের জবাব দিয়েছিলাম, কিন্তু কি করে যেন অদৃশ্য হয়ে গেছে,
নীলাভ সন্ধ্যার শুভেচ্ছা রইল। 
৩২| 
০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ১১:০৪
শাহেদ খান বলেছেন: মিল্যা'র ওফেলিয়া'কে দেখেই পোস্টে ঢুকে পড়লাম ! শেক্সপিয়ারের সৃষ্টি 'ওফেলিয়া'কে মিল্যা' যেন অমরত্ব দিয়ে গেলেন... পানিতে পড়ে গিয়েও ভাসমান ওফেলিয়া কেমন নির্লিপ্ত হয়ে গুনগুন করছে, টের পাচ্ছে না, এই পানিতেই লেখা হতে যাচ্ছে তার করুন সমাধি...
খুব প্রিয় একটা ছবি। বিশেষ করে নদীতীরের ছোট শাদা ফুলগুলো'র জীবন্ত উপস্থিতি'র জন্য !
তেমনি ভাল লাগল আপনার কবিতাটাও। অনুভূতির গাঢ়তা, আর প্রকাশের তীব্রতা। ওফেলিয়ার চারপাশে ছড়ানো ফুলের মত, কবিতা'র মানুষটার চারপাশের ছড়ানো উপকরণগুলোরও চিত্রায়ণ। [নির্মমতার মাঝেও কতকটা সৌন্দর্য থাকে, অপ্রকাশিত]
শুভকামনা, কবি।
 
০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৪৮
টুম্পা মনি বলেছেন: মিল্যা'র ওফেলিয়া'কে দেখেই পোস্টে ঢুকে পড়লাম ! শেক্সপিয়ারের সৃষ্টি 'ওফেলিয়া'কে মিল্যা' যেন অমরত্ব দিয়ে গেলেন... পানিতে পড়ে গিয়েও ভাসমান ওফেলিয়া কেমন নির্লিপ্ত হয়ে গুনগুন করছে, টের পাচ্ছে না, এই পানিতেই লেখা হতে যাচ্ছে তার করুন সমাধি...
 
  
  
  
  এই ছবি নিয়ে এত কিছু!!!!!! আমি তো কিছুই জানতাম না! যাক জেনে ভালো লাগল। আর ছবটা আমারও খুব পছন্দের। সত্যিই তাই! নির্মমতার মধ্যে কখনো কখনো অনবদ্য কিছু লুকানো থাকে। 
অজস্র শুভকামনা জানবেন। 
৩৩| 
০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১:০৯
শাহেদ খান বলেছেন: এই হল ভাল ছবি'র গুণ ! কিছু না জেনেও আপনি এমন পোস্টে ছবিটা বেছে নিলেন যেই কবিতায় আছে আপনার করা কিছু নির্লিপ্ত গুনগুন... অনুভূতি'র তীব্রতায়।
ওফেলিয়া'র কাহিনী'র ব্যাকগ্রাউন্ডে আর না যাই। ভাল লাগাতেই ভাল লাগা। ![]()
 
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২২
টুম্পা মনি বলেছেন: এই হল ভাল ছবি'র গুণ ! কিছু না জেনেও আপনি এমন পোস্টে ছবিটা বেছে নিলেন যেই কবিতায় আছে আপনার করা কিছু নির্লিপ্ত গুনগুন... অনুভূতি'র তীব্রতায়।
 হাহাহা ঠিক বলেছেন। আর এই ছবিটা অদ্ভুত সুন্দর! তাই নিজের কাছে সংগ্রহে রেখেছিলাম। 
অসংখ্য ধন্যবাদ আমাকে এই ছবির ব্যাকগ্রাউন্ড বলার জন্য। 
৩৪| 
০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৪৬
লেখোয়াড় বলেছেন: 
ওহ! টুম্পা,
আপনার চেতনা, বোধ আর কল্পনার স্তর অবগাহন করে চমকে উঠছি।
দিন দিন মনস্তাত্বিক ভাব-প্রভাব উঁচুতে নিয়ে যাওয়ার যে প্রয়াস তা অব্যাহত থাকবে বলে আশাকরি।
কবিতায় যে সমস্ত সময় আর দৃশ্যের জন্ম দিয়েছেন তা নিশ্চিত ভাল-লাগার।
তবে, উপস্থাপনায় একটু যত্নবান হতে হবে।
আমি বলি, এই কবিতাটিই ক'দিন পরে ভেঙে আবার লিখুন, দেখবেন আপনিই চমকে উঠবেন, আর বানানগুলোর দিকে খেয়াল রাখুন বা পরে ঠিক করে দিন।
আপনার জন্য মঙ্গলকামনা।
ভাল থাকুন।
 
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৬:২৭
টুম্পা মনি বলেছেন: হাহাহাহা শুভেচ্ছা জানবেন লেখোয়াড়,
হুম আমি নিজেও ভাবছি এই কবিতায় সময় সুযোগ বুঝে আবার কাজ করব। আর বানান! তা নিয়ে আর কি বলব! শুধুই দীর্ঘশ্বাস। তবে আমি চেষ্টার কোন কমতি রাখি না। 
অজস্র শুভকামনা জানবেন। 
সুন্দর থাকুন প্রতিনিয়ত। 
৩৫| 
০৬ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৫৭
আদনান শাহ্িরয়ার বলেছেন:  তারপর ??
( মনে হলো আরও কত কি বলবার ছিলো )
+++
 
০৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৪০
টুম্পা মনি বলেছেন: কিছু কথা থাকে বার বার বলেও শেষ হয় না! হয়ত তেমনই কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু ব্যর্থ হয়েছি। 
অসংখ্য ধন্যবাদ আমার লেখাগুলো পাঠের জন্য। 
৩৬| 
০৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:১৫
মায়াবী ছায়া বলেছেন: বলো কত টুকু তুমি অস্তিত্বে নিয়েছিলে ঠাই
আমি নিড়ে ফিরে এসে আমার আমিকে পেয়েছি অস্তিত্বহীন শুন্য!
......ভাল লাগলো আপু..... শুরু টুকু বেশী ভাল লেগেছে ।।
ভাল থাকুন ।।
 
০৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৫
টুম্পা মনি বলেছেন: পাঠের জন্য শুভেচ্ছা মায়াবী ছায়া, 
সুন্দর থাকুন সবসময়। অবশ্য আপনি এমনিতেও সুন্দর। খুব চমৎকার প্রফাইল পিকচার। 
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩  রাত ১০:১৭
পদাবলী বলেছেন: আমার অস্তিত্ব জুড়ে নিভৃতে করে যাও অহর্নিশ অবলীলায় বসবাস!