| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
  
তুমি আমায় বলে দিও এমনই এক জোনাক রাতের গল্প
যেই রাতের কালো চাদরে লীন হয়নি 
হতভাগীর কালো কাজল রেখায় লজ্জিত সম্ভ্রমহীন ছন্দ!
অস্ফূট আওয়াজে শৃঙ্খলিত ভালোবাসার  ঢেঁকুর,
একটু একটু করে হয়েছে সম্পূর্ণ! 
নোনা তিতিক্ষা, জীবনের নির্যাস বয়ে করে রামধনু
জমাট বাঁধে এক সাথে দলা পাকানো সাত রঙ
বর্ণিল থেকে বর্ণিল, তীক্ষ্ণ হৃষ্ট পুষ্ট সঙ ,
ঠিক যেন নবজাতকের মত জীবন্ত উপঢৌকন!
হঠাৎ ভুবন কাঁপানো চিৎকারে হেটে চলে জীবনের লংমার্চ!
প্রজাপতি ওড়ে! ভেসে রয় আড়ষ্ট সুরে!
অন্ধকারের গালিচায় ভালোবাসা হয় ঘনীভুত, আরো, আরো তীব্র!
সতত চাওয়ায় প্রেম, পাওয়াতেই তার কি পরিণতি?
প্রশ্নের পর প্রশ্নরা গাড়ে সমাধী,বিচ্ছিন্ন হাওয়ায় ক্ষিপ্ত আর্তনাদ! 
তারপর কাটে অন্ধকার! একটু একটু করে শৃঙ্খল ভাঙে অকাট্য নিয়তি!
পাড় ভাঙে নদী, ভাঙে মানব হৃদয়! 
আবার জমে পলি একরোখা আকাঙ্ক্ষার ডামাডোলে!
সন্ধ্যাপ্রদীপ দপ করে নিভে কালপুরুষের মত,
আসে ভোর! বহু প্রতীক্ষিত ভোর!
বসন্তের বিলাপ হঠাৎ শুভ্র শুদ্ধতায় মুছে দেয় নির্যাতিতার রক্তক্ষরণের ক্ষত!
আমার আঁচলের ভাঁজে উঁকি দেয় নারী! এক পরিপূর্ণ নারী! 
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৬
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা মামুন ভাইয়া, 
হুম! এই শিরোনামের একটা গল্পও আছে। উল্লেখ্য একই সময়ে দুটো লেখা। তাই একই শিরোনাম দিয়েছি।  
  
 
২| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৯
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্লিওসিন অথবা গ্লসিয়ার 
শুভেচ্ছা নিরন্তর। 
৩| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঠিক যেন নবজাতকের মত জীবন্ত উপঢৌকন!
হঠাৎ ভুবন কাঁপানো চিৎকারে হেটে চলে জীবনের লংমার্চ! 
-অসাধারণ। যদিও এ অংশের ভাবনায় সুকান্ত উঁকি দিতে পারে, তবু বলবো অসাধারণ। আপনি তো কবিতায় ভাল করবেন মনে হয়।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৮
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ জুলিয়ান ভাইয়া, 
অনুপ্রেরণায় প্রাণিত হলুম। সুকান্তের লাইনগুলো জানলে ভালো লাগতো। 
অজস্র শুভকামনা। 
৪| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: বসন্তের বিলাপ হঠাৎ শুভ্র শুদ্ধতায় মুছে দেয় নির্যাতিতার রক্তক্ষরণের ক্ষত!
 আমার আঁচলের ভাঁজে উঁকি দেয় নারী! এক পরিপূর্ণ নারী!
সুন্দর ভাল লাগলো ।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫৭
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া 
সুন্দর থাকুন,
শুভেচ্ছা নিরন্তর। 
৫| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৫
আহমেদ জী এস বলেছেন: টুম্পা মনি,
সুন্দর শিরোনামে এক নারী হয়ে ওঠার কথা বলেছেন , দারুন ঢংয়ে । 
শুধুই আঁচল নয় , শাড়ীর জমিনের সবটুকু জুড়ে উঁকি দেয় পরিপূর্ণ নারী যে জন । 
প্রাসঙ্গিক মনে করে বলি - নারীর এক রূপান্তরের কথা লিখেছি আমি ও , এখানে - Click This Link
 
দেখতে পারেন । 
 শুভেচ্ছান্তে । 
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫৮
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা আহমেদ 
সময় করে নিশ্চয়ই পড়ে আসবো আপনার কবিতা,
অজস্র শুভকামনা। 
৬| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৪৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস!
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫৮
টুম্পা মনি বলেছেন: থ্যাংকস মাসুম ,
অজস্র শুভকামনা। 
৭| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৫০
শূন্য পথিক বলেছেন: সুন্দর
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০০
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ শুন্যপথিক,
সুন্দর থাকুন। 
৮| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৬
তন্দ্রা বিলাস বলেছেন: সুন্দর লিখেছেন আপু। 
শুভকামনা।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০০
টুম্পা মনি বলেছেন: অনুপ্রাণিত হলাম তন্দ্রা বিলাস, 
সুন্দর থাকুন, 
শুভরাত্রী। 
৯| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর লিখছেন!!
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০১
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ বর্ষণ ,  
  
  
সুন্দর থাকুন। 
১০| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:২০
জুন বলেছেন: সুন্দর ভাব প্রকাশ কবিতায় আপনার 
 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০২
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জুন, 
সুন্দর থাকুন। 
১১| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:২০
সুমন কর বলেছেন: আপনি অনেক সুন্দর লিখেন।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০৩
টুম্পা মনি বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ সুমন ভাইয়া, 
ভালো থাকুন, 
শুভরাত্রি। 
১২| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৩৩
ভিয়েনাস বলেছেন: প্রশ্নের পর প্রশ্নরা গাড়ে সমাধী,বিচ্ছিন্ন হাওয়ায় ক্ষিপ্ত আর্তনাদ! 
ম্যাচিউর একটা কবিতা হয়েছে..... আপনি গল্পের মতো কবিতাও সুন্দর লিখেন 
 
ভালো লাগলো
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০৫
টুম্পা মনি বলেছেন: অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা ভিয়েনাস 
 
  
  
সুন্দর থাকুন। 
১৩| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন: 
মুগ্ধতা রাশি রাশি 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০৫
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কান্ডারী ,
সুন্দর থাকুন। 
১৪| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৪
পেলব চক্রবর্তী বলেছেন: আমি কবিতা ভালো বুঝিনা। কবিতার ছন্দ আমার কাছে জটিল কোন গণিত শাস্ত্রের দু্র্বোধ্য প্রমাণ মনে হয়। 
তবে কবিতা সম্পর্কে না জেনেও কিছু কিছু কবিতা পড়ে মুগ্ধ হওয়া যায়।
এটি তেমনি একটি কবিতা ।আমাকে মুগ্ধ করেছে ।।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০৮
টুম্পা মনি বলেছেন: হাহাহা ,
গণিত এক সময় আমার কাছে খুব সোজা জিনিস মনে হত, গণিত খুব ভালোবাসতাম। কিন্তু আমার গণিত শেখা কোন কাজে আসে নাই। তাই কবিতা লিখছি। 
শুভেচ্ছা জানবেন Pelob 
শুভরাত্রী। 
১৫| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৪
নাসির শ্রাবন বলেছেন: "প্রশ্নের পর প্রশ্নরা গাড়ে সমাধী,বিচ্ছিন্ন হাওয়ায় ক্ষিপ্ত আর্তনাদ!"
অনেক ভালো লাগছে আপনার কবিতা!
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:১০
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা শ্রাবন,
অনুপ্রেরণার জন্য ধন্যবাদ, 
শুভরাত্রি। 
১৬| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন:  এই শিরোনামে গল্প পড়েছিলাম মনে হয় !
কবিতা ভালো লেগেছে !
আসে ভোর! বহু প্রতীক্ষিত ভোর! 
প্রতীক্ষিত কিছু আসতে চায়না ! কখনো আসেনা ! 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:১২
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা অভি,
হুম! একই দিনে আমার ঐ গল্পটা আর এই কবিতাটা লেখা। তাই একই শিরোনাম দিয়েছি।  
''প্রতীক্ষিত কিছু আসতে চায়না ! কখনো আসেনা !'' হাহাহা কেন অভি? দেখবেন নিশ্চয়ই প্রতীক্ষিত ভোর আসবে। অনেক অনেক শুভকামনা। 
১৭| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৫
এহসান সাবির বলেছেন: অনেক ভালোলাগা কবিতায়।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:১৩
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা এহসান, 
অনুপ্রেরণায় প্রাণিত হলাম ,
অজস্র শুভেচ্ছা। 
১৮| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৫
নষ্ট কাক বলেছেন: বেশ কয়েকবার পড়ে ফেললাম । 
 
সেইরাম হইছে ! 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:১৪
টুম্পা মনি বলেছেন: হাহাহা 
অনেক অনেক ধন্যবাদ নষ্ট কাক,
ভালো থাকুন সব সময়। 
১৯| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
বসন্তের বিলাপ হঠাৎ শুভ্র শুদ্ধতায় মুছে দেয় নির্যাতিতার রক্তক্ষরণের ক্ষত!
আমার আঁচলের ভাঁজে উঁকি দেয় নারী! এক পরিপূর্ণ নারী!  
দারুণ হয়েছে কবিতাটি। 
+++++ 
৩য় ভাললাগা রেখে গেলাম। 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:১৬
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা শোভন, 
আজকাল প্লাস বাটন কাজ না করায় মৌখিন ভালো লাগা রেখে যেতে হয়। 
  আপনি সেই ভাগ্যবানদের একজন যাদের প্লাস বাটন ঠিক আছে।  
  
 
অজস্র শুভকামনা। 
২০| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। আপনি কবিতা বেশ ভালো লিখেন। কবিতার পথে যাত্রা সফল হোক। 
 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫৯
টুম্পা মনি বলেছেন: অনুপ্রেরণায় প্রাণিত হলুম কাল্পনিক ভালোবাসা, 
অজস্র শুভেচ্ছা। 
২১| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৫
নূর আদনান বলেছেন: অসাধারন হয়েছে,
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:০২
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ নূর আদনান,
সুন্দর থাকুন। 
২২| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৩৪
হৃদয় রিয়াজ বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম। অনেক ভাল লিখেছেন। সাধুবাদ জানাই।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:০৩
টুম্পা মনি বলেছেন: সাধুবাদের জন্য কৃতজ্ঞতা হৃদয় , 
সুন্দর থাকুন। 
২৩| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুরুটা ভালো লাগছে 
 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:০৬
টুম্পা মনি বলেছেন: তাই নাজমুল, 
শুভেচ্ছা জানবেন। 
২৪| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:১৫
তুহিন সরকার বলেছেন: প্রজাপতি ওড়ে! ভেসে রয় আড়ষ্ট সুরে!
অন্ধকারের গালিচায় ভালোবাসা হয় ঘনীভুত, আরো, আরো তীব্র!
সতত চাওয়ায় প্রেম, পাওয়াতেই তার কি পরিণতি?
প্রশ্নের পর প্রশ্নরা গাড়ে সমাধী,বিচ্ছিন্ন হাওয়ায় ক্ষিপ্ত আর্তনাদ! 
প্রতীক্ষা একটু ভালবাসার.................
চমৎকার আপনার কাব্যগাঁথা টুম্পামনি, ধন্যবাদ ভাল থাকবেন, শুভকামনা রইল।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:০৭
টুম্পা মনি বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ, 
সদা সজীব থাকুন। 
২৫| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:১০
অদৃশ্য বলেছেন: 
চাঁদরে নাকি চাদরে ?
কিছু জায়গাতে অদ্ভুত সুন্দর হয়েছে... কিছু জায়গাতে কিছু কথা কম হলেও ক্ষতি ছিলোনা বা আরো ভালো হতো... 
সবমিলিয়ে ভালো লাগেছে আমার...
শুভকামনা... 
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:১০
টুম্পা মনি বলেছেন: ব্লগে দীর্ঘ শ্বাসের ইমো নাই না! থাকলে এইখানে একটা দিতাম। 
বানান ভুল আমার তো নিয়মিতই হয়। 
তবুও আমার পচা পচা লেখাগুলোতে এসে আপনি খুব সুন্দর সুন্দর মন্তব্য দেন! কৃতজ্ঞতা! ভালো থাকুন। সুখী হন। 
২৬| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৫৩
ছিরা কবি বলেছেন: প্রজাপতি ওড়ে! ভেসে রয় আড়ষ্ট সুরে!
অন্ধকারের গালিচায় ভালোবাসা হয় ঘনীভুত, আরো, আরো তীব্র!
সতত চাওয়ায় প্রেম, পাওয়াতেই তার কি পরিণতি?
প্রশ্নের পর প্রশ্নরা গাড়ে সমাধী,বিচ্ছিন্ন হাওয়ায় ক্ষিপ্ত আর্তনাদ!
ভালো লাগলো......
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:১৪
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা ছেরা কবি,
ভালো থাকুন। 
২৭| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর কবিতা! নারী হয়ে ওঠার রোমাঞ্চকর পথপরিক্রমা।
অনেক শিল্পের মধ্যে কবিতাও আমার অসাধ্য একটি বিষয় 
 
কিন্তু ব্লগের কিছু কবিকে আমি রীতিমতো হিংসাই করি, আপনি সে তালিকায় যুক্ত হলেন! ভাবনা, অনুভূতি আর ভাষার সমাবেশ করতে পারা কম কথা নয়।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:১৬
টুম্পা মনি বলেছেন: অনেক বড় কমপ্লিমেন্ট দিলেন মইনুল ভাইয়া। 
শরম পালুম। সাথে কৃতজ্ঞও হলুম। 
আমি তো পারি না। তবুও আপনাদের অনুপ্রেরণাতেই লেখার সাহস করি। 
অজস্র শুভকামনা। 
২৮| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মুগ্ধ পাঠ! গল্প কবিতা একই সমান্তরাল ভাবে লিখছেন, কিভাবে কী? 
দিন দিন প্রত্যাশা বেড়ে যাচ্ছে। 
ভালো থাকবেন, সব সময়।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২১
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা সজীব, 
হুম একই সাথে লিখেছি গল্প কবিতা দুটি। ইচ্ছে ছিল গল্পে যোগ করার। কিন্তু আর ইচ্ছে হয় নি। তবে গল্পের চেয়ে কবিতাটি লিখে বেশি তৃপ্তি পেয়েছি। 
আর আমার মত পচা লেখিকার কাছে প্রত্যাশা!! পুরণ করতে পারবো কিনা জানি না। তবে চেষ্টা নিশ্চয়ই করব। 
অজস্র শুভকামনা। 
২৯| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:০৮
রাতুল_শাহ বলেছেন: সুন্দর
পড়ে ভাল লাগলো।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২১
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ জানবেন রাহুল শাহ,
সুন্দর থাকুন। 
৩০| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:২৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে টুম্পা। তবে ভালোবাসার ঢেকুড় উপমাটা ভালো লাগে নাই। খাপছাড়া লাগছে অন্যান্য শব্দের সাথে।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৩
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা বিগ হামা,
''ফ্রম দি এপিগ্লটিস'' যদি বিকল্প কোন শব্দ পাই, তবে অবশ্যই এডিট করে দেব। 
শুভরাত্রি। 
৩১| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৪৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
তারপর কাটে অন্ধকার! একটু একটু করে শৃঙ্খল ভাঙে অকাট্য নিয়তি!
পাড় ভাঙে নদী, ভাঙে মানব হৃদয়!
অনেক ভালো লাগলো, ভালো থাকবেন...।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৫
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা, 
আমারও আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। 
অজস্র শুভেচ্ছা। 
৩২| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৯
আরজু পনি  বলেছেন: 
আবার জমে পলি একরোখা আকাঙ্ক্ষার ডামাডোলে....পলি জমতেই থাকে !
একই নাম হলেও বেশ লাগলো পড়তে ।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৮
টুম্পা মনি বলেছেন: হুম পলি জমতেই থাকে! এই জন্যই তো ভালোবাসা মরে না। একটা গান আছে না ''প্রেমের মরা জলে ডুবে না।''  পলি জমে নদী ভরাট হয়ে থাকে। ডুব্বে ক্যামনে!  
  
  
  
  
অনেক অনেক শুভেচ্ছা পনি আপু। 
৩৩| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: রূপান্তরের কথকতা জমাট লেগেছে।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৯
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর,
সুন্দর থাকুন। 
৩৪| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩৫
সায়েম মুন বলেছেন: স্নিগ্ধ কবিত। অনেক ভাললাগা রইলো।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৪৬
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ সায়েম মুন কবিতা পাঠের জন্য, 
মুনের মত উজ্জ্বল থাকুন সব সময়। শুভকামনা। 
৩৫| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৪০
সায়েম মুন বলেছেন: *কবিতা। ![]()
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৪৮
টুম্পা মনি বলেছেন: ইট'স ওকে। বুঝে নিয়েছি।  
  
 
৩৬| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৩৪
বোধহীন স্বপ্ন বলেছেন: এক কথায় অসাধারণ!!!!
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৪০
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ বোধহীন স্বপ্ন। 
ভালো থাকুন, কেমন। 
৩৭| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:২১
রোহান খান বলেছেন: আমার কাছে ভাল লাগেনি.... কেমন জানো কঠিন কঠিন মনে হয়।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৪২
টুম্পা মনি বলেছেন: হাহাহা শুভেচ্ছা রোহান খান, 
কঠিন কঠিন কেন মনে হল! আমি কত্ত সুজা করে লিক্লাম! 
৩৮| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩০
একজন আরমান বলেছেন: 
যা বলতে চেয়েছি তা উপরে সবাই বলে দিয়েছেন। আরও একটু যোগ করে বলছি "আমার পড়া দুর্দান্ত কবিতাদের একটি" 
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:২৭
টুম্পা মনি বলেছেন: অজস্র শুভেচ্ছা আরমান, 
খুব সুন্দর কমপ্লিমেন্ট দিয়ে কৃতজ্ঞ করে দিলেন। 
৩৯| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৩
আসিফ ইকবাল ইরন বলেছেন: খুব সুন্দর
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:২৮
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা ইরন 
সুন্দর থাকুন। 
৪০| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:৩৬
খেয়া ঘাট বলেছেন: আমার আঁচলের ভাঁজে উঁকি দেয় নারী! এক পরিপূর্ণ নারী! 
এ লাইনটাই সবচেয়ে বেশী ভালো লেগেছে।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:৪৩
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা খেয়া ঘাট, 
আজকে আকাশে একটা খুব সুন্দর চাঁদ আছে। ঐটার শুভেচ্ছা জানবেন। সম্ভব হলে চাঁদক্যা একটা ''হাই'' দিয়ে আসবেন। 
শুভরাত্রি।  
  
 
৪১| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:১৫
শ্যামল জাহির বলেছেন: 
পাড় ভাঙে নদী, ভাঙে মানব হৃদয়! 
আবার জমে পলি একরোখা আকাঙ্ক্ষার ডামাডোলে!
মুগ্ধ এবং তৃপ্ত! 
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৩৬
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্যামল,
সদা শ্যামল সুন্দর থাকুন। 
৪২| 
২১ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি  বলেছেন: আমি কবিতা একেবারেই বুঝিনা  
 
তাও ++++ দিলাম  
 
 
২২ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৬
টুম্পা মনি বলেছেন: হাহাহাহা, 
আজ থেকে দুই বছর আগে আমার নিজেও সেই অবস্থা ছিল,
শুভেচ্ছা জানবেন বিথি। 
৪৩| 
২২ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:১৬
দ্য  েস্লভ বলেছেন: বিরাট কঠিন কবিতা। এ বোঝা আমার নানার পক্ষেও সম্ভব না। অবশ্য আমার নানার জ্ঞান বোধ নিয়ে আমার কোনো ধারনা নেই। 
 
 
২২ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৮
টুম্পা মনি বলেছেন:  
  
  
  :!>  :#>  
আপনি বোঝেন নি তো কি হয়েছে! নানাকে একবার দিয়েই দেখুন না! বহুদিন পর আপনাকে আবার আমার ব্লগে পেলাম। কোথায় হারিয়ে গিয়েছিলেন?
অজস্র শুভেচ্ছা জানবেন। 
৪৪| 
২২ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৫১
রোহান খান বলেছেন: টুম্পাপি - নতুন লেখা লিখছেন না কেন? নতুন লেখার অপেক্ষায় আছি..........।
 
২২ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৯
টুম্পা মনি বলেছেন: আপনি যে বলসেন এই লেখা ভালো লাগে নাই, তাই নতুন লিখতেসি না। বলেন ভালো লাগসে, তাইলে দেখবেন দুই এক দিনের নতুন লেখা দিসি। 
  
  
 
৪৫| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৪৫
রোহান খান বলেছেন: ওএমজি ! মাফ চেয়ে নেয়া ভাল, আপনার লেখা ভালো লাগে দেখেই আপনার এইচটিএমএল দুনিয়াতে এসে ঘুরে যাই আর ঐ দিন তো আমিতো মজা করেছিলাম। যেটাইহোক আশাকরি মুখভার কমিয়ে নতুন লেখাটা এবার লিখবেন।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০২
টুম্পা মনি বলেছেন: আমিও তো মজাই করলুম। আগে আপনাকে বান্দর খান ডাকতাম এখন তো আর বাদরটা নাই। তাই এখন সুযোগ বুঝে পেয়ে লুফে নিলুম।
৪৬| 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৯
তাসজিদ বলেছেন: কবিতার সাথে ছবির অপূর্ব সমন্বয়
 
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩৫
টুম্পা মনি বলেছেন: হাহাহা ছবি অনেকদিন ধরে কালেকশনে ছিল। এই কবিতার সুবাধে কাজে লাগালাম।
শুভেচ্ছা নিরন্তর। 
৪৭| 
০৬ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৪৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: বাহ! শিরোনামটাই তো মনমুগ্ধকর !
 
০৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৪৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার, 
আমার এই শিরোনামে আরেকটা গল্পও আছে। যদিও গল্পের চেয়ে কবিতা হয়ত বেশিই ফুটিয়ে তুলতে পেরেছি। 
শুভেচ্ছা জানবেন নিরন্তর। 
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:১৫
মামুন রশিদ বলেছেন: নোনা তিতিক্ষা, জীবনের নির্যাস বয়ে করে রামধনু

জমাট বাঁধে এক সাথে দলা পাকানো সাত রঙ
বর্ণিল থেকে বর্ণিল, তীক্ষ্ণ হৃষ্ট পুষ্ট সঙ ,
ঠিক যেন নবজাতকের মত জীবন্ত উপঢৌকন!
চমৎকার লিখেছেন আপু । একই শিরোনামের গল্পটাও দারুণ হয়েছিল