| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
আমি বলব না কতটুকু হেরে গিয়েছি, তুমি শুধু জয়ের অংকটা বুঝে নিও! বহু রাত নিভৃতে কাঁদা অশ্রুগুলোকে বুঝে নিও, প্রতারণার সমীকরণে তোমার আত্মতুষ্টি বুঝে নিও, বুঝে নিও আমার একবুক শুন্যতা! বুঝে নিও এই বুকের চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়া রক্ত, বুঝে নিও আত্মার সীমাহীন আর্ত! সবই বুঝে নিও তুমি! বুঝেও নিও আমার মৃত্যুর মত রাত, বুঝে নাও কুঁকড়ে যাওয়া রক্তাক্ত প্রতীক্ষায় ছোবল হানা বিষাক্ত কাল নাগ! আমি কড়াগন্ডায় সব হিসেব বুঝিয়ে দেব।
 অবশেষে  বুঝে নিয়ে বলো কতটুকু জয়ী হয়েছো তুমি! কতটুকু তৃপ্ত! কতটুকু কাঁদাতে চেয়েছিলে আর কতটুকু পেরেছো? যতটুকু রক্তক্ষরণ চেয়েছিলে,ততটুকু রক্ত পেয়েছো কি? নাকি আরো কিছু রক্তের দেনা পাওনা এখনো আছে বাকি? এখনো তুমি তৃষ্ণার্ত? 
হাহাকারের অংকটাও বুঝে নিও, রাতের পর রাত অন্ধকারে তলিয়ে তলিয়ে বুকের গহীন থেকে টেনে আনা বিশুদ্ধ রক্তিম সব হাহাকারগুলো! ওগুলো এখনো গলা কাটা পশুর মত জ্যান্ত! ছটফট করে তড়পাতে তড়পাতে উদোম করে খুলে দেয় আমার খড়কুটো দিয়ে ঢেকে রাখা সীমাহীন শুন্যতা!
তুমি ভালো করে চেয়ে দেখো! এতটুকু ঠোকো নি তুমি, অথবা আমি এতটুকু করিনি কার্পণ্য! আত্মবিনাশের  ব্যবচ্ছেদে জীবন্ত হৃদয়টাই দিয়ে দিয়েছি, এতটুকু করিনি ক্ষীণ শব্দ! আমাকে যতটুকু হারাতে চেয়েছিলে ঠিক ততটুকু হেরেছি! যতটুকু মরণ চেয়েছিলে, ঠিক ততটুকু মরেছি! 
চেয়ে দেখো এ আমার পরাজয়ের মানচিত্র! ঠিক এখানেই আমি ভেঙ্গে পড়েছি, , একেবারে বিচূর্ণ! যতটুকু ক্ষয় তুমি চেয়েছিলে ঠিক ততটুকু ক্ষয়ে গেছি! পাললিক শিলার মত একটু একটু করে দর্পিত চিহ্নগুলো থেকে একেবারে হয়ে গেছি নিশ্চিহ্ন! দপ করে হঠাৎ ঝোড়ো বাতাশে নিভে গেছি নিশিপ্রদীপের মত, তারপর থেকে নির্ঘুম নিস্তব্ধ! এখন বলো কতটুকু তৃপ্ত তুমি? কতটুকু সুখের আচ্ছাদনে মোড়ানো?
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৫৭
টুম্পা মনি বলেছেন: না হয় কারো কারো ভালোবাসা ব্যর্থই হল! কি এসে যায় তাতে!
২| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৩৯
নেক্সাস বলেছেন: যারা পরাজিত তাদের কথা কেঊ শুনেনা। 
আপনার মত করেই বলি "না হয় কারো কারো ভালোবাসা ব্যর্থই হল! কি এসে যায় তাতে! "
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৪৫
টুম্পা মনি বলেছেন: কেউ শোনে না কে বলল? এই যে আপনি শুনে মন্তব্য করেছেন।  
  
 
আসলে আজকে পরিবেশটাই এমন। বাহিরে বৃষ্টি হচ্ছে, নরম বাতাশ, তার উপরে আমি কিছটা অসুস্থ। একেবারে ছেকা খাওয়া মুক্তগদ্য লেখার মত উপযুক্ত পরিবেশ। 
  
 
অজস্র শুভেচ্ছা জানবেন। 
৩| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: জটিলস। 
 
যতটুকু মরণ চেয়েছিলে, ঠিক ততটুকু মরেছি! 
১ম +
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৫৬
টুম্পা মনি বলেছেন: থ্যাংকু থ্যাংকু  
  
  
 
বৃষ্টির শুভেচ্ছা। 
৪| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৫৬
রোহান খান বলেছেন: অতপর: এমন ভালবাসার জন্য শ্রদ্ধা রইলো। আপনি মানুষকে ভালোমতো কাদাতে পারেন লেখা দিয়ে...।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:৫৮
টুম্পা মনি বলেছেন: কাঁদছেন? ?????!!!!
হাছাই??????? 
 
  
  
  
  
 
৫| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:০৭
সিয়ন খান বলেছেন: একতরফা ভালোবাসা সত্যি খুব কষ্টের  
  
  
 
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪৪
টুম্পা মনি বলেছেন: হু সম্ভবত! 
শুভ দুপুর। 
৬| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪৩
রোহান খান বলেছেন: মজা নিলেন - না...। প্রতিটা ভালোবাসার গল্পের একটাই মিল সেটা হল চোখের জল। আর এই জলের প্রতি নম্রতায় বলেছি যে চোখে পানি এসে গেল। এটা নিয়ে হাসহাসি ইজ টোটালি নট এক্সপেক্টেবল!
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪৬
টুম্পা মনি বলেছেন: তার মানে আমার লেখা পড়ে না, ভালোবাসা গল্প থেকে চোখে পানি এসেছে! দিলেন তো আমার লেখা ব্যর্থ করে!  
  
  
  
আর হাসবো না। মন খ্রাপ করে থাকবো। কেউ আমার হাসি দেখতে পারে না।  
  
 
৭| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:১৪
তওসীফ সাদাত বলেছেন: হুম। নাহয় কারও ভালবাসা ব্যর্থই থেকে যাক। তবে, যতই আর্তনাদ করে যান না কেন। কখনোই বুঝবে না। ওরা বুঝে না। বুঝলে তো ছেড়ে চলে যেত না।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:২৬
টুম্পা মনি বলেছেন: কারো বোঝা না বোঝাতে কি এসে যায়! 
জীবন বহতা নদীর মতন। 
বয়ে সে যাবেই! 
মেঘলা দিনের শুভেচ্ছা। 
৮| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:৩২
সুমন কর বলেছেন: কান্ডারী অথর্বের সাথে একমত। 
এক কথায় ভালো হয়েছে।
++++
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:২৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন কর। 
মেঘলা দিনের শুভেচ্ছা জানবেন। 
৯| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:০০
স্বপ্নবাজ অভি বলেছেন:  মুগ্ধপাঠ প্রিয় গল্পকার ! 
গল্পের সূচনা ভেবে পড়তে শুরু করেছি , শেষে এসে এই লিখাটাকে কোন ক্যাটাগরীতে না ফেলেই বলা উচিৎ চমৎকার ! 
মানুষের ভালো থাকার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আয়নায় নিজের সাথে কথা বলা ! 
হাহাকারের ধ্বনি আর ক্ষয়ে যাওয়া কারো কষ্ট খুব অনুভূত হচ্ছে টুম্পা মনি !
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৩০
টুম্পা মনি বলেছেন: প্রিয় অভি এটা আসলে গল্প না, এটা হয়ত মুক্তগদ্য হয়েছে।  
  
  
গতকালকারের বৃষ্টি মুখোর রাত, আর আজকের মেঘলা দিন। সব মিলিয়ে এই লেখার উপকরণ। 
এক রাশ পাংশু মেঘের শুভেচ্ছা। 
১০| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩৫
অদৃশ্য বলেছেন: 
বেশ সুন্দর হয়েছে লিখাটি...
টুম্পামনির জন্য
শুভকামনা...
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৩৩
টুম্পা মনি বলেছেন: মাঝে মাঝে মুক্ত গদ্য লেখার ইচ্ছে জাগে। এটি তারই আবোল তাবোল প্রচেষ্টা!
আর পরিবেশ যদি হয় মেঘলা, তবে ইচ্ছেগুলো কত তীব্র হয় বুঝতেই পারছেন!
 
  
 
অজস্র শুভেচ্ছা অদৃশ্য। 
১১| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৪৩
মামুন রশিদ বলেছেন: আত্মবিনাশের ব্যবচ্ছেদে জীবন্ত হৃদয়টাই দিয়ে দিয়েছি, এতটুকু করিনি উফ শব্দ! 
ভাল লেগেছে । 'উফ' শব্দটা বদলে দেয়া যায় না!
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:০৬
টুম্পা মনি বলেছেন: ওটা আমার চোখেও কটমট করসিলো। সরায় দিসি।
  
  এখন দেখুন। 
মেঘলা বিকেলের শুভেচ্ছা। 
১২| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ সুন্দর হয়েছে। ভালো লাগল।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০০
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা কাল্পনিক ভালোবাসা, 
 
  
  
সুন্দর থাকুন, 
এক রাশ পাংশু মেঘের শুভেচ্ছা। 
১৩| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন: 
চমৎকার!!!
একরাশ ভাললাগা। 
++++ 
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০৩
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা শোভন,
সব সময় স্নিগ্ধ থাকুন, 
সুন্দর থাকুন। 
১৪| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
হাসান মাহবুব বলেছেন: সুতীব্র বিষাদ। ভালো লাগলো।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০৫
টুম্পা মনি বলেছেন: ধন্যবাদ বিগ হামা, 
সুতীব্র বিষাদী মেঘের শুভেচ্ছা জানুন। 
১৫| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: পড়া শেষ হবার পরেই বুঝেছি এটা মুক্তগদ্য ! টুম্পা মনির পোষ্ট দেখে ভেবে নিয়েছিলাম গল্প !
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৩৭
টুম্পা মনি বলেছেন: হু ভাবাই স্বাভাবিক। ইদানিং তো খালি গল্প লিখি।  :-&  
সুন্দর থাকুন অভি। 
১৬| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৭
এহসান সাবির বলেছেন: বেশ লাগলো। +++++
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৩৯
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানুন, 
ঝরোঝরো দিনে মুখোর থাকুন,
সুন্দর থাকুন প্রতিনিয়ত। 
১৭| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৪:২৯
ভিয়েনাস বলেছেন: পোড়া হৃদয়ের রক্তে নিঃসৃত হয় ভীষণ কষ্টের মিশ্রিত উপাদান,ভালবাসতে বাসতে নিজেকে বিলীন করেও বুঝানো গেল না ভালবাসার পরিমান .....
 
আপনার লেখায় মুগ্ধতা  রেখে গেলাম 
  
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪৩
টুম্পা মনি বলেছেন: পোড়া হৃদয়ের রক্তে নিঃসৃত হয় ভীষণ কষ্টের মিশ্রিত উপাদান,ভালবাসতে বাসতে নিজেকে বিলীন করেও বুঝানো গেল না ভালবাসার পরিমান ..... 
  
  
  
  
  
  
হু ফাটা হৃদয়ের ক্ষত থেকে ব্লিডিং হইসে। হৃদয়ে তো আর পেরিস অব প্লাস্টার লাগানো যায় না। তাই ফাটাই থাকে।  
  
 
শুভেচ্ছা জানুন ভিয়েনাস
সব সময় মুখোর থাকুন। 
১৮| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৯:৪৫
আরজু পনি  বলেছেন: 
অবশেষে বুঝে নিয়ে বলো কতটুকু জয়ী হয়েছো তুমি! কতটুকু তৃপ্ত! কতটুকু কাঁদাতে চেয়েছিলে আর কতটুকু পেরেছো? যতটুকু রক্তক্ষরণ চেয়েছিলে,ততটুকু রক্ত পেয়েছো কি? নাকি আরো কিছু রক্তের দেনা পাওনা এখনো আছে বাকি? এখনো তুমি তৃষ্ণার্ত?....  
 
প্রকাশটা অসাধারণ হয়েছে ।
ট্যাগ, বিভাগ কিছুই যদি না দেন তবে এমন দারুণ লেখাকে কোন ক্যাটাগরিতে ফেলবো, বলুন ?
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪৫
টুম্পা মনি বলেছেন: থ্যাংকিউ আপু, 
ট্যাগ দিসি। প্রথমে ভাবসিলাম কবিতা লিখব। পরে দেখি বেশ বড় হয়ে গেসে। তারপর ভাবলাম মুক্তগদ্য বানায় ফেলি। ট্যাগ দিএ ভুলে গেসিলাম। এখন দিয়ে দিলাম। 
সব সময় মুখোর থাকুন বৃষ্টি ঝরঝর শব্দের মতন।  
  
 
১৯| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৩৮
আল-মামুন-কৌশিক বলেছেন: হুম..... ![]()
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৪৬
টুম্পা মনি বলেছেন: হু থ্যাংকস  
  
  
  
  
  
 
২০| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:০৭
ছিরা কবি বলেছেন: তুমি ভালো করে চেয়ে দেখো! এতটুকু ঠোকো নি তুমি, অথবা আমি এতটুকু করিনি কার্পণ্য! আত্মবিনাশের ব্যবচ্ছেদে জীবন্ত হৃদয়টাই দিয়ে দিয়েছি, এতটুকু করিনি ক্ষীণ শব্দ! আমাকে যতটুকু হারাতে চেয়েছিলে ঠিক ততটুকু হেরেছি! যতটুকু মরণ চেয়েছিলে, ঠিক ততটুকু মরেছি!
+++++++++++++++++
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:০২
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানুন ছেরা কবি
সুন্দর থাকুন প্রতিনিয়ত। 
২১| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:২৬
সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর! ভাল লাগা রইল।
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:০২
টুম্পা মনি বলেছেন: ভালো লাগা গৃহীত হইল,
শুভেচ্ছা জানুন,
সুন্দর থাকুন সব সময়। 
২২| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:২১
সায়েম মুন বলেছেন: মুক্তগদ্যেও আপনার হাত দুর্দান্ত!
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:০৯
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা সায়েম মুন,
লেখাটা কেমন হয়েছে তা নিয়ে অস্বস্তিতে ছিলাম। আপনাদের অনুপ্রেরনায় স্বস্তি খুঁজে পেলাম। 
২৩| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৭
একজন আরমান বলেছেন: 
যতটুকু রক্তক্ষরণ চেয়েছিলে,ততটুকু রক্ত পেয়েছো কি? নাকি আরো কিছু রক্তের দেনা পাওনা এখনো আছে বাকি? এখনো তুমি তৃষ্ণার্ত?
মন খারাপের মাঝে ব্লগে এসে এইসব কি পড়ছি। আরও মন খারাপ হয়ে গেলো।  
  
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:১১
টুম্পা মনি বলেছেন: মন খারাপ কেন গো আরমান?  কি হইছে?  
  
 
আসলে মন খারাপ হলে আমার লেখা সার্থক  
  
 
২৪| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভালা লাগছে
 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৫৩
টুম্পা মনি বলেছেন: শুনে আমারও ভালা লাগছে। 
 
  
  
থ্যাংকু থ্যাংকু  
  
 
২৫| 
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:১৩
দুঃখী__ বন্ধু বলেছেন: অসাধারণ , অসাধারণ আর অসাধারণ ।
 
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৫৫
টুম্পা মনি বলেছেন: অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, 
সুন্দর থাকুন। সুখী বন্ধু হোন  
  
  
 
২৬| 
০১ লা অক্টোবর, ২০১৩  রাত ১:১৪
একজন আরমান বলেছেন: 
মাঝে মাঝে কিছু অপ্রাপ্তি মন খারাপের কারণ হয়, আবার ঠিক তেমনই কিছু অনাকাঙ্ক্ষিত প্রাপ্তিও মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় ! 
 
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ১:৫৭
টুম্পা মনি বলেছেন: হু ঠিক বলেছেন! 
 
  
  
  
  
  
  
 
অজস্র শুভেচ্ছা জানুন। 
২৭| 
০১ লা অক্টোবর, ২০১৩  দুপুর ২:০৩
মাহমুদ০০৭ বলেছেন:   মুক্তগদ্যে ভাল লাগা থাকল ।
 ভাল থাকুন ।
+++++++++
 
০১ লা অক্টোবর, ২০১৩  বিকাল ৩:২২
টুম্পা মনি বলেছেন: ভালো লাগা গৃহীত হইল। 
সুন্দর থাকুন। 
সতত শুভেচ্ছা। 
২৮| 
০৩ রা অক্টোবর, ২০১৩  সকাল ৮:২৫
ডট কম ০০৯ বলেছেন: ইরাম কষ্টময় লেখা পড়িয়া আজকের দিন টা শুরু হইল।কী করতাম মন টাই খারাপ হয়ে গেল।
টুম্পা কে মাইনাস।
 
০৩ রা অক্টোবর, ২০১৩  দুপুর ১২:৫১
টুম্পা মনি বলেছেন: হু পুরা দিন যদি কষ্টে যায় তাহলে অবশ্যই জানাবেন। 
  
  আমার মুক্তগদ্যের পাওয়ার প্রকাশিত হবে তাতে।  
  
  
  
মাইনাস পেয়ে ভালো লাগল। আপনি পিলাস জানবেন।  
  
 
২৯| 
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৪
ইনকগনিটো বলেছেন: ওরে বাবা। তীক্ষ্ণ বাক্যালাপ। চড়া আবেগ!
 
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩১
টুম্পা মনি বলেছেন: হাহাহাহা 
শরম পেলুম। 
 :!>  :!>  :!>  :#>  :#>  :#>  :#>  
শুভেচ্ছা জানবেন ইনকগনিটো। 
৩০| 
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
শায়মা বলেছেন: হার মেনেছি মিটেচে ভয় 
তোমার জয় তো আমারই জয়
রবিঠাকুর............
 
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫০
টুম্পা মনি বলেছেন: হাহাহাহা দারুণ বলেছেন আপু অথবা আরেকটা গান আছে না ,''মেনেছি গো হার মেনেছি! তব পরাজয়ে মোর পরাজয় বারে বারে তা জেনেছি!''   
  
  
 
শুভেচ্ছা আপু। 
৩১| 
০৩ রা অক্টোবর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৬
শায়মা বলেছেন: হুম আছে তো!!!!!!!!!!!!
কত্ত গান চাও এই জয় পরাজয় নিয়ে??????
আমি অনেক অনেক এনে দিতে পারি!!!![]()
 
০৩ রা অক্টোবর, ২০১৩  রাত ৮:০৬
টুম্পা মনি বলেছেন: হাহাহাহাহা
হুমম আপু গান অনেক শোনেন বোঝা যাচ্ছে! যদিও আমিও প্রায়ই কানে হেড ফোন লাগাই শুনতে থাকি, তবুও আমার গান খুব একটা মনে থাকে না। কিন্তু এই গানটা কেন যেন অন্য রকম ভালো লাগে!  
  
  
শুভেচ্ছা জানবেন। 
৩২| 
০৬ ই অক্টোবর, ২০১৩  রাত ১:৫১
সুলতানা শিরীন সাজি বলেছেন: 
টুম্পামনির ব্লগবাড়ি বসে অনেকগুলো কবিতা পড়লাম ঘুরে ঘুরে।
সুন্দর কবিতা আর গল্পে সাজানো বাড়ি.......
মুগ্ধ হলাম।
শুভেচ্ছা টুম্পামনি।
কিছু পরাজয় থাকে..........জয়ের চেয়ে সুন্দর।
কবিতায় সে আনন্দ চেয়ে দেখলাম।
 
০৬ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৩:৫৫
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু, আমিও আপনার ব্লগে গিয়ে ঘুরে আসলাম। আপনি অনেক সিনিওর ব্লগার কিন্তু ইদানিং ব্লগে এক্টিভিটি কম বিধায় আপনার সাথে আমার এর আগে ব্লগে ইন্টারেকশন হয় নি। খারাপই লাগছে এই ভেবে যে কত গুনি ব্লগার কে আমি চিনি না। আর ভালো লাগছে এই ভেবে যে আপনার মত একজন আপুর সাথে পরিচিত হতে পারলাম। অজস্র শুভকামনা। আর কৃতজ্ঞতা আমার অখাদ্য লেখাগুলো পাঠের জন্য।
৩৩| 
০৬ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
অসাধারন।
মুগ্ধ হতে হয় বার বার।। 
 
০৬ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:১৬
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দুর্জয় 
সত্যি বলতে কি আমার এই লেখাটা আমার নিজের খুব প্রিয় একটা লেখা। আমার সব লেখা আমার প্রিয় হয় না। কিন্তু এটা খুব প্রিয়। যদিও সাহিত্যের মান দন্ডে কতটুকু উত্তীর্ণ হয়েছে জানি না! তবুও প্রিয়। তাই এটাতে পাঠকদের প্রশংসাও অনেক আনন্দ দেয়। 
অজস্র শুভকামনা। 
৩৪| 
০৬ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৩৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: প্রতিটি গভীর ভালোবাসার অন্তঃস্থলে থাকে গভীর বেদনাবোধ । আপনার মুক্তোগদ্য অনেক বেদনায়িত ভালবাসায় মুখরিত শব্দজাল । ভালো লাগলো অনেক !
 
০৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৭
টুম্পা মনি বলেছেন: হুম শুধুই দীর্ঘ শ্বাস! কতই না ভালো হত ভালোবাসার গভীরে যদি শুধুই সুখ লুকানো থাকতো!
পাঠের জন্য কৃতজ্ঞতা ,
সুন্দর থাকুন প্রতি নিয়ত। 
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
কাউকে ভালবাসলে এভাবেই ভালবাসা উচিত। কিন্তু যার প্রতি এতো ভালবাসা তাকেওতো এমন ভালোবাসা দিতে হবে নতুবা ভালবাসার সার্থকতা কোথায় ?