![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
অভির আইডিয়া অনুযায়ী ব্লগীয় ক্রিকেট ম্যাচে সবাইকে স্বাগতম। তবে এবারের ক্রিকেট ম্যাচ মেয়ে ব্লগার,ছেলে ব্লগার এবং ব্লগারদের দ্বারা সৃষ্ট ঔপন্যাসিক কেরেক্টারগুলোর মাঝে। পুরুষ টিমের অধিনায়ক হাসান মাহবুব এবং নারী টিমের অধিনায়ক আরজুপনি। প্রথমে নারীরা টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেন।
প্রথমে ব্যাটিং এ নামলেন স্বর্ণা আপু, আর শায়মা আপু।
পুরুষ দলের অধিনায়ক হাসান মাহবুব ওরফে বিগ হামা প্রথম ৪ ওভার বোলিং এর দ্বায়িত্ব দিলেন ব্লগার একজন আরমান এবং স্বপ্নবাজ অভিকে। প্রথমেই বোলিং এ আসলেন একজন আরমান।
তাকে দেখে শায়মা আপু বলে উঠলেন ,''আরমান মনি একটু আস্তে বল করো । কেমন?'' এ কথা শুনে আরমান তো গলে বিগলিত হয়ে শ্যাষ! আরমানের প্রথম ওভারে শায়মা আপু ছয় বলে ছয়টা সিক্স মারলেন। তারপর আসলেন স্বপ্নবাজ অভি। তাকে দেখেও শায়মা আপু বললেন,''অভি মনি তুমি তো এখনো অবিবাহিত। অবিবাহিতরা আস্তে বলিং করে। নয়ত কোন মেয়ে তাদের পছন্দ করে না।
তুমিও আস্তে বোলিং করো কেমন?''
স্বপ্নবাজ অভি বিয়ের স্বপ্নে পাগল হয়ে গেলেন। তার ওভারে স্বর্ণা আপুও ছয়টা সিক্স পেটালেন। এটা দেখে পুরুষ দলের সহ অধিনায়ক আমিনুর ভাইয়া এবং সেলিম ভাইয়া হাসান মাহবুব গিয়ে বললেন ,''এ আপ্নে কাদের বল করতে দিসেন? এরা বোলিং করতে থাকলে আজকে নতুন কয়েকটা বিশ্ব রেকর্ড হয়ে যাবে!''
তাদের কথা শুনে বিগ হামা গম্ভির হয়ে বললেন ,''ধুর!!!!!! আমার মহাত্মাকে অপদার্থতা ভেবো না।''
এরপর বল করতে দিলেন ব্লগার ৎঁৎঁৎঁ কে। ওনার ত্রিভুজ স্টাইলের বোলিং এ প্রথমেই স্বর্ণা আপু আউট। এরপর নামলেন ব্লগার বিথি। ওনাকে আউট করা এত সোজা হল না। তিনি সেঞ্চুরি করে তবেই দম নিলেন। সাথে সবাইকে ব্যাখ্যা করলেন কি করে রুপ সৌন্দর্য ঠিক রেখেও ক্রিকেট খেলা যায়।
ওনাকে কিছুতেই আউট করা যাচ্ছিল না। তারপর বোলিং এ আসলেন ব্লগার অদৃশ্য। তিনি উধাও থেকে বোলিং শুরু করলেন।
তিনি কোন দিক থেকে বোলিং করতেসেন তা কেউ দেখতেই পেল না। পরিশেষে শায়মা আপু এবং বিথি আপু দু জনেই বোল্ড আউট!
এটা গার্ল'স দলের অধিনায়ক আরজুপনি আপুকে চিন্তায় ফালায় দিল! কি করা যায় এখন? অদৃশ্য মশাই তো হাওয়া হয়ে বোলিং করতেসেন। তাকে দেখতে না পেয়ে পটাপট কয়েকজন আউট। যদিও ইতোমধ্যে রান ৪২০ হয়ে গেসে, তবুও!
অতঃপর আমি বুদ্ধি দিলাম আপু আমার সন্ধ্যামালতি গল্প থেকে পেত্নী সন্ধ্যামালতিকে পাঠান। উচিৎ শিক্ষা হবে অদৃশ্য বোলার দিয়া বল করানোর। পরে পেত্নী সন্ধ্যামালতি নামলেন ব্যাটিং এ।
তাকে হঠাৎ কালো হয়ে যেতে অদৃশ্য মশাই জ্ঞান হারাইলেন। তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য দৌড়ায় আসলেন ব্লগার মামুন এবং কান্ডারী অর্থব। তাকে দেখে ৎঁৎঁৎঁ বললেন '' আমি যুক্তি শুন্য পেত্নীতে বিশ্বাসী নই। হামা ভাই আপনি বোলিং করেন। '' বিগ হামা বললেন ,'' ধুর, আমি পেত্নী ডরাই।
তারচেয়ে ব্লগার মোহাম্মদ ইসহাক খানের জল্লাদ গল্প থেকে জল্লাদকে পাঠানো যাক। পেত্নীর জন্য জল্লাদই ঠিক আছে!''
জল্লাদ আসলো এক বাটি তেলাপোকা নিয়া। আর সেইটা চরম কাজে দিল। মেয়ে মানুষ মরে ভুত হয়ে গেলেও পেলাপোকা দেখলে ডরায়।
সন্ধ্যামালতি তেলাপোকা দেখে মাঠ থেকে দিল ভোঁ দৌড়। কিন্তু ততক্ষণে নারী ব্লগারদের রান ৫২০ হয়ে গেলো।
এরপর ৪৫ মিনিটের ব্রেক। ব্রেকের পর পুরুষ ব্লগারেরা ব্যাটিং এ নামলেন। শুরুতেই আসলেন ব্লগার মাসুম আর সুমন কর। বোলিং এ শায়মা আপু। যথারীতি তিনি বল্লেন,''মাসুম মনি, সুমন মনি একটু আস্তে ব্যাটিং করো ক্যামন?''
সুমন কর খুশি হয়ে বললেন ''ঠিকাছে।'' কিন্তু মাসুম বললেন ''এহ পারুম না। আমি ভালা কইরাই ব্যাটিং করুম।''
যাই হোক প্রথম বলেই সুমন কর আউট। তারপর পর পর কয়েকটা উইকেটের পতন। পুরুষ ব্লগারদের হার প্রায় নিশ্চিত।
বিগ হামা চিন্তিত হয়ে গেলেন প্রফেসর শঙ্কুর কাছে। ''কি যে করি বলেন তো শঙ্কু মশাই! এইভাবে হারুম! আর ভাল্লাগতেসে না।''
শুনে প্রফেসর শঙ্কু কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি তার ''মৃত্যু পথে আঁখি মেলে রই'' গল্প থেকে জলজ্যান্ত ভুত রাশেদকে ব্যাটিং এ নামাইলেন। সাথে সাথে গুড়ুম গুড়ুম করে বিদ্যুৎ চমকানো শুরু হইল। আমি ,শায়মা আপু, বিথি আপু, আম্মানসুরা আপু, অপর্ণা আপু, সমুদ্র কন্যা আপু সবাই ভয়ে দৌড়ায় মাঠ ছাইড়া পলাইলাম। হাজার হোক ভুতের সাথে সমঝোতা নাই!
এইটা দেখে আরজুপনি আপু দৌড়ায় আসলেন। ওস্তাদের মাইর শেষে। তিনি আইসা চিৎকার করে বললেন ,''নহি দেবী ,নহি সামান্যা নারী।'',''ইয়া আলিইইইইইইই''' তিনি বোলিং শুরু করলেন। ভুত রাশেদ আউট।
বিশাল রানের ব্যবধানে নারীরা জয়ী হল।
জয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন জানা আপু। পুরুষদের স্বান্তনা পুরষ্কার হিসেবে সবাইকে একটা করে গরু উপহার দেয়া হল। তারা সবাই এতে খুশি হয়ে পরস্পরের সাথে গ্রিটিংস বিনিময় করলেন। সবাই সবাইকে জানালেন
,''ঈদ মোবারক।''
এছাড়াও স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ জোগালেন -কল্পলোকের রাজপুত্র , প্রিন্স হেক্টর, অনীনদিতা, অস্পিসাস প্রেইস , নৈঋত ,কাল্পনিক_ভালোবাসা, না পারভিন, অন্ধকারের রাজপুত্র, খেয়া ঘাট, শহুরে আগন্তুক, প্লিওসিন অথবা গ্লসিয়ার,জুলিয়ান সিদ্দিকী, ভিয়েনাস, Pelob Chakraborti , শুকনো পাতা০০৭, জুন, কুনোব্যাঙ , শান্তির দেবদূত , সায়েম মুন, রোহান খান, আদনান শাহরিয়ার, দিকভ্রান্ত পথিক, মাহমুদ০০৭, সানড্যান্স, কান্টি টুটুল, মোঃ সাইফুল ইসলাম সজীব, স্বপ্নচারী গ্রানমা, বটবৃক্ষ, অপু তানভীর, আবু সাকি মাহবুব, হৃদয় রিয়াজ , নাসির শ্রাবন, নষ্ট কাক ,স্নিগ্ধ শোভন ,শ্যামল জাহির, শাহেদ খান, হিসলা সিবা,ডিজিটাল অপু বলছি, নুর ফ্য়জুর রেজা, এম ই জাভেদ ,কয়েস সামী , দ্য েস্লভ , তৌহিদুল ইসলাম তানিন, আরমান অরণ্য লিংকন,অচিন্ত্য্ ইরফান আহমেদ বর্ষণ,আশিফ ইকবাল,রাজহংসী,ইমরাজ কবির মুন,লুছিফার,ফেরারী৭৬৫,kaal,হু-কেয়ারস,আদু চাচা,অলওয়েজ ড্রিম,প্লাবনজিয়া,shahinur70,ঈশানআরেফিন,কাজলভোমোরা,লেখোয়াড়,ম্যাভেরিক্, আরমান111 ,িসয়াদ বস, ইবরাহীম ওবায়েদ...মুদ্রাগণক,রাজ হাসান,লাল সবুজের চিঠি্, এনায়েতকরিম,আসাদুজ্জামান,আসাদ,কালোপরী,র্যাপিডশেয়ার,মিহির ০০৮,হায়দার সুমন,নূর আদনান,মানব ও মানবতা,মূহুর্তে,মাঃইসমাল েহােসন,সুমন,শাখাঙয়াত,হাসিব০৭,দৃষ্টিসীমানা,মাঈনউদ্দিন মইনুল,মোমের মানুষ,গোলাম রব্বানী মুজাহিদ,Kawsar Siddiqui,সরকার আলী,কািন্ট টুটুল,শাহজাহান সাঈফ,প্রফেসর সাহেব,দুষ্টু ছেলেটি,পারাবত,ক্যপ্রিসিয়াস,অিলউর
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,সুভাষ চন্দ্র,রাজীব নুর,আমাবর্ষার চাঁদ,ফ্রেয়া রুনি
সাবরিনা সিরাজী তিতির,কষ্টবিলাসী, তারিন রহমান,জহির উদদীনি,টউব লাইট,শুভ,জািহদে,বনিটগ,কস্কি,গুরু তোমার জন্য,লোপা এসহক,জামাল হোসেন (সেলিম),মোঃ খালিদ সাইফুল্লাহ্,ahmmedfahim,এলেবেলে,আঘাতপpরprাpraপprapটপ্রাপ্ত েeকekজekjনএকজন,ক খ ত্রিমোহনী,হোসেন মনসুর,সূচিপত্র,পরিযায়ীইমরুল_কায়েস,gazikaiser,গেরিলা রুমি,শেষ সেনাপতি
rasselbd, দুঃস্বপ্ন০০৭
সবাইকে ঈদ আর পুজার শুভেচ্ছা। আর এটা নিছক ফান পোষ্ট! সবাই ফান হিসেবেই নিবেন আশা করি।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
টুম্পা মনি বলেছেন: কয় কি!!!!!!!! আমি তো দেখলাম আপনি পেত্নীর ভয়ে পলাইসেন।
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ইয়ে... আমার নামও আছে!!!!
থ্যাঙ্কু টুম্পা মনি!!!!
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫
টুম্পা মনি বলেছেন: আপনাকেও থ্যাংকু!!!!!!!!!!!!!
ঈদের শুভেচ্ছা।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
চলতি নিয়ম বলেছেন: এত্তো সুজা ক্রিকেট খেলা?? যে প্রমিলা টিম হারায়ে দিলো জাতীয় দল রে
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
টুম্পা মনি বলেছেন: হার জিত চিরদিন থাকবে, সেটিই মেনে নিতেইইইইইইইইইই হবে
৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
কস্কি বলেছেন: আম্পিয়ার। ছাড়া খেলা মানি না …………মানি না.........
শায়মাপ্পুর তিনটা উইকেট আর আরজুপনির উইকেট নো বলে পাইছে!!!
আমি দেক্সী!!!
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯
টুম্পা মনি বলেছেন: আচ্ছা ঠিকাসে যান আপ্নেই আম্পায়ার।
শায়মাপ্পুর তিনটা উইকেট আর আরজুপনির উইকেট নো বলে পাইছে!!!
তাই নাকি!!!!!!! আপনি আম্পায়ারিং নতুন রেকর্ড করবেন দেখা যায়!!!!!!!!!
৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মামুন রশিদ বলেছেন: চ্রম রম্য, ফ্যান্টাসি রম্য, হাসতে হাসতে বোল্ড.. ইয়ে মানে হাসতে হাসতে পড়ে গেছি
বাস্তবের ব্লগারদের সাথে তাদের তৈরি চরিত্রের ক্রিকেট মাঠে নামানোর আইডিয়া অসাধারণ, অভিনব
ঈদের আগে আগে শেষ ব্রম্মাস্ত্রটা আপনি ছাড়লেন টুম্পা মনি
প্রথম ভালোলাগা++++++++++++++++
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
টুম্পা মনি বলেছেন: উপ্রে একজন প্রশ্ন তুলসেন মেয়েরা কেমতে হারায় দিল? যারা এই কয়েশ্চেন করতেসেন বা করবেন তারা এই কমেন্ট দেখেন। হাস্তে হাস্তেই বোল্ড!
এম্নেই আমরা হারায় দিসি। হুহ
প্রথমে ভাবসিলাম ব্লগারদের তৈরী কেরেক্টার এবং ব্লগারদের মধ্যে ম্যাচ দিব। কিন্তু পরে মনে হইল কিছুই ভুতের সাথে পাইরা উঠা সম্ভব না। তাই ব্লগারদের মাঝেই দুই গ্রুপ করলাম আর কি!
৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহাহা....আরমান মনি
''ধুর!!!!!! আমার মহাত্মাকে অপদার্থতা ভেবো না।''
খেলোয়াড় নির্বাচনে দারুণ বিচক্ষণতা দেখিয়েছেন। আমাকে গ্যালারিতে থাকার অনুমতি দিয়ে আমাকে তো বাঁচালেনই, দেশের কিরকেটকেও বাঁচালেন!
এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, টুম্পামনি
ঈদের শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭
টুম্পা মনি বলেছেন: খেলোয়াড় নির্বাচনে দারুণ বিচক্ষণতা দেখিয়েছেন। আমাকে গ্যালারিতে থাকার অনুমতি দিয়ে আমাকে তো বাঁচালেনই, দেশের কিরকেটকেও বাঁচালেন!
হেহেহেহেহেহেহে
ঈদের শুভেচ্ছা।
৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
Kawsar Siddiqui বলেছেন: আমি কিন্তু থার্ডমপায়্যার ছিলাম
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫
টুম্পা মনি বলেছেন: আচ্ছা ঠিকাসে। নো প্রব্লেম।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
Kawsar Siddiqui বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল “টুম্পা মণি”
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক
৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
লুছিফার বলেছেন: উখে, ফান হিসেবে নিলাম ।
ফান করে আপনি আপনাদের টিম রে জিতাই দিসেন, আগেই বুঝতে পার্ছি
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০২
টুম্পা মনি বলেছেন: আমরা এমনিও জিততাম
১০| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: স্বর্ণা আর শায়মাকে অপেনিং না পাঠালে আমি ভাল বল করতাম। ব্যাটিং এ আমি নিশ্চয়ই অপরাজিত। এ যে এত কিউট আপিরা মাঠে ফিল্ডিং দিবে আন আমি আউট হয়ে বাইরে চরে আসবো তা হতে পারে না। দলের অধিনায়ক আরজু পনি আপু শায়মামনি স্বর্ণামনি তারা তো আমাকে আউট ই করবে না। ম্যাচে আমাদের বিজয় সুনিশ্চিত।
যাক ঈদ শুভেচ্ছা। আসল কথা নারী পুরুষ ভেদাভেদ মানি না। দল অন্যভাবে গঠন করা লাগবে ।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
টুম্পা মনি বলেছেন: হেহেহেহেহে এই জন্যই তো শায়মা আপু আর স্বর্ণা আপু আগে নেমেছেন।
আর আউট তো হতেই হবে! মাঠে কি শুধু কিউট আপুরা আছে? মাঠে কিন্তু পেন্তীও আছে! কিউট আপুরা না হয় ছাড় দিল, পেত্নী তো আর ছাড় দিবে না!
আর দল অন্যভাবে না হয় নেক্সট টাইম গঠন করা যাবে! তখন আপনার বিপক্ষে বল করতে কিন্তু প্রফেসর শঙ্কুর রাশেদকে নামাবো। হুম
১১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
পেত্নী নামে আমার এক ভাল বন্ধু ছিল, এখন সম্পর্ক খারাপ।নস্টালজিক হয়ে পড়লেম এহ ||
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২
টুম্পা মনি বলেছেন: হেহেহেহেহে পেত্নীকে এই পোষ্ট পড়াবেন। আশা করি তিনি খুশি হবেন এবং ফিরে আসবেন।
১২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমি মূল টিম এ ছিলাম......দর্শক হয়া গেলাম ক্যামনে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭
টুম্পা মনি বলেছেন: সেইটা তো আমিও ভাবতেসি!!!!!! আপনি দর্শক সারিতে কেমতে গেলেন????? ভূত দেইখা পলান নাই তো?????!!!!!!!!!
১৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: পুরুষ দল নির্বাচনে স্বজনপ্রীতি হয়ছে।এই দল মানলাম না।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮
টুম্পা মনি বলেছেন:
১৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: টুম্পামনি ম্যান অফ দি ম্যাচ।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪
টুম্পা মনি বলেছেন: থ্যাংকুউউউউউউউউউউউউউউ
১৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: না এই খেলা দেখুম না..............
শায়মা আপু আগে ব্যাট করছে ঠিক আছে কিন্তু আগে বল করবো ক্যা??!!
একজন তো দুই জায়গায় আগে থাকতে পারে না...........
শায়মা আপু আগে বল না করলে আমরাই জিততাম........
গল্প ভালা হইছে........ ঈদ মোবারক
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
টুম্পা মনি বলেছেন: হেহেহেহেহেহে শায়মা আপু অলরাউন্ডার!!!!
এই জন্যই তো ওনাকে দিয়ে আগে বলিং করাইসি!!!
ঈদের শুভেচ্ছা জানবেন।
১৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: হাসান মাহবুব ভাইকে অধিনায়ক মানিনা। অধিনায়ক আমিনুর রহমান ভাই। হাসান মাহবুবু ভাই মেয়েদের জিতানোর চক্রান্ত করেছে। ভন্ডামো দেখতে পারি না। মাহবুব ভাই আর যদি দুই নম্বরী চলে মনে রাখবেন আপনি আমাদের ভাই আপনি দর্শক গ্যালারীতে থাকুন কেউ আপনাকে কিছু বলবেনা। আর যদি মাঠে নামতে চান আপনাকে রান আউট করবো , আপনাকে বোলিং করতে দিবনা,বল কে করবে সে সিদ্ধান্ত দেয়ার সুযোগও দিব না। জয় আমিনুর রহমান ভাই।
আমাদের দলে লিটন ভাই কেন মানি না মানবোনা ।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
টুম্পা মনি বলেছেন: হেহেহে এখন আর অধিনায়ক না মেনে কি হবে??????? আমরা তো জিতেই গেসি!!!!!!
১৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহাহা! চরম হয়েছে! এ ম্যাচ টা হয়ে যাওয়াতে ভালো হয়েছে পনি আপু আর বলতে পারবেনা আমাকে নেয় না কেন? যাই হোক খেলার এক তরফা ফলাফল আপিদের জন্য আমাদের সহানুভূতির ফসল মাত্র! তারা খুশি তো আমরা খুশি, জয়ের আনন্দে ঈদ কাটুক!
আমি বিবাহিত বনাম অবিবাহিত ক্রিকেট ম্যাচ নিয়ে ঈদের দিন রাত 9 টায় যেটা দিবো সেটা লিখতে বসেছি!
ঈদ মোবারক টুম্পা মনি!
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬
টুম্পা মনি বলেছেন: এহ কইসে!!!!
মোটেও এক তরফা ফলাফল না। আমরাই জিত্তাম, জিতসি, জিসবো।
ঈদের দিন ঠিন ৯টায় চলে আসব আপনার ম্যাচ দেখবো। শুভকামনা অভি। ঈদ মোবারক।
১৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪
শায়মা বলেছেন: আমি সবচেয়ে হেসেছি তোমার রম্য পড়ে! তোমাকে আমি আমার বিচারে এবারের ঈদ রম্যের সেরা পদকটা দিলাম! আর তোমার পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম টুম্পুমনি....যেহেতু অলরেডী তোমার নামে মনি আছেই তাই আল্লাদ করে টুম্পা থেকে টুম্পু করে দিলাম! কারণ আল্লাদ ছাড়া আমার চলেই না!
শংকু ভাইয়ার রাশেদ ভুত,অদৃশ্যভাইয়া, পেত্নী এসব দেখে আমি হাসতে হাসতে শেষ টুম্পুমনি!
কিন্তু আমার খোকাভাইকে মাঠে না আনায় কষ্ট পেলাম একটু!
:p
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
টুম্পা মনি বলেছেন: েহেহেহেহে থ্যাংকু শায়মা আপু। ভাগ্যিস টুম্পু বলেছেন! কেউ কেউ আমার নামেরে যে আরো কত কি বানায় কি বলবো! :!> :#>
আর খোকাভাইটা কে ? ওনাকে তো চিনলুম না। চিনলে অবশ্যই মাঠে নামায় দিতাম! তিনি আপনার কন্ঠ মনি ডাক শুনে আরো আগে আউট হয়ে যেতো।
১৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
নিক, প্রোফাইলে লেখা, গল্পের চরিত্র সব মিলিয়ে দারুণ উপস্থাপন ।
আর ...মানে... :!> :#>
অভিরে মাইনাস
টুম্পামনিরে প্লাস সহ প্রিয়তে....
ইয়া আলিইইইইই
ঈদের অনেক শুভেচ্ছা রইল টুম্পামনি ।।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
টুম্পা মনি বলেছেন: থ্যাংকু পনি আপু,
আপনি অধিনায়ক হয়ে যা দেখাইলেন! আর অভির কথা কান দিয়েন না। বেচারা তাড়াতাড়ি আউট হয়ে গেসে তো তাই রাগ করসে।
প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা
ঈদ মোবারক। ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ
২০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
*কুনোব্যাঙ* বলেছেন: পুরুষ দলের খেলোয়াড়দের ছলনায় ভুলিয়ে নারী দলের জয়লাভ করাকে তীব্র ধীক্কার। এই খেলা স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের না হওয়ার কারণে মাঠ থেকে ওয়াক আউট করলাম
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
টুম্পা মনি বলেছেন:
কই ওয়াক আউট করলেন???? আমি তো দেখলাম আপনি দর্শকদের সারিতে বসে আছেন! রাশেদের ভয়ে একটু পিছনেই বসছেন আর কি!!
২১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬
ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন, চমৎকার আইডিয়া, ভাল লেগেছে।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন।
ঈদমোবারক।
২২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমাকে আপনি দেখে ফেলেছিলেন তাহলে টুম্পা মনি? আমি ভেবেছিলাম কেউ আমাকে দেখে নাই। আসলে টিকেটের যা দাম ছিল! ভেবেই পাচ্ছিলাম না এত টাকা খরচ করে খেলা দেখবো কি দেখবো না। এক পর্য্যায়ে দেখলাম খেলার আকর্ষনে সবাই মাঠে চলে গেছে, গেটে কেউ নাই। সুযোগ বুঝে আস্তে করে ঢুকে পড়লাম। লুকিয়ে ছিলাম এক কোনে (বিনা টিকেটের দর্শক তো), কিন্তু আপনি যে দেখে ফেলবেন ভাবিনি।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
টুম্পা মনি বলেছেন: হু আমার চক্ষু কিচ্ছু এড়ায় না।
ঈদ মোবারক।
২৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫
শুকনোপাতা০০৭ বলেছেন: শায়মা'পু... ইউ আর গ্রেট!
চমৎকার একটা ম্যাচ দেখার সুযোগ দেবার জন্য খেলোয়ারদেরকে অনেক ধন্যবাদ
এবং ঈদের শুভেচ্ছা রইল
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
টুম্পা মনি বলেছেন: পাতাকেও দর্শকদের সারিতে এড করে নেয়া হল।
ঈদের শুভেচ্ছা পাতা।
২৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: হাহা শুকনোপাতা
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
টুম্পা মনি বলেছেন:
২৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
অন্ধকারের রাজপুত্র বলেছেন: এইটা অন্যায় !
সারা ম্যাচ ফ্রি-তে নারী ব্লগারদের পক্ষে কমেন্ট্রি দিলাম.. আর পোস্টে আমার নামই নাই !
যাইহোক ম্যাচ অসম্ভব এনজয় করসি !
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬
টুম্পা মনি বলেছেন: হেহেহেহে আপনাকেও এড করে নিলাম। পোষ্ট আবার পড়েন।
নারী ব্লগারদের পক্ষে কমেন্ট্রি দেয়ার জন্য আপনাকে ডাবল ধন্যবাদ।
ঈদের শুভেচ্ছা।
২৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মেয়ে মানুষ মরে ভুত হয়ে গেলেও পেলাপোকা দেখলে ডরায়।/
কমেন্ট্রি সুস্বাদু হয়েছে তবে ধারাভাষ্যকারের সামান্য ভুল হয়েছে
সোনাবীজ দর্শক ছিল না হে, মাঠে খেলেছে- মেইডেন সেঞ্চুরিটা তো (২১৮ নট আউট) তারই
হারু দলের হয়েও ম্যান অব দ্য ম্যাচ
ইদুল আযহার শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১
টুম্পা মনি বলেছেন: হেহেহেহেহে ২১৮ করে নট আউট ছিলেন!!!!!!!! কুই????? আমি তো দেখলাম আপ্নে শুরুতেই বোল্ড আউট
ঈদ মোবারক।
২৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
এম ই জাভেদ বলেছেন: বাহ বেশ তো! ঈদের আগে ব্লগাররা যেভাবে নাটক আর খেলাধুলা শুরু করেছে তাতে মনে হয় কোরবানির মাংস আর ফ্রিজে রাখা লাগবে না। অতিরিক্ত ক্যালোরি ঝরিয়ে সবাই মহা উৎসাহে আস্ত গরু পেটে চালান করে দিবে!!!! ইয়া মাবুদ এদের রহম কর। ভাগ্যিস আমি এ সবের সাথে নেই।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
টুম্পা মনি বলেছেন: হেহেহে আপনাকেও দর্শক মাঝে নিয়ে নিব। টেনশন নিয়েন না। আমরা একা একা খাটবো না।
ঈদ মোবারক।
২৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫
শহুরে আগন্তুক বলেছেন: ঈদ মোবারক
আমি বাস্তবে ভালোই খেলেও দল , দর্শক কোথাও নাই
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫
টুম্পা মনি বলেছেন: যখন অনলাইনের ব্লগারদের লিস্ট থেকে দর্শক লিস্ট কপি পেস্ট করেছি তখন আপনি ছিলেন না। এখন দেখেন। আপনাকে নিয়ে নিয়েছি।
ঈদ মোবারক।
২৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০
কান্টি টুটুল বলেছেন:
সুসান স্যারানডন/কেভিন কষ্টনার অভিনীত "Bull Durham" ছবিটার কথা (Nominated for 1 Oscar) মনে পরল। ভাল লাগল আপনার রম্য রচনা।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
ঈদ মোবারক।
৩০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যি করে বলেন, আমি এ টিমে ছিলাম তারপরেও দলে চান্স পাইলাম না কেনু! দুর্নীতিতে কি ব্লগটা ছেয়ে যাচ্ছে দিনদিন!?
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫
টুম্পা মনি বলেছেন: হু তাই তো!!!!!!! আপ্নে দলে নাই কেন???!!!!! সত্যি করে বলেন আপনি সন্ধ্যামালতি, রাশেদকে দেখে পলান নাই তো???
৩১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০
শায়মা বলেছেন:
ওকে খোকাভাইকে চেনায় দেবো, ডেস্কটপে গিয়ে!
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
টুম্পা মনি বলেছেন: আচ্ছা ঠিকাছে। অপেক্ষায় রইলাম
৩২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩
মোঃ ইসহাক খান বলেছেন: ক্রিকেট ম্যাচ তো দেখি চলছেই।
ভালোলাগা।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭
টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক ইসহাক খান,
আপনার জল্লাদ অনেক কাজে লেগেছে।
৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
না পারভীন বলেছেন: টুম্পা মনি কত রান করল ঝাতি ঝান্তে চায় । ঈদ মোবারক ।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক আপু
আমি টয় ডাবল সেঞ্চুরি করেছি।
দর্শক হয়ে আপনার উৎসাহ জোগানোর জন্য ধন্যবাদ।
৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা সবধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ। প্রকাশ্য পাতানো খেলার মূল পাতক।স্বর্ণা ও তিন ম্যাচ সাসপেন্ড
। হামালিটন ভাই অবাঞ্ছিত।
এটা টুম্পামনির বর্ণনায় প্রমানিত। অভি আর আরমান মেয়েদের বিপরীতে খেলায় আনফিট। জানা ম্যাডামের কাছে এ ই আরজি।এই ধরণের খেলায় আমি সেরা।এই ম্যাচের ফলাফল পরিত্যাক্তের দাবী জনাচ্ছি। আমি একটা টিমের অওনার ছিলাম। যদিও সেটা ডিপার্টমেন্ট লেভেলের ।দলের নাম ছিল জুরাসিক রিটার্নস। কবি সায়েম মুন সাক্ষ্য দেবে এব্যাপারে।টিম সিলেকশনে আমার মতামত নিতে হবে। আর দলনেতা আমি নই কেন? আমার মত অপেনিং ব্যাটসম্যান কয়জন আছে?বলিং ফিল্ডিং মিলিয়ে চৌকস খেলোয়ার। এটা আসলে যোগ সাঝেসে ম্যাচ হারার পায়তারা। এটা মেনে নেয়া যায়না।
নতুন খেলা চাই। ভুত পেত্নী খেলায় অংশ নিতে পারবে না।
ঝাতি আজ চরম লজ্জিত।
আগামী কালকে বিবাহিত একাদশকে জিতিয়ে পরের ম্যাচে মেয়েদের বিরুদ্ধে জেতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭
টুম্পা মনি বলেছেন: এহ কলেই হল ম্যাচ পরিত্যাক্ত!
মেয়েরা জিতেছে
মেয়েরা জিতেছে
মেয়েরা জিতেছে
মেয়েরা জিতেছে
আর খেলায় ভুত পেত্নী তো থাকতেই হবে। নয়ত আপনাকে হারাবো কিভাবে? নেক্সট ম্যাচেও দেখবেন মেয়েরাই জিতবে।
৩৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: পুরুষ ব্লগার দল থেকে আমাকে বাদ দেওয়ার কারনেই হেরেছে বলে আমার ধারনা
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮
টুম্পা মনি বলেছেন: হেহেহেহে হতেও পারে
তবে আপনি দর্শকদের সারিতে তো আছেন।
ঈদের শুভেচ্ছা।
৩৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা আমি ফুটবল খুব ভালো খেলি তাই বলে কি আমাকে ক্রিকেট খেলায় নিবেন না, এইটা একটা কথা
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯
টুম্পা মনি বলেছেন: ভালো করে তাকায় দেখেন। আপনি মেইন টিমের আছেন।
ঈদের শুভেচ্ছা কান্ডারী
৩৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
কল্পলোকের রাজপুত্র বলেছেন: আমি খেলুম না আমার নাম কই?
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০
টুম্পা মনি বলেছেন: এই তো এড করে দিসি। এবার খেলেন।
ঈদের শুভেচ্ছা।
৩৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাগ্যিস আমি সেঞ্চুরি করছিলাম । না হলে যে কি হতো ?
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭
টুম্পা মনি বলেছেন: হু সেঞ্চুরি করাতে ছেলেরা তাড়াতাড়ি হেরেছে
ঈদ মোবারক আপু।
৩৯| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: পরের ম্যাচে ছেলেরা হারলে ঝাতি লজ্জায়আর বাঁচবে না। জাতীয় পুরুষটিম বাদ দিয়ে মহীলা ব্লগার টিমকে দিয়ে আন্তরজাতীক ম্যাচ খেলানোর আশংকা হচ্ছে।অনেকগুলো পুরুষ বেকার হওয়ার চান্স। ভাবতেই পারছি না সাকিব খেলার সুযোগ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
টুম্পা মনি বলেছেন: ভাবতেই পারছি না সাকিব খেলার সুযোগ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।
আমি ভাবতে পারছি। পেরে হাসিতে গড়িয়ে পড়লুম।
৪০| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১০
শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ :#> :!>
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬
টুম্পা মনি বলেছেন:
ঈদ মোবারক
৪১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫১
প্রিন্স হেক্টর বলেছেন: ঈদ মোবারক টুম্পা মনি
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক হেক্টর
৪২| ১৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৯
শ্যামল জাহির বলেছেন:
ঈদ মোবারক!
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
টুম্পা মনি বলেছেন: হেহেহেহেহে দারুণ ছবি দিয়েছেন তো!!!!!!! এক্কেবারে ঈদের সাথে মানান সই।
ঈদের শুভেচ্ছা জানবেন।
৪৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২০
রাজ্জাক রাজ বলেছেন: সবাইকে ঈদু মোবারক।
Typed with Panini Keypad
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক
৪৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৫
কয়েস সামী বলেছেন: ++++++++++++++++
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯
টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক
৪৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮
সুমন কর বলেছেন: আমাকে প্রথম বলে আউট করে দেওয়া মানি না!!! (প্রহসন চলবে না.....)
সবাই দেখছে, ওইডা নো বল ছিল। :-&
মজা পাইলাম।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
টুম্পা মনি বলেছেন: মোটেও নো বল ছিল না। আপনি আউট মানে আউট। ফার্স্ট ,সেকেন্ড, থার্ড , ফরথ, ফিফথ সব আম্পায়ার দেকছে
ঈদ এবং পুজোর শুভেচ্ছা জানবেন।
৪৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩
অলওয়েজ ড্রিম বলেছেন: Chomotkar! :-D:-D:-D
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
ঈদ মোবারক
৪৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
অচিন্ত্য বলেছেন: হাহাহাহা অদ্ভুত ম্যাচ। দারুণ ! যাক, গ্যালারীতে নিজেকে দেখে ভাল লেগেছে। ধন্যবাদ, একটি ফ্রেন্ডলি ম্যাচ উপহারের জন্য।
*ঈদ মোবারক*
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩
টুম্পা মনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ গ্যালারীতে আমাদের সাথে থেকে উৎসাহ যোগাবার জন্য,
ঈদ মোবারক
৪৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
নুর ফ্য়জুর রেজা বলেছেন: এত কষ্ট করেও টিকিট পেলাম না। এর জন্য দায়ী কে?
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪
টুম্পা মনি বলেছেন: আপ্নে দায়ী!!! সব্বাই যখন পোষ্ট দেয়ার সময় অনলাইনে এসে টিকিট কাটছে আপ্নে আসেন নাই কেন?
ঈদের শুভেচ্ছা জানবেন।
৪৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৪
ভিটামিন সি বলেছেন: আল্লাহ উপর থেইক্কা দড়ি ফালাও। আমি দড়ি বায়া উপরে উইড্ডা যাইগা। এগর লগে আর খেলতাম না। আমি এক রাইতে ৪টা কইরা উইকেট ফালাই থুক্কু এক ম্যাচে ৪টা কইরা উইকেট ফালাই, তারপরেও ওরা আমারে দলে রাহে নাই। ব্লগীয় জীবন আর রাহুম না।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২
টুম্পা মনি বলেছেন: আল্লাহ পাকের কাছে উপরে উঠার দোয়া করছেন কেন! উপরে তো একদিন এমনিতেই উঠবেনই। বরং এই দোয়া করুন যেন আল্লাহ পাক আমাদের শোভনীয়তা শিক্ষা দেন। এই শিক্ষা সবার থাকে না!
ঈদ মোবারক। ভালো থাকবেন।
৫০| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহাহা
আমি যে সেন্চরী করছিলাম সেইটা কিন্তু বলা উচিত ছিল
ইদ মোবারক!
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
টুম্পা মনি বলেছেন: কুই সেঞ্চুরী করসেন? আমি তো দেখলাম না!
ঈদ মোবারক
৫১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪
নোমান নমি বলেছেন: সন্ধ্যায় পড়েছিলাম।
আমাকে টিমে রাখা হয়নি। এটা উচিত করেনি। টানা তিন বছর খেলছি ঘরোয়া। অথচ ..বয়কট করলাম এই ম্যাচ। অবসর নিয়ে নিলাম রাগে ক্ষোভে অভিমানে।
বাই দ্যা ওয়ে পোষ্টটা সেই হইছে
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
টুম্পা মনি বলেছেন: হাহাহা লেখাটার আইডিয়া আসলে চট করে মাথায় এসেছিল। কয়েক মিনিটের ভাবনায় লিখতে বসা। তাই অনেক দুর্দান্ত প্লেয়ার বাদ পড়ে গেছেন। আপনাকে মাঠে নামাতে পারলে আসলেই আরো বেশি ইন্টারেস্টিং গেম হত। কারণ আপনার বিপরীতে খেলতে অবশ্যই মেহজাবিনকে নামাতাম।
শুভেচ্ছা জানবেন।
ঈদ মোবারক।
৫২| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: যাই হোক... জিতলে আমি জিতসি, হারলে আমার বউ জিতসে। নো প্রবলেম! লেখাটা সেইরকম হৈসে টুম্পামনি। শুভেচ্ছা।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
টুম্পা মনি বলেছেন: হাহাহাহা আসলেই হার জিতের ট্রফি আমাদের ব্লগারদের মাঝেই আছে। তাই দু টো র কোন টি হলেই ক্ষতি নেই।
অজস্র শুভেচ্ছা জানবেন বিগ হামা।
৫৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
ওমর এন সোহান বলেছেন: নারী ব্লগারদের বল করতে হল আস্তে, তাদের বলে ব্যাটও করতে হল আস্তে..!!
ম্যাচে আম্পায়ারিং করেছে কে? ব্যাটা/বেটি নির্ঘাত স্বৈরাচার!
পরিস্থিতি এমন না হলে, ফলাফল অন্যরকম হতে পারতো! : (
১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
টুম্পা মনি বলেছেন: মোটেও স্বৈরাচার না।
বলেন শিল্প।
ঈদের শুভেচ্ছা।
৫৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০
ভিয়েনাস বলেছেন: প্রমিলা দল জাতীয় দলরে হারাইছে এবারের ঈদে এটাই ছিল বড় আনন্দ টুম্পামনি
পোস্ট পড়ে দারুন এনজয় করেছি ...
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
টুম্পা মনি বলেছেন: মেয়েরাও ভালো ক্রিকেট খেলে দেখলেন তো
পরিশেষে দুঃখ প্রকাশ করছি দেরিতে জবাব দেয়ার জন্য। আসলে এক্সাম নিয়ে কিছুটা বিজি।
সতত শুভেচ্ছা।
৫৫| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! অসাধারণ হইয়াছে টুম্পা মনি! আপনি বিনুদুনের এক অপার উৎস!
ভগিনীরা তো জিতিবেই, উহাদের জয়েই তো আমাদিগের আনন্দ! উহাদের বাক্যবানে আজতক কেউ টিকিল না, সেইখানে উহারা বল হাতে ছুড়িলে তো কথাই নাই! আরমান, অভির আর দুষ কী, উহাদের মোহিনী চক্রান্তে বাবা আদম পর্যন্ত ধরা খাইল, আর ব্লগাররা তো সেদিন কার বাচ্চা! আপনাদিগের জয় মোবারক!
উম্যান অফ দ্য ম্যাচ দেখিলাম টুম্পা মনি! উনারই তো হওয়া উচিত! উম্যান অব দ্যা ম্যাচের পদক গলায় ঝুলিয়ে টুম্পা মনি নিজের যে ছবিখানা পোস্ট করিয়াছেন, উহা দেখিয়া বড়ই ভালো লাগিল! বেশ লাজুক, বেশ খুশী খুশী! বাহ বাহ! অসাধারণ এক খানা ছবি হইয়াছে আপনার!
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭
টুম্পা মনি বলেছেন: ঐ টা ম্যান অফ দা ম্যাচের টফ্রি না। ঐটা হারণের ট্রফি। যারা হারসে তারা পাইসে।
৫৬| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯
অদৃশ্য বলেছেন:
ভাবিনি টুম্পামনি এরকম একটি রম্য ছাড়তে পারবে... চরম হাস্যরসে ভরপুর... দেরিতে পড়ছি বলে আফসোস হচ্ছে, একটা যুদ্ধ বাধাতে পারলাম না...
জ্ঞানহীন অদৃশ্যের জ্ঞান ফেরাবে কে ! কেউতো তাকে দেখতে পারছিলোনা... তাই দায়িত্বটা পেত্নীকেই নিতে হয়েছিলো... সে মুহূর্তেই অদৃশ্যকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে সযত্নে মাথায় পানি ঢেলেছিলো... অতঃপর অদৃশ্যের জ্ঞান ফিরলে মুহূর্তেই তাকে আবার মাঠে এনেছিলো... বড়ই মমতাময়ী পেত্নী...
এরপর হলো আরেক সমস্যা... গরুটা নিয়ে যাবার সময় অনেকেই গরুটা নিজের করে নেবার চেষ্টা করলো, গরুটা মালিকহীন ভেবে... আমিতো অদৃশ্য কেউতো আমাকে দেখতে পাচ্ছিলোনা... বেকায়দায় পড়ে গেলাম, কি করি
পরে রাস্তার পাশ থেকে একটি ছড়ি নিলাম, আর যে গরু নিতে আসলো তাকেই দু'চারটা করে বাড়ি দিতে লাগলাম... ব্যাস এতেই কাজ হলো... ভয়ে কেউ আর গরুটার কাছ ঘেসলোনা...সবাই ভাবলো গরুটার উপর ভূতে ভর করেছে... আমি ধিরে সুস্থে গরুটাকে নিয়ে বাড়ি পৌছালাম...
পেত্নীমনিকে দাওয়াত করেছিলাম... দু'জন একসাথেই গো'মাংস, কলিজা ভক্ষন করেছি মহাআনন্দে...
দেরিতে ঈদ শুভেচ্ছা ... চমৎকার লিখাটি পাঠে খুবই আনন্দ পেয়েছি...
টুম্পামনির জন্য
শুভকামনা...
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১
টুম্পা মনি বলেছেন:
আপনার সাথে পেত্নীর সখ্যতা অনেক ইঞ্জয় করলাম। আমি তো ভেবেছিলাম আপনি আবার রাগ করেন কিনা! আপনার বিপরীতে পেত্নীকে খেলতে নামালাম! যাক অবশেষে পেত্নীও ব্লগার অদৃশ্য পছন্দ করেছে। ওনাকে যে সবাই পছন্দ করে।
হাহাহা সতত শুভেচ্ছা।
৫৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হামা ভাই প্রথমেই দুইটা লুলরে বোলিং করতে পাঠায়াই ম্যাচটা ডুবাইছে...
রম্য ভাল হইছে...
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
সাথে দুঃখিত দেরি করে মন্তব্যের জবাব দেয়ার জন্য।
৫৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইল...
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
টুম্পা মনি বলেছেন: হুম তবে এক্সামের জন্য বর্ষপূর্তি উপলক্ষে কোন পোষ্ট দেয়া হল না।
৫৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ মজার হয়েছে।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য থ্যাংকু
৬০| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কি পরীক্ষা চলছে?? পরীক্ষার জন্য শুভকামনা রইল...
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
টুম্পা মনি বলেছেন: চলছে। একটা এসিসমেন্ট। দোয়া করবেন আমার জন্য।
৬১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: হে হে হে হে হে হে হেহ হে হে হেহ!!! নানি বাড়ির উঠানে আমি যে ১৯ বলে সেঞ্চুরি মেরেছিলাম সেটা তো আর দেখেননি দেখলে আপনারা মাঠেই নামতেন না হে হে হে হে হে হেহে হেহে !
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
টুম্পা মনি বলেছেন: তাই নাকি!!!!! ভাগ্যিস দেখিনি!!!!!
৬২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
চিরতার রস বলেছেন: প্রথম ওভারে শায়মা আপু আরমানের ৬ বলে ৬টা সিক্স মারার পরে দ্বিতীয় ওভারে স্ট্রাইক পাইলো ক্যামনে ?
জাতি জানতে চায়
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
টুম্পা মনি বলেছেন: টায়ার্ড হয়ে গেসিলেন বোধয়
৬৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
টেস্টিং সল্ট বলেছেন: আমি খেলতে চাই। :#> :#>
কিন্তু আমি তেলাপোকা ভয় পাই
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
টুম্পা মনি বলেছেন: হাহাহা অবশ্যই খেলবেন আপু। টেনশন নিয়েন না। নেক্সট টাইম তেলাপোকা মারা ঔষধ নিয়ে লেডিস টিম মাঠে নামবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি একটু ভুল করসেন।আমি সেদিন স্টেডিয়ামে ছিলাম না, একজন নারী ব্লগারের সাথে ডেটিং এ গেসিলাম !