| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
 
মনের আকাশে শকুন উড়ে চলে! 
খুবলে খুবলে খায় প্রতিনিয়ত! 
না জানি কত নিঃস্ব হবার গল্প বুনে
দগ্ধ হতে থাকে আহতের রক্তক্ষরণের ক্ষত! 
দুই চোখ ভাসিয়ে বয় অশ্রুর বন্যা  
কষ্টের রুক্ষতায় কৃষ্ণচূড়ার মত লাল! 
তারপর টুপটুপ করে জলের স্রোতে বয়ে চলে ঘৃণা! 
কত খানি মোচড়ান ব্যথা, 
কত খানি দুমড়ানো অনুভূতি নিংড়ে হয় এক ফোটা অশ্রু বিন্দু 
সে হিসেব বুকেতে গুম করে হুতুম পেঁচার মত রাত জেগে রই নীরবে! 
এখানে মুখোশের আড়ালে মুখোশ! 
তুমি যেন তুমি নও! 
আমিও যেন অন্য কেউ!
আমার আমিকে তুমি কোন দিন দেখো নি! 
জানোা ঠিক আমি কে? আসলে যেন কোন টা! 
কতগুলো মহাসমুদ্র পোষে এই হৃদয় তুমি জানো না! 
তাই ঐ হৃদয়ের ডুবুরী হয়ে 
কেবলই তলিয়ে যাই! নিঃস্ব হয়ে ঘরে ফিরি!  
ঝড়ে ডানা ভাঙা পাখির মত সর্বস্বান্ত! 
তাই কখনোই আমার গভীরে তুমি আসো না, 
আমিও ছুঁতে পারি না তোমার তোমাকে! 
যোজন যোজন দুরত্বে হেঁটে চলা ক্লান্ত পথিক দু জন! 
যদি কখনো পথ ভুল করে এসে ঠাই নেই একই বৃক্ষের নিচে
দু জনেই চমকিত হই যেন
''তুমিই কি ছিলে ঐ টলমল চোখের ওপাশে!''
তারপর আবার আসে পিষ্ট হবার ক্ষণ! 
দুঃখের সাক্ষী হয়ে দুমড়ে মুচড়ে যাই 
পদতলে চূর্ণ শুকনো পাতার মত! 
আমরা যে আহত হতে ভালোবাসি! 
কিছু দুঃখ বড় যতনে হৃদয়ে পুষি! 
জানি তার স্পর্শে প্রতিনিয়ত ক্ষয়ে যাবো! 
তবুও ওই স্পর্শ সাগর সেঁচে মুক্তর মত কুঁড়িয়ে আনি বার বার! 
 
০১ লা মার্চ, ২০১৪  রাত ১১:২৪
টুম্পা মনি বলেছেন: হু থ্যাংকু  
 
২| 
০১ লা মার্চ, ২০১৪  রাত ১১:২৩
সুমন কর বলেছেন: আরে, আপনি তো ভাল কবিতাও লিখেন। 
সুন্দর !! 
 
০১ লা মার্চ, ২০১৪  রাত ১১:২৭
টুম্পা মনি বলেছেন: হাহাহা ভালো লিখেছি কিনা জানি না। পড়া ফাঁকে হঠাৎ করে লেখা। তারপর ব্লগে পোষ্ট। কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ।
৩| 
০১ লা মার্চ, ২০১৪  রাত ১১:৫৭
বেলা শেষে বলেছেন: কবিতাঃ বিস্মৃতির আড়ালে কার হাতছানি!  
Beautiful, suitable, sensible....
 
০২ রা মার্চ, ২০১৪  রাত ১২:১৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বেলা শেষে পাঠের জন্য,
শুভেচ্ছা জানুন। 
৪| 
০২ রা মার্চ, ২০১৪  রাত ১২:০৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই কবিতার জন্য প্রথম লাইনটি আমার কাছে বেমানান লাগলো। আর তো ভালোই লাগলো। 
ভালো থাকবেন। 
 
০২ রা মার্চ, ২০১৪  রাত ১২:১৫
টুম্পা মনি বলেছেন: হাহাহা তাই না! অসংখ্য ধন্যবাদ সঠিক অনুভুতি বলার জন্য।  
  
  
  
সতত শুভেচ্ছা। 
৫| 
০২ রা মার্চ, ২০১৪  রাত ১২:১৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
ভালো লাগলো। 
 
০২ রা মার্চ, ২০১৪  রাত ১২:২০
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দুর্জয়। মেডিসিন পরীক্ষার মাঝে ফাঁকি দিয়ে এটা লিখেছি। আজ পরীক্ষা দিয়ে একটু রিলিফের জন্য ব্লগে পোষ্ট। আপনাদের দেখে অনেক ভালো লাগছে। আপনাদের না পড়া পোষ্টগুলো ধীরে ধীরে পড়ব ইনশাআল্লাহ। শুভেচ্ছা জানুন।
৬| 
০২ রা মার্চ, ২০১৪  রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাললাগা ।
 
০২ রা মার্চ, ২০১৪  রাত ১২:২১
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
৭| 
০২ রা মার্চ, ২০১৪  রাত ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দর কবিতা ++++++++ 
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:১৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় কান্ডারি,
সুন্দর থাকুন। 
৮| 
০২ রা মার্চ, ২০১৪  রাত ২:১২
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবিতা,
অনেক ভাল লাগা...........
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:২৪
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ এম এ কাশেম পাঠের জন্য,
শুভরাত্রি। 
৯| 
০২ রা মার্চ, ২০১৪  সকাল ১০:১৯
সায়েম মুন বলেছেন: তারপর আবার আসে পৃষ্ঠ হবার ক্ষণ! 
---------বোল্ড শব্দটা পিষ্ঠ হওয়ার কথা!
কবিতায় ভাললাগা রইলো।
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:২৮
টুম্পা মনি বলেছেন:  
  
  ![]()
শুভেচ্ছা সায়েম মুন,
তবে আপনার বানান টাও ভুল হয়েছে। নিচে বিগ হামার টা দেখেন। 
১০| 
০২ রা মার্চ, ২০১৪  সকাল ১০:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সতিই চমৎকার! চমৎকার না বলে কী পারা যায়?
ধন্যবাদ।
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:২৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালি পাঠের জন্য,
সুন্দর থাকুন। 
১১| 
০২ রা মার্চ, ২০১৪  দুপুর ২:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন:  আহা ! বিষাদ ! 
ভালো লাগলো টুম্পা মনি ! 
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৩৪
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অভি পাঠের জন্য,
শুভরাত্রি। 
১২| 
০২ রা মার্চ, ২০১৪  দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন: তারপর আবার আসে পৃষ্ঠ হবার ক্ষণ!
পিষ্ট হবে নাকি?
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৩৬
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা বিগ হামা,
পিষ্ট হবে। এই কবিতায় মাত্র একটা বানান ভুল করেছি।  
  
  
  
 
১৩| 
০২ রা মার্চ, ২০১৪  বিকাল ৩:২৩
নিশাত তাসনিম বলেছেন: 
এখানে মুখোশের আড়ালে মুখোশ! 
তুমি যেন তুমি নও! 
আমিও যেন অন্য কেউ!
আমার আমিকে তুমি কোন দিন দেখো নি! 
জানো ঠিক আমি কে? আসলে যেন কোন টা! 
কতগুলো মহাসমুদ্র পোষে এই হৃদয় তুমি জানো না! 
তাই ঐ হৃদয়ের ডুবুরী হয়ে 
কেবলই তলিয়ে যাই! নিঃস্ব হয়ে ঘরে ফিরি! 
ঝড়ে ডানা ভাঙা পাখির মত সর্বস্বান্ত! 
কবিতা সুন্দর হয়েছে । ভালো লাগলো পড়ে। 
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৩৮
টুম্পা মনি বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ নিশাত তাসনিম,
শুভরাত্রি। 
১৪| 
০২ রা মার্চ, ২০১৪  রাত ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: আমরা যে আহত হতে ভালোবাসি!
কিছু দুঃখ বড় যতনে হৃদয়ে পুষি! 
হুম, আমরা কিছুটা হলেও দুঃখবিলাসী ।
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৩৯
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা মামুন ভাইয়া,
''আমরা কিছুটা হলেও দুঃখবিলাসী ।'' আসলেই তাই। দুঃখ বিলাসিতা লেখালেখির খুব কাজে লাগে। 
১৫| 
০৩ রা মার্চ, ২০১৪  রাত ২:১৬
রাসেলহাসান বলেছেন: এক্সিলেন্ট!! আবেগ ভরা চমৎকার কবিতা।। 
ভালো লাগলো।  
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৪০
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাসেল হাসান পাঠের জন্য। 
শুভরাত্রি। 
১৬| 
০৩ রা মার্চ, ২০১৪  সকাল ৯:০৫
অদৃশ্য বলেছেন: 
বেশ... চমৎকার হয়েছে... অনুভব করছিলাম...
টুম্পামনির জন্য
শুভকামনা...
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৪৩
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য। যাক আবার আপনি দৃশ্য মান হতে শুরু করেছেন। এটা ভালো লাগল।
শুভরাত্রি। 
১৭| 
০৩ রা মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:০৫
অরুদ্ধ সকাল বলেছেন: 
মুখোশের আড়ালে মুখোশ!
কবি   পৃষ্ঠ কি পিষ্ট?
অনেক সুন্দর কবিতায় খানিকটা ভালোলাগা।
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৪৪
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অরুদ্ধ সকাল,
সুন্দর থাকুন সব সময়। 
১৮| 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১২:০৬
আশিক মাসুম বলেছেন:  সর্বনাশ!! 
দারুন কবিতা। 
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৪৫
টুম্পা মনি বলেছেন: হাহাহা  
  
  
  
অনেক অনেক ধন্যবাদ। 
শুভরাত্রি। 
১৯| 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। আপনি বরাবরই ভালো লিখেন। ![]()
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৪৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা,
সুন্দর থাকুন। 
২০| 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৩৮
উজবুক ইশতি বলেছেন: কিছু দুঃখ বড় যতনে হৃদয়ে পুষি! 
জানি তার স্পর্শে প্রতিনিয়ত ক্ষয়ে যাবো! 
তবুও ওই স্পর্শ সাগর সেঁচে মুক্তর মত কুঁড়িয়ে আনি বার বার
ভালো লাগলো
 
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ১:৪৯
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইশতি পাঠের জন্য ,
শুভরাত্রি।
২১| 
০৪ ঠা মার্চ, ২০১৪  বিকাল ৪:২৭
একলা ফড়িং বলেছেন: তুমি যেন তুমি নও!
আমিও যেন অন্য কেউ! 
অনেক সুন্দর 
 
 
০৫ ই মার্চ, ২০১৪  বিকাল ৪:২৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ একলা ফড়িং পাঠের জন্য।
শুভদুপুর। 
২২| 
০৮ ই মার্চ, ২০১৪  রাত ৯:০৩
আবু সাকী মাহবুব বলেছেন: আমার ভালোলাগাটুকুকে সবসময় কাছে পাবেন। যখন থাকবো না, হাত বাড়িয়ে ছুঁয়ে নেবেন।
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ১২:৫১
টুম্পা মনি বলেছেন: হাহাহা অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
২৩| 
০৯ ই মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমরা যে আহত হতে ভালোবাসি! 
কিছু দুঃখ বড় যতনে হৃদয়ে পুষি! 
এই দুটো লাইন চরম সত্যি! দারুন হয়েছে কবিতাটা! 
 
০৯ ই মার্চ, ২০১৪  রাত ৯:৫৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ঈপ্সিতা অনুপ্রেরণায় আমার লেখাকে প্রাণ দানের জন্য।
২৪| 
১৩ ই মার্চ, ২০১৪  সকাল ১১:৫১
রোহান খান বলেছেন: না পাবার বেদনায় পরিপুর্ন তবুও কিছু পাওয়ার অপুর্ন উপলব্ধী এবং পরিশেষে সেই তোমার অসিম মুল্যায়নেই জীবন সামনে এগিয়ে যায়। সময় গাড় থেকে গাড় হয়, শুধুমাত্র টিক টিক করে এগিয়ে যায় জীবনে স্পন্দন ছাড়া বেচে থাকা নিয়ম মাফিক দিন গুলোই।
 
১৫ ই মার্চ, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
টুম্পা মনি বলেছেন: চমৎকার বলেছেন। মুক্তগদ্যের মত।
সতত শুভকামনা আপনার জন্য। 
২৫| 
২৪ শে মার্চ, ২০১৪  রাত ১১:৩৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: মুখোশ সম্পর্কিত কটি লাইনে দূরত্বটা চমৎকার ফুটে উঠেছে। ভাল লাগা।
 
২৫ শে মার্চ, ২০১৪  সকাল ১০:৫৭
টুম্পা মনি বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ প্রোফেসর শঙ্কু। সুন্দর থাকুন।
২৬| 
২৫ শে মার্চ, ২০১৪  রাত ১১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কবিতা
 
২৬ শে মার্চ, ২০১৪  রাত ১২:০৭
টুম্পা মনি বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ পরিবেশ বন্ধু,
সুন্দর থাকুন। 
২৭| 
০১ লা এপ্রিল, ২০১৪  সকাল ১১:৫৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার 
সংকলনে যাচ্ছে
পোস্টে প্লাস 
 
০৮ ই এপ্রিল, ২০১৪  রাত ১২:১৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ  
  
  
  
  
  
শুভরাত্রি
২৮| 
১১ ই এপ্রিল, ২০১৪  সকাল ৯:২৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বেশ ভালো ভাবেই বিস্মৃতির আল্পনা একেছেন 
+++++
শুভ সকাল 
 
১২ ই এপ্রিল, ২০১৪  রাত ৯:৫৯
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাগজের নৌকা। সুন্দর থাকুন। কেমন!
২৯| 
১২ ই এপ্রিল, ২০১৪  সকাল ১০:৪৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: তুমি যেন তুমি নও!
আমিও যেন অন্য কেউ!
বিস্মৃতির পক্তিমালা সুন্দর ৷ 
 
১২ ই এপ্রিল, ২০১৪  রাত ১০:০০
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন। 
৩০| 
২২ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:১২
আরজু পনি  বলেছেন: 
সামনের কবিতার বইয়ে আসবে নিশ্চয়ই  
 
সুন্দর কবিতা ।।
 
২৫ শে এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৪
টুম্পা মনি বলেছেন: হাহাহা শুভেচ্ছা আপু,
জ্বী না। আর কবিতার বই বের করার ইচ্ছে নেই। আগের টা ছিল জাস্ট টেস্ট ট্রান্সমিশন।  
  মানুষ উপন্যাস, গদ্য পছন্দ করে। বাস্তবিক লাইফে কবিতার বইয়ের পাঠক খুবই কম। 
৩১| 
০৭ ই মে, ২০১৪  দুপুর ২:১৩
জলপরী১৮ বলেছেন: অন্নেক অনেএএক ভালো লাগলো আপুনি...প্রতিটা লাইন অপূর্ব!!
 
২২ শে জুন, ২০১৪  রাত ১০:২৩
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জলপরী। সুন্দর থাকুন।
৩২| 
৩১ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:০৫
ুুপাংশুল বলেছেন:  
  
  
  
 
 
০১ লা আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
  
 
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪  রাত ১১:১৪
বৃষ্টিধারা বলেছেন: পড়লাম ।