| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
  
সহস্র বছরের পুরনো এই চাঁদ
জৌলসে এখনো  ষোড়শী তরুণী
রুপালী অধর থেকে বিচ্ছুরিত হয় উজ্জ্বল যৌবন 
এখনো সেই হাসি তার মায়াবী গোল মুখে 
এখনো সে পিছু ধরে একলা পথিকের
নীরবে পাশে পাশে হেঁটে চলে। 
যেই পথিকের সঙ্গ ছেড়ে দেয় পৃথিবীর সব পথ,
রুদ্ধ দুয়ারে  হতাশা বোটকা গন্ধে 
দেহ ছেড়ে শুন্যে ভেসে যেতে যার প্রাণ
গুহার অন্ধকারে পঁচে মরতে প্রতিনিয়ত থাকে আঁধারের আহ্বান
সেই হৃদয়েও চাঁদ চেয়ে থাকে
যেন তীক্ষ্ণ চোখে পড়ে নেয় সব কষ্টের উপখ্যান।
হৃদয়ও কথা  বলে চলে
কি করে ঝাঁঝরা হল এই বক্ষ পিঞ্জর?
কি করে সব সুখ ঝোরে গেছে দু ঠোটের হাসি থেকে?
কে হৃদয়ের কোণে বসে থেকে চুপিসারে
উইপোকার মত কেটে খেয়েছে হৃদয়?
কি করে একটা মানুষ মোমের মত গলে যায়,
কি করে কোমল হৃদয় নীরবে ক্ষয়ে যায়? 
সব কথা হৃদয় চিরে অশ্রু হয়ে বেরিয়ে আসে
এই মায়াবী জোঁছনাতে। 
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩৫
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। 
শুভরাত্রি। 
২| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:১৪
নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লাগা , তবে বানানে আর একটু যত্নশীল হলে আরও ভাল লাগত। ভাল থাকবেন।
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩৮
টুম্পা মনি বলেছেন: শরম পালুম।  :!>  :!>  :!>  
অভ্র ভুল বানান দেখায় আমি কি করাম। (অজুহাত দিলুম)  
  
  
  
এডিটও করলাম। শুভেচ্ছাও জানালুম  
 
৩| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
সুন্দর।
চন্দ্রপ্রিয়া নিয়ে কবিতা লিখতে চাই, কবে যে পারমু ![]()
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৪০
টুম্পা মনি বলেছেন: দুজ্জয়, আজকের চাঁদের দিকে এমন করে  
  
  চোখে মেলে চেয়ে দেখেন । আজ রাতেই পারবেন। শুভকামনা রইল। 
৪| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৪৭
জুপিটার মুহাইমিন বলেছেন:  
 
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫২
টুম্পা মনি বলেছেন:  
  
  
শুভরাত্রি। 
৫| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লেগেছে পড়তে টুম্পা মনি ! 
অনেক দিন পরে লিখলেন ! 
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫৪
টুম্পা মনি বলেছেন: আমারো ভালো লাগছে লিখতে পেরে অভি। দোয়া করবেন যেন আবার আগের মত নিয়মিত লিখতে পারি।
৬| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতা। আজকে কিন্তু চাঁদ আরও মায়াবী হবে, সুপারমুন কি না!  
 
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:০৮
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা তনিমা, 
আমার কাছে কেন যেন সুপার মুনের মুন আর নরমাল জোছনা রাতের মুন সবই এক রকম মনে হয়। চাঁদের বড় ছোট হওয়ার সূক্ষ্ম ব্যাপারটা আমার চোখে ধরা দেয় না। তবুও আজ সন্ধ্যায় চাঁদ দেখেছি। সত্যি খুব সুন্দর। বরাবরের মত। 
৭| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: মায়াবী জ্যোৎস্না মন্থন ভালো লেগেছে ।
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:২৫
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাইয়া। সুন্দর থাকুন।
৮| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা + 
আচ্ছা , 'বটকা' হবে নাকি 'বোটকা' ?
কেমন ছিলেন এতদিন টুম্পামনি ? 
 
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:২৮
টুম্পা মনি বলেছেন: ২য় ভালো লাগার জন্য থ্যাংকু,
আপনি নামে অপূর্ণ হলেও বানানে পূর্ণ।  :!>  :!>  :!>  :!>  
আবারো থ্যাংকু,
এতদিন সেখানে ছিলাম যেখানে সব সময়ই থাকি।  
  
  
  থ্যাংকু। 
৯| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: প্রথমদিকে অভ্র ছিল না , সামুতে দেওয়া অপশন দিয়ে লিখতাম । ঐ সময়েই নামটা ভুল হয়ে গিয়েছিলো । প্রথম যখন একাউন্ট খুললাম নাম দিতে চেয়েছিলাম 'অপূর্ণ রায়হান' কিন্তু না বুঝে ওঠার কারনে 'অপূর্ন' ই রয়ে গেলো । এর পরে অবশ্য মডুদেরকে কয়েকবার নামটা সংশোধনের অনুরোধ করেছিলাম । কিন্তু আমার মতো নগণ্য ব্লগার ওনাদের সুনজর কাড়তে পারে নি 
 
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৩
টুম্পা মনি বলেছেন: মডু আংকেলরা পিলিছ অপূর্ণর দিকে সুনজর  
  
 দেন। দিবে দিবে। দুঃখ নিয়েন না। আর ''অপূর্ণ '' নামটাও সুন্দর। কেমন যেন একটা নাই নাই ভাব আছে। 
১০| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চাঁদকে নিয়ে কবিতা !! ভীষণ সুন্দর হয়েছে -- পড়তে ভীষণ ভাল লাগলো
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:১৭
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ লায়লা আপু,
সুন্দর থাকুন। 
১১| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
চাঁদের দিকে চাইয়া থাকতে থাকতে কবিতা লিখা হইলো না 
 
কেমনে যে গেলো হারাইয়া 
 
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:১৮
টুম্পা মনি বলেছেন: হু বুচ্ছি চাঁদের দিকে তাকায়া ভাবিরে কল্পনা করতেছিলেন মনে হয়।  
 
১২| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:১৪
যমুনার চোরাবালি বলেছেন: আরো কিছুটা যত্ন নিলে হয়তো লিখাটি আরো ভালো হতে পারতো। নতুন হিসেবে প্রথমেই এভাবে বলাটা ঠিক নয় জেনেও বললাম। কিছু মনে না নিলে খুশি হবো।
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:২০
টুম্পা মনি বলেছেন: হাহাহা কবিতাটা গতকাল খুব অল্প সময়ে লেখা। আর যত্নে যে কোন কিছুই সুন্দর থেকে সুন্দরতর হয়। আর নতুন হয়েছেন তো কি হয়েছে? মনের কথাগুলো সোজা সাপ্টা বলতে কোন বাঁধা নেই। 
শুভেচ্ছা জানবেন। 
১৩| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে টুম্পা মনি।
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:২১
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠের জন্য,
শুভদুপুর। 
১৪| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল টুম্পা মনি।
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:০২
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ প্রফেসর,
সুন্দর থাকুন সব সময়। 
১৫| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৪০
কলমের কালি শেষ বলেছেন: চাঁদটার মতই আপনার কবিতাটি ভালো লাগলো ।  
 
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:১৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। 
সুন্দর থাকুন চাঁদটার মত  
 
১৬| 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:৫২
বাংলার পাই বলেছেন: সত্যি বলছি সুন্দর কবিতা।
 
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:১৯
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বাংলার পাই,
সুন্দর থাকুন সব সময়। 
১৭| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১১:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: মোটামোটি লাগলো
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:১৮
টুম্পা মনি বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
১৮| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:১৯
টুম্পা মনি বলেছেন: সুন্দর কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ।
১৯| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:১৪
সুমন কর বলেছেন: সব কথা হৃদয় চিরে অশ্রু হয়ে বেরিয়ে আসে............
কবিতা ভাল লাগল।
৬ষ্ঠ লাইক।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩৫
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন কর। সুন্দর থাকুন প্রতিনিয়ত।
২০| 
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:৪৭
ইমিনা বলেছেন: কে হৃদয়ের কোণে বসে থেকে চুপিসারে
উইপোকার মত কেটে খেয়েছে হৃদয়?
....................
অনেক ভালো লাগলো কবিতা। ভালো থাকবেন আপু
 
 ![]()
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:১৩
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ ইমিনা। আপনিও ভালো থাকুন। কেমন।
২১| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:০৫
একলা ফড়িং বলেছেন: টুম্পা মনিইইইইই  
 কি খবর!! 
কে হৃদয়ের কোণে বসে থেকে চুপিসারে
উইপোকার মত কেটে খেয়েছে হৃদয়?
কি করে একটা মানুষ মোমের মত গলে যায়,
কি করে কোমল হৃদয় নীরবে ক্ষয়ে যায়? 
সব কথা হৃদয় চিরে অশ্রু হয়ে বেরিয়ে আসে
এই মায়াবী জোঁছনাতে...। 
এই কথাগুলো অনেক ভালো লাগল! 
 
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:১৬
টুম্পা মনি বলেছেন: খবর নেই ফড়িং। গতিহীন লাইফলীড করছি আর মাঝে মাঝে ব্লগে এসে সবাইকে জালাতন  করছি।  
  
  
  
   
পাঠের জন্য অনেক ধন্যবাদ। 
২২| 
০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ১০:৪৪
অতঃপর জাহিদ বলেছেন: দারুণ লিখেছেন!
 
০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ১১:১৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
ঈদ মোবারক। 
২৩| 
২৭ শে অক্টোবর, ২০১৪  দুপুর ২:৫২
জাফরুল মবীন বলেছেন: বেশ ভাল লাগল ![]()
 
২৭ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৪৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২৪| 
২৮ শে নভেম্বর, ২০১৪  রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আবারো পড়লাম ভাল লাগলো । শেষ দিকের এত প্রশ্নের জবাব কে দিবে জাতি জানতে চায় । 
 
 
২৮ শে নভেম্বর, ২০১৪  রাত ১:১১
টুম্পা মনি বলেছেন: হাহাহা অসংখ্য ধন্যবাদ পুনরায় পড়ার জন্য। 
আর কিছু প্রশ্নের জবাব নেই। তবুও মানুষ ঐ প্রশ্নগুলো করে। 
২৫| 
২৩ শে মার্চ, ২০১৫  দুপুর ১২:০২
এহসান সাবির বলেছেন: গুহার অন্ধকারে পঁচে মরতে প্রতিনিয়ত থাকে আঁধারের আহ্বান
সেই হৃদয়েও চাঁদ চেয়ে থাকে
যেন তীক্ষ্ণ চোখে পড়ে নেয় সব কষ্টের উপখ্যান......
এক গুচ্ছ ভালো লাগা।
 
২৩ শে মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৬:১৮
টুম্পা মনি বলেছেন: হু ঠিক বলেছেন। সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই।
২৬| 
২৯ শে মার্চ, ২০১৫  সকাল ১১:২৭
এহসান সাবির বলেছেন: হলো কিছু? মিললো নাতো...  
  
 
এতো তাড়াহুড়ো করে প্রতিশোধ নেবার কি দরকার ছিল? একটু অপেক্ষা করলে আমি অন্য পোস্টে কিছু লিখতাম তখন লেখা যেত.... না আর হয় না...
আমি তো অনেক দিন পর পারফেক্ট কিছু কথা পেয়ে খুশি হয়ে গেছিলাম, সবাইকে ঐ কথা গুলোই লিখব ভাবছিলাম কিন্তু এদিকে প্রতিশোধ স্পৃহা দেখে দমে গেলাম  
  
  
  
শুভ কামনা রইল।
অন্য একটা পোস্টে মন্তব্য করতে যাচ্ছি, ওখানে ঐ লাইন গুলি লিখে দিয়েন  
  
  
 
 
২১ শে এপ্রিল, ২০১৫  রাত ৮:১৯
টুম্পা মনি বলেছেন: প্রতিশোধের লাইনগুলো ভুলে যান। সুখটূকুই অবশিষ্ট থাকুক। কেমন।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৫৫
আবু শাকিল বলেছেন: সুন্দর ।