| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
টুম্পা মনি
	আমি যাযাবর। আমার নিজের কোন ঠিকানা নেই। শুধু কিছু মানুষের মনবে নিজেকে দেখে বুঝি আমি হয়ত আছি। হয়ত আছে আমার অস্তিত্ব।
![]()
শুনেছি তোমার শহরে আজ মেঘ ডেকেছে,
তোমার কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝোরে পড়েছে গোটা শহরের গায়ে,
আর সেই কষ্টের সাক্ষী হয়েছে নীলাকাশ,
এই জলীয় বাষ্প,জোড়া শালিক আর টিয়া,
ইট পাঁথরের গায়ে পড়েছে তোমার অশ্রুর ছাপ 
মিশে গেছে জনতার নিঃশ্বাসে, নিঃশ্বাসে 
দমকা হাওয়ায় দুঃখের আঁশটে গন্ধ,
তাতে চোখ ভেসেছে শত প্রেম পূজারীর। 
কিন্তু জানো কি?
 কারো কারো শুন্যতা কেউ দেখে না,
কারো অশ্রুগুলো বন্দী হয়ে রয় মেকি হাসির বেড়াজালে। 
শত কোলাহলে হঠাৎ হারিয়ে যাওয়া সেই
হৃদ স্পন্দনটির খোঁজ কেউ জানে না,
কেউ জানে না একখণ্ড নীরবতায় বন্দী কত সরব চিৎকার!
তোমার দুঃখে দুঃখবিলাসী সেজেছে কত আনাড়ি নারী,
তুমিও দুঃখের গ্লাসে শরাব ঢেলে মাতাল করেছো শহর!
কিন্তু জানো কি? দুঃখ নিয়ে কখনো বিলাস হয় না,
দুঃখ ঠিক মৃত্যুর মত, 
একটা নিঃশ্বাস হঠাৎ হারিয়ে যায় বুকের খুব গভীরে,
তারপর শুধু শুন্যতায় বিলীন,
নীরবে একটু একটু করে ক্ষয়ে যাওয়া সবার অগোচরে! 
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
টুম্পা মনি বলেছেন: ওহে কালি শেষ , কত্তদিন পর আপনার সাথে ব্লগ আঙিনায় দেখা। ভাল্লাগ্লো খুব।
২| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৮
সুমন কর বলেছেন: কারো কারো শুন্যতা কেউ দেখে না,
কারো অশ্রুগুলো বন্দী হয়ে রয় মেকি হাসির বেড়াজালে।
শত কোলাহলে হঠাৎ হারিয়ে যাওয়া সেই
হৃদ স্পন্দনটির খোঁজ কেউ জানে না  
সুন্দর।
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৩
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানবেন সুমন,
সুন্দর থাকুন। 
৩| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪১
রায়হান২৪৭ বলেছেন: দারুণ!
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৪
টুম্পা মনি বলেছেন: অনুপ্রেরণায় প্রাণিত হলেম। এভাবেই সাথে থাকুন।
৪| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩০
হাসান মাহবুব বলেছেন: দুঃখ ঠিক মৃত্যুর মত,
একটা নিঃশ্বাস হঠাৎ হারিয়ে যায় বুকের খুব গভীরে,
তারপর শুধু শুন্যতায় বিলীন,
নীরবে একটু একটু করে ক্ষয়ে যাওয়া সবার অগোচরে!  
চমৎকার হয়েছে তুলনাটা।
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:২১
টুম্পা মনি বলেছেন: যাক আপনার মন্তব্যে আশ্বস্ত হলাম। অনেক দিন পর কিছু লিখেছি। লেখাটা নিয়ে শংকিত ছিলাম।
৫| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: তোমার দুঃখে দুঃখবিলাসী সেজেছে কত আনাড়ি নারী,
তুমিও দুঃখে গ্লাসে শরাব ঢেলে মাতাল করেছো শহর!
কিন্তু জানো কি? দুঃখ নিয়ে কখনো বিলাস হয় না,
দুঃখ ঠিক মৃত্যুর মত, 
একটা নিঃশ্বাস হঠাৎ হারিয়ে যায় বুকের খুব গভীরে,
তারপর শুধু শুন্যতায় বিলীন,
নীরবে একটু একটু করে ক্ষয়ে যাওয়া সবার অগোচরে!
লাইনগুলো খুব ভালো লাগছে কবি । 
শুভেচ্ছা 
 
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৪২
টুম্পা মনি বলেছেন: এই অনুভুতিগুলোই আমার অনুপ্রেরণা,
সুন্দর থাকুন। 
৬| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগল।
একজন পাঠক হিসেবে তৃপ্ত।
কবিতার প্রতিটি শব্দ বাক্যে মুগ্ধতা।
+++
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৪৫
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানুন রাজপুত্র,
আপনার অনুভূতি জেনে ভালো লাগল। সুন্দর থাকুন প্রতিনিয়ত। 
৭| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩০
নিলু বলেছেন: ভালো , লিখে যান
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৫০
টুম্পা মনি বলেছেন: শুভেচ্ছা জানুন,
শুভরাত্রি 
৮| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৪৪
আবু শাকিল বলেছেন: সুন্দর কবিতা ।
ছবিটাও দারুন ।
+
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৫৪
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
সুন্দর থাকুন। 
৯| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:০২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা। লেখায়।
ভালো লাগা সংযোজিত ছবিতেও।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
একটা নিঃশ্বাস হঠাৎ হারিয়ে যায় বুকের খুব গভীরে,
তারপর শুধু শুন্যতায় বিলীন,
নীরবে একটু একটু করে ক্ষয়ে যাওয়া সবার অগোচরে! 
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৫৫
টুম্পা মনি বলেছেন: আপনার ভালো লাগার বহিঃপ্রকাশে আমায় কৃতজ্ঞ করল। 
এভাবেই সাথে থাকুন লেখালেখির জগতে। 
১০| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১৯
মনিরা সুলতানা বলেছেন: তোমার কষ্টগুলো বৃষ্টি হয়ে  ঝড়ে  পরেছে গোটা শহরের গাঁয়ে ।
দারুন লেখা টুম্পামনি 
শুভ কামনা 
 
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:৫৬
টুম্পা মনি বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা আপু,
শুভরাত্রি 
১১| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:২০
পার্থ তালুকদার বলেছেন: কিন্তু জানো কি?
কারো কারো শুন্যতা কেউ দেখে না,
কারো অশ্রুগুলো বন্দী হয়ে রয় মেকি হাসির বেড়াজালে। --------  চমৎকার
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:০৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ,
সুন্দর থাকুন। 
১২| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৩:৫৬
জাফরুল মবীন বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পেলাম।
আপনি বরাবরই চমৎকার লিখেন।কবিতাটিও অসাধারণ হয়েছে।
অভিনন্দন,ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:১১
টুম্পা মনি বলেছেন: ভাল লিখি কিনা জানি না,তবে আপনার বিশ্লেষণমুলক লেখাগুলোর ধারের কাছেও না।  
 
১৩| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার কবিতা মনে হয় প্রথম পড়লাম। ভালো লিখেন আপনি। চেষ্টা করবো আপনার লেখার নিয়মিত পাঠক হতে। নিরন্তর শুভ কামনা রইলো।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:১৬
টুম্পা মনি বলেছেন: অনুপ্রেরণা নিয়ে সাথী হবার জন্য কৃতজ্ঞতা। এভাবেই সব সময় সাথে থাকুন।
১৪| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:১০
সুজন দেহলভী বলেছেন: কেউ জানে না একখণ্ড নীরবতায় বন্দী কত সরব চিৎকার!
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:১৭
টুম্পা মনি বলেছেন: হুম,
শুভেচ্ছা রইল।
১৫| 
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:০৮
চূড়ান্ত বলেছেন: চমৎকার লিখেছেন।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:১৯
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
সুন্দর থাকুন। 
১৬| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৫৬
সায়েম মুন বলেছেন: ভাল লেগেছে টুম্পা। শুভকামনা রইলো।
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:২৬
টুম্পা মনি বলেছেন: অনেক পর......ভাল লাগল আপনাকে দেখে মুন।
১৭| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:১২
মায়াবী ছায়া বলেছেন: "একটা নিঃশ্বাস হঠাৎ হারিয়ে যায় বুকের খুব গভীরে,
তারপর শুধু শুন্যতায় বিলীন,
নীরবে একটু একটু করে ক্ষয়ে যাওয়া সবার অগোচরে! "
মুগ্ধ পাঠ।। শুভকামনা টুম্পা মনি আপু।।  :-)
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৩
টুম্পা মনি বলেছেন: অসংখয় ধন্যবাদ মায়াবী ছায়া। আপনার নামটা খুব সুন্দর
১৮| 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।+
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৪
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি,
সুন্দর থাকুন। 
১৯| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:০৫
রোদেলা বলেছেন: চমৎকার ছবিতে চমৎকার লেখা।মুগ্ধ হলাম।
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৪৮
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু,
শুভরাত্রি 
২০| 
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:২৬
তুষার কাব্য বলেছেন: হৃদ স্পন্দনটির খোঁজ কেউ জানে না, 
কেউ জানে না একখণ্ড নীরবতায় বন্দী কত সরব চিৎকার! 
দারুন কথামালা ।
 
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৪৯
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ তুষার ,
সদা শুভ্র থাকুন। 
২১| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১:১৪
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
ভাল্লাগে নাই  
 
 
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১:৩৭
টুম্পা মনি বলেছেন: সরাসরি এভাবে সত্যি বলার গুণ সবার থাকে না। আপনার আছে। শুভকামনা আপনার জন্য।
২২| 
০৮ ই মার্চ, ২০১৫  ভোর ৬:৪৯
আরজু পনি  বলেছেন: 
কারো কারো শুন্যতা কেউ দেখে না, 
কারো অশ্রুগুলো বন্দী হয়ে রয় মেকি হাসির বেড়াজালে....
মন খারাপ করা কথাবার্তা !
সুন্দর হয়েছে কবিতা ।
অনেক শুভেচ্ছা রইল, প্রিয় টুম্পামনি।
 
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১২:১০
টুম্পা মনি বলেছেন: কারো কারো শুন্যতা বোধয় সত্যিকারের শুন্যতা। কারণ সত্যিকারের শুন্যতা দেখা যায় না।  
 
শুভেচ্ছা পনি আপু। 
২৩| 
১০ ই মার্চ, ২০১৫  বিকাল ৪:২১
শায়মা বলেছেন: দুঃখবিলাসী কাব্য টুম্পামনি!
 
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১২:১৬
টুম্পা মনি বলেছেন: থ্যাংক্স এ লট শায়মা আপু।
২৪| 
১০ ই মার্চ, ২০১৫  বিকাল ৪:৫০
যুগল শব্দ বলেছেন: 
কারো কারো শুন্যতা কেউ দেখে না, 
কারো অশ্রুগুলো বন্দী হয়ে রয় মেকি হাসির বেড়াজালে। 
শত কোলাহলে হঠাৎ হারিয়ে যাওয়া সেই 
হৃদ স্পন্দনটির খোঁজ কেউ জানে না,
খুব আবেগ দিয়ে গেঁথেছেন দুঃখমালা। ভালো লাগলো। 
 
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১২:১৭
টুম্পা মনি বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ যুগল শব্দ।
২৫| 
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১:৪৬
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: হুম, দুঃবিলাসী কবিতার মতো দুঃখ লাগে সিওসি তে হারলে।
 
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ১:৫৩
টুম্পা মনি বলেছেন: সিওসি কি?  
  
 
২৬| 
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ২:১১
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ওহ আমি ভোবছিলাম আপনি ক্লাস অফ ক্লানস গেমটার টুম্পামনি।
 
১৪ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৫০
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
 
২৭| 
১৪ ই মার্চ, ২০১৫  দুপুর ২:১১
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ভেবেছিলাম**
 
১৪ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৫১
টুম্পা মনি বলেছেন:  
  
  
  
  
 
২৮| 
১৫ ই মার্চ, ২০১৫  রাত ১২:৫২
কালো গুপ্তচর বলেছেন: খুব ভালো লাগলো।  বিশেষ করে এই লাইনটা ভালোলাগার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে -
" কারো কারো শুন্যতা কেউ দেখে না"
 
১৫ ই মার্চ, ২০১৫  রাত ১০:৫৬
টুম্পা মনি বলেছেন: ভালো লাগার অনুভুতিটুকু জানাবার জন্য ধন্যবাদ,
শুভরাত্রি। 
২৯| 
১৫ ই মার্চ, ২০১৫  সকাল ১১:৪৭
নীরব আখতার বলেছেন: চমৎকার।  
 ''কেউ জানে না একখণ্ড নীরবতায় বন্দী কত সরব চিৎকার! ''   এই লাইনটা বেশি আর্কষনীয় লাগলো।
 
১৫ ই মার্চ, ২০১৫  রাত ১০:৫৭
টুম্পা মনি বলেছেন: হাহাহা আপনার নামে ''নীরব'' আছে দেখে বুঝি? 
ভালো থাকুন। 
৩০| 
১৬ ই মার্চ, ২০১৫  রাত ১২:০৫
নীরব আখতার বলেছেন: আমার নামে নীরব আছে - মন্তব্যটা লিখার সময় বিন্দুমাত্র মাথায় আসেনি সেটা। চরম সত্য যে নীরব শব্দটার প্রতি বেশ আকর্ষণ আছে আমার।
 
১৬ ই মার্চ, ২০১৫  দুপুর ১:১৩
টুম্পা মনি বলেছেন: হুমম 
সাবকনসাস্লি ভালো লাগার কারণ। 
৩১| 
১৬ ই মার্চ, ২০১৫  রাত ৮:১৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লাগল টুম্পামণি।
 
১৮ ই মার্চ, ২০১৫  দুপুর ১:০২
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রফেসর সাহেব।
৩২| 
২১ শে মার্চ, ২০১৫  রাত ৯:৩৯
আওণ বলেছেন: আমার প্রথম কমেন্টস কিন্তু টুম্পা মনির ব্লগে। একটা ধন্যবাদ পেতেই পারি।
কি বলেন আপু? 
 
 
২১ শে মার্চ, ২০১৫  রাত ১১:৩০
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আওন। আমার ব্লগে আপনার প্রথম কমেন্টস জেনে খুব ভালো লাগল। এভাবেই সাথে থাকুন। ভুলে যাবেন না যেন।
৩৩| 
২২ শে মার্চ, ২০১৫  বিকাল ৩:১৬
আওণ বলেছেন: ভুলে গেলে কিভাবে এখানে প্রথম কমেন্টস করলাম?
ভুলে যাইনিগো তাইতো প্রথম কমেন্টস করলাম।
কিন্তু আমরা অতি সাধারণ এটাও ভাবতে পারিনা কেউ মনে রাখবে!!
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও।
এ বাড়ির সাথে ও বাড়ির ছোটভাইদের ও একটু একটু মনে করেন প্লীজ।
আর আমারো ভাগ্য কেমনে ভালো খুব সহজে সামুর প্রথম পাতায় এক্সেস পেলাম।
যদিও তারা আমাকে একটু কমেন্টস করার যোগ্যতা দিলেও খুশি হতাম।
তাড়পরো সব একসাথে পেলাম এটাই সোনায় সোহাগা।
আর আপনাকে ভোলার চান্সও নেই আপু।
আমার লাইব্রেরী তে আপনার বই জ্বলজ্বল করছে।
শুভেচ্ছা সতত।
ভালো থাকুন নিরন্তন...
 
২২ শে মার্চ, ২০১৫  বিকাল ৩:৪৬
টুম্পা মনি বলেছেন: মনে রাখার জন্য কৃতজ্ঞতা। 
আমার আর আজকাল  বাড়ি বাড়ি ঘুরে ওসব বাড়ির লোকজনদের বিরক্ত করতে ভালো লাগে না। নিজের জন্য যাযাবর জীবনকে বেছে নিয়েছি। এতে নীরবে থাকা যায়। কারো মনোকষ্টের কারণ হতে হয় না। আর বুড়োও হয়েছি। চুলে পাক ধরেছে। আর কত বলুন! 
আপনার লাইব্রেরীতে আমার মত নগণ্যের বই আছে জেনে ভালো লাগলো। আবারো কৃতজ্ঞতা তার জন্য। 
৩৪| 
২২ শে মার্চ, ২০১৫  বিকাল ৩:৫৬
আওণ বলেছেন: ইশশশশশশ জবাব দেয়ার সুবিধা নেই!
যাই হোক আপনি বুড়ো হবেন কোন দু:খে? সর্বোচ্চ বুড়ি হতে পারেন  
  ![]()
 হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম তবে আবারো দাওয়াত দিয়ে গেলাম আমাদের বাড়িতে।
তবে বিবেচনা আর অনুরোধ রাখা আপনার দায়িত্বে যদিও সেই বাড়ি এখন আর নাই ভেংগে গেছে অনেক।
শুভকামনা ।
 
২২ শে মার্চ, ২০১৫  বিকাল ৪:২৬
টুম্পা মনি বলেছেন: আমি যাযাবর মানুষ। পথ ভুলে হয়ত যে কোন সময় যে কোন বাড়ির দুয়ারে গিয়ে দাঁড়াবো। 
আর বাড়িগুলো ভেঙ্গে গেলে আমার মত পথিকেরা তেষ্টা মিটাবে কোথায় গিয়ে? বাড়িগুলো টিকে থাকুক শান্তির নীড় হয়ে। শুভকামনা। 
৩৫| 
২২ শে মার্চ, ২০১৫  রাত ১০:১৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিন্তু জানো কি? 
কারো কারো শুন্যতা কেউ দেখে না, 
কারো অশ্রুগুলো বন্দী হয়ে রয় মেকি হাসির বেড়াজালে। 
শত কোলাহলে হঠাৎ হারিয়ে যাওয়া সেই 
হৃদ স্পন্দনটির খোঁজ কেউ জানে না, 
কেউ জানে না একখণ্ড নীরবতায় বন্দী কত সরব চিৎকার!
চমৎকার লিখেছেন আপু 
 
শুভেচ্ছা কবি 
 
২৩ শে মার্চ, ২০১৫  রাত ২:১২
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠের জন্য,
রাতের আঁধারের তরফ থেকে এক মুঠো আঁধারের শুভেচ্ছা রইল।
শুভরাত্রি। 
৩৬| 
২৩ শে মার্চ, ২০১৫  সকাল ১১:৫৯
এহসান সাবির বলেছেন: তোমার কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়েছে গোটা শহরের গায়ে,
আর সেই কষ্টের সাক্ষী হয়েছে আমার উস্কো-খুস্কো চুল...
পকেট ছেড়া পাঞ্জাবী আর তলা ক্ষয়ে যাওয়া চটি স্যান্ডেল জোড়া.....
 
২৩ শে মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৬:২১
টুম্পা মনি বলেছেন: হিহিহি দারুণ বলেছেন তো। 
আপনার কথা মত হিহি করে হাসছি। কি অদ্ভুত শোনাচ্ছে!  
  
  :!> 
৩৭| 
২৩ শে মার্চ, ২০১৫  বিকাল ৪:৫৩
নেক্সাস বলেছেন: ভালো লেগেছে
 
২৩ শে মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৬:২১
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ নেক্সাস আমার ব্লগ ভ্রমণের জন্য। 
শুভ সন্ধ্যা। 
৩৮| 
২৯ শে মার্চ, ২০১৫  সকাল ১১:১৬
এহসান সাবির বলেছেন: আমি কে যে আমার কথা মত হিহি করে হাসতে হবে  
  
  
 
 
২১ শে এপ্রিল, ২০১৫  রাত ৮:১৩
টুম্পা মনি বলেছেন: হোহোহো সেটাও ঠিক
৩৯| 
২১ শে এপ্রিল, ২০১৫  রাত ৯:২০
শায়মা বলেছেন: টুম্পামনি!!!!!!!!!!!!!!!!!!!!!
দুঃখবিলাস ছেড়ে কি সুখ বিলাসের কাব্য আর লেখা হবেনা!!!!!! ![]()
 
০৩ রা মে, ২০১৫  রাত ৯:১৪
টুম্পা মনি বলেছেন: লিখব আপু। ঐ দিন আপনার কমেন্টের জবাব দেয়ার সময় লেপ্টবের স্ক্রিণ ক্রাস খেলো। এসব নানা ঝামেলায় লেখা হয়ে উঠে না।  
 
৪০| 
০৩ রা মে, ২০১৫  রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আপু নতুন পোস্ট কবে পাচ্ছি । 
 
 
০৩ রা মে, ২০১৫  রাত ১০:০১
টুম্পা মনি বলেছেন: এখুনি পাচ্ছেন। অনেকদিন ব্লগে আসিনি। আপনাদের অনেক মিস করসি। এখন আবার অনেকদিন থাকবো বলে ঠিক করেছি।
৪১| 
০৫ ই মে, ২০১৫  রাত ১১:৩৫
একজন আরমান বলেছেন: 
শেষ প্যারাটা দারুন। 
 
০৬ ই মে, ২০১৫  রাত ৯:৫৭
টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৪২| 
০৮ ই মে, ২০১৫  রাত ১১:০৯
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ একটা কবিতা,
টুম্পা আপু, 
কিছুটা সময়ের জন্যে হলেও ভালো লাগায় ডুবে ছিলাম.......
৪৩| 
১০ ই মে, ২০১৫  বিকাল ৫:২০
আব্দুল মান্নান মল্লিক বলেছেন: খুব সুন্দর কবিতা
৪৪| 
১৩ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৩০
বিজন রয় বলেছেন: খুব ভাল লাগল।
নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা । +++