![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার নীল শাড়ী টা এখন আমাকে আর চিনে না
আমি আজ আচিন দেশে থাকি
সন্ধ্যে নামলেে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ি
রাত টাও আমকে আপন করে নেয় না,
জানো?
আমি মৃ্ত্যু দেখি নি
কিন্তু অন্ধকার দেখছি
তুমি বোধ হয় জানো ই না আন্ধকার মৃত্যু থেকেও কষ্টের
আর কষ্ট? সেটাকেও আমি এখন অনুভব করি না,
সব যেন ছন্ন ছাড়া
যা হোক,
তুমি না হয় শুকতারা হয়ে আছো,
ওপারে নিশ্চই তোমার অনেক আনন্দ?
ভালো থেকো মায়াবতী।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৮ রাত ২:০৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: তুমি বোধ হয় জানোই না অন্ধকার মৃত্যু থেকেও কষ্টের - এডিট করে নিলে আরো ভাল হবে।
সব মিলিয়ে বেশ ভাল লেগেছে।
শুভেচ্ছা