| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধূলির * পথচারী
খুব সাধারন সাদা-মাটা গ্রাম্য ছেলে আমি!!
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়
এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।
যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়
.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।
মিস ইউ স্যার
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৫
গোধূলির * পথচারী বলেছেন: চমৎকার করে লিখেছেন স্যার। আজকের ওয়েদার দেখে গান টা শুন্তেছি। আর আপনাদের সাথেও শেয়ার করলাম! কমেন্টের জন্য ধন্যবাদ।
২|
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০
মোস্তফা সোহেল বলেছেন: গানটি আমার খুবই প্রিয়। স্যারকে আমিও অনেক মিস করি।
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬
গোধূলির * পথচারী বলেছেন: ভাল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
৩|
০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
ধ্রুবক আলো বলেছেন: স্যারকে সত্যি অনেক মিস করছি
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২০
গোধূলির * পথচারী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!
৪|
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর, ভালো লাগলো।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২১
গোধূলির * পথচারী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!
৫|
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায় "- অসাধারণ ভালোবাসার প্রকাশ। কবিতায় অনেক অনেক ভালো লাগা রইল।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫
গোধূলির * পথচারী বলেছেন: ![]()
৬|
১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা
১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
গোধূলির * পথচারী বলেছেন: ভাল লাগছে জেনে খুশি হলাম! ধন্যবাদ
৭|
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২
গোধূলির * পথচারী বলেছেন: তেল আসছে!! @প্রামানিক ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তা। ধন্যবাদ।