| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধূলির * পথচারী
খুব সাধারন সাদা-মাটা গ্রাম্য ছেলে আমি!!
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।
এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা
মন চায় …মন চায় …
হৃদয় জড়াতে কারো চির -ঋণে
আজি ঝর ঝর মুখর বাদল দিনে . . .
জানি নে জানি নে … কিছুতে কেন যে মন লাগে না
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪
গোধূলির * পথচারী বলেছেন: জি ভাই। ধন্যবাদ আপনাকে।
২|
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২
খায়রুল আহসান বলেছেন: আজকের দিনের জন্য উপযুক্ত গান।
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭
গোধূলির * পথচারী বলেছেন: একদম তাই। ধন্যবাদ
৩|
২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০১
ধ্রুবক আলো বলেছেন: খুব প্রিয় একটা গান
ছবিটা দারুন হয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
গোধূলির * পথচারী বলেছেন: আপনার কমেন্ট পড়ে ভাল লাগলো। অনেক ধন্যবাদ
৪|
২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪
জুন বলেছেন: ভালোলাগার গানটির জন্য ভালোলাগা রইলো গোধূলির * পথচারী
২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫
গোধূলির * পথচারী বলেছেন: ধন্যবাদ
৫|
২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪
ফকির আবদুল মালেক বলেছেন: ধন্যবাদ।
এমন দিনে তারে বলা যায়-----
২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫
গোধূলির * পথচারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্টের জন্য!
৬|
২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।
২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
গোধূলির * পথচারী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩০
ব্লগ মাস্টার বলেছেন: মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।
বাস্তব কথা।