![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবার্ট ডে নিরোর মুভি মনে করে দেখতে বসছিলাম । কিন্তু , কীসের কী !!! এইটা তো নিরোর মুভি না । পুরাপুরি মিকি রউরক (নাম নিয়ে কনফিউশন আছে ) । জনরা হচ্ছে সাইকোলজিক্যাল হরর ।
কাহিনী : হ্যারি এঞ্জেল (মিকি রউরক) একজন প্রাইভেট ডিটেকটিভ । সে একটি নতুন কেস পেয়েছে । কেসটি দিয়েছে লুইস সাইফার (রবার্ট ডে নিরো) । কাজ হচ্ছে জনি ফেবারিট নামক এক বিখ্যাত সিঙ্গার কে খুঁজে বের করা , জার খোঁজ অনেকদিন যাবত কেউ জানে না । ১২ বছর আগে সর্বশেষ জনিকে দেখা গিয়েছিলো । তারপর আর কেউ তাকে দেখেনি । হ্যারি ইনভেস্টিগেট করতে থাকে আর নানা অজানা তথ্য বের হতে থাকে । শুধু তাই নয় , হ্যারি যাদের কাছ থেকে জনির ব্যাপারে খবর জানতে যায় , কেউ তাদের অতি নির্মমভাবে খুন করে যাচ্ছে । হ্যারির নিজের জীবনও ঝুঁকির মুখে । হ্যারি শেষ পর্যন্ত সাইফারের উপরও বিশ্বাস হারাতে থাকে ।
অবশেষে যে সত্য বের হয়ে আসে তা যে কারো আত্মায় কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ।
মিকি রউরক যে আগে এতো সুদর্শন ছিলেন এইটা এই মুভি না দেখলে জানতামই না । অভিনয়ও চরম করেছেন । নিরো অল্প সময় থাকলেও নজর কেড়েছেন ।
এই মুভি না দেখা মানে কিছু মিস করা । সেটা হতে দিয়েন না
নামঃ Angel Heart (1987)
পরিচালকঃ Alan Parker
অভিনয়ঃ Mickey Rourke, Robert De Niro, Lisa Bonet
IMDB Rating : 7.3
My Rating : 7.5
IMDB : http://www.imdb.com/title/tt0092563/
Download Link : http://isohunt.com/torrents/angel+heart
[email protected]" target="_blank" >Click This Link
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
টাইলার ডারডেন বলেছেন: মিলেছে কী ?
২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: পুরা তব্দা খাওয়ানো মুভি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
টাইলার ডারডেন বলেছেন: হুম
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখব।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
টাইলার ডারডেন বলেছেন: দেখেছেন ?
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩
িটউব লাইট বলেছেন: কি বেপার প্রীয়তে নেয়া যাচচেনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
টাইলার ডারডেন বলেছেন: ব্লগের সমস্যা মে বি
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: সিনেমার কাহিনীটা কমন লাগলো, মনে হল এরকম সিনেমা আরো অনেক আছে
শেষের সত্যটা জানার জন্য সিনেমাটিকে তালিকায় নিলাম। যদিও একটা গেস করেছি সে সত্যটা কি হবে! দেখি আমার গেসের সাতেহ মিলে কিনা