নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌকা মৌকা সব দলের সাথেই বানাইছে...
সব দলকেই ছোট করছে।
পাকিস্থানকে নিয়া বানাল। আমরাই হাততালি দিলাম। আহ! কি এড। কি ক্রিয়েটিভিটি।
তারপর সাউথ আফ্রিকা , ইউ এ ই, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে।
এখন বাংলাদেশ।
অ্যাডের এক পর্যায়ে দেখায়, পেপসি খাচ্ছে ইন্ডিয়ার জার্সি পড়া এক ছেলে। অ্যাডটি পেপসিই স্পন্সর। ছাড়লাম পেপসি খাওয়া। সবাই পেপসি খাওয়া ছাড়লে অন্তত বাংলাদেশ থেকে পেপসি যেই ২১-২৩% লাভ হয় এটার বাঁশ মারা যাবে। squint ইমোটিকন
এবং আরেকদিকে, ইন্ডিয়ার মানচিত্রের ভিতরে বাংলাদেশের মানচিত্র গোল দাগ দেয়া আর লেখা " ইন্ডিয়া ক্রিয়েট বাংলাদেশ। "
হ্যাঁ, ভারত।
আমি, আমরা কৃতজ্ঞ তোমাদের প্রতি। '৭১ এ তোমার আমাদের সাহায্য করেছো নিঃসন্দেহে। তাই বলে কি তোমরা এইটা বলতে পারো যে তোমরা আমাদের সৃষ্টি করেছো?
বুলশিট!!
দেখাতে পারবে কোথাও লেখা আছে কিনা এই ব্যাপারে তোমরা আমাদের সৃষ্টি করেছো?
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ। ত্রিশ লক্ষ শহীদ। ২ লক্ষ ধর্ষিত মা বোন।
তোমরা শুধু আমাদের ছোটই করনি বরং তোমরা কতটা ছোট এবং নিচু মানের টা প্রমান করলে।
২০০৭ এ যখন শচীন, ধোনি, দ্রাবিড় কাঁদতে কাঁদতে গেল, '১২ এর এশিয়া কাপের কথাও ভুলার কথা না?
আমদের বিধ্বংসী ব্যাটিংএর কাছেই তোমাদের এশিয়া কাপ থেকে বিদায়।
তোমরা বলবা #WeWontGiveItBack আর আমরা বলবঃ #WeWillGiveItBack
মৌকাটা আমাদের না তোমাদের।
মৌকাপে চৌকা মারা তোমাদের কাজ।
আর নিজেদের সেরাটা দিয়ে খেলা আমাদের কাজ।
#riseoftigers
#CWC15
২| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাড়লাম পেপসি খাওয়া। সবাই পেপসি খাওয়া ছাড়লে অন্তত বাংলাদেশ থেকে পেপসি যেই ২১-২৩% লাভ হয় এটার বাঁশ মারা যাবে। squint ইমোটিকন
++
এই মানসিকতার প্রতিবাদ করেই মেজর জলিল মুক্তিযোদ্ধা হয়েও রাজাকার!!
ভারতের অবাধ লুন্ঠনের প্রতিবাদ করেছিলেন দেশপ্রেমিক হিসাবে!
আর এই চক্রান্ত হারামীদের মাথায় ছিল বলেই সর্বাধিনায়ক ওসমানীকে সিলেট থেকে ঢাকা আত্মসমপর্ন চুক্তি স্থলে আসতে না দিয়ে হেলিকপ্টার ধান ক্ষেতে বসায়া রাখছিল!!!!!
আর নিজেরা সই করছিল স্বাধীনতার চুক্তিপত্রে!!!!!!!!!!!!!!!
এই কথা এই সত্য বললেই অনেকে হই হই কইরা উঠে!!
পাকিস্তান সারেন্ডার করছে ভারতের কাছে - বাংলাদেশ গেল কই?????
ওসমানীর হেলিকপ্টার গুলি করে ধান ক্ষেতে বসায়া রাখছিল কারা???
আজ ধীরে ধীরে তাদের লঞ্জা বের হচ্ছে!!!
বাংলাদেশের স্বকীয়তা নিয়ে বাঁচতে আরও অনেক লড়াই সামনে পড়ে আছে!!
৩| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫২
উল্লাস সাইমুন বলেছেন: দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরাই তুলে ধরতে পারিনি।
৪| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
সাদা গোলাপ বলেছেন: ইন্ডিয়াকে ধরে দিবানি বললেই হলো !
৫| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
উল্লাস সাইমুন বলেছেন: ইন্ডিয়ার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আমরাই।
তাদেরকে ধরেই দিবানি।
ভুলে যান ২০০৭ আর ২০১২ এর কথা? @সাদা গোলাপ
৬| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৬
ইমরান আশফাক বলেছেন: ইন্ডিয়ারে ধইরে এমন মোচড় দিবানি যে...........আর কি কবো! আগে ধইরে মোচড় একটা দিয়ে লই।
৭| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৬
এ কে এম রেজাউল করিম বলেছেন:
ইমরান আশফাক বলেছেন: ইন্ডিয়ারে ধইরে এমন মোচড় দিবানি যে...........আর কি কবো! আগে ধইরে মোচড় একটা দিয়ে লই ।
ইন্ডিয়াকে ধইরা দেওয়া হোক জোরছে এম মোচড় !!!
৮| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৭
উল্লাস সাইমুন বলেছেন: তাদের আবার ২০০৭ না দিলে ঠিক হইব না
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১১
জনাব মাহাবুব বলেছেন: ইন্ডিয়ানরা আমাদের যেই দৃষ্টিতে দেখে, সেটাই তুলে ধরছে পেপসি।
আমরা যতই ঢোল বাজাই যে, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। ভারত কিন্তু তা স্বীকার করে না।