নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানযুক্ত সমাজ চাই X((

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৬

আমি বর্তমানে যে এলাকায় আছি, বাসার থেকে ডান দিকে গেলে একটা মসজিদ, বায়ে গিয়ে বায়ে আরেকটা মসজিদ বাসার থেকে দুই মিনিট হাঁটার পর আরেকটা মসজিদ।
দুই মিনিটেই তিনটা মসজিদ।
আশেপাশে আরও প্রায় ১৩ টা মসজিদ আছে।
একেকটা মসজিদ ৪ তালা, ৫ তালা সর্বনিম্ম ৩ তালা।
আজ পর্যন্ত কোন মসজিদে আমি নিচ তলা পুরোটা ভরতে দেখিনি ঈদ এবং জুম্মা বাদে।
তারপরও নাকি এখন আবার মসজিদ বাড়ানো হবে।
কিন্তু আমাদের এই থানায় আশ্চর্য হলে সত্যি যে একটিও লাইব্রেরী নেই। একটি বেসরকারি ট্রাস্ট আছে সেখানে একটি লাইব্রেরী আছে কিন্তু শুধু নিজেদের জন্য।
আর এই এলাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরী আসার কথাটা চিন্তা করাও বোকামি।
সবচেয়ে অবাক লাগে প্রত্যেকটা মসজিদে কোরান শরীফ অনেক টাকা নিয়ে হুগুরেরা পড়ায়।
একটা অনেক বড় ইচ্ছা আছে। জানিনা কতদূর এগোতে পারব এরদিকে।
কিন্তু সভব হলে অবশ্যই এই থানায় একটা উন্মুক্ত লাইব্রেরী খুলবো।

নোটঃ নতুন করে প্রত্যেক উপজেলায় ৫০০ মসিজদ খোলা হবে। -_-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.