নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

কাপটা ভারত কে দিয়ে দিলেই পারে। X((

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১০

আজকের খেলা নিয়ে সকাল থেকে শুধু সবার পোস্ট দেখেই যাচ্ছি। নিজের কিছু বলতে ইচ্ছা করছিল না।

ভেবেছিলাম জিতার পর একেবারে জয়োচ্ছাস নিয়ে একটা স্ট্যাটাস দিবো।

পরে খেলার মাঝে মাঝে যা দেখলাম তা না বললেই নয়।

আচ্ছা যে নো বল টা দিছে ওইটা কি সত্যিই নো বল?

তাহলে নিয়ম বদলিয়ে কি কোমর থেকে হাঁটুর উপর ডিরেক্ট বল গেলে নো বল করা হয়েছে?

যেই একটা মুহূর্তে এমন ভুল সিদ্ধান্ত দেয়া হয় সে মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিলে ম্যাচ সহজেই আমাদের হাতে থাকতো। ( Bravo ICC!! )

শুরুতেই তামিম ঝড়। আহ!! মনটা পুরো লাফালাফি করা শুরু করল।

কিন্তু সেই আগের অবস্থা! শালা শালিরা বাঁশর ঘর থেকে বের না হলে সিরিয়াস কাজ শুরু হয় না।

শালাশালিরাও গেল কিন্তু জার সিরিয়াস কাজ করার কথা সেও গেল।

আচ্ছা, মাহমুদুল্লাহ যদি সত্যিই আউট হয় তাহলে তো নিয়ম আরেকটা চেঞ্জ। ক্যাচ ধরে বাউন্ডারিতে পা লাগলেও ওইটা আউট।

শালার ুদির ভাইয়েরা, আম্পায়ার দিছে পাকিস্থানি ( Bravo ICC!! ) ... যেগুলির সাথে আমাদের জাত শত্রুতামি। আসলে এইটা বললাম কারণ খেলার সাথে রাজনীতি মিশানো আমার একটা খুবই বাজে অভ্যাস। শালারা এখনো ভুলে নাই... সবই রক্তের দোষ। তাও বলবো আমরাঃ "কালার সাতা রাগনেতে মাছাবান না।"

যাই হোক, ভারত আর অস্ট্রেলিয়ার সেমিফাইনাল দেখার মানসিক প্রস্তুতি নিতেছি।

জয় বাংলা।

‪#‎CWC15‬

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৮

যাযাবর৮১ বলেছেন:



শয়তানের চেলা

খেলায় না পেরে দাদাদের নাই হুশ
দাদারাই তাই দেয় অকাতরে ঘুষ,
খেলার মাঠে তোরাই যে হলি বিলাই
কি করে বাঘের সাথে তোদের মিলাই।
আমরাই দেখাতে জানি আসল খেলা
তোরা শুধু কথা বলতে পারিস মেলা,
সময় আসবে খাবিরে চরম ঠেলা
তোরাই শয়তানের সাক্ষাত চেলা।

২.৩০, দুপুর
১৯.০৩.২০১৫
ঢাকা

২| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ICC = Indian Cricket Council X(( X( X(

৩| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৫

সুমন কর বলেছেন: ভারতকে বলতে পারে, আম্পায়ার ছাড়া মাঠে আসুন। দেখিয়ে দেব খেলা কারে কয়।

৪| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্ডিয়ার বেটিং রেট ছিল ১ টাকা না ২ টাকার মতো!
বাংলাদেশের বেটিং রেট ছিল ২৫ টাকা!!!!

ফতুর হবার ভয়ে বাজিগর রাও কলকাঠী নাড়ছে মনে হয়!!!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.