![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে হার্ট একটা বিট মিস করে, মাঝে মাঝে সময়গুলো থমকে দাড়ায় দৃষ্টি থেকেও দৃষ্টিশুন্য মনে হয়, অনুভূতিগুলোও যেন ভোতা হয়ে যায় কিংবা নিদৃষ্ট একটা অন্যগুলোকে থামিয়ে দেয়। মানুষ একটা পর্যায়ে গিয়ে উপলব্দি করে সে আসলে নিদৃষ্ট একটা বৃত্তে বন্দি তখন বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় কিন্ত পারে না লুপের মধ্যেই ঘুরপাক খেতে থাকে, বার বার এক জায়গায় এসে থমকে দাড়ায়। Ultimate Happiness বলতে কিছু আছে কিনা কে জানে যদি থাকে তো সেটা অন্য সময়ে, অন্য কোন স্থানে। তবে পাগল ছাড়া স্বাভাবিক এমন কাউকে খুজে পাওয়া যাবে বলে মনে হয় না যে বলবে, আমি সবদিকথেকে ভালো আছি কিংবা আমার কোন সমস্যা নেই। তবুও আমরা নতুন দিনের স্বপ্ন নিয়ে জেগে উঠি।
০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:২৫
আবু উমায়ের বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:২১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ