![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী করে আমি প্রেমের কবি হলাম!
আমি তো লিখতে চেয়েছিলাম সাম্যের কথা।
ইরাকী সভ্যতার নির্মম ধ্বংসস্তুপ,
ফিলিস্তিনের রিফিউজির আতংকিত মুখ
সিরিয়ার ভিটাছাড়া মানুষের দিশাহারা চোখ
আর হিরোশিমার কংকালসার বালকের কথা।
ধর্ষিতা তনুর কথা, গুলি খাওয়া ফেলানি
অত্যাচারে জর্জরিত সংখ্যালঘুর আহত চাহনি
আর ছেলেহারা বাবার আর্তনাদের কথা।
লিখতে চেয়ে আমার কলম থমকে যায়
শব্দেরা হারিয়ে যায়
আমার কলমের কি ক্ষমতা বৈষম্য ঘোচায়?
যদি আমার একটি শব্দেরও সাধ্য থাকত
তবে আমি কোটি কোটি শব্দ সাজিয়ে
শব্দের বন্যা বইয়ে দিতাম, আমৃত্যু।
তাই আমি তোমার কথা লিখি
ভালোবাসার মাঝে সাম্য খুঁজে ফিরি।।
২০.০৫.২০১৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০
উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে আন্তরিক ধন্যবাদ মাস্টারদা
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ++++
খুব সুন্দর লিখেছেন ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
উম্মে সায়মা বলেছেন: প্লাসে কৃতজ্ঞতা শাহরিয়ার কবীর ভাই
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে ফ্রন্টপেইজ একসেপ্ট দেওয়া হয়েছে কি ? নতুন একটা পোষ্ট দিয়ে দেখতে পারেন ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
উম্মে সায়মা বলেছেন: আচ্ছা দেখব
ধন্যবাদ.....
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
পলাশমিঞা বলেছেন: কি - হ্যাঁ অথবা না।
কী - বিশ্লেষণ।
আপনি কি জানেন, কবির কলম কতো মারাত্মক?
কবি রাগান্বিত হয়ে কলম ঝাড়া মারলে বীরার হাত তুলে বলে, আমরা পরাজিত হয়েছি।
কাপুরুরষরা কবির সামনে দাঁড়াতে পারে না, তাদের আত্মা কাঁপে।
কবি, কিছু লিখতে চাইলে সত্যের কথা লিখুন।
“বৈসাম্য যখন বৈহাসিক হয় তখন বৈষম্য হয় বৈষয়িক” ©
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
উম্মে সায়মা বলেছেন: কি - হ্যাঁ অথবা না।
কী - বিশ্লেষণ।
ধন্যবাদ পলাশমিঞা ভাই সংশোধনের জন্য। ঠিক করে নিয়েছি
আমি সবসময় এই কি আর কী নিয়ে দ্বিধায় থাকি।
আপনি কি জানেন, কবির কলম কতো মারাত্মক?
আমিতো আর বিশিষ্ট কবি নই তাই আমার লেখায় মনে হয় কাপুরুষের আত্মা কাঁপবেনা।
তবুও চেষ্টা করে যাব সত্য লেখার। (যদিও আমি তেমন একটা লিখতে পারিনা। একটু আধটু চেষ্টা করি আর কি[এখানেও নিশ্চিত নই কোন 'কি' হবে ])
দোয়া করবেন।
“বৈসাম্য যখন বৈহাসিক হয় তখন বৈষম্য হয় বৈষয়িক” ©
ভালো বলেছেন
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩
ANIKAT KAMAL বলেছেন: কবিতার পরতে পরতে ভালোলাগার মায়াবী ছোঁয়া ভালো থাকবেন অাজীবন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ কামাল ভাই....
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭
মুশি-১৯৯৪ বলেছেন:
শ্রদ্ধেয় বুবু, সেই ভাল প্রেমের কবি হয়ে আছেন,এই বিষাদসিন্ধুর তীরে বঞ্চিত,লাঞ্ছিতদের কথা বলিতে গেলে মানুষ আপনাকে রতিগ্রস্ত কবি ভাবিতে পারে।
ভিনদেশী রাক্ষসের কথা বলিয়া দেখ,
শুধুই ভার বইতে হইবে শৃঙ্খলের,
কেবলই হোঁচট খাইবে দিন-রাত্রি,
তাহার অটল মসনদে...........
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৭
উম্মে সায়মা বলেছেন: মানুষ আপনাকে রতিগ্রস্ত কবি ভাবিতে পারে।
ঠিক বলেছ ভাই। ভাবলেও ক্ষতি ছিলনা তবু যদি আমলে নিতো, পরিবর্তন আসতো!
কবিতার লাইন কয়টা কার?
সুন্দর...
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০২
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ঋতো ভাই
অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৫
পলাশমিঞা বলেছেন: আপা, কেমন আছেন?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৮
উম্মে সায়মা বলেছেন: আলহামদুলিল্লাহ্ মিঞাভাই। আপনি ভালো তো?
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২১
পলাশমিঞা বলেছেন: আমি ভালো আছি আপা। ব্লগে অনেক ব্লগার কিন্তু অনেকে মন্তব্য করে না এবং পোস্টও করে না। লগিন করে বসে থাকে।
ওদেরকে একটু চেতাতে চাই।
মজার খবর বলি, আমার দুইটা পোস্ট ফেইসবুকে নকল হয়েছে। আমিও রিপট করেছি। একজনে সরি বলেছে। আরকে কিছু বলেনি।
আমার লগে লাগে, তাদের এত্ত সাহস!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৮
উম্মে সায়মা বলেছেন: ওদেরকে একটু চেতাতে চাই।
চেতান। তাতে যদি কেউ কেউ একটিভ হয়!
আমিও রিপট করেছি
খুব ভালো হয়েছে। এভাবেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
আমার লগে লাগে, তাদের এত্ত সাহস!
আপনারে চিনে নাই। চিনায়ে দেন
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৩
পলাশমিঞা বলেছেন: আমার বই আমাজনে প্রকাশ করা। তাদরকে বললে ওরা সাথে সাথে একশন নেবে।
যারা নকল করে ওরা আসলে নিরেট বোকা। বোকা বলার কারণ, ওরা জানে না বা বুঝেনা, না বুঝে না জেনে কত বড় বিপদে পা দেয়।
আমার উপন্যাস কেউ নকল করলে আমি সত্যি মামলা করব এবং যে নকল করবে সে ফতুর হবে।
আমি এই জন্য প্রথম আমাজনে প্রকাশ করি। তাতে কপিরাইট হয়ে যায় এবং আমি নিরাপদবোধ করি।
রিপট করলে সাথে সাথে একশন নেয়।
মনে রাখবেন, পোস্ট করার পর এডিট করলে কপিরাইট নষ্ট হয়। চোররা অনেক সময় কয়েক মিনেটর মধ্যে নকল করে, মানে কপি পেস্ট করে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫০
উম্মে সায়মা বলেছেন: আমার বই আমাজনে প্রকাশ করা।
খুব ভালো একটা বুদ্ধি করেছেন। তবে আপনি তো বড় লেখক তাই পেরেছেন। আমাদের মত ছোটখাটো লেখকদের তো সেই উপায় ও নেই
যারা নকল করে ওরা আসলে নিরেট বোকা।
বিপদে পা তো দেয় ই তাছাড়া আমি বুঝিনা তারা কেন এমন করে! সবাইকে যে লেখক/কবি হতে হবে তা তো না। সবাই পারে ও না। তাই বলে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেব? ব্যক্তিত্বহীনদের পক্ষেই এমন সম্ভব
পোস্ট করার পর এডিট করলে কপিরাইট নষ্ট হয়
এটাতো চিন্তার বিষয়! এরপর থেকে মাথায় রাখব। যদিও আমার লেখা মনে হয়না এ পর্যন্ত কেউ কপি করেছে। আমার লেখা চোরের পছন্দ হয়নি। তবে এতে আমি বেজায় খুশি
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা ভালো লাগলো। ভালোবাসাতেই মুক্তি।
মিঞা ভাইয়ের মন্তব্য পড়ে আমার বুকটাও মুচড়াইয়া উঠলো। আমার কবিতা ফেসবুকে একজন তার নিজের নাম দিয়া সুন্দর মত বসে বসে হোইসিং নিচ্ছে। চোরের বাচ্চা চোর বলছি আমারে ব্লক মারছে। এহন আর দেখবারই পাই না।
হেলপ করার কেউ নাই , কি করুম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৮
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
চোর ধরতে পারলে প্রথমে সুন্দর করে বুঝিয়ে বলুন। তাতে কাজ না হলে হুমকি দিন। দেখেন কাজ হয় নাকি কিছুটা। নাহলে আইডি রিপোর্ট করে দিন।
আসলে আমাদের তেমন কিছু করার নেই এর বিরুদ্ধে। তারপরও যতটুকু সাধ্য আর কি।
শুভ কামনা জানবেন।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫২
পলাশমিঞা বলেছেন: আপাগো, আমিও এমন বলতাম। লেখার নিচে লিখে রাখবেন,
© স্বত্ব আছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০০
উম্মে সায়মা বলেছেন: লিখলে কি খুব একটা কাজ হয়?
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০
মুশি-১৯৯৪ বলেছেন:
শ্রদ্ধেয় বুবু , চার লাইন লিখেই আটকে গিয়েছিলাম, আর হচ্ছিল না, তারপর আপনার কবিতার লাইনটি মনে পড়ল...
লিখতে চেয়ে আমার কলম থমকে যায়
তরপরই লিখে ফেললাম আরও কয়েকটি লাইন, আবারও আপনার থিম ধার করলাম....
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭
উম্মে সায়মা বলেছেন: থমকে যাওয়া থেকেই নতুন পথ চলা শুরু হয়....
ভালোই তো হল একটা লাইন যে তোমাকে লিখতে সাহায্য করেছে।
যাক তাও তো একটা কিছু হল।
শুভ কামনা। এগিয়ে যাও।
কি লিখলে দেখার আশায় রইলাম
কবিতা প্রিয়তে নেয়ায় ধন্যবাদ।
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
মুশি-১৯৯৪ বলেছেন:
কবিতার নাম দিয়েছি ’রুপকথা’........। থিম অনুসারে নামটি সঠিক কিনা বলবেন বুবু..। ব্লগে কবিতাটি পোষ্ট করেছি.।
এক জনৈক বাচাল রাক্ষসের কথা বলছি,
আন্ধাদের চোখ দিয়ে না দেখাই ছিল তার রায়,
আন্ধা হয়েও চোখ মেলে তাকিয়ে ছিলাম আমি,
তাই আজ আমি অপরাধী, আমি ’এয়াহুদি বিদ্বেষী ’
তাহার ভয়ে করতে পারিনি আমি সত্য উচ্চারন,
বন্ধি হয়ে আছি আমি,থাকতেও চাই বন্ধি হয়ে।
সেই ভিনদেশী রাক্ষসের কথা বলিয়া দেখ তুমি,
শুধুই ভার বইতে হইবে শৃঙ্খলের,
কেবলই হোঁচট খাইবে দিন-রাত্রি,
তাহার অটল মসনদে...........এক জনৈক বাচাল রাক্ষসের কথা বলছি,
আন্ধাদের চোখ দিয়ে না দেখাই ছিল তার রায়,
আন্ধা হয়েও চোখ মেলে তাকিয়ে ছিলাম আমি,
তাই আজ আমি অপরাধী, আমি ’এয়াহুদি বিদ্বেষী ’
তাহার ভয়ে করতে পারিনি আমি সত্য উচ্চারন,
বন্ধি হয়ে আছি আমি,থাকতেও চাই বন্ধি হয়ে।
সেই ভিনদেশী রাক্ষসের কথা বলিয়া দেখ তুমি,
শুধুই ভার বইতে হইবে শৃঙ্খলের,
কেবলই হোঁচট খাইবে দিন-রাত্রি,
তাহার অটল মসনদে...........
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
উম্মে সায়মা বলেছেন: একটু আগেই পড়ে কমেন্ট রেখে এসেছি
নামটা ঠিক আছে তবে আরেকটু রিলেটেড হতে পারত।
'জনৈক রূপকথার রাক্ষস' এটা কেমন হয় দেখোতো!
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
মুশি-১৯৯৪ বলেছেন:
আপনার দেওয়া নাম মাথায় করিয়া নিলাম বুবু। জানি জগতের অধিকাংশ লোক আমার কবিতাকে গ্রাহ্য করবে না, তবুও নিজের কথা বলে যেতে চাই ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯
উম্মে সায়মা বলেছেন: লিখে যাওয়াটাই আসল।
বিখ্যাত হবার আশায় লিখলে কখনো বিখ্যাত হওয়া যায়না।
বরং ভালো লিখলে একদিন অবশ্যই জগতের লোক গ্রাহ্য করবে।
কথাটি তোমাকে বলছি না। সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
বিজন রয় বলেছেন: প্রেমও থাকল, সাম্যও থাকল।
সুন্দর কবিতা।
++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২
উম্মে সায়মা বলেছেন: প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ.....
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৩
মুশি-১৯৯৪ বলেছেন:
শ্রদ্ধেয় বুবু, স্বাধীন বাংলাদেশে কি করিয়া দাস প্রথা ও উপনিবেশিক শাসন সহাবস্হান করিতেছে, এটা ব্যাখা করিয়া এটি পোষ্ট দিব ভাবিতেছি। আপনি কি বলেন .....
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৩
উম্মে সায়মা বলেছেন: সেটাতো খুবই ভালো হবে ভাই।
এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে।
নেট ঘেঁটে আইডিয়া নাও।
শুভ কামনা.....
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবাই সব বলেছে, আমি শুধু বলতে চাই একথা ছড়িয়ে যাক। মানুষের ভালভাবে বেঁচে থাকার চিন্তা প্রতিটি মানুষের মাঝে জেগে উঠুক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১
উম্মে সায়মা বলেছেন: সেটাই সবারর কাম্য ফরিদ ভাই।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২১
মুশি-১৯৯৪ বলেছেন: কেমন আছেন বুবু, একটা ভাল বই পেয়েছি “ব্লাক স্কিন হোয়াইট মাস্ক” আশা ছিল পুরো বইটা শেষ করে একটা পোষ্ট দিব, কিন্তু সময় করতে পারছি না, অবস্হা দেখে কবিতা ফাঁদতে বসলাম, কিন্তু দুই লাইনে আটকে গেলাম....
ইচ্ছায় কখোনো করি নাই অবহেলা,
পড়িয়াছি নিদারুন দরকারের ফাঁদে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩১
উম্মে সায়মা বলেছেন: আমি ভালোই আছি ভাই। তুমি কেমন আছো? আমাকে এই প্রথম কেউ বুবু ডেকেছে। শুনতে ভালোই লাগছে।
আস্তে ধীরে পড়ে শেষ করে তারপর রিভিউ দাও।
আর কবিতা নিয়ে মাথা ঘামিও না।দেখবে এমনিতেই জট খুলে যাবে। এটা এখন অবচেতন মনে সেইভ হয়ে আছে। সময়মত সিগনাল পাঠাবে।
এ দু'লাইন ভালো হয়েছে
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৫
মুশি-১৯৯৪ বলেছেন: আমার কোন বোন নেই, বড় বা ছোট তাই ভাই বোনের সর্ম্পকের প্রতি আমি খুবই লালায়িত, তাই আপনাকে বুবু ডাকার লোভটা সামলাতে পারলাম না।
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১১
মুশি-১৯৯৪ বলেছেন:
ব্লগে আমরা সবাই অপরিচিত , তাই সহজেই আপনাকে বুবু ডাকিলাম, এতদিন কাউকেই বুবু ডাকিতে পারি নাই কারন নিষেধ বা সীমা আছে বলিয়া, আবার মনে হয় নিষেধ আছে বলিয়াই মানুষ সেই নিষেধের বেড়া ভাঙ্গিতে এতটা ব্যকূল থাকে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৫
উম্মে সায়মা বলেছেন: তোমার আন্তরিকতায় আমি খুব খুশি হয়েছি ভাই।
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০
পুলহ বলেছেন: গোছানো, পরিপাটি কবিতা। ভালো লেগেছে।
কবিতার টোনটা আরেকটু ডাউন/ হতাশাগ্রস্ত হলে হয়তো সাম্য প্রতিষ্ঠায় আন্তরিক, কিন্তু ভূমিকা রাখতে না পারার বেদনা/ হতাশা- আরো স্পষ্ট হতো।
শুভকামনা জানবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
উম্মে সায়মা বলেছেন: গঠনমূলক মন্তব্যে আন্তরিক ধন্যবাদ পুলহ ভাই। মাঝে আরো কিছু লাইন জুড়ে দিলে বোধহয় আপনি যেমন বলেছেন তেমন টোন আনা যেতে পারে। আপনার পরামর্শ মাথায় রাখলাম।
ভালো থাকবেন।
২৩| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৫
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ...।।
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪
উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই......
২৪| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:০৩
ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর সুন্দর.।।।
২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৪:০৬
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইফতেখারুল মবিন ভাই।
২৫| ১৮ ই মে, ২০১৭ রাত ৩:০২
নাগরিক কবি বলেছেন: কবি! আপনার লেখা কি প্রথম পাতায় যায়?
ঘুরতে এসে কবিতা পড়ে গেলাম।
তবে আমার খুব আফসোস হয়, আমি বিনোদনকারী কবিতা লিখতে পারি না। যেখানে মানুষের জীবনের প্রেম ভালবাসা কিংবা আক্ষেপ থাকে। এগুলো আমার আসে না।!!
যাই হোক কবিতা ভালই হয়েছে।
১৮ ই মে, ২০১৭ রাত ৩:৪১
উম্মে সায়মা বলেছেন: না কবি ভাই। লেখা প্রথম পাতায় যায়না। হয়তো ব্লগ কর্তৃপক্ষের আমার লেখার মান প্রথম পাতায় দেবার যোগ্য মনে হয়না। যাই হোক সেটা নিয়ে ভাবিনা। আপনি ঘুরতে এসে কবিতা পড়ে গেলেন বলে ভালো লাগল।
আফসোস করার কিছু নেই। সবাই প্রেম বিরহের কবিতা লিখলে কি করে হবে! আপনারা গম্ভীর বিষয় নিয়েই লিখুন।
অসংখ্য ধন্যবাদ ভাই।
২৬| ১৮ ই মে, ২০১৭ ভোর ৪:০১
নাগরিক কবি বলেছেন: মেইল দেন ফিডব্যাক এ। ৬ মাসের মধ্যে কি আপনাকে সেফ করেনি? নাকি কোন কারনে সেফ থেকে জেনারেল করেছে??
১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৯
উম্মে সায়মা বলেছেন: না এখনো সেফই করেনি। স্টেটাসে ৩ দিনের পর্যবেক্ষণ লেখা। মেইল দিয়েছিলাম। নো রেসপন্স
পরামর্শের জন্য ধন্যবাদ কবি ভাই। ভালো থাকুন।
২৭| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার মাঝে সাম্য খুঁজে ফিরি - কথাটা ভাল লাগলো।
পুলহ এর মন্তব্যটাও (২২ নং) ভাল লেগেছে।
১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৪
উম্মে সায়মা বলেছেন: এত আগের কবিতায় আপনার মন্তব্য! দেখে ভীষণ ভালো লাগলো খায়রুল আহসান ভাই। অসংখ্য ধন্যবাদ।
২৮| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২১
জাহিদ অনিক বলেছেন:
সাম্য মৈত্রী মানবতা--- এসব তো প্রেমেরই অংশ।
কবিতা সুন্দর লিখেছিলেন। কবির ভাবনা।
১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৬
উম্মে সায়মা বলেছেন: হুমম। শাশ্বত প্রেম.....
কবি সাহেবও আমার এত পেছনের পোস্টে এসে মন্তব্য রেখে গেছে! ধন্য হলাম
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩১
চিন্তক মাস্টারদা বলেছেন: কি করে আমি প্রেমের কবি হলাম!
আমি তো লিখতে চেয়েছিলাম সাম্যের কথা।
ইরাকী সভ্যতার নির্মম ধ্বংসস্তুপ,
ফিলিস্তিনের রিফিউজির আতংকিত মুখ
সিরিয়ার ভিটাছাড়া মানুষের দিশাহারা চোখ
আর হিরোশিমার কংকালসার বালকের কথা।
ধর্ষিতা তনুর কথা, গুলি খাওয়া ফেলানি
অত্যাচারে জর্জরিত সংখ্যালঘুর আহত চাহনি
আর ছেলেহারা বাবার আর্তনাদের কথা।
লিখতে চেয়ে আমার কলম থমকে যায়
শব্দেরা হারিয়ে যায়
আমার কলমের কি ক্ষমতা বৈষম্য ঘোচায়?
যদি আমার একটি শব্দেরও সাধ্য থাকত
তবে আমি কোটি কোটি শব্দ সাজিয়ে
শব্দের বন্যা বইয়ে দিতাম, আমৃত্যু।
তাই আমি তোমার কথা লিখি
ভালোবাসার মাঝে সাম্য খুঁজে ফিরি।।
পুরাটা কবিতাই হয়ে গেল ভালবাসা ও সাম্যের। বস্তুত প্রেম যেখানে আছে সেখানে সাম্য আসবেই।
অসংখ্য ধন্যবাদ বসন্তের সকালে এমন কবিতা শুনানোর জন্য।